The Dacca Daily

The Dacca Daily The Dacca Daily is an electronic news and media portal based in Dhaka, Bangladesh. It feeds you with Newsworthy news happening around Dhaka!

Moderation Policy:

We appreciate our readers for expressing their opinions and engaging in discussion. Respecting and complying with different perspectives and views, we do not allow any form of hate speech. Hence, we sincerely ask our readers and commenters to beware of the following:
• Profanity
• Using language that is offensive to any race, religion, ethnicity, gender or nationality
• Persona

l attacks on other commenters
• Advertising or spam

***Dacca Daily reserves the right to delete any comment posted on any of its social media or website. Our policy is subject to change and update if the necessity arises.

16/10/2025

Irish ornithologist Seán Ronayne is on a mission to record the sound of every bird species in Ireland – that's nearly 200 birds⁣


Birdsong: A year in the making, Birdsong offers a fascinating portrait of Seán, whose hypersensitivity to sound has proven both a struggle and a strength. At once inspiring and cautionary, Seán’s journey illustrates the beauty and importance of sound, and what listening can tell us about the state of our natural world.

Soutce: BBC One

16/10/2025
জননন্দিত কিশোর থ্রিলার ‘তিন গোয়েন্দা’ সিরিজের লেখক রকিব হাসান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বুধবার...
15/10/2025

জননন্দিত কিশোর থ্রিলার ‘তিন গোয়েন্দা’ সিরিজের লেখক রকিব হাসান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর বড় ধাক্কা খেয়েছে ক্রিপ্টোকারেন...
15/10/2025

চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর বড় ধাক্কা খেয়েছে ক্রিপ্টোকারেন্সি বাজার। ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১.৬ মিলিয়নেরও বেশি ব্যবসায়ী ক্রিপ্টোকারেন্সি বাজারে ১৯ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন।

দ্য ইকোনোমিকস টাইমস জানিয়েছে, ট্রাম্পের ওই ঘোষণার পর গত ২৪ ঘণ্টারও কম সময়ে বড় ধাক্কা খেয়েছে বাজারটি। পত্রিকাটি জানিয়েছে, এক ট্রিলিয়ন ডলারেরও বেশি ক্রিপ্টোকারেন্সির বাজার মূল্য মাত্র ২৪ ঘণ্টার কম সময়ে ঝড়ের গতিতে কমেছে; যা এখন রেকর্ড।

কয়েনগ্লাসের ২৪ ঘণ্টার তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রিপ্টো ইতিহাসের সবচেয়ে বড় লিকুইডেশন ইভেন্ট’-এ ১৯ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ উধাও হয়ে গেছে; যা ১.৬ মিলিয়নেরও বেশি ব্যবসায়ীকে প্রভাবিত করেছে। গত ১০ অক্টোবর এক ঘণ্টারও কম সময়ের ট্রেডিংয়ের মধ্যে ৭ বিলিয়ন ডলারেরও বেশি পজিশন বিক্রি হয়ে গেছে।

কয়েনমার্কেটক্যাপের তথ্য দেখায়, ১১ অক্টোবর দুপুর ১২.৪২ মিনিটে বিটকয়েনের মান ৮.০৫% কমে ১,১১,৫৪২.৯১ ডলারে দাঁড়িয়েছে; যার বাজার মূলধন ২.২২ ট্রিলিয়ন ডলার এবং ট্রেডিং ভলিউম ১৮৩.৮৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ইথেরিয়াম ১১ শতাংশ পতনের পর প্রায় ৩,৮৭৮ ডলার এ ট্রেড করছিল। প্রধান অল্টকয়েন যেমন- এএক্সপি, ডজকয়েন, এবং কার্ডানো, ৩০ শতাংশ পর্যন্ত মূল্যহ্রাসে পড়ে; যা ব্যবসায়ীরা এক ধরনের লিভারেজড লিকুইডেশন বা ধার নিয়ে করা ট্রেডের ধস হিসাবে বর্ণনা করেছে।

কয়েনগ্লাসের তথ্য অনুযায়ী, মাত্র ২৪ ঘণ্টায় ২০ বিলিয়ন ডলারেরও বেশি লিভারেজড পজিশন বন্ধ হয়ে গেছে; যা ক্রিপ্টো ট্রেডিং ইতিহাসে একদিনের মধ্যে সবচেয়ে বড় লিকুইডেশন ইভেন্ট। প্রায় ১.৬ মিলিয়ন ট্রেডারের পজিশন জোরপূর্বক বন্ধ হয়েছে, যার বেশিরভাগই বিটকয়েন ও ইথেরিয়ামে লং পজিশন ছিল।

বিজনেস অ্যাম ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ক্রিপ্টো বাজারের ব্র্যান্ড স্ট্রেংথ ইনডেক্সের সমতুল্য ওপেন ইন্টারেস্ট রাতারাতি প্রায় ৪০ শতাংশ কমে গেছে। এটি সিস্টেম থেকে দ্রুত অনুমানমূলক লিভারেজ অপসারণের ইঙ্গিত।

আফ্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল পারেরা বলেন, ‘ব্যর্থতার পরিবর্তে একটি তরলতা-চালিত রিসেট ছিল এটি। বিক্রি যান্ত্রিক ছিল। ব্লকচেইনের মৌলিক বিষয়গুলির সঙ্গে এর খুব একটা সম্পর্ক ছিল না এবং ম্যাক্রো প্যানিকের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

