Green life bd

Green life bd Assalamu alaikum
This is where you meet my love for Nature||Gardening||Cooking
(18)

এটা পূরণ করা হয়তো সম্ভব হবে না আল্লাহ চাইলে হয়েও যেতে পারে তবে এটা দেখে খুব ভালো লাগলো 🥰😍 আমার মত কার কার এই চ্যালেঞ্জ...
16/07/2025

এটা পূরণ করা হয়তো সম্ভব হবে না আল্লাহ চাইলে হয়েও যেতে পারে তবে এটা দেখে খুব ভালো লাগলো 🥰😍 আমার মত কার কার এই চ্যালেঞ্জটা এসেছে জানাবেন 🙂

কিছু কিছু বিষয় আমার মাথার উপর দিয়ে যায় 🙄 কোন ভাবেই তা মিলাতে পারি না 🙂 এই যেমন বৃষ্টির সময় সাধারণত গাছের পেয়ারা পান...
16/07/2025

কিছু কিছু বিষয় আমার মাথার উপর দিয়ে যায় 🙄 কোন ভাবেই তা মিলাতে পারি না 🙂 এই যেমন বৃষ্টির সময় সাধারণত গাছের পেয়ারা পানসে হয় আলহামদুলিল্লাহ আমার গাছের পেয়ারা এত মিষ্টি বলে বোঝাতে পারবো না 😋
শুভ বিকেল

শুভ সকাল
16/07/2025

শুভ সকাল

বাজার থেকে কিনে আনা আম কাটার পর যদি একদম ফ্রেশ থাকে খেতেও একটু শান্তি লাগে এই ভেবে আমটাতে হয়তো কোন ধরনের মেডিসিন নেই 🙂
15/07/2025

বাজার থেকে কিনে আনা আম কাটার পর যদি একদম ফ্রেশ থাকে খেতেও একটু শান্তি লাগে এই ভেবে আমটাতে হয়তো কোন ধরনের মেডিসