
28/08/2024
আমার শিক্ষা জীবনে কবি কাজী কাদের নেওয়াজ এর লেখা ”শিক্ষকের মর্যাদা” কবিতাটি পড়েছিলাম। শিক্ষকদের কিভাবে মর্যাদা দিতে হয় তা শিখেছিলাম বলেই, বর্তমান প্রজন্মের মেধাবী ছাত্রদের শিক্ষকদের সাথে এই ধরনের আচরণ কোনভাবেই মেনে নিতে পারছিনা।
আমরা কি এমন এক মেধাবী প্রজন্ম চেয়েছিলাম