ইনভেস্কোর ইটিএফ (ETF) প্রোডাক্ট ম্যানেজমেন্টের প্রধান ক্রিস মেলর বলেছেন, ‘এটি অযৌক্তিক আচরণ ছিল না। বিটকয়েন এখন উচ্চ-ব্যাটা ম্যাক্রো অ্যাসেটের মতো আচরণ করছে। এটি বৈশ্বিক বাণিজ্য নীতি, মুদ্রাস্ফীতি তথ্য এবং কেন্দ্রীয় ব্যাংকের সংকেতের ওপর প্রতিক্রিয়া জানাচ্ছে। এটি ক্রিপ্টোকারেন্সির পরিণতির লক্ষণ, অপূর্ণতার নয়।’

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা, মেক্সিকো ও চীনের ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তে গোটা বিশ্বে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। এর ফলে শুধু শেয়ার বাজার নয়, ঝুঁকিপূর্ণ সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়ায় ক্রিপ্টোকারেন্সি বাজারেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

* Bangladeshi delegation barely secured UAE visas after weeks of delays* UAE has quietly slowed Bangladeshi visa issuanc...
15/10/2025

* Bangladeshi delegation barely secured UAE visas after weeks of delays
* UAE has quietly slowed Bangladeshi visa issuance since mid-2024
* Labour, tourist, and transit visas have nearly halted for Bangladeshis
* Diplomatic talks continue, but UAE policy decisions remain unchanged
* Over 1.2 million Bangladeshis in UAE affected by visa freeze
* Curbs linked to worker protests, fraud, and visa violations concer

14/10/2025

বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের 'বেস্ট ইনভেনশনস' এর তালিকায় স্থান পেয়েছে icddr,b এর তৈরি খাদ্য ফরমুলা।

Microbiota-Directed Complementary Food বা MDCF-2 নামের স্বল্পমূল্যের এই খাদ্য ফরমুলাটি তৈরি করা হয়েছে অপুষ্টিতে ভোগা শিশুদের অন্ত্রের মাইক্রোবায়োম পুনর্গঠন করে তাদের বৃদ্ধি, ইমিউনিটি ও মস্তিষ্কের বিকাশ বাড়ানোর জন্যে।

icddr,b-এর ড. তাহমিদ আহমেদ এবং ওয়াশিংটন ইউনিভার্সিটির ড. জেফরি গর্ডন এর যৌথ গবেষণায় তৈরি হয়েছে ফরমুলাটি। ক্লিনিক্যাল ট্রায়ালেও অসাধারণ সাফল্য দেখিয়েছে এটি।

বর্তমানে ভারত, পাকিস্তান, মালি ও তানজানিয়ায় গবেষণা চলছে এই MDCF-2 নিয়ে। তথ্য: বিজ্ঞানপ্রিয়।

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আ/গুন লাগার ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জন নি/...
14/10/2025

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আ/গুন লাগার ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জন নি/হত ও বেশ কয়েকজন দ/গ্ধ হয়েছেন।

14/10/2025

G a*za journalist Shadi Abu Sido was told while imprisoned in an Isra_eli jail that his entire family had been killed—a psychological tactic meant to break him completely. But upon returning home, he found his wife, children, and mother alive, waiting to welcome him at the doorstep. Overwhelmed with emotion, Abu Sido collapsed to his knees, kissing his children’s feet and embracing them tightly. Holding his eldest son, Rakan, he wept, saying, “I used to cry out your name, my son.” Repeating “Alhamdulillah” through tears, his reunion became a moment of faith and uncontainable joy amidst Ga*za's despair.

গতকাল উপদেষ্টা পরিষদের সভায় ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে দায়ের হওয়া সব মামলা (স্পীচ অফেন্স) বাতিল করার ব্যবস...
14/10/2025

গতকাল উপদেষ্টা পরিষদের সভায় ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে দায়ের হওয়া সব মামলা (স্পীচ অফেন্স) বাতিল করার ব্যবস্থা নেয়া হয়েছে।
এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাচ্ছেন।

সূত্র: https://www.facebook.com/share/p/1LAaVND17M/?mibextid=wwXIfr

14/10/2025

দুইবছর পর আজান শুনে উচ্ছ্বসিত গা/জার সাধারণ মানুষ।

দীর্ঘ সময় ধরে চলা কাগজভিত্তিক দলিল ব্যবস্থাকে ছাড়িয়ে এবার পুরো দেশেই দলিল রেজিস্ট্রেশন ও সংরক্ষণ ব্যবস্থা ডিজিটাল হচ্ছে।...
14/10/2025

দীর্ঘ সময় ধরে চলা কাগজভিত্তিক দলিল ব্যবস্থাকে ছাড়িয়ে এবার পুরো দেশেই দলিল রেজিস্ট্রেশন ও সংরক্ষণ ব্যবস্থা ডিজিটাল হচ্ছে। ১৯০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত রেজিস্ট্রার কার্যালয়ে সংরক্ষিত সকল দলিল ধাপে ধাপে স্ক্যান করে অনলাইনে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

এখন যে কেউ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে নিজের দলিল খুঁজে দেখবে, যাচাই করবে এবং প্রয়োজন হলে ডাউনলোডও করতে পারবে।

Police have recovered the body of a woman from a deep freezer at a house in the First Lane area of Kalabagan in the capi...
14/10/2025

Police have recovered the body of a woman from a deep freezer at a house in the First Lane area of Kalabagan in the capital.

(Details in Comments)

Address

Road 11, Avenue 2, Mirpur DOHS
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when The Dacca Daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Dacca Daily:

Share