27/05/2025
🛑 বাইক এক্সিডেন্ট। বাম হাতটি কেটে ফেলতে হয়েছে।
Jowel Kumar Mridul ছেলেটির হাতের উপর দিয়ে ট্রাক চলে যায়। জুয়েল ড্যাফোডিল ইউনিভার্সিটির (Textile- 35) সাবেক শিক্ষার্থী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
আফসোসের ব্যাপার হচ্ছে -
ওর অফিস হতে এক লাখ টাকা চিকিৎসার জন্য দিলেও ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তেমন সাড়া দেয়নি। যেখানে কীনা চিকিৎসার জন্য ১০ লাখ টাকা প্রয়োজন। যা ওর পরিবারের পক্ষে বহন সম্ভব নয়।
ওর তদারকি করার মত তেমন কেউ নেই। বন্ধু বান্ধবেরা অফিসের কাজে নিয়ে ব্যস্ত।
এমতাবস্থায়, ওর বন্ধু Shamanta সহ আরও কয়েকজন ওর চিকিৎসার জন্য ফান্ড তোলার উদ্যোগ নিয়েছে।
এই পোস্টটি যাদের চোখে পড়বে। আমি অনুরোধ করবো একটু শেয়ার করে দেওয়ার জন্য। আপনাদের সামর্থ্য অনুযায়ী ডোনেট করার জন্য।
অনুরোধ করবো ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রতি। আপনাদের কেউ যদি এই ফান্ড তুলতে সহায়তা করতে পারেন। এগিয়ে আসবেন।
নিচে ওর আনুমানিক খরচ ও সাহায্য পাঠানোর ঠিকানা দিচ্ছি:
দৈনন্দিন চিকিৎসা (রুম, ওষুধ, ড্রেসিং): ৫,০০০ টাকা × ৬০ দিন = ৩,০০,০০০ টাকা
প্লাস্টিক সার্জারি: ৩,০০,০০০ টাকা
মোট প্রয়োজন: প্রায় ১০,০০,০০০ টাকা
যেহেতু আঘাতটি বাম দিকে, তাই তার হৃদপিণ্ড এবং ফুসফুসের ঝুঁকি রয়েছে এবং সরকারি হাসপাতালে অস্ত্রোপচার করা সম্ভব নয়।
রোগী পংগু হাসপাতালে পুরুষ ওয়ার্ডে আছে। এখন আছে কার্ডিওলজি ২, ব্লক ১, বেড নম্বর ২৯।
কেও যদি যান নিচের নাম্বারে যোগাযোগ করবেন।
+880 1976-896656 অনন্ত (ছোট ভাই)
+880 1302-683468 মাসুদ (বন্ধু)
+880 1701-208627 অতনু (কলিগ+রুম মেট)
টাকা পাঠানোর মাধ্যম:
বিকাশ/নগদ/রকেট :01601771234 (সামান্তা)
রকেট: 01714536222 (সামান্তা)
লিমিট শেষ হয়ে গেলে - নিচের নাম্বারে দিবেন।
বিকাশ 01723861934 তৌহিদ
বিকাশ 01679794276 অতনু
ব্যাংক একাউন্ট :
ডাচ বাংলা ব্যাংক
একাউন্ট নং :1821030736869
একাউন্ট হোল্ডার : Shamanta Chowdhury
ব্রাঞ্চ : শফিপুর, গাজীপুর
আপনার সামান্য অনুদান, পোস্টটি শেয়ার - ছেলেটির জীবন বাঁচাতে সাহায্য করতে পারে।🛑