22/09/2025
ঈদে মিলাদুন্নবী (সা.) ও ১৫০০ বছর পূর্তি উপলক্ষে মাহফিল. News 24 Ghanta
নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে 'বাংলাদেশ মাশায়েখ কাউন্সিল (বিএমসি)'-এর আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ইসলামের ১৫০০ বছর পূর্তি উপলক্ষে এক মহৎ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রখ্যাত দরবার শরীফ ও তরিকতের প্রতিনিধিগণ, ওলামা-মাশায়েখ, আলেম-উলামা, সমাজসেবক এবং অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জনাব ফতেহ উল্লাহ আল আমান, মোতয়াল্লি,(দরবার এ হযরত শাহজালাল (র:)) তাঁর বক্তব্যে বলেন— “রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহর আলোয় জীবন গঠন করা প্রতিটি মুসলমানের প্রকৃত দায়িত্ব। পাশাপাশি পরস্পরের সাথে সুসম্পর্ক বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমেই সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।”
আহ্বায়ক ইয়াসির আহমেদ সোবহানী (আল ক্বাদেরী) তাঁর বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন— “বাংলাদেশ মাশায়েখ কাউন্সিলের এই উদ্যোগ তরিকতপন্থী সকলকে একসূত্রে গাঁথার প্রয়াস। ভবিষ্যতেও সুন্নাহর আলোয় সমাজ বিনির্মাণে বিএমসি নিরলসভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ মাজেদুল হক চানপুরী।
অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ কোরআন ও হাদীসের আলোকে মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব, এবং নৈতিক উন্নতির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আলোচনা শেষে বিভিন্ন দরবারের পীর, মাশায়েখ, ইসলামী চিন্তাবিদদের উপস্থিতিতে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।