Abdul Hai Chowdhury

Abdul Hai Chowdhury �-Singer
�-Graphicsar
�-Calligraphar
�-Content Creator
�-Photographar
�-Video Creator

02/08/2025

গল্পের নাম:
"চালাক মা, তালাক কন্যা"
একটা ছোট শহরে রোজিনা বেগম নামে এক মহিলা থাকতেন। তিনি ছিলেন খুবই বুদ্ধিমতী, কথায় পাকা, আর সামান্য বিষয়েও নিজের মত চালিয়ে দেওয়ার চেষ্টা করতেন। তার একমাত্র মেয়ে ছিল সানজিদা। মেয়েটি দেখতে সুন্দর, শিক্ষিত, তবে মা'র প্রভাবে একটু বেশি আত্মবিশ্বাসী আর অহংকারী হয়ে উঠেছিল।
রোজিনা বেগম সবসময় মেয়েকে বলতেন,
– "তোর শ্বশুরবাড়ির কেউ যদি তোকে একটু কষ্ট দেয়, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবি! কোনোরকম ছাড় দিবি না। আমরা কি কেউ কম নাকি?"
সানজিদা বিয়ের পর শ্বশুরবাড়িতে যায়। স্বামী রাশেদ ছিল সহজ-সরল, ভালো মানুষ, কিন্তু খুব বেশি কথা বলতো না। শ্বশুর-শাশুড়িও ছিলেন শান্ত স্বভাবের। কিন্তু সানজিদা সেখানে একটু কিছু হলেই মায়ের শেখানো পথে প্রতিক্রিয়া দিতো।
একদিন শুধু ডাল পাতলা হয়েছে বলে সে রাগ করে নিজে রান্নাঘরে গিয়ে ডাল ফেলেই দিল। আরেকদিন স্বামী অফিস থেকে দেরি করে আসায় রেগে গিয়ে দরজা খুলতে দেয়নি। দিনদিন তার আচরণ এমন হয়ে উঠছিল যেন সবাই তার দাস।
রাশেদ অনেক চেষ্টা করেও শান্তি আনতে পারলো না। কথা বললে ঝগড়া, চুপ থাকলে অপমান। কয়েক মাস না যেতেই তালাক হয়ে গেল।
রোজিনা বেগম বললেন,
– "ওরা তোকে বুঝতে পারেনি, তুই তো ঠিকই ছিলি।"
তারপর দ্বিতীয় বিয়ে হলো। নতুন শ্বশুরবাড়ি, নতুন স্বামী। কিন্তু একই আচরণ, একই চিন্তাধারা। আবারও তালাক।
এভাবে একে একে তিনবার বিয়ে হলো সানজিদার। কিন্তু মায়ের শেখানো চালাকি, তর্ক, অহংকার, একচেটিয়া মনোভাব – সব কিছুই সম্পর্ক ভেঙে দিতে লাগলো।
শেষে যখন সানজিদা একা হয়ে গেল, তখন একদিন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবল,
– "সব দোষ কি শুধু তাদেরই ছিল? না কি মা’র চালাকির চেয়ে একটু ভালোবাসা, ধৈর্য আর নম্রতা শিখলেই জীবনটা অন্যরকম হতো?"
গল্পের শেষে বলা যায়—
চালাকি দিয়ে সম্পর্ক টেকে না, টেকে সহনশীলতা, শ্রদ্ধা আর মনের মিল দিয়ে। মায়ের চাতুর্যের ছায়া যদি মেয়ের জীবনে অহংকার হয়ে দাঁড়ায়, তাহলে প্রেমের জায়গা করে নেয় তালাকের নোটিশ।
–সমাপ্ত।
কপি

02/08/2025

সারা জীবন মানুষ আমারে শুধু ঠকাইলো-
আর আমি শুধু ঠকলামি 😃
এটাও নাকি একটা গুণ ☺️

টঙ্গী বাজার আল ফারুক লাইব্রেরি'র স্বত্বাধিকারী মাওলানা হানিফ সরকার এর নাতনির (উমাইয়া বিনতে আইমান সরকার) আকিকা অনুষ্ঠানে...
25/07/2025

টঙ্গী বাজার আল ফারুক লাইব্রেরি'র স্বত্বাধিকারী মাওলানা হানিফ সরকার এর নাতনির (উমাইয়া বিনতে আইমান সরকার) আকিকা অনুষ্ঠানে আজকে
বা'দ জুমা।

আল্লাহ তা'আলা ওনার নাতিকে আলেমে রব্বানী হক্কানী ও দ্বীনের ধারক বাহক হিসেবে কবুল করুন- আমিন।

নাইওরের পালকি – কন্ঠধ্বনির নতুন আয়োজন...যার জন্য ছিলো দীর্ঘ প্রতীক্ষা,অবশেষে সেই বিশেষ নাশিদটি রিলিজ হয়েছে!হৃদয় ছুঁয়ে যা...
24/07/2025

