Mr SoheL

Mr SoheL যাদের পেটে খুদা থাকে, তাদের খাবারের চিন্তা,
আর যাদের খাবারের চিন্তা নাই, তাদের নানান রকম চিন্তা,🌸🌿

একটা ব‌য়সের পর আর কাউকে ডেকে বলা যায় না, আপনাকে খুবই ভালোবাসি !! একটা নির্দিষ্ট বয়স পেরোনোর পর বুকটা ফেটে গেলেও কাউকে ...
15/02/2025

একটা ব‌য়সের পর আর কাউকে ডেকে বলা যায় না, আপনাকে খুবই ভালোবাসি !! একটা নির্দিষ্ট বয়স পেরোনোর পর বুকটা ফেটে গেলেও কাউকে ডেকে বলা যায় না, আমার অসম্ভব কষ্ট হচ্ছে। কাউকে ডেকে বলা যায় না, জানেন !! আমার খুব কাছের একজন আমাকে অবহেলা করছে,আমার ফোন রিসিভ করে না, মেসেজ সিন করে কিন্তু জবাব দেয় না ! এগুলো তখন হাস্যকর মনে হয়।
একটা বয়সের পর হাত কেটে কাউকে দেখানো যায় না কতটা ভালোবাসি, একটা বয়সের পর মানুষের সামনে কেঁদে ভাসানো যায় না কিন্তু কষ্টটা এক‌ই রকম‌ই বোধ হয়। কেননা বয়স তো হয় শরীরের, মন তো সারাজীবন‌ এক‌ই রকম কষ্ট পায়, অবহেলার আঘাতে ভেতরটা ফেটে যায়,শুধু সহ্য ক্ষমতাটা বাড়ে।
একটা নির্দিষ্ট বয়স পেরোনোর পর চিৎকার করে কাঁদলেও বা ঝগড়া করলে‌ও লোকে বলবে, তুই কি বাচ্চা নাকি ? কিন্তু সেই বয়সেও মানুষের মন কিন্তু এক‌ই রকম‌ই কষ্ট পায় - অবহেলায়, এক‌ই রকম খুশী হয় প্রশংসায়, শুধু মাত্র প্রায়োরিটিটা বদলে যায়। বয়ফ্রেন্ডের বদলে স্বামী / গার্লফ্রেন্ডের বদলে স্ত্রী, শুধুমাত্র আস্তে আস্তে প্রকাশ করার ক্ষেত্রটা কমতে শুরু করে। চিৎকার করে কাঁদার বদলে দরজা বন্ধ করে কাঁদতে হয়।
কাউকে ভালোবাসলেও তাকে কখনোই বলা যায় না, আপনাকে না পেলে মরে যাবো। একটা বয়সের পর হয়তো ভালোবাসতেও নেই, আর ভালোবাসলেও সেই ভালোবাসায় পাগলামি থাকতে নেই। বয়সের সাথে সাথে বাস্তবতা আমাদের সাথে বড়‌ই নিষ্ঠুর আচরণ করে।

(সংগৃহীত )


— প্রিয় বোন একজন পুরুষ কখনো নারীতে আসক্ত হয় না। আসক্ত হয় নারীর গুণে। তাঁর মমতায়, তাঁর যত্নে, তাঁর সরলতায়, তাঁর দায়িত্বশী...
15/02/2025

— প্রিয় বোন

একজন পুরুষ কখনো নারীতে আসক্ত হয় না। আসক্ত হয় নারীর গুণে। তাঁর মমতায়, তাঁর যত্নে, তাঁর সরলতায়, তাঁর দায়িত্বশীল মনোভাবে। স্বামীকে এই সকল গুণে বিমোহিত করবার প্রয়াস করো, দেখবে দিনশেষে যে মানুষটাকে তুমি গুলি করে হত্যার ভয় দেখিয়েও নিজের করতে পারতে না, সেই মানুষটাই স্বেচ্ছায় নিজেকে তোমার হাতে সমর্পণ করবে।
তাহারিমা ইসলাম
#স্বপ্ন_মানুষকে_বাঁচতে_শেখায়

শোন মায়াবতীতুমি বোধহয় জানো না অপেক্ষাতে ও হতে পারে মানুষের মৃত্যু। আর কতোকাল আমি তোমার জন্য অপেক্ষা করবো। কতোকাল অপেক্ষা...
13/02/2025

