13/08/2025
আমি জানি, আমার কথা অনেকের গায়ে লাগবে, লাগুক❗এবার বাড়ি গিয়ে শুনি মামী টাকা এফডিআর করেছে ভাবির (মামাতো ভাইয়ের বউএর) নামে,পাচঁ তলা ফাউন্ডেশনের বাড়ির সব পছন্দ ভাবির।মামীর সাথে দেখা করতে গিয়ে একটু ক্লিক বাজি ও করলাম।
:শুনলাম আপনি নাকি টাকা এফডিআর করেছেন ভাবির নামে ⁉️
বাড়ির সবকিছু নাকি ভাবির পরামর্শ নিয়ে করেন⁉️
বাড়ির বৌ ঝি দের এত বাড় দেয়া ভালো না।
তাছাড়া আপনার তো চার মেয়ে আছে। 📍📍
মুচকি হেসে মামী জিজ্ঞেস করলেন, কখন আসছো ঢাকা থেকে⁉️
বললাম গতকাল।
আর আজকে আসছো আমার সাথে দেখা করতে❗
একটু লজ্জা পেলাম।
হাসতে হাসতে আবার জানতে চেয়েছিলো আমাদের ঘরে গেট খুলে দিল কে❓বললাম:রিদু।
সালাম দিয়ে ফুপি কেমন আছো❗ কে বললো❓
জাইমা।💫
তোমাকে তরমুজ এর সরবত কে দিল❓ভাবি🙏
ততক্ষণে বুঝতে বাকি নেই,মামী কি বলতে চাইছে।
তোমার চার বোন আছে চার জেলায়।
আমি অসুস্থ থাকলে প্রথম বুঝতে পারে তোমার ভাবি।
আমার পাশে থাকেন তোমার ভাবি।আমার সব কিছুই দেখাশুনা করেন রিদুর মা।তোমার বোনদের আমার কাছে আসতে টাইম লাগে ৩/৪ ঘন্টা। সব সময় ই কাছে থাকে রিদুর মা।তাই, আমি তো তার পরামর্শেই সব করবো।
ততক্ষণে আমার আমার পাশে এসে বসলেন আমার মা,
বললেন-" আমার চোখ অপারেশনের পর আমাকে আর তোমার বাবাকে প্রায়ই ভাত পাঠাতো তোমার ভাবি।"
এতক্ষণে নিশ্চয়ই বুঝতে বাকি নেই,আমার বেহুদা কথার কোন স্পেস নেই এই বাড়িতে। ভাবি এতটাই ভালোবাসার তাদের কাছে।
ভাবি মাস্টার্স পাশ করে এসেছে মামাদের বাসায়,
তারপর এল এল এম করেছে,বি এড করেছে,একজন আদর্শ শিক্ষক হিসেবে চাকরি করছেন।এদিকে ছেলে মেয়ে ও একজন 5এ একজন 9 এ পড়ছে।
আমার মামী খুব একটা শিক্ষিত না হলেও তিনি সারাজীবন সংসার করেছেন একজন বিচক্ষণ লোকের সাথে। তাই তার এমন সিদ্ধান্ত আবেগের আল্হাদি ভালোবাসা য় নয়।বরং বুদ্ধিমত্তার সাথে। ❗
আমাদের বাড়ির বউরা এমনই সম্মান আর ভালোবাসার সাথে থেকে যায় যুগযুগ।❤️🤍