HERO ALOM FC

HERO ALOM FC সবাই আমার পাশে থাকেন , জয় আমাদের হবেই ইনশাআল্লাহ

গতকাল এই লোকটার রিক্সায় উঠেছি। কথা বলতে বলতে তার আচার আচরণে মনে হলো রিক্সা চালানো পেশার বাইরেও উনার অন্য কোনো পেশা থাকতে...
21/08/2023

গতকাল এই লোকটার রিক্সায় উঠেছি। কথা বলতে বলতে তার আচার আচরণে মনে হলো রিক্সা চালানো পেশার বাইরেও উনার অন্য কোনো পেশা থাকতে পারে। আরো একটু কথা বলতে বলতে ফ্রী হয়ে জিজ্ঞাসা করলাম, আপনার কি অন্য কোন পেশা আছে? বললো হ্যা ভাই আমি একটা প্রাইভেট কোম্পানীতে জব করি, এটা আমার নিজের রিক্সা অবসর সময়ে চালাই। গত কোরবানীর ঈদের পরে ৩৪০০০/ টাকা দিয়ে সেকেন্ডহ্যান্ড এই রিক্সাটা কিনেছেন। আসল টাকা অনেক আগেই ইনকাম করেছে। উনার ভাষ্যমতে প্রতিদিন অফিস টাইমের বাইরে প্রতিদিন গড়ে একহাজার টাকা ইনকাম করেন। উনি এ্যকমাউন্ট যাই বলুক চাকরির পাশাপাশি যে টাকা ইনকাম করে সেটাই লাভ।

আমরা মানসম্মানের ভয়ে অনেক কাজই করিনা। কাজ না করলে কেউ আপনাকে একবেলা খাবার দিবেনা। অথচ যখনই আপনি ছোট খাটো যে কোন বৈধ কাজ করবেন তখন অনেকই নাক সিটকাবে। তাই কে কি বললো এসব কথা মাথায় না এনে কাজ করতে হবে, কাজ করলে কারো ভাতের দুঃখ নেই।

07/08/2023
06/08/2023

নায়িকার সাথে দেখা করতে গিয়েছিলাম....

Something special is coming
05/08/2023

Something special is coming

একটু রিল্যাক্স
30/07/2023

একটু রিল্যাক্স

 #হিরো_আলম  #পরিচিতি: আশরাফুল আলম: জন্ম ২০ জানুয়ারী ১৯৮৫,  #হিরো_আলম তার ইউটিউব চ্যানেলের 1.5 মিলিয়নেরও বেশি সাবস্ক্রা...
27/07/2023

#হিরো_আলম

#পরিচিতি: আশরাফুল আলম: জন্ম ২০ জানুয়ারী ১৯৮৫, #হিরো_আলম তার ইউটিউব চ্যানেলের 1.5 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

#হিরো_আলমের_কমতি: হিরো আলম দেখতে হিরোদের সুদর্শন নন, তেমন শিক্ষিত নন, গানের কন্ঠ সুন্দর না, উচ্চারন সঠিক নয়, অভিনয় ভালো না, আরো এমন কমতি আছে হিরো আলমের।

#শিক্ষনীয়_বিষয়: হিরো আলমের এতো কমতি থাকার পরেও চোখ ভরা স্বপ্ন ও বুক ভরা সাহস নিয়ে, জীবনে তিনি যা হতে চেয়েছেন বুক চিতিয়ে সেই "স্বপ্ন" সবার সামনে বলেছেন এবং স্বপ্নকে বাস্তব করার জন্য প্রানপন চেষ্ঠা করে যাচ্ছেন। হিরো আলমে এতো কমতি থাকার পরেও যদি সে তার স্বপ্ন পূরনের পথে এগিয়ে যেতে পারে তাহলে আপনি আমি পারবো না কেনো?
একবার চিন্তা করে দেখেন।

যে যাই বলুক, হিরো আলমের এই তীব্র ইচ্ছা শক্তিকে আমি সম্মান করি, তার এই ইচ্ছা শক্তি থেকে আমাদের অনেক কিছু শিখার আছে বলে আমি মনে করি।


নির্বাচন আর করবো না, এখন কাজে মন দিতে চাই। এইমাত্র একটি গানের শুটিং থেকে ফিরেছি। সারাদিন কাজ করেছি। কখন যে ফোনের চার্জ ফ...
26/07/2023

নির্বাচন আর করবো না, এখন কাজে মন দিতে চাই। এইমাত্র একটি গানের শুটিং থেকে ফিরেছি। সারাদিন কাজ করেছি। কখন যে ফোনের চার্জ ফুরিয়ে ফোন বন্ধ হয়ে গেছে তা খেয়াল করতে পারিনি। অফিসে এসে দেখি আমার ফোন বন্ধ। সারাদিন আমাকে অনেকে ফোন দিয়েছেন। এখন সবার ফোন ব্যাক করছি।’ এভাবেই নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে ঢাকার নিজ অফিসে বসে মঙ্গলবার (২৫ জুলাই) রাতে জাগো নিউজকে বলেন হিরো আলম।

হিরো আলম আরও বলেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে কি হয়েছে সে সম্পর্কে আপনারা সবাই কম-বেশি জানেন। এর সব কিছুই তো আপনারা মিডিয়ায় দেখেছেন। এখনো আমাকে লোকজন হুমকি দিচ্ছে। আজ সিলেটে আমাকে হুমকি দেওয়া একজনকে ধরেছে পুলিশ। আগামীকালের মধ্যে তাকে ঢাকায় নিয়ে আসবে। আরও বিভিন্ন সমস্যার মধ্যে দিন পার করছি।

25/07/2023

যারা আমার সমর্থক আছেন, লাইক কমেন্ট দিয়ে এক্টিভ থাকবেন

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when HERO ALOM FC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share