21/08/2023
গতকাল এই লোকটার রিক্সায় উঠেছি। কথা বলতে বলতে তার আচার আচরণে মনে হলো রিক্সা চালানো পেশার বাইরেও উনার অন্য কোনো পেশা থাকতে পারে। আরো একটু কথা বলতে বলতে ফ্রী হয়ে জিজ্ঞাসা করলাম, আপনার কি অন্য কোন পেশা আছে? বললো হ্যা ভাই আমি একটা প্রাইভেট কোম্পানীতে জব করি, এটা আমার নিজের রিক্সা অবসর সময়ে চালাই। গত কোরবানীর ঈদের পরে ৩৪০০০/ টাকা দিয়ে সেকেন্ডহ্যান্ড এই রিক্সাটা কিনেছেন। আসল টাকা অনেক আগেই ইনকাম করেছে। উনার ভাষ্যমতে প্রতিদিন অফিস টাইমের বাইরে প্রতিদিন গড়ে একহাজার টাকা ইনকাম করেন। উনি এ্যকমাউন্ট যাই বলুক চাকরির পাশাপাশি যে টাকা ইনকাম করে সেটাই লাভ।
আমরা মানসম্মানের ভয়ে অনেক কাজই করিনা। কাজ না করলে কেউ আপনাকে একবেলা খাবার দিবেনা। অথচ যখনই আপনি ছোট খাটো যে কোন বৈধ কাজ করবেন তখন অনেকই নাক সিটকাবে। তাই কে কি বললো এসব কথা মাথায় না এনে কাজ করতে হবে, কাজ করলে কারো ভাতের দুঃখ নেই।