Syed Urmi

Syed Urmi As salamu alaikum,
I am Syed Urmi & this is my personal vlog.

যার কয়েকজন কাছের মানুষ আছে,প্রিয় সঙ্গী আছে,বিকেলে যাদের রোজ কথা হয়,সন্ধ্যায় আড্ডা হয়,ঘুমোনোর আগে সারাদিনের গল্প হয়,ফজর ব...
10/05/2024

যার কয়েকজন কাছের মানুষ আছে,প্রিয় সঙ্গী আছে,বিকেলে যাদের রোজ কথা হয়,সন্ধ্যায় আড্ডা হয়,ঘুমোনোর আগে সারাদিনের গল্প হয়,ফজর বাদে একসাথে নাস্তা হয় সেই মানুষেরা সুখী! যার কথা বলার মানুষ আছে,দুঃখ বলার মতো পরিবার আছে,যার কষ্ট শুনলে কারো বুক ভারী হয়,চোখে পানি আসে সে মানুষটি অবশ্যই সুখী!!

বালিশে মুখ গুজে সারাদিন কাটিয়ে,কিবোর্ড চেপে স্ক্রিনে সময় দিয়ে,অন্যের পেছনে লেগে কিংবা নিতান্তই একা কখনো ভালো থাকা যায়না। সুখ তো থাকে মাথার বিলিতে,সঙ্গীর চুলের বিনুনীতে,আচমকা চুম্বনে,প্রিয়দের জন্য সারাদিনের খাটুনিতে,বাবা মায়ের কুচকে যাওয়া হাতের ভাজে,সন্তানের মুড়ি মুড়কির প্যাকেটে।কত মানুষ একটু কথা বলতে না পেরে সারাটাজীবন অসুখী হয়ে রইলো।

মানুষ তীব্রভাবে সুখী হতে চায়।সে চায় দুঃখ তাকে না ছুঁয়ে ফেলুক,কোনো অভিমান তাকে স্পর্শ না করুক,আপনাআপনি দুনিয়ার যা কিছু ভালো সব তার হোক। অথচ সে কাছের মানুষটির মাথায় হাত বুলাতে ভুলে যায়।জিজ্ঞেস করতে ভুলে যায় আজ তোমার দিনটি কেমন কাটলো??

মিঠাম‌ইন-হাওর
05/05/2024

মিঠাম‌ইন-হাওর

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ
02/08/2023

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ

29/06/2023

ভেবে দেখুন আজ প্রতিটা বাবার
সন্তানের রক্তে যদি কুরবানীর ঈদ হতো।
কুরবানীর আসল ত্যাগ যদি সকলে জানতো, তাহলে টাকার বড়াই আর দামি গরু নিয়ে প্রতিযোগিতা করতো না। কারণ আজ সেই গরুটির জায়গায় তার সন্তান হতে পারতো। যারা পশু কুরবানি করছে এবং যারা পরিবারের একটু সচ্ছলতার জন্য নিজের পশুর মায়াকে কুরবানি করছে আল্লাহ সবার কুরবানি কবুল করে নিন।

ইয়া আল্লাহ,কোরবানির ত্যাগের মহিমা
সবাইকে বুঝার তৌফিক দান করুক,আমিন। 🤲
সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা🥀

19/06/2023

মূল্যবান এই দশদিন শুরু হয়ে গেছে!! জিলহজ্জের ১০দিনের আমল এবং রাসূলুল্লাহ সল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের শহরের ভিডিও!!

এই দশকের বিশেষ আমল-

• সকল কাজের জন্য খালিস ভাবে নিয়ত করা, যেন আমাদের সাধারণ সব কাজগুলোও ইবাদাতে রূপ নেয়।
• কুরবানি করতে ইচ্ছুক ব্যক্তি যেন চুল, দাড়ি, নখ, অবাঞ্ছিত লোম না কাটেন।
• এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা।
• ৯ টি রোজা না রাখলেও আরাফার দিনে যেন অবশ্যই রোজা রাখা হয়। এই রোজার ফযিলত হচ্ছে পুর্বের ও পরের এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইন শা আল্লাহ। আরাফার দিন কবে এই নিয়ে ইখতিলাফে না যেয়ে উত্তম হলো ঈদের আগের দুইদিনই রোজা রাখা। তবে আরও উত্তম ৯টা রোজাই রাখা। তবে হাজিগন এই রোজা রাখবেন না।
• বেশি করে কুরআন তিলাওয়াত করা।
• তাওবা/ইস্তেগফার করা।
• সর্বদা জিকির করা, বিশেষ করে তাসবিহ=সুবহানাল্লাহ, তাহমিদ=আলহামদুলিল্লাহ্‌, তাহলিল=লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবির-আল্লাহু আকবার জিকির করা।
• তাহাজ্জুদের নামাজ আদায় করা।
• দান-সাদকা করা।
• বেশি বেশি করে বাবা মায়ের সেবা করা।
• আত্মীয় ও প্রতিবেশীর খোঁজখবর নেয়া।
• মাফ করে দেওয়া ও মাফ চেয়ে নেওয়া।
• রোজাদারের আহারের ব্যবস্থা করা।
• সবার সাথে উত্তম আখলাক প্রদর্শন করা।
• গুনাহের কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখা
• বেশি করে দ্বীনের দাওয়াতের কাজ করা।
• হজ্জ ফরজ হলে হজ্জ আদায় করতে যাওয়া।
• আরাফার দিন দুয়া করা। এই দিনের দুয়া ইন শা আল্লাহ কবুল হবে।
• আরাফার দিন এই দুয়া অনেক বেশি করে পড়া -
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
'শ্রেষ্ঠ দুয়া হচ্ছে আরাফাত দিবসের দুয়া। আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছি তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে:
لاَ إِلَهَ إِلاَّ اللّٰهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।
• ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষ-মহিলা প্রত্যেকের উপর তাকবিরে তাশিরিক বলা ওয়াজিব।
তাকবিরে তাশরিক-
الله أكبر .. الله أكبر .. الله أكبر .. لا إله إلا الله
الله أكبر .. الله أكبر .. الله أكبر .. ولله الحمد
আল্লাহু আকবার.. আল্লাহু আকবার.. আল্লাহু আকবার.. লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার.. আল্লাহু আকবার.. আল্লাহু আকবার.. ওয়া লিল্লাহিল হামদ।(আমলগুলোর লিস্ট Zainab Al Gazi আপুর টাইমলাইন থেকে নেয়া)

এই দশদিন আসুন আমল বাড়িয়ে দিই,দুআয় রাখবেন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Syed Urmi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share