Journalist Miru

Journalist Miru Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Journalist Miru, Dhaka.
(2)

সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাজনীতিতে কখনো ফারলেপটিস্ট কখনে সেকুলার।তবে রাজনীতি কে মাঝে মাঝে ভন্ডামী মনে হয়। তবে পেশায় সাংবাদিক মানবাধিকার কর্মী এবং Publice Figure.

01/08/2025
নিপাট টাউট বা বিতর্কিত ব্যক্তি হিসেবেই অনেকে সাবেক ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে দেখেন। ব্যক্তিগতভাবে তাঁকে ...
01/08/2025

নিপাট টাউট বা বিতর্কিত ব্যক্তি হিসেবেই অনেকে সাবেক ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে দেখেন।

ব্যক্তিগতভাবে তাঁকে আমি বিশেষ গুরুত্ব না দিলেও, গত বছরের একটি ভবিষ্যদ্বাণী তিনি করেছিলেন—যেটি পরে বাস্তবেও ঘটেছিল। ২০২৪ সালের মার্চ-এপ্রিলে বিভিন্ন টকশোতে তিনি একাধিকবার বলেছিলেন, "বাংলাদেশে আগামী জুন-জুলাই মাসে বড় ধরনের গণআন্দোলনের সম্ভাবনা রয়েছে, এবং সেই আন্দোলন সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।"

আশ্চর্য হলেও সত্য—এই কথাটি ঠিকই মিলে গেছে।
..এখনও এমন কিছু বলার চেষ্টা করছেন অখ্যাত অন লাইন ভিত্তিক টকশো গুলোতে❗

জনগণের কাছে গোপণ রেখে চুড়ান্ত বিজয় ‼️আর যেটা গোপন রাখা হয়েছে, তা হলো এই তথাকথিত ‘সফলতা’র পেছনে কি কি মূল্য দিতে হয়েছে বা...
01/08/2025

জনগণের কাছে গোপণ রেখে চুড়ান্ত বিজয় ‼️

আর যেটা গোপন রাখা হয়েছে, তা হলো এই তথাকথিত ‘সফলতা’র পেছনে কি কি মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে। ACSA ও GSOMIA নামের নিরাপত্তা চুক্তির চাপ, মার্কিন সামরিক ও কর্পোরেট স্বার্থে কৌশলগত অবকাঠামো উন্মুক্ত করা, মার্কিন খাদ্য ও জ্বালানি আমদানির একচেটিয়া প্রতিশ্রুতি, এমনকি চুক্তির বিষয়বস্তু গোপন রাখতে NDA—এসব কিছুই জাতীয় স্বার্থকে বিকিয়ে দেওয়ার সামিল।

বিশ্ববাজারে আমাদের প্রতিযোগীরা যেখানে ০–৫% শুল্কে রপ্তানি করে, সেখানে ২০% রেটকে ‘অসাধারণ অর্জন’ বলা আসলে আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছু না। এই চুক্তি কোন বিজয় নয়, বরং দুর্বলতা, আপোষ ও পরাধীনতার নতুন নাম। দেশের স্বার্থে সত্যটা বলা এখন জরুরি।

31/07/2025

শোকের মাস আগষ্ট শুরু আজ থেকে।

রোগী মরে রাস্তায়ওদের চলে "আন্দোলন"দেশের মানুষ পস্তায় বিচার করবে জনগণ।।
31/07/2025

রোগী মরে রাস্তায়
ওদের চলে "আন্দোলন"

দেশের মানুষ পস্তায়
বিচার করবে জনগণ।।

বর্তমান বাংলালদেশ ধর্ষণে রেকর্ড আর নারীদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হলেও চাঁদাবাজিতে সমান অধিকার নিশ্চিত করতে পেরে...
31/07/2025

বর্তমান বাংলালদেশ ধর্ষণে রেকর্ড আর নারীদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হলেও চাঁদাবাজিতে সমান অধিকার নিশ্চিত করতে পেরেছে।

ছেলে হোক মেয়ে হোক একটি সমন্বয়কই যথেষ্ট ☺️

31/07/2025

আপ কুমিল্লা দঃ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্রাহ্মণ পাড়া বুড়িরচং আসনের মাটি ও মানুষের নেতা সাজ্জাদ ভাইয়ের শুভ জন্মদিন।
৫ আগষ্ট ২০২৪ শেখ হাসিনার সরকার ক্ষমতা থেকে চলে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব সাজ্জাদ ভাই।
যারা দেশ শেখ হাসিনাকে ভালবাসেন আজকের জন্মদিন উইশ করুন।

‘পরিচয় গোপন রেখে আওয়ামী লীগের সমর্থকেরা মাফলারটি কিনতে পারবেন। দুইবার ধোয়ার পর ক্রেতাকে মাফলারটি দেয়া হবে।’
02/02/2025

‘পরিচয় গোপন রেখে আওয়ামী লীগের সমর্থকেরা মাফলারটি কিনতে পারবেন। দুইবার ধোয়ার পর ক্রেতাকে মাফলারটি দেয়া হবে।’

02/02/2025

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Journalist Miru posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share