নাইওরের পালকি –
কন্ঠধ্বনির নতুন আয়োজন...
যার জন্য ছিলো দীর্ঘ প্রতীক্ষা,
অবশেষে সেই বিশেষ নাশিদটি রিলিজ হয়েছে!
হৃদয় ছুঁয়ে যাবে ইন
শা আল্লাহ...
এখনই দেখে আসুন, আপনার ভালোবাসার নাশিদটি।
🎬 [ভিডিও লিংক]
🕊️ শেয়ার করে ছড়িয়ে দিন ।
https://youtu.be/IR7_yvC3nFk?si=IVnsJCtf5P9YFG0m

21/07/2025

মিথ্যা সকল গুনাহের -মা-
মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা কোন মুমিনের কাজ নয়।

18/07/2025

আলহামদুলিল্লাহ-
চাচা হলাম...
কিছুক্ষণ আগে আমার মেজো ভাইয়া মুফতি আশরাফ আলী সাহেব
একটি কন্যা সন্তানের বাবা হয়েছেন।

সময় : সকাল 08:10 মিনিট

ছেলেটার নাম নূর মুহাম্মদ। বাসা ব্রাহ্মণবাড়িয়াতে। বয়স ১৭ বছর হলো কেবল। মাদ্রাসায় পড়াশোনা করছে। তার মা-বাবা খুবই সচেত...
07/07/2025

ছেলেটার নাম নূর মুহাম্মদ। বাসা ব্রাহ্মণবাড়িয়াতে। বয়স ১৭ বছর হলো কেবল। মাদ্রাসায় পড়াশোনা করছে। তার মা-বাবা খুবই সচেতন। তার জন্মের পূর্বেই নিয়ত করে রেখেছিলেন—'আমাদের যদি কোন সন্তান হয়, তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই তাকে বিয়ে দিয়ে দেব।'

আল্লাহ তাদের ঘরে এই সন্তান দান করলেন। আল্লাহর অসংখ্য নিয়ামত পেয়ে সে বড় হলো। বয়স যখন ১৭ তে পৌঁছাল, মা-বাবা তাকে বিয়ে দিয়ে দিলেন। গতকাল রবিবার তার বিয়ের আকদ সম্পন্ন হয়েছে।

মা-বাবা কতটা সচেতন, ভাবুন। তারা সমাজের এই অভিশপ্ত রীতিনীতি ভেঙ্গে, ইসলামের রীতিকে প্রাধান্য দিয়েছে। তারা জানে, এই ফেতনার যুগে গুনাহ থেকে বেঁচে থাকা অনেক কঠিন। তাই তারা তাদের সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই হালাল সম্পর্কে বেঁধে দিয়েছে।

সেলুট জানাই এই মা-বাবাকে। প্রতিটি ঘরে ঘরে এমন মা-বাবা থাকুক। এই সমাজ থেকে অভিশপ্ত রীতিনীতি বিলুপ্ত হোক, বিয়েকে সহজ হোক।

এই ছোট্ট ভাইটার দাম্পত্য জীবন সুখকর হোক। দুআ করি মন থেকে।

©️

02/07/2025

অধিক মহর আর যৌক্তিক তালাক কঠিন হওয়ার কারণে নারীরা বেপরোয়া স্বামীকে কষ্ট দেয়। কোনো স্ত্রী যদি অসহনীয় কষ্ট দেয়, দুর ব্যবহার করতেই থাকে, তাকে তালাক দেওয়া أبغض নয় বরং সম্পূর্ণ বৈধ

-Copy Post ✅

🎉 Facebook আমাকে আমার অডিয়েন্স ও পরিচিতের বৃত্তে আকর্ষণীয় কথোপকথন শুরু করা এবং অনুপ্রেরণামূলক কনটেন্ট তৈরি করার কারণে ...
25/06/2025

🎉 Facebook আমাকে আমার অডিয়েন্স ও পরিচিতের বৃত্তে আকর্ষণীয় কথোপকথন শুরু করা এবং অনুপ্রেরণামূলক কনটেন্ট তৈরি করার কারণে স্বীকৃতি দিয়েছে!

22/06/2025

পৃথিবীতে এত কিছু বের হলো, মানুষের বিকল্প রোবটও বের হলো কিন্তু মানুষ চেনার মেশিন বের হলো না🙂
এটাও বের হওয়া দরকার ☺️

16/06/2025
🎉 আজ আমার ফ্যান-ইভার্সারি! 13 জুন, 2024 থেকে মাওলানা. ইকবাল মাহমুদ-আমার সেরা ফ্যান। মাওলানা. ইকবাল মাহমুদ ❤️🥰
15/06/2025

🎉 আজ আমার ফ্যান-ইভার্সারি! 13 জুন, 2024 থেকে মাওলানা. ইকবাল মাহমুদ-আমার সেরা ফ্যান। মাওলানা. ইকবাল মাহমুদ ❤️🥰

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Hai Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share