বৈচিত্র বইচিত্র

বৈচিত্র বইচিত্র বৈচিত্র্যময় জীবন✨

শব্দে আঁকা জীবনের নানা রূপ।
✍️ 🎨 📝 📚 Fair Life Style is Beauty and self-care advice for you!

06/11/2025

Arabic Rug Canvas calligraphy 🤎

31/10/2025

আসি আসি বলে নভেম্বর তুমি চলেই এলে 🌿

একবার মাওলানা রুমির কাছে একজন জিজ্ঞেস করেছিল,“হুজুর, বিষ কাকে বলে?”রুমি (রহ.) শান্ত কণ্ঠে উত্তর দিয়েছিলেন,“মানুষের প্রয়...
31/10/2025

একবার মাওলানা রুমির কাছে একজন জিজ্ঞেস করেছিল,
“হুজুর, বিষ কাকে বলে?”
রুমি (রহ.) শান্ত কণ্ঠে উত্তর দিয়েছিলেন,
“মানুষের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু চাওয়া— তাই হলো বিষ।”
চলুন, একটু ভেবে দেখি —
এই “প্রয়োজনের অতিরিক্ত চাওয়া”গুলো কী হতে পারে?
তা হলো — ক্ষমতা, সম্পদ, অহংকার, লোভ, ভালোবাসা কিংবা ঘৃণা — যে কোনো কিছুই।

পরিবারের কাছ থেকে অপ্রয়োজনীয় চাহিদা,ভালোবাসার মানুষের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা,যা আছে তাতেই শান্তি না পেয়ে আরও চাওয়া —এইসবই ধীরে ধীরে মানুষকে লোভী করে তোলে।

আপনার মাথার ওপরে যদি একটি ছাদ থাকে,থাকার জন্য ঘর থাকে — তবুও আপনি বড় ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স বাড়ির স্বপ্ন দেখছেন। আপনার কাছে যদি ৩ ভরি সোনা থাকে, তবুও আরও ৭ ভরির লোভ করছেন। আপনার যাতায়াতের জন্য যদি একটি বাইক থাকে, তবুও গাড়ি চাইছেন।

ভাবুন তো, এগুলো কি আসলেই এতটা প্রয়োজনীয়?
এগুলো ছাড়া কি সত্যিই জীবন থেমে যাবে আপনার?

এই পৃথিবীতে কোটি কোটি মানুষ এমন জীবন যাপন করছে,
যার স্বপ্নের মধ্যেই আপনি প্রতিদিন বেঁচে আছেন।
যে ছোট দুই রুমের ফ্ল্যাটে আপনি অস্বস্তি বোধ করেন,
ঠিক সেই ফ্ল্যাটের মতো ঘরই হাজার মানুষ পেতে চায় — কিন্তু পায় না।আপনার মাথার উপর ছাদ আছে,তিনবেলা খাওয়ার ব্যবস্থা আছে! রাস্তার দিকে একদিন হাঁটতে বের হন চারপাশে তাকান বুঝতে পারবেন,
আপনি কতটা সৌভাগ্যবান, আপনাকে আমাকে আল্লাহ কত কোটি মানুষ থেকে ভালো রেখেছেন ।

আল্লাহ আমাদের যা দিয়েছেন,প্রতিদিন শুধু তার জন্যই কৃতজ্ঞতা জানালে কম হয়ে যাবে কৃতজ্ঞতা কিন্তু আমরা করি তার উল্টো।যা আছে তার জন্য শুকরিয়া না করে,
যা নেই তার জন্য আফসোস করি, ছুটে চলি আরো পাওয়ার আশায়।
রাস্তার এক ভিখারিও হয়তো আপনাকে দেখে ভাবে,
“ইশ, আমি যদি তার মতো সুখে থাকতে পারতাম!”

এই হলো জীবনের ঘূর্ণনচক্র —
যে যা পায়, তা নিয়েই অখুশি।
যে আছে, তাতেই শান্তি নেই,
মন চায় আরও, আরও…
কিন্তু মনে রাখুন —
জীবনে টাকা, ভালোবাসা, সম্মান — সবই প্রয়োজনীয়,
কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কিছুই নয়।

#মাওলানারুমি

29/10/2025

Books haul 🫩

Address

Dhaka

Telephone

+8801321698676

Website

Alerts

Be the first to know and let us send you an email when বৈচিত্র বইচিত্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বৈচিত্র বইচিত্র:

Share