15/02/2025
একটা বয়সের পর আর কাউকে ডেকে বলা যায় না, আপনাকে খুবই ভালোবাসি !! একটা নির্দিষ্ট বয়স পেরোনোর পর বুকটা ফেটে গেলেও কাউকে ডেকে বলা যায় না, আমার অসম্ভব কষ্ট হচ্ছে। কাউকে ডেকে বলা যায় না, জানেন !! আমার খুব কাছের একজন আমাকে অবহেলা করছে,আমার ফোন রিসিভ করে না, মেসেজ সিন করে কিন্তু জবাব দেয় না ! এগুলো তখন হাস্যকর মনে হয়।
একটা বয়সের পর হাত কেটে কাউকে দেখানো যায় না কতটা ভালোবাসি, একটা বয়সের পর মানুষের সামনে কেঁদে ভাসানো যায় না কিন্তু কষ্টটা একই রকমই বোধ হয়। কেননা বয়স তো হয় শরীরের, মন তো সারাজীবন একই রকম কষ্ট পায়, অবহেলার আঘাতে ভেতরটা ফেটে যায়,শুধু সহ্য ক্ষমতাটা বাড়ে।
একটা নির্দিষ্ট বয়স পেরোনোর পর চিৎকার করে কাঁদলেও বা ঝগড়া করলেও লোকে বলবে, তুই কি বাচ্চা নাকি ? কিন্তু সেই বয়সেও মানুষের মন কিন্তু একই রকমই কষ্ট পায় - অবহেলায়, একই রকম খুশী হয় প্রশংসায়, শুধু মাত্র প্রায়োরিটিটা বদলে যায়। বয়ফ্রেন্ডের বদলে স্বামী / গার্লফ্রেন্ডের বদলে স্ত্রী, শুধুমাত্র আস্তে আস্তে প্রকাশ করার ক্ষেত্রটা কমতে শুরু করে। চিৎকার করে কাঁদার বদলে দরজা বন্ধ করে কাঁদতে হয়।
কাউকে ভালোবাসলেও তাকে কখনোই বলা যায় না, আপনাকে না পেলে মরে যাবো। একটা বয়সের পর হয়তো ভালোবাসতেও নেই, আর ভালোবাসলেও সেই ভালোবাসায় পাগলামি থাকতে নেই। বয়সের সাথে সাথে বাস্তবতা আমাদের সাথে বড়ই নিষ্ঠুর আচরণ করে।
(সংগৃহীত )