15/07/2025
✍️মিশন ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি!
বিসিএসের মত একটি তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষার সবচেয়ে কঠিন ধাপ হলো প্রিলিমিনারি পাস করা।বিসিএস রিটেনের টিকেট পেতে হলে আপনাকে আগে এই ধাপটা পার হতে হবে। প্রায় ৩ লাখ পরীক্ষার্থী প্রতি বছর এই পরীক্ষায় অংশগ্রহণ করে। এই বিপুল পরিমাণ প্রার্থীর সাথে লড়াই করে কাট মার্কের ভেতর আসাটা চ্যালেঞ্জিং ব্যাপার।তবে অসম্ভব কিছু না।একটু কৌশল খাটিয়ে প্রস্তুতি নিতে পারলে আপনিও এই প্রিলি পাস করতে পারবেন।
বিসিএস প্রিলিমিনারির সিলেবাসটা লক্ষ্য করলে দেখা যায় এখানে বাংলা,ইংরেজি আর জেনারেল নলেজ অংশে সবচেয়ে বেশি মার্ক থাকে। বাংলা ৩৫,ইংরেজি ৩৫, জেনারেল নলেজ ( বাংলাদেশ + আন্তর্জাতিক + ভুগোল + নৈতিকতা) ৭০ নাম্বার= মোট ১৪০ নাম্বার। প্রিলিমিনারি পাস করার দৌড়ে এগিয়ে থাকতে চাইলে আপনাকে এই গুরুত্বপূর্ণ ১৪০ নাম্বার অংশে সবচেয়ে ভালো প্রস্তুতি রাখতে হবে।কৌশল খাটিয়ে পড়তে পারলে এখান থেকে ৯০-১০০ নাম্বার তুলে আনা কঠিন কিছু না। আমি আজকে আলোচনা করবো শুধু এই ১৪০ নাম্বারের প্রস্তুতি নিয়ে।বাকি ৬০ নাম্বার (গণিত+মানসিক দক্ষতা+কম্পিউটার ও তথ্য প্রযুক্তি+বিজ্ঞান) অংশটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। কারণ এখান থেকে মোটামুটি প্রস্তুতি নিলেই আপনি ২৫-৩০ পেতে পারবেন।
এখন বলছি বাংলা,ইংরেজি আর সাধারণ জ্ঞান অংশে আপনি কীভাবে ভালো প্রস্তুতি নিবেন আর কী কী পড়বেন।
▪️বাংলাঃ
বাংলা সাহিত্যে ২০ নাম্বার থাকে।প্রথমে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ এবং মধ্যযুগ সম্পূর্ণ পড়ে ফেলতে হবে।
এরপর আধুনিক যুগ থেকে শ্রীরামপুর মিশন,ফোর্ট উইলিয়াম কলেজ,বাংলা একাডেমি,কল্লোল ও শিখা গোষ্ঠী, ইয়ং বেঙ্গল -ডিরোজিও,এশিয়াটিক সোসাইটি, গুরুত্বপূর্ণ পত্রিকা ও সম্পাদক, উপাধি ও ছদ্মনাম, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ চরিত্র এইসব ভালোভাবে পড়ে ফেলবেন।
এরপর পড়বেন পিএসসি’র ১১ জন,সাহিত্যের পঞ্চপান্ডব। এছাড়া আরো কিছু সাহিত্যিকদের সম্পর্কে পড়তে পারেন।যেমনঃ
আখতারুজ্জামান ইলিয়াস,আবু জাফর ওবায়দুল্লাহ, আবুল মনসুর আহমেদ,আলাউদ্দিন আল আজাদ,জহির রায়হান,তারাশঙ্কর বন্দোপাধ্যায়,নির্মলেন্দু গুণ,প্রমথ চৌধুরী, বিভূতিভূষণ বন্দোপাধ্যায়,মানিক বন্দোপাধ্যায়, মুনীর চৌধুরী, ড. মুহম্মদ শহীদুল্লাহ,রাজা রামমোহন রায়,শওকত ওসমান,শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শামসুর রাহমান, সেলিনা হোসেন,সৈয়দ ওয়ালীউল্লাহ,সৈয়দ শামসুল হক,হাসান আজিজুল হক,হুমায়ুন আজাদ,হুমায়ুন আহমেদ,আনোয়ার পাশা।
ব্যাকরণ অংশের জন্য পিএসসি’র সিলেবাসটা ফলো করবেন। বিশেষ করে ধ্বনি,শব্দ,প্রত্যয়,সন্ধি,সমাস,বানান ও বাক্য শুদ্ধি,কারক ভালোভাবে বুঝে পড়বেন।
সবার শেষে ১০-৪৬ তম বিসিএসের সকল প্রশ্নগুলো পড়বেন।
