Life Line

Life Line দুঃখ পেয়ে যখনই আমি সিজদাতে গিয়েছি তখনই সুখ নিয়ে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ!😊🥀

28/06/2025

"তুমি আকাশের দিকে যতবার তাকাও,
ততবার তোমার তাকানো আমি দেখি!"
— বলেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা

এই বাক্যটা হৃদয় ছুঁয়ে যায়...
আকাশ দেখা যেন শুধু প্রকৃতি দেখা নয়,
বরং এটা এক সংযোগ…
আমার প্রভুর সাথে, আমার কান্নার সাথে, আমার প্রার্থনার সাথে।

আকাশের দিকে তাকিয়ে আমরা যখন কিছু বলি না,
তখনও তিনি শুনেন।
আমাদের প্রতিটি দৃষ্টিপাত, প্রতিটি নিঃশ্বাস,
মহান আল্লাহ জানেন… বোঝেন… অনুভব করেন।

আকাশের নীচে আমরা কেউ একা নই—
কারণ তিনি আছেন,সবসময়, সবখান।

©

আমাকে যদি জিজ্ঞেস করেন দুনিয়ার সবথেকে কঠিন কাজ কি?আমি বলবো মানুষকে খুশি করা 🙂মানুষের চাহিদা পূরণ করতে করতে দেখবেন নিজের...
08/06/2025

আমাকে যদি জিজ্ঞেস করেন দুনিয়ার সবথেকে কঠিন কাজ কি?
আমি বলবো মানুষকে খুশি করা 🙂
মানুষের চাহিদা পূরণ করতে করতে দেখবেন নিজের আনন্দ খুশি সব বিসর্জন দিয়ে দিবেন কিন্তু দিনশেষে আপনি শূন্য 🙂

08/06/2025

স্ত্রীর পাশে থাকুন কারণ শেষ বয়সে স্ত্রী ছাড়া আর কাউকে পাশে পাবেন না।

প্রাচীর যতই শক্ত হোক, ফুল ঠিকই পথ খুঁজে নেয় ভালোবাসার! ❤️🥀
05/06/2025

প্রাচীর যতই শক্ত হোক, ফুল ঠিকই পথ খুঁজে নেয় ভালোবাসার! ❤️🥀

29/05/2025
🤔🤔
29/05/2025

🤔🤔

আমি ইদানিং বুঝতে শিখেছি মানুষের সাথে মেশার চেয়ে গাছে পানি দেয়া ভালো,ইসলামিক বিভিন্ন বই পড়া ভালো,কুরআন তেলাওয়াত শোনা ভালো...
24/05/2025

আমি ইদানিং বুঝতে শিখেছি মানুষের সাথে মেশার চেয়ে গাছে পানি দেয়া ভালো,
ইসলামিক বিভিন্ন বই পড়া ভালো,
কুরআন তেলাওয়াত শোনা ভালো,

নিজের ভিতরের জমে থাকা কথাগুলো কাউকে বলার থেকে সিজদারত হয়ে আল্লাহকে বলা ভালো,
ছাদে বসে আকাশ দেখা ভালো,

একাকীত্বের কথা প্রকাশ করার চেয়ে একাকীত্ব উপভোগ করা ভালো,
এক কাপ চা অথবা কফি হাতে নিজেই নিজেকে সঙ্গ দেয়া ভালো।

এসব নিয়ে থাকতে থাকতে কোন এক ঘুম না আসা রাতে হঠাৎ করে একলা লাগলে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে পড়া ভালো।
তবু মানুষের সাথে মেশা ভালো না।
কারণ মানুষ মিশে যাওয়ার পর পি*ষে দিয়ে যায়!

একটি হালাল প্রেমের গল্প..🖤‎‎.‎‎ courtesy— প্রত্যাবর্তনের খোঁজে
24/05/2025

একটি হালাল প্রেমের গল্প..🖤

‎.

