আদ্যোপান্ত নিউজ

আদ্যোপান্ত নিউজ দৈনিক সত্য প্রকাশে সবসময়

02/10/2025

চলসে হোলি খেলা

30/09/2025

ড্রাইভার দের চাপাচাপির কারণে এ ধরনের ভয়ংকর দুর্ঘটনা ঘটে

ছবির বাচ্চাটার বয়স ৫ কি ৬ বছর। স্কুল, মোবাইল গেমস আর খেলাধুলার বয়সে বাচ্চাটা এসেছে মায়ের পরকীয়ার হাড্ডি হয়ে। ঘটনা ঢাকা ব...
27/09/2025

ছবির বাচ্চাটার বয়স ৫ কি ৬ বছর। স্কুল, মোবাইল গেমস আর খেলাধুলার বয়সে বাচ্চাটা এসেছে মায়ের পরকীয়ার হাড্ডি হয়ে।

ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল চত্ত্বর। দেড় ঘন্টা এদের পাশেই বসে ছিলাম। দুজনের প্রেমালাপ, আদুরে হাতাহাতি, কথোপকথন কানে এসেছে বারবার।

বাচ্চাটা নিজের আনন্দে খেলছে। দূরে গেছে অথচ খেয়াল নেই মা'র। বাচ্চাটা বারবার মাম্মা মাম্মা বলছে, মা উত্তরহীন। লোকটাকে আংকেল ডেকেছে কয়েকবার।

পয়েন্টে আসি। কিভাবে সিউর হলাম?

মহিলার ফোনে একটা ভিডিও কল আসে। লোকটাকে চুপ করিয়ে তিনি রিসিভ করেন দূরে গিয়ে। কথা বলতে বলতে আমার কাছাকাছি আসেন। মহিলা বলেন, 'নিউমার্কেটে কেনাকাটা কর‍তে এসেছেন।'

এরপর বাচ্চাকে দেখান, বাচ্চা মোবাইল নিয়ে ভিডিও কলে কথা শুরু করে। বাচ্চা মানুষ, হঠাৎ মোবাইল ঘুরিয়ে মা আর আংকেলকে দেখায়। এতেই ক্ষেপে যায় মাম্মা, কলটা কেটে বাচ্চাকে দেয় কষে থাপ্পড়। 'কেন আংকেলকে দেখাইলি, এটা-সেটা!'

আশপাশের সবাই হতবিহ্বল হয়ে যায়। কিন্তু তাদের কিচ্ছু যায় আসলো না। আবার আদুরে হাতাহাতি শুরু করে দু'জন। বাচ্চা আশপাশেই খেলতে থাকে।

এই বাচ্চার ভবিষ্যৎ কি?

23/09/2025

এনসিপির আক্তারকে ডিম নিক্ষেপ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাসরিন যারা কে গালাগালি করেন আওয়ামীলীগের লোকজন

22/09/2025

আজ বিকেলে টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের আগুন নেভানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন ৪ ফায়ার ফাইটার।

22/09/2025

আমেরিকার সশস্ত্র বাহিনীর পুরুষ এবং মহিলা পাইলটরা অস্ত্রবোঝাই বিমান ইসরায়েলে নিয়ে যেতে অস্বীকার করেন। এর পর, তাদের পেন্টাগনে ডাকা হয় এবং জোর করে গ্রেফতার করা হয় এবং হ্যান্ডকাফ পরানো হয়।
পাইলটদের সাহসী পদক্ষেপ। স্যালুট!

17/09/2025

সেলফি বাসের বিরুদ্ধে মানববন্ধন সাধারণ জনগণের
স্থান ঢাকা আরিচা মহাসড়কের উথুলি বাসস্ট্যান্ডে

10/09/2025

ডাকসুতে সর্বোচ্চ ১৪০৪২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হলেন সাদিক কায়েম।
hilights

06/09/2025

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি শিক্ষার্থীদের বাড়িতে বিএনপি'র স্থানীয় নেতাদের দৌড়ঝাঁপ, ছাত্রদল প্যানেলে ভোট দিতে মুঠোফোনে যোগাযোগ করছে স্থানীয় নেতারা।

04/09/2025

নুরুল হক নুরের শারীরিক বর্তমান অবস্থা,তার অবস্থার অবনতি হয়েছে।

অসুস্থতার ছুটি নিয়ে দলীয় প্রোগ্রামে                                স্কুল শিক্ষিকা
03/09/2025

অসুস্থতার ছুটি নিয়ে দলীয় প্রোগ্রামে
স্কুল শিক্ষিকা

02/09/2025

অস্তিত্ব বিহীন ট্রেড লাইসেন্স বানিয়ে মহাদেবপুর সরকারি প্রকল্পের ঘর পেয়েছে, বৃত্তবান, সাংবাদিক, ও চেয়ারম্যানের নিজের ছেলের নামে দোকান বরাদ্দ দেওয়া হয় ।
এই অনিয়মের প্রতিবাদে আজ মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামীন বাজার অস্তিত্ব বিহীন ব্যবসা প্রতিষ্ঠান ভুয়া ট্রেড লাইসেন্স এর অপর ভিত্তি করে মহাদেবপুর বাজারে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত দ্বীতলা ভবন দোকান বরাদ্দে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও মহাদেবপুর ইউনিয়ন পরিষদের অসচ্ছতা প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

Address

Dhaka

Telephone

+8801989677468

Website

Alerts

Be the first to know and let us send you an email when আদ্যোপান্ত নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share