▪️ইংরেজিঃ
▪️ইংরেজি সাহিত্যঃ এই অংশটা খুব ট্রিকি।প্রথমে ইংরেজি সাহিত্যের যুগ বিভাগগুলো ভালোভাবে মুখস্থ করবেন।আর সেই সব যুগের উল্লেখযোগ্য সাহিত্যিকদের নাম মনে রাখবেন।তারপর কোন একটা ভালো বই থেকে ইংরেজি সাহিত্যের বিভিন্ন যুগ থেকে আসা বিগত সালের সকল চাকরির পরীক্ষার প্রশ্ন পড়ে ফেলবেন।এরপর রোমান্টিক যুগের সকল সাহিত্যিকদের নাম,তাদের সাহিত্যকর্ম,উক্তিগুলা ভালোভাবে পড়বেন। আর কিছু পড়তে না চাইলে অন্তত এইগুলা পড়তেই হবে।আশা করি ১৫ নাম্বারের মধ্যে ৭/৮ নাম্বার তুলতে পারবেন।
আরেকটু ভালোভাবে পড়তে চাইলে নিম্নোক্ত সাহিত্যিকদের সম্পর্কে ভালোভাবে পড়বেন।
Francis bacon,Shakespeare (খুব গুরুত্বপূর্ণ), John milton,Alexander pope,Lord alfred Tennyson,Robert Browning, Charles Dickens, D.H. Lawrence, Earnest Hemingway, G.B Shaw,O'Henry, T S Eliot, W.B. Yeats,Virginia Woolf.
▪️Grammar : নিম্নোক্ত বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়বেন।
Parts of speech, Appropriate Preposition, Interchange of parts of speech, Subject Verb agreement, Right form of verb,Sentence, Conditional Sentence,Clause,Phrase and idioms,Number-Gender,Voice,Narration.
Vocabulary, syononym-antonym কঠিন মনে করলে বাদ দিতে পারেন। আমি এগুলা তেমন একটা পড়ি নাই কখনো।
সবার শেষে ১০-৪৬ তম বিসিএসের সকল প্রশ্নগুলো রিভিশন দিবেন।
▪️সাধারণ জ্ঞানঃ
এই অংশের সিলেবাসটা বিশাল। তাই সব কিছু না পড়ে এখান থেকে সিলেক্টিভ কিছু জিনিস পড়তে হবে।দেখা গেছে এগুলা থেকেই বেশি প্রশ্ন আসে।
▪️বাংলাদেশ বিষয়াবলীঃ প্রথমে প্রাচীন যুগ থেকে শুরু করে ইংরেজ শাসনামলের আগ পর্যন্ত ভালোভাবে পড়ে ফেলবেন। ইংরেজ শাসনামল থেকে ১৯৪৭ পর্যন্ত আমি কম গুরুত্ব দিতে বলবো।এই অংশ থেকে বিগত বিসিএসে আসা প্রশ্নগুলো রিভিশন দিলেই আমার মতে যথেষ্ট।
এরপর ১৯৫২ থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত যা যা কিছু আছে সব ভালোভাবে পড়তে হবে।এখান থেকে কিছু বাদ দেয়া যাবে না।
কৃষিজ সম্পদ থেকে বিভিন্ন ফসলের জাতগুলা শুধু পড়বেন।
জনসংখ্যা,জাতি গোষ্ঠী অধ্যায় থেকে শুধু উপজাতি অংশটা ভালো করে পড়বেন।
বাংলাদেশের অর্থনীতি থেকে অর্থনৈতিক সমীক্ষা ২০২৪,সর্বশেষ বাজেট পড়বেন।
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য অধ্যায় থেকে বাংলাদেশের খনিজ সম্পদগুলা পড়বেন।এই অংশটা ভুগোলেও কাজে আসবে।
বাংলাদেশের সংবিধান অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ।সম্পূর্ণ পড়তে হবে।
বাংলাদেশের সরকার ব্যবস্থা থেকে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো এবং স্থানীয় সরকার অংশটা পড়বেন।
এছাড়া বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি এবং আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ প্রাপ্তির বিষয়গুলো পড়বেন।