‎ courtesy— প্রত্যাবর্তনের খোঁজে

যমুনা নদীর বুকে, সিরাজগঞ্জ আর টাঙ্গাইল অঞ্চলের দিকে, রাতের বেলায় এক রহস্যময় নৌকার গল্প শোনা যায়। ভরা বর্ষায় যখন যমুনার জ...
20/05/2025

যমুনা নদীর বুকে, সিরাজগঞ্জ আর টাঙ্গাইল অঞ্চলের দিকে, রাতের বেলায় এক রহস্যময় নৌকার গল্প শোনা যায়। ভরা বর্ষায় যখন যমুনার জল ঘোলাটে আর স্রোত প্রবল থাকে, তখন নাকি সেই নৌকার দেখা মেলে।
গল্পটা পুরনো। রহিম মিঞা নামের এক হতভাগ্য মাঝি ছিলেন। বর্ষাকালে যাত্রী পারাপার করতে গিয়ে হঠাৎ এক রাতে ঝড়ের কবলে পড়েন। নৌকাটি ডুবে যায়, আর রহিম মিঞা সহ কয়েকজন যাত্রী নিখোঁজ হন। তাদের দেহ আর খুঁজে পাওয়া যায়নি।
এরপর থেকে দুর্যোগপূর্ণ রাতে, যখন আকাশে মেঘ গর্জন করে আর যমুনার ঢেউ উত্তাল হয়ে ওঠে, তখন নাকি নদীর বুকে একটি আলোহীন নৌকা ভেসে বেড়াতে দেখা যায়। নৌকাটিতে কোনো পাল থাকে না, কোনো বৈঠা থাকে না, অথচ সেটি স্রোতের বিপরীতেও চলতে পারে।অনেকেই বলেন, নৌকার ভেতরে নাকি আবছাভাবে কিছু মানুষের ছায়া দেখা যায়, যারা নীরবে বসে থাকে। তাদের মুখ বিষণ্ণ, আর তাদের চোখ যেন অন্ধকারেও জ্বলজ্বল করে। কোনো নৌকা সেই রহস্যময় নৌকার কাছাকাছি গেলে নাকি দিক হারিয়ে ফেলে অথবা ইঞ্জিনে সমস্যা দেখা দেয়।সিরাজগঞ্জের শাহজাহান নামের এক মৎস্যজীবী বর্ষার রাতে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ করে ঝড় শুরু হলে তিনি কূল হারিয়ে ফেলেন। চারদিকে অন্ধকার আর ঢেউয়ের ধাক্কা। ঠিক তখনই তিনি দেখতে পান, কাছেই একটি আলোহীন নৌকা। নৌকাটি অদ্ভুতভাবে স্থির ছিল স্রোতের মাঝে।সাহস করে শাহজাহান তার নৌকা সেই দিকে নিয়ে গেলেন। কাছে গিয়ে তিনি দেখলেন, নৌকার ভেতরে কয়েকজন লোক নীরবে বসে আছে। তাদের মুখ এতটাই বিষণ্ণ ছিল যে শাহজাহানের বুকটা ধুক করে উঠলো। তিনি তাদের জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না।
হঠাৎ করেই নৌকাটি যেন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। শাহজাহান হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর কোনোমতে নিজের নৌকা চালিয়ে পাড়ে ফিরে এলেন।পরের দিন সকালে শাহজাহান গ্রামের লোকেদের কাছে রাতের ঘটনা বললেন। প্রবীণরা তাকে যমুনার সেই ভুতুড়ে নৌকার কথা জানালেন। তারা বলেন, ওটা আসলে সেই ডুবে যাওয়া মাঝির আর তার যাত্রীদের আত্মা, যারা আজও মুক্তি পায়নি।
যমুনা পাড়ের মানুষেরা আজও বর্ষার রাতে নদী পারাপার করার সময় খুব সতর্ক থাকে। তারা বিশ্বাস করে, সেই ভুতুড়ে নৌকা হয়তো আজও যমুনার বুকে ঘুরে বেড়ায়, আর তার নীরব উপস্থিতি নদীর তীরে এক রহস্যময় ভয়ের সৃষ্টি করে। ভরা যমুনার ঢেউ আর রাতের অন্ধকার যেন সেই হারানো আত্মাগুলোর দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি।

(Collected)

সবচেরে অবহেলিত ফুল হচ্ছে এই ভৃঙ্গরাজ,তবু কতো সুন্দর করে হেসে থাকে 🌼🖤
20/05/2025

সবচেরে অবহেলিত ফুল হচ্ছে এই ভৃঙ্গরাজ,তবু কতো সুন্দর করে হেসে থাকে 🌼🖤

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Life Line posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category