Tazkiah Fairuz Arushi

Tazkiah Fairuz Arushi This is the official fan page of Tazkiah Fairuz Arushi and moderated by her parents as she is bellow 13. She is a child actor and voice artist
(3)

This is the official fan page of Tazkiah Fairuz Arushi and moderated by her parents as she is bellow 13. তাজকিয়াহ ফাইরুজ আরুশী একজন আবৃত্তি ও অভিনয় শিল্পী। মাত্র আড়াই বছর বয়স থেকে বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সে আবৃত্তি এবং অভিনয় করছে।

শুভদুপুর 🌤️ড্রেস টা আমার মা তৈরি করেছে☺️🤍
06/09/2025

শুভদুপুর 🌤️
ড্রেস টা আমার মা তৈরি করেছে☺️🤍

রান্নার অপেক্ষায় আছি,আজকে একদম দেরি হয়ে গেল।
04/09/2025

রান্নার অপেক্ষায় আছি,আজকে একদম দেরি হয়ে গেল।

03/09/2025

📍দিন দিন কর্মক্ষমতা কমে যাচ্ছে। মনেহয় আর পারছি না।হাত তো ২ টাই।আল্লাহ আপনি সহায় হোন।😩🥲

ছোট বেলায়  জানতাম স্কুলের  স্যার থেকে শুরু করে বাড়ির সব্বাই, এমনকি  গ্রামের পাড়াপ্রতিবেশী রা ও একটা  মেধাবী বাচ্চা কে ভা...
02/09/2025

ছোট বেলায় জানতাম স্কুলের স্যার থেকে শুরু করে বাড়ির সব্বাই, এমনকি গ্রামের পাড়াপ্রতিবেশী রা ও একটা মেধাবী বাচ্চা কে ভালোবাসতো।সামনে এগিয়ে যেতে ঢেড় সহযোগিতা করতো।ফজর ওয়াক্তে টিচাররা বাসায় হাজির হয়ে যেত।মনে হত বাচ্চাটির বাবা মায়ের থেকে কোন অংশে কম চিন্তা করেন না।তবেই এক একটা রত্ন তৈরী হতো।অন্য বাচ্চা গুলো গর্ব করে বলতো আমি অমুক দাদার মত অথবা অমুক আপুর মত হতে চাই।কিন্তু এখন যেন বাবা মায়েরাই অসুস্থ প্রতিযোগী।মেধার কোন দামই নাই।দাম আছে বাবার কত টাকা আছে⁉️কত সম্পত্তি আছে⁉️
যদিও এই অসুস্থ প্রতিযোগিতায় আমি নেই।
যে বা যারা অন্যের টাকায় বাহাদুরি দেখায় তাদের ধারেকাছে তো আরো না। আমার মেয়ে কে সেখান থেকে দুরেই রাখবো।
এই ভিরের মাঝে সমাজে এখনো কিছু ভালো মানুষ আছে, যারা মেধা আর যোগ্যতাকে প্রাধান্য দেয়।
ভালো থাকুক পৃথিবীর সকল শিশু।

স্কুলের প্রথম দিন🥰
27/08/2025

স্কুলের প্রথম দিন🥰

Thank you So much, Sonia Soni  made my birthday feel so special.🤍💙
26/08/2025

Thank you So much, Sonia Soni
made my birthday feel so special.🤍💙

শুভ জন্মদিন মা🤍
25/08/2025

শুভ জন্মদিন মা🤍

25/08/2025

জীবনে খাবার টাই কি বড়⁉️
আমার কাছে মনে হয় ব্যবহার টাই আসল🙏

13/08/2025

আমি জানি, আমার কথা অনেকের গায়ে লাগবে, লাগুক❗এবার বাড়ি গিয়ে শুনি মামী টাকা এফডিআর করেছে ভাবির (মামাতো ভাইয়ের বউএর) নামে,পাচঁ তলা ফাউন্ডেশনের বাড়ির সব পছন্দ ভাবির।মামীর সাথে দেখা করতে গিয়ে একটু ক্লিক বাজি ও করলাম।
:শুনলাম আপনি নাকি টাকা এফডিআর করেছেন ভাবির নামে ⁉️
বাড়ির সবকিছু নাকি ভাবির পরামর্শ নিয়ে করেন⁉️
বাড়ির বৌ ঝি দের এত বাড় দেয়া ভালো না।
তাছাড়া আপনার তো চার মেয়ে আছে। 📍📍
মুচকি হেসে মামী জিজ্ঞেস করলেন, কখন আসছো ঢাকা থেকে⁉️
বললাম গতকাল।
আর আজকে আসছো আমার সাথে দেখা করতে❗
একটু লজ্জা পেলাম।
হাসতে হাসতে আবার জানতে চেয়েছিলো আমাদের ঘরে গেট খুলে দিল কে❓বললাম:রিদু।

সালাম দিয়ে ফুপি কেমন আছো❗ কে বললো❓
জাইমা।💫
তোমাকে তরমুজ এর সরবত কে দিল❓ভাবি🙏
ততক্ষণে বুঝতে বাকি নেই,মামী কি বলতে চাইছে।

তোমার চার বোন আছে চার জেলায়।
আমি অসুস্থ থাকলে প্রথম বুঝতে পারে তোমার ভাবি।
আমার পাশে থাকেন তোমার ভাবি।আমার সব কিছুই দেখাশুনা করেন রিদুর মা।তোমার বোনদের আমার কাছে আসতে টাইম লাগে ৩/৪ ঘন্টা। সব সময় ই কাছে থাকে রিদুর মা।তাই, আমি তো তার পরামর্শেই সব করবো।
ততক্ষণে আমার আমার পাশে এসে বসলেন আমার মা,
বললেন-" আমার চোখ অপারেশনের পর আমাকে আর তোমার বাবাকে প্রায়ই ভাত পাঠাতো তোমার ভাবি।"
এতক্ষণে নিশ্চয়ই বুঝতে বাকি নেই,আমার বেহুদা কথার কোন স্পেস নেই এই বাড়িতে। ভাবি এতটাই ভালোবাসার তাদের কাছে।
ভাবি মাস্টার্স পাশ করে এসেছে মামাদের বাসায়,
তারপর এল এল এম করেছে,বি এড করেছে,একজন আদর্শ শিক্ষক হিসেবে চাকরি করছেন।এদিকে ছেলে মেয়ে ও একজন 5এ একজন 9 এ পড়ছে।
আমার মামী খুব একটা শিক্ষিত না হলেও তিনি সারাজীবন সংসার করেছেন একজন বিচক্ষণ লোকের সাথে। তাই তার এমন সিদ্ধান্ত আবেগের আল্হাদি ভালোবাসা য় নয়।বরং বুদ্ধিমত্তার সাথে। ❗
আমাদের বাড়ির বউরা এমনই সম্মান আর ভালোবাসার সাথে থেকে যায় যুগযুগ।❤️🤍

সেনাকুঞ্জ🤍
11/08/2025

সেনাকুঞ্জ🤍

11/08/2025

গুলবাহার🥰

Address

Lalbag
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tazkiah Fairuz Arushi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category