10/05/2024
যার কয়েকজন কাছের মানুষ আছে,প্রিয় সঙ্গী আছে,বিকেলে যাদের রোজ কথা হয়,সন্ধ্যায় আড্ডা হয়,ঘুমোনোর আগে সারাদিনের গল্প হয়,ফজর বাদে একসাথে নাস্তা হয় সেই মানুষেরা সুখী! যার কথা বলার মানুষ আছে,দুঃখ বলার মতো পরিবার আছে,যার কষ্ট শুনলে কারো বুক ভারী হয়,চোখে পানি আসে সে মানুষটি অবশ্যই সুখী!!
বালিশে মুখ গুজে সারাদিন কাটিয়ে,কিবোর্ড চেপে স্ক্রিনে সময় দিয়ে,অন্যের পেছনে লেগে কিংবা নিতান্তই একা কখনো ভালো থাকা যায়না। সুখ তো থাকে মাথার বিলিতে,সঙ্গীর চুলের বিনুনীতে,আচমকা চুম্বনে,প্রিয়দের জন্য সারাদিনের খাটুনিতে,বাবা মায়ের কুচকে যাওয়া হাতের ভাজে,সন্তানের মুড়ি মুড়কির প্যাকেটে।কত মানুষ একটু কথা বলতে না পেরে সারাটাজীবন অসুখী হয়ে রইলো।
মানুষ তীব্রভাবে সুখী হতে চায়।সে চায় দুঃখ তাকে না ছুঁয়ে ফেলুক,কোনো অভিমান তাকে স্পর্শ না করুক,আপনাআপনি দুনিয়ার যা কিছু ভালো সব তার হোক। অথচ সে কাছের মানুষটির মাথায় হাত বুলাতে ভুলে যায়।জিজ্ঞেস করতে ভুলে যায় আজ তোমার দিনটি কেমন কাটলো??