25/09/2025
---
🎂✨ আজকের এই দিনটা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদের দিন। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে সুন্দর উপহার আমার ছোট্ট সোনামণি। তোমার হাসি আমার পৃথিবীকে আলোকিত করে, তোমার নিষ্পাপ মুখটা আমার সব দুঃখ-কষ্ট ভুলিয়ে দেয়।
তুমি আমার হৃদয়ের স্পন্দন, জীবনের শ্রেষ্ঠ অর্জন। তোমার প্রতিটি দিন হোক ভালোবাসা, হাসি আর সুখে ভরা। আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, সুন্দর জীবন দিক, আর তোমার সব স্বপ্ন পূরণ করুক। 🤲❤️
🌺 শুভ জন্মদিন আমার সোনামনি🥰🥰