শোন মায়াবতী

তুমি বোধহয় জানো না অপেক্ষাতে ও হতে পারে মানুষের মৃত্যু। আর কতোকাল আমি তোমার জন্য অপেক্ষা করবো। কতোকাল অপেক্ষা করলে তোমার দেখা মিলবে? তুমি আমার চোখের সামনে আসো। তোমাকে বড্ড দেখতে ইচ্ছে করে আমার। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে চাই তোমাকে। কতোকাল হয়ে গেলো তোমার দেখা মিলে না অগোচরে রয়ে গেছো তুমি সামনে আসো না বহুদিন..!! দিন গেলো, মাস গেলো আমি তোমায় দেখি না। কতোকাল পেরিয়ে গেছে তোমায় শোনা হয় না। আমারও তো তোমায় শুনতে ইচ্ছে হয়।

আমি তোমাকে শোনার অপেক্ষায় থাকি।

যেমন থাকে নামাজি ব্যাক্তি মোয়াজ্জেনের অপেক্ষায়।

কতোখানি বদলে গেছো তুমি। কেমন যাচ্ছে আজ তোমার দিনকাল আমি হীন। সবই "অজানা"। কেমন চলছে সুর? কেমন চলছে কথা? কিছুই জানি না আমি। কতোকাল তোমাকে বলা হয় না ভালোবাসি। মনের সমস্ত ভালোবাসা যেনো দুমড়ে মুচড়ে যাচ্ছে তোমাকে না বলাতে। তুমি আসো ফিরে, দাও দেখা। শুনাও কথা।

11/02/2025
খুব বেশি প্রেম না থাকুক।যেটুকু থাকুক সবটা যেনো সত্যি হয়।অল্পটুকু ভালোবাসা থাকুক তবে তা যেনো চিরস্থায়ী হয়।হুট করে জীবনে এ...
05/02/2025

খুব বেশি প্রেম না থাকুক।

যেটুকু থাকুক সবটা যেনো সত্যি হয়।

অল্পটুকু ভালোবাসা থাকুক তবে তা যেনো চিরস্থায়ী হয়।

হুট করে জীবনে এসে অনেক বেশি ভালোবেসে আবার হটাৎ করে হারিয়ে না যাক।

মানুষটা আসুক ধীরে কিংবা দেড়িতে। তবে থেকে যাক শেষ অব্দি।

রোজ ভালোবাসুক একটু একটু করে

অপ্রত্যাশিত ভালোবাসার অপেক্ষার শেষটা হোক চিরকাল ভালো থাকার প্রত্যাশিত সকল কল্পনাতীত ভালোবাসার উর্ধ্বে

চোখ বিক্রি করে ছেলেটি এই শহরে এসেছিল — চারপাশের কিছুই তাই দেখতে পায় না। কিছুদিন আগে একজন বলেছিল, কান দুইটাও রেখে যাও; স...
28/01/2025

চোখ বিক্রি করে ছেলেটি এই শহরে এসেছিল — চারপাশের কিছুই তাই দেখতে পায় না। কিছুদিন আগে একজন বলেছিল, কান দুইটাও রেখে যাও; সে তাই করল। ছেলেটি এখন ভালো মন্দ কিচ্ছু শুনতে পায় না।

তবে ছেলেটির মাঝে মাঝে খুব খারাপ লাগে। একদিন এক বৃদ্ধকে পেয়ে সে জিজ্ঞাসা করল, "আমার এই খারাপ লাগার কারণ কী?"
বৃদ্ধ মৃদু হেসে বললেন, "বোকা ছেলে, সব বিক্রি করেছ, বিবেকটা বিক্রি না করলে তো এমন হবেই।"

এরপর, ছেলেটা হন্যে হয়ে এই শহরে একজন ভালো ক্রেতা খুঁজে বেড়াচ্ছে। কয়েকজনকে পেয়েও গেল! বলল, "একটা বিবেক ছিল। খুব কম দামে বেচতে চাই। নেবেন ভাই?"
ওরা বলল, "মাথা খারাপ! আমরা মাত্রই নিজেদের বিবেক বেচে দিয়ে এলাম!"

27/01/2025

Voice এর মায়ায় পরবেন,🌼🌼

11/11/2024

আপনি কোন কাজ করতে পারার আগে, আপনাকে বেশ কয়েকবার ব্যর্থ হতে হবে,
এর মানে হেরে যাওয়া না..

