Abdul Hai Chowdhury

Abdul Hai Chowdhury �-Singer
�-Graphicsar
�-Calligraphar
�-Content Creator
�-Photographar
�-Video Creator

বাঙ্গালগাছ আতরজান কওমী মাদ্রাসা'র মহতি এই আয়োজন সফল হোকনাশীদ নিয়ে থাকবে কণ্ঠধ্বনি শিল্পীগোষ্ঠী।💛স্থান: বাঙ্গালগাছ ৩০ নং ...
25/09/2025

বাঙ্গালগাছ আতরজান কওমী মাদ্রাসা'র
মহতি এই আয়োজন সফল হোক

নাশীদ নিয়ে থাকবে কণ্ঠধ্বনি শিল্পীগোষ্ঠী।💛
স্থান: বাঙ্গালগাছ ৩০ নং ওয়ার্ড গাজীপুর মহানগর।

22/09/2025

অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার কঠোর শাস্তি ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন, اِنَّ الَّذِیۡنَ یُحِبُّوۡنَ اَنۡ تَشِیۡعَ الۡفَاحِشَۃُ فِی الَّذِیۡنَ اٰمَنُوۡا لَهُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ۙ فِی الدُّنۡیَا وَ الۡاٰخِرَۃِ ؕ وَ اللّٰهُ یَعۡلَمُ وَ اَنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ যারা পছন্দ করে যে, মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি দুনিয়া ও আখেরাতে। আল্লাহ জানেন আর তোমরা জান না। (সুরা নুর: ১৯) যারা সমাজে অশ্লীলতা ছড়ায়, তারা নিজেদের গুনাহের পাশাপাশি তাদের গুনাহের জন্য দায়ী হয়, যারা তাদের কথা-কাজে প্ররোচিত হয়ে গুনাহে জড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, لِیَحْمِلُوْۤا اَوْزَارَهُمْ كَامِلَةً یَّوْمَ الْقِیٰمَةِ وَ مِنْ اَوْزَارِ الَّذِیْنَ یُضِلُّوْنَهُمْ بِغَیْرِ عِلْمٍ اَلَا سَآءَ مَا یَزِرُوْنَ. কেয়ামতের দিন তারা বহন করবে নিজেদের পাপের বোঝা পূর্ণ মাত্রায়, আর তাদেরও পাপের বোঝা যাদেরকে তারা গোমরাহ করেছে নিজেদের অজ্ঞতার কারণে। হায়, তারা যা বহন করবে তা কত নিকৃষ্ট! (সুরা নাহল: ২৫) 🤲🤲 ,আল্লাহ 😭আমরা হারাম দেখাতে, হারাম শুনাতে,হারাম মুসলিম উম্মার মাঝে ছড়িয়ে দিতে আসক্ত হয়ে পড়েছি, কোনটা ভালো কাজ,কোনটা মন্দ কাজ এটা চিন্তা না করে,নিজের প্রতি দিনের পর দিন জুলুম করছি,কতো মুসলিম ভাইয়ে বোনের প্রতি জুলুম করছি,এবং আমাদেরই কোনো মুসলিম ভাইয়ের প্রতি জুলুম করছি,আল্লাহ এ হারামের,এমন জুলুমের আনন্দ থেকে আমাদের হেফাজত করুন।এবং আমাদের উত্তমরুপে হেদায়েত দিন। (আমিন)
- সংগৃহীত

আলহামদুলিল্লাহ...আজকে "জামিয়া ইসলামিয়া নামিরা" টঙ্গী মাদ্রাসায় প্রায় 80 জন শিক্ষার্থীকে কোরআন শরীফ এর সবক দেয়া হয়ে...
18/09/2025

আলহামদুলিল্লাহ...
আজকে "জামিয়া ইসলামিয়া নামিরা" টঙ্গী মাদ্রাসায় প্রায় 80 জন শিক্ষার্থীকে কোরআন শরীফ এর সবক দেয়া হয়েছে, আল্লাহ তা'আলা সকলকে দ্বীনের খাদেম/খাদেমা হিসেবে কবুল করে নিন-আমিন।

কণ্ঠধ্বনি'র দুটি নতুন নাতে রাসূলের স্যুটস্পর্ট : হাসনাহেনা স্যুটিং স্পর্ট, পূবাইল, গাজীপুর।তারিখ: ১৪/০৯/২৫
14/09/2025

কণ্ঠধ্বনি'র দুটি নতুন নাতে রাসূলের স্যুট
স্পর্ট : হাসনাহেনা স্যুটিং স্পর্ট, পূবাইল, গাজীপুর।

তারিখ: ১৪/০৯/২৫

তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথেযখন জানতে পারলাম আমি গর্ভবতী, আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার ছোট...
13/09/2025

তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথে

যখন জানতে পারলাম আমি গর্ভবতী, আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার ছোট বোনকে নিজের সন্তানের মতো বড় করেছি—তাই এবার আমি শুধু একজন ছেলেকে বড় করার আনন্দ অনুভব করতে চেয়েছিলাম।

কিন্তু আমার শাশুড়ির ছিল অন্য পরিকল্পনা। তিনি সব সময় একটি কন্যা সন্তানের স্বপ্ন দেখতেন, কিন্তু কখনও তা পাননি।

