26/10/2025
পর্তুগাল সহ পুরো ইউরোপ এর সময় পরিবর্তন হবে আজকে রাতে।
২৬ অক্টোবর রবিবার Daylight Saving Time এর সমাপ্তি উপলক্ষে পর্তুগাল সহ পুরো ইউরোপে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে যাবে।
এতে করে বাংলাদেশ ও পর্তুগালের সময়ের পার্থক্য হবে ৬ ঘণ্টা।
এই পরিবর্তনটি সাধারণত প্রতি বছর অক্টোবরের শেষ রবিবারে করা হয়, শীতকালীন সময়সূচি অনুযায়ী।