জাজিরা টাইমস্

জাজিরা টাইমস্ সকল আপডেট সবার আগে পেতে চোখ রাখুন জাজিরা টাইমসে্

17/10/2025

নদীতে পুলিশের কোনো ঝামেলা নাই, পুলিশকে তো প্রতি রাতের টাকা দেওয়াই.....

#জাজিরাটাইমস #ইলিশধরা #নৌপুলিশ #উপজেলাপ্রশাসন
#জাজিরা #ডিজিটাল #পালেরচর

আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য " জাজিরা টাইমস্ " এখন ১ লাখ ফলোয়ারের পরিবার। আপনাদের বিশ্বাসই আমাদের শক্তি। আমরা প্রতিন...
17/10/2025

আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য " জাজিরা টাইমস্ " এখন ১ লাখ ফলোয়ারের পরিবার।

আপনাদের বিশ্বাসই আমাদের শক্তি। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি রাখি।

😑
17/10/2025

😑

জাজিরা গার্লস হাইস্কুল এন্ড কলেজে এবার ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৬৭%।ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল শীট অনুযায়...
16/10/2025

জাজিরা গার্লস হাইস্কুল এন্ড কলেজে এবার ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৬৭%।

ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল শীট অনুযায়ী এবার এই কলেজে মোট ৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী ৬০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩১ জন এবং ২৯ জন অনুত্তীর্ণ হয়েছে। তবে, জিপিএ-৫ পায়নি।

পরীক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগে উত্তীর্ণ হয়েছে ২৯ জন, অনুত্তীর্ণ হয়েছে ২৬ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে উত্তীর্ণ হয়েছে ২ জন, অনুত্তীর্ণ হয়েছে ৩ জন।

#জাজিরাটাইমস্ #ডিজিটাল

জাজিরা কলেজে এবার ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৬.২৪%।ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল শীট অনুযায়ী এবার এই কলেজে মোট ১...
16/10/2025

জাজিরা কলেজে এবার ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৬.২৪%।

ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল শীট অনুযায়ী এবার এই কলেজে মোট ১০৯ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষার্থী ছিল। এরমধ্যে ৩ জন অনুপস্থিত থাকায় ১০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী ১০৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৯ জন এবং ৫৭ জন অনুত্তীর্ণ হয়েছে। তবে, জিপিএ-৫ পেয়েছে- ১ জন।

পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়েছে ৪ জন, অনুত্তীর্ণ-অনুপস্থিত ৯ জন, মানবিক বিভাগে উত্তীর্ণ হয়েছে ৪৫ জন, অনুত্তীর্ণ-অনুপস্থিত
হয়েছে ৫০ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে অনুত্তীর্ণ-অনুপস্থিত হয়েছে ১ জন।

#জাজিরাটাইমস্ #ডিজিটাল

শরীয়তপুরের শিক্ষাঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু এখন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। একসময় জেলার সেরা ফলাফল করা এই ...
16/10/2025

শরীয়তপুরের শিক্ষাঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু এখন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। একসময় জেলার সেরা ফলাফল করা এই প্রতিষ্ঠানে এবারের এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছে মাত্র ৯ জন শিক্ষার্থী, যেখানে গত বছর সংখ্যা ছিল আড়াইশর বেশি। হঠাৎ এমন ভয়াবহ ফলাফলের পতনে অভিভাবক, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া ও নানা প্রশ্ন।

সচেতন মহল বলছেন, অবাধে মোবাইল ফোন ব্যবহার, টিকটক ও সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি, মাদকাসক্ত, নিয়মিত ক্লাস ফাঁকি দিয়ে নড়িয়া পার্ক বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, কোচিং নির্ভর মানসিকতা এবং অধ্যবসায়ের অভাব— এসবই ফলাফলের এই ভয়াবহ পতনের মূল কারণ বলে মনে করছেন তারা।

একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “শিক্ষার্থীদের মনোযোগ এখন পড়াশোনায় নেই। মোবাইল আর টিকটকের নেশা তাদের সময়, মনোযোগ, এমনকি নৈতিকতাও কেড়ে নিচ্ছে। নিয়মিত পড়ালেখা না করায় ভালো ফলাফল আশা করাও কঠিন।”

তবে স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এটা কেবল কঠিন প্রশ্ন নয়— বরং শিক্ষা থেকে শিক্ষার্থীদের দূরে সরে যাওয়ার একটি সামাজিক সংকেত। তারা মনে করছেন, এখন সময় এসেছে কলেজ প্রশাসন, অভিভাবক ও শিক্ষার্থীদের একসাথে বসে শিক্ষার পরিবেশ পুনর্গঠন করার।

একসময় জেলায় প্রথম সারিতে থাকা মজিদ জরিনা কলেজের এমন ফলাফল এখন অনেকের মনেই প্রশ্ন তুলেছে।

জাজিরা উপজেলার একমাত্র সরকারি কলেজ বড়কৃষ্ণনগর সরকারি কলেজে এবার ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার মাত্র ২১.৫০%। যা ২...
16/10/2025