পরিশেষে একইরকম ভাবে বিগত বিসিএসের সকল প্রশ্নগুলো রিভিশন দিবেন।
▪️আন্তর্জাতিক বিষয়াবলীঃ
বৈশ্বিক ইতিহাস থেকে ১ম বিশ্বযুদ্ধ, ২য় বিশ্বযুদ্ধ, স্নায়ুযুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের সাথে জড়িত অন্যান্য ঘটনাবলী ভালোভাবে পড়তে হবে।
বিপ্লবঃ রুশ বিপ্লব, ফরাসী বিপ্লব,চীনের বিপ্লব,কিউবা বিপ্লব ইত্যাদি পড়বেন।
এরপর আঞ্চলিক সংস্থাগুলো ভালোভাবে পড়তে হবে।
ভূ রাজনীতি থেকে আন্তর্জাতিক সমুদ্র আইন,বাংলাদেশের সমুদ্র বিজয়,সমুদ্রসীমা,বাংলাদেশ ভারত সম্পর্কের যাবতীয় বিষয় পড়বেন।
এছাড়া বিভিন্ন দেশের সীমান্ত,ভৌগোলিক সীমারেখা গুলা পড়বেন।
প্রণালী, চ্যানেল, বিরোধপূর্ণ দ্বীপ ইত্যাদি পড়তে না চাইলে বাদ দিতে পারেন।
আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক অধ্যায় থেকে সনদ, কনভেনশন, চুক্তিসমূহ পড়বেন (প্যারিস চুক্তি, ডেটন চুক্তি,ক্যাম্প ডেভিড চুক্তি ইত্যাদি)
পরিবেশ ইস্যু ও কূটনীতি অধ্যায়টা পুরাটা পড়তে পারলে ভালো হয়।না পারলে শুধু mcq গুলা পড়লেই হবে।
জাতিসংঘ ও তার অঙ্গসংগঠন, উন্নয়নমূলক সংস্থাগুলা ভালো ভাবে পড়তে হবে।বিশেষ করে সদর দপ্তরগুলা।
অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে EU,World Bank, IMF,BRICS,NDB,BIMSTEC, ADB, G-7,G-20,D-8,OPEC এগুলা পড়বেন। এছাড়া SAARC, OIC,NAM,Commonwealth এগুলাও পড়তে হবে।
এছাড়াও বর্তমানে ড. মুহম্মদ ইউনুস,গ্রামীণ ব্যাংক,থ্রি জিরো থিউরি, জুলাই রেভ্যুলেশন,নোবেল পুরস্কার এইসব টপিক থেকে প্রশ্ন আসার প্রচুর সম্ভাবনা আছে।
▪️ভুগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাঃ
১ম অধ্যায় পুরাটা পড়বেন।
২য় অধ্যায় থেকে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন উপাদান,শিলা এবং বায়ুমন্ডলের উপাদান ও স্তরবিন্যাস গুলা পড়বেন।
৩য় অধ্যায় থেকে শুধু বাংলাদেশের প্রধান নদ-নদীগুলা পড়লেই হবে।
৪র্থ অধ্যায় থেকে আবহাওয়া ও জলবায়ুর উপাদান আর নিয়ামকগুলা পড়বেন।
৫ম অধ্যায় পুরাটা পড়তে পারলে ভালো।নাহয় শুধু mcq গুলা পড়বেন।
ফাইনালি বিগত বিসিএসের সকল প্রশ্ন পড়বেন।
▪️নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনঃ
সুশাসনের ধারণা ও সংজ্ঞা,সুশাসন ও বিশ্বব্যাংক,বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সুশাসনের উপাদানগুলা পড়বেন।
এছাড়া মূল্যবোধের ধারণা, সংজ্ঞা ও উপাদানগুলা পড়বেন।
সবশেষে বিগত বিসিএসের (৩৫-৪৬ তম) নৈতিকতা ও সুশাসন অংশের সকল প্রশ্নগুলো পড়বেন।
আশা করছি এগুলা অনুসরণ করতে পারলে আপনারা এই ১৪০ নাম্বার অংশে একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
(বি.দ্রঃ সাজেশনটি সম্পূর্ণ আমার অভিজ্ঞতার আলোকে দেয়া।এটিই চুড়ান্ত কিছু নয়)
✍️Muhibur Rahman
অফিসার ক্যাশ
অগ্রণী ব্যাংক লিমিটেড
৪৪ তম বিসিএস ভাইভা প্রার্থী
৪৬ তম লিখিত পরীক্ষার্থী।
#দুর্নিবার_প্রকাশনী