সাজাতে জানলে জিবন সব জায়গাই সুন্দর ❤️🌸Akrain Bajar, Birulia ………
10/11/2024

সাজাতে জানলে জিবন সব জায়গাই সুন্দর ❤️🌸

Akrain Bajar, Birulia ………

আমার বিয়ে হয়েছে দুই বছর।হাজবেন্ড ঢাকা থাকে।সপ্তাহে/১৫ দিনে এক বার আসে।সে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা /বারোটায় আসে এসে ভ...
02/09/2024

আমার বিয়ে হয়েছে দুই বছর।হাজবেন্ড ঢাকা থাকে।সপ্তাহে/১৫ দিনে এক বার আসে।সে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা /বারোটায় আসে এসে ভাত খেয়ে নিজের চাহিদা মিটিয়ে ঘুমিয়ে যায়।সকালে তার আগে ঘুম থেকে উঠে আমি সংসারের কাজ শুরু করি কাজ শেষ করে খেয়ে দেয়ে ফ্রি হতে হতে বিকেল তিনটা/ সাড়ে তিনটা বেজে যায়।খেয়েদেয়ে সে আবার ঘুমিয়ে যায়।সন্ধায় উঠে বাজারে/বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়।আবার রাত এগারোটায় এসে খেয়ে দেয়ে নিজের চাহিদা মিটিয়ে ঘুমিয়ে যায়।

পর দিন একদম ভোরে উঠে ঢাকা চলে যায়।

ঢাকা যাওয়ার পর আমিই তাকে নিজে থেকে ফোন দি।দিনে দুই বার ফোন দেই রাতে একবার অথবা দুইবার ফোনে ঙকথা হয়।দিনে ফোন দিলে দুই এক মিনিট।
রাতে পাঁচ দশ মিনিট কথা বলে।ফোনে কথা বলার সময়ও সে ফেসবুক ইউটিউব বা মোবাইলে ব‍্যাস্ত থাকে।

আর ভালোবাসার কথার চেয়ে আমার রাগ দেখানো বিরক্তি দেখানোই থাকে বেশি(আমি কখনও তার সাথে তর্ক করিনা,তার ফ‍্যামিলির সাথে ভালো আচরন করি,কখনো ছোট করে কথা বলিনা,অভিযোগও করিনা)
দুই বছরে কখনও একসাথে কোয়ালিটি টাইম কাটানোর জন‍্য দুজন দূরে কোথাও ঘুরতে যাইনি।

আমাদের মধ্যে কোয়ালিটি টাইম বলতে কিছুই নেই।

বাড়িতে জা শাশুড়ির সাথে থাকি।নিজের মত করে চলতে পারিনা।ঘরে কোন নিয়ম শৃংখলা সময়ানুবর্তিতা বলতে কিচ্ছু নেই।রান্না বান্না শেষ করতে করতে দুইটা আড়াইটা বাজে খেতে খেতে সাড়ে তিনটা।রাতে এগারোটা বারোটা বাজে খায়।কিছু বানিয়ে খেতে পারি না।কৈফিয়ত দেওয়া লাগে।কেমন কেমন করে।

জা সংসারে রাজত্ব করে।কাঠি নাড়া ছাড়া সব কাজ আমি করি।কাঠি নাড়ার কাজও আমি করি।কিন্তু তাও সবাইকে বলে উনি সব কাজ করে।আমি ভালো থাকলে হিংসা করে,

আমি দোষ করি আর না কিছু নষ্ট হলে বা জায়গায় খুঁজে না পেলে আমার উপর দোষ চাপিয়ে দেয়।আমার সাথে প্রায় সময়ই ঝাড়ি মেরে কথা বলে,মানুষের সামনে কাজের নাটক করে,আমর সামনে পেছনে আমার বদনাম করে বেড়ায়।

আমি শারীরিক মানসিক ভাবে প্রচন্ড ক্লান্ত।
আমি আমার স্বামীকে প্রচন্ড মিস করি।এককিত্বে ভুগি।

আমি তার সাথে একটু ভালো সময় কাটাতে চাই।কিন্তু সে নিবেনা।সে চায় আমি তার মা ভাবী ভাতিজিদের খেয়াল রাখি।
কিন্তু আমি যে আর মানসিক যন্ত্রণা নিতে পারছিনা।এখন
আমার করনীয় কিভাবে আমি নিজেকে ভালো রাখবো?
কেউ দয়া করে আমাকে কিছু পরামর্শ দিন !!

-- নাম প্রকাশে অনিচ্ছুক

Address

Manikganj&Tangail-Border
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr SoheL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr SoheL:

Share