তিনি হাসলেন এবং বললেন, “চলো, তাহাজ্জুদের প্রতিযোগিতা করি। তুমি একটি ছেলের জন্য দোয়া করো, আমি একটি মেয়ের জন্য দোয়া করবো। দেখি কে জেতে।”
আর সেই থেকেই আমরা দুজনেই রাতে শেষ অংশে আমাদের দোয়া ফিসফিস করে বলতে শুরু করলাম।

প্রথম আল্ট্রাসাউন্ড… যমজ!
আমরা দুজনেই হাসলাম এবং কেঁদে ফেললাম। যেন আল্লাহ মৃদুস্বরে বললেন: প্রতিযোগিতার দরকার নেই। তোমরা দুজনেই জিতেছো।

একটি কন্যা শিশু। একটি পুত্র সন্তান।
আমার ছেলে দুর্বল ছিল এবং এনআইসিইউ-তে থাকতে হয়েছিল।
কিন্তু আলহামদুলিল্লাহ, আজ তারা দুজনেই সুস্থ এবং তিন বছর বয়সে পদার্পণ করছে—আমাদের দ্বিগুণ আনন্দ, আমাদের দ্বিগুণ দোয়ার ফল।

তাহাজ্জুদ সত্যিই এক অসাধারণ কিছু!

— ঘটনাটি সংগ্রহ করে অনুবাদ করা হয়েছে

সংগৃহীত

12/09/2025

আপনার মেয়েকে শেখাবেনঃ-

★ মাটি থেকে কখনও কোনো কিছু উঠাতে গেলে অবশ্যই বুকের উপর এক হাত দিয়ে তারপর উঠাতে যাবে। সতর ঢাকার সতর্কতা স্বরুপ এটা করা উচিত।

★পুরুষ মানুষের সামনে কখনও পায়ের উপর পা তুলে বসবে না, দুই পা'কে মিলিয়ে বা খুব কাছাকাছি রেখে বসবে।

★সিঁড়িতে উপরের দিকে উঠার সময় যদি পেছনে কোনো পুরুষ মানুষ থাকে, তাহলে এক কোনায় গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়াবে, পুরুষ লোকটি চলে গেলে তারপর উঠবে।

★লিফটে ওঠার সময় যদি অপরিচিত পুরুষ মানুষ থাকে এবং মাত্র একজনই থাকে, তাহলে তার সাথে ওঠবে না, অপেক্ষা করবে, সেই অপরিচিত লোকটি বের হলে তারপর উঠবে।

★ সবসময় মুচকি হাসার অভ্যাস করবে, উঁচু আওয়াজে অট্টহাসি হাসবে না।

★ তোমার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই বা ফুফাতো ভাইদের সাথে মুসাফাহ্ করবে না, যদিও তোমার কাছে তাদের ছোট মনে হয়।

★কোনো প্রয়োজনে পুরুষ মানুষের সাথে কথা বলতে হলে, অবশ্যই শারীরিকভাবে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে কথা বলবে। হোক সে পরিচিত বা অপরিচিত। নিকটাত্মীয় হলেও কাজকর্মে বা কথা বার্তায় অবশ্যই একটা সীমারেখা বজায় রাখবে। নিজের ভাবগাম্ভীর্য এমনভাবে বজায় রাখবে, যেন তোমার প্রতি তার ভিতরে খারাপ কল্পনা তৈরি না হয়।

★রাস্তাঘাটে নিজ বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা করবে না, রাস্তার শিষ্টাচার বজায় রাখবে।

* মহান আল্লাহ নারীদেরকে সম্মানিত করেছেন এবং ঘরের সৌন্দর্য করেছেন। আমাদের দায়িত্ব তাদেরকে সঠিক গাইড লাইন দেওয়া। আল্লাহ তায়ালা আমাদেরকে সংশোধন হবার তাওফিক দান করুন।
আমীন

11/09/2025
আজ(২৫-০৮-২০২৫) সোমবার টঙ্গীতে ব্রিজ নির্মাণের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। টঙ্গী বাজার ও আশপাশের এলাকা জনসমুদ্...
25/08/2025

আজ(২৫-০৮-২০২৫) সোমবার টঙ্গীতে ব্রিজ নির্মাণের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
টঙ্গী বাজার ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয় এ কর্মসূচিতে।
মানববন্ধনের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত,হাতপাখা প্রতীক নিয়ে গাজীপুর-৬ আসনের প্রার্থী মাওলানা এম.এ হানিফ সরকার।
তিনি বলেন, টঙ্গী এলাকার লাখো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের জন্য অবিলম্বে ব্রিজ নির্মাণ করা অত্যন্ত জরুরি। জনদুর্ভোগ লাঘবে এ দাবিতে জনগণ আজ রাস্তায় নেমে এসেছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী টঙ্গী বাজার ব্যবসায়ী ও টঙ্গী বাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্রিজ না থাকায় তাদের যাতায়াত ও ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা দ্রুত টঙ্গীতে ব্রিজ নির্মাণ করে জনগণের দুর্ভোগ নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
- ধন্যবাদ সবাইকে Abdul Hai Chowdhury এর পক্ষ থেকে

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Hai Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share