Fair tv

Fair tv Fair Life Style is Beauty and self-care advice for you!

28/06/2025
লন্ডন, ১৩ জুন, ২০২৫: আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ...
13/06/2025

লন্ডন, ১৩ জুন, ২০২৫: আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাঁদের বৈঠক অনুষ্ঠিত হয়।

জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। ‌ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।

প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে।

জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসু আলোচনার জন্য ধন্যবাদ জানান।

13/06/2025

আসসালামু আলাইকুম
আমার দুই জন বিউটিশিয়ান লাগবে মোহাম্মদপুর বসিলা দিকে হলে সুবিধা হয়,বিউটিশিয়ান ফুল কাজ জানা থাকতে হবে, আদিবাসীদের অগ্রাধিকার বেশি থাকবে

"আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য যে ত্যাগ, তা যেন আমাদের জীবনকে করে তোলে আরও পবিত্র ও অর্থবহ। ঈদুল আজহার শুভেচ্ছা!"
06/06/2025

"আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য যে ত্যাগ, তা যেন আমাদের জীবনকে করে তোলে আরও পবিত্র ও অর্থবহ।
ঈদুল আজহার শুভেচ্ছা!"

31/05/2025

নিয়ন্ত্রণ হারিয়ে গরুসহ ট্রাক খাদে 😪

30/05/2025
27/05/2025

আলহামদুলিল্লাহ! সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল ২৮শে মে— জিলহজের প্রথম দিন। ৫ই জুন, বৃহস্পতিবার— পবিত্র হজ তথা আরাফাত দিবস এবং ৬ই জুন, জুমাবার— ঈদুল আযহা।
আল্লাহ তাআলা সকল হাজিকে হজ্জে মাবরুর নসিব করুন।🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🙂

27/05/2025
27/05/2025
পেঁপে ও কচু একত্রে চাষ: একটি লাভজনক যুগল চাষ পদ্ধতি হতে পারে।বর্তমানে কৃষিতে লাভবান হতে হলে চৌকস হতে হয়। এক জমিতে একাধিক...
24/05/2025

পেঁপে ও কচু একত্রে চাষ: একটি লাভজনক যুগল চাষ পদ্ধতি হতে পারে।বর্তমানে কৃষিতে লাভবান হতে হলে চৌকস হতে হয়। এক জমিতে একাধিক ফসল চাষ করে জমির সর্বোত্তম ব্যবহার করা এখন সময়ের দাবি। পেঁপে ও কচু একত্রে চাষ করে একই জমি থেকে দ্বিগুণ লাভ করা সম্ভব—শুধু জানতে হবে সঠিক পদ্ধতি।

কেন পেঁপে ও কচু একসাথে চাষ করবেন?

পেঁপে গাছ লম্বা হয়, আর কচু নিচু স্তরে বেড়ে উঠে—একটি অন্যটিকে দমন করে না।কচুর পাতা মাটির আদ্রতা ধরে রাখতে সাহায্য করে, যা পেঁপের জন্য উপকারী।একই জমিতে দুই ধরনের ফসল চাষ করলে উৎপাদন বাড়ে এবং আয়ও বৃদ্ধি পায়।

চাষ পদ্ধতি সংক্ষেপে:
জমি প্রস্তুত: দোআঁশ বা বেলে দোআঁশ মাটি এই যুগল চাষের জন্য আদর্শ। জমি চাষ করে গোবর/কম্পোস্ট মিশিয়ে প্রস্তুত করুন।

পেঁপে রোপণ: ৭x৭ ফুট দূরত্বে সারিবদ্ধভাবে পেঁপে চারা রোপণ করুন।
কচু রোপণ: পেঁপে চারার মাঝের ফাঁকা জায়গায় কচুর লতা/রাইজোম ২-৩ ফুট দূরত্বে লাগান।
সেচ ও নিষ্কাশন: কচু পানি বেশি পছন্দ করে, কিন্তু অতিরিক্ত পানি পেঁপের ক্ষতি করতে পারে। তাই পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রাখা জরুরি।

সার ব্যবস্থাপনা: পেঁপেতে প্রতি মাসে ইউরিয়া, টিএসপি, এমওপি প্রয়োগ করা যায়। কচুতেও মাঝে মাঝে জৈব সার প্রয়োগে ভালো ফল হয়।

রোগবালাই: নিয়মিত পোকামাকড় ও ছত্রাকজনিত রোগ পর্যবেক্ষণ করুন। প্রয়োজনে জৈব কীটনাশক ব্যবহার করুন।

ফসল সংগ্রহ:
কচু ৪-৫ মাসের মধ্যে ঘরে তোলা যায়।
পেঁপে ৭-৮ মাস পর ফল দেওয়া শুরু করে এবং একটানা ১.৫–২ বছর ফল দেয়।

উপসংহার:
একত্রে পেঁপে ও কচু চাষ করলে জমির কার্যকারিতা বাড়ে, পরিচর্যায় সময় বাঁচে এবং আয়ও দ্বিগুণ হয়। সঠিক পরিকল্পনা ও পরিচর্যায় এটি হতে পারে একটি লাভজনক ও টেকসই কৃষি উদ্যোগ।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801321698676

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fair tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fair tv:

Share