জাজিরা উপজেলার একমাত্র সরকারি কলেজ বড়কৃষ্ণনগর সরকারি কলেজে এবার ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার মাত্র ২১.৫০%। যা ২০১১ সালে কলেজটির এমপিওভূক্তি ও নিজস্ব ইআইআইএন প্রাপ্ত হওয়ার পর ১৪ বছরের মধ্যে খুবই নিম্নমানের।

ঢাকা বোর্ডের ফলাফল শীট অনুযায়ী এবার ওই কলেজে মোট ৫১০ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষার্থী ছিল। এরমধ্যে ১৭ জন অনুপস্থিত থাকায় ৪৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী ৪৯৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০৬ জন এবং ৩৮৭ জনই ফেইল করেছে। তবে, ১০৬ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে- ৩ জন।

পরীক্ষার্থীদের মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগে অনুত্তীর্ণ হয়েছে ৬২ জন, উত্তীর্ণ হয়েছে ৩৫ জন ও মানবিক বিভাগে অনুত্তীর্ণ হয়েছে ৩৪২ জন, উত্তীর্ণ হয়েছে ৭১ জন শিক্ষার্থী ছিলেন।

এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল পর্যালোচনা করে দেখা যায় গত ৫ বছর এই শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলে পাসের হার ছিল যথাক্রমে-
★২০২৪ সালে- ৮৩.৮৩%
★২০২৩ সালে- ৯০.৮৫%
★২০২২ সালে- ৯০.৪১%
★২০২১ সালে- ৯৮.৬১%
★২০২০ সালে- ১০০%

অভিযোগ রয়েছে- এই শিক্ষা প্রতিষ্ঠানে বিগত বছরগুলোতে ফলাফল ভালো দেখানোর জন্য বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করা হতো।

#জাজিরাটাইমস্ #ডিজিটাল

16/10/2025

পদ্মা নদীতে নিষেধাজ্ঞার মধ্যে মা ইলিশ নিধনে এককাট্টা সিজনাল জেলেরা। প্রশাসন অভিযানে গেলেই দেয় ভোঁদৌড়।

16/10/2025

জাজিরার পূর্ব নাওডোবার পৌলান মোল্লার কান্দি প্রকাশ্যে নিষেধাজ্ঞার মধ্যেই চলছে মা ইলিশ বেচাকেনা।

জাজিরা উপজেলার জয়নগর ডা. মোসলেম উদ্দিন খান কলেজে এবার ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কোন ছাত্রছাত্রী উত্তীর্ণ হতে পারেনি।ঢা...
16/10/2025

জাজিরা উপজেলার জয়নগর ডা. মোসলেম উদ্দিন খান কলেজে এবার ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কোন ছাত্রছাত্রী উত্তীর্ণ হতে পারেনি।

ঢাকা বোর্ডের ফলাফল শীট অনুযায়ী এবার ওই কলেজে মোট ২৬ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষার্থী ছিল। এরমধ্যে ১ জন অনুপস্থিত থাকায় ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী ২৫ জন শিক্ষার্থীই ফেইল করেছে।
এরমধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগে ৩ জন ও মানবিক বিভাগে ২৩ জন শিক্ষার্থী ছিলেন।

#জাজিরাটাইমস্ #ডিজিটাল

জাজিরায় অনুষ্ঠিত হলো ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন।জাজিরা উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল উপজেলার গুরুত্বপূর্ণ স্থান এবং শিক্ষা ...
16/10/2025

জাজিরায় অনুষ্ঠিত হলো ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন।

জাজিরা উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল উপজেলার গুরুত্বপূর্ণ স্থান এবং শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ অক্টোবর ২০২৫ ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন করেন।

#জাজিরাটাইমস্ #ডিজিটাল

কাজিরহাট নতুন স্ট্যান্ড ব্রিজের ওপর দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজ...
16/10/2025

কাজিরহাট নতুন স্ট্যান্ড ব্রিজের ওপর দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। স্থানীয়দের অভিযোগ, হাট কমিটি এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, আর প্রশাসনও নীরব দর্শকের ভূমিকায়।

বিশেষ করে প্রতি হাটবারে পরিস্থিতি হয়ে ওঠে অসহনীয়। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রিজের দুই পাশে গাড়ি দাঁড়িয়ে থাকে, ফলে চলাচলকারী মানুষ ও যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। এসময় ভোগান্তি চরমে পৌঁছে।

স্থানীয়দের মতে, প্রশাসন ও হাট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এই অব্যবস্থাপনা বছরের পর বছর ধরে চলছেই। কেউই এ বিষয়ে স্থায়ী কোনো ব্যবস্থা নিচ্ছে না।

একজন স্থানীয় ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ব্রিজটা যেন পার্কিং জোন বানায় ফেলছে কিছু চালক। হাটবারে তো হাঁটা দায় হয়ে পড়ে। অথচ কেউ কিছু বলে না।”

এদিকে এলাকাবাসী দ্রুত অবৈধ পার্কিং বন্ধ ও ব্রিজ এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি করেছে।

Address

Moinul Islam Road. Zajira Municipality, Shariatpur
Dhaka
8010

Alerts

Be the first to know and let us send you an email when জাজিরা টাইমস্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জাজিরা টাইমস্:

Share