25/07/2025
মাঝে মাঝে দেখবেন বাচ্চারা রাতে ঘুমের মধ্যে হঠাৎ করে উঠে অনেক কান্নাকাটি করে কোনো কারন ছাড়াই। দুধ দিলে দুধও খেতে চায় না ,আপনার কোলেও উঠতে চায় না।অনেক সময় বাচ্চারা ক্ষুধার জন্য কান্না করে উঠে কান্নাকাটি করে তখন দুধ খেয়ে আবার ঘুমায় পরে।কিন্তু অনেক কিছুর পরও যখন দেখবেন বাচ্চা ঘুমাচ্ছে না অনেক কান্নাকাটি করছে ভয়ে।এটা যদি রেগুলাত হয় তাহলে অবশ্যই একজন ভালো শিশু ডাক্টার দেখাবেন। আর অবশ্যই রাতে ঘুমানোর আগে বাচ্চার সাথে ভালো ব্যবহার করতে হবে।চিল্লাচিল্লি করা যাবে না বিশেষ করে বাবামায়ের।রাতে বকাঝকা করে রেগুলার বাচ্চাকে ঘুম পারিয়ে দিলে এই সমস্যা টা বেশিরভাগ হয়।আবার দেখবেন সকালে উঠে বাচ্চা একদমই স্বাভাবিক। কারন রাতে কি হয়েছিলো তখন বাচ্চার মনে থাকে না।
সাজীদ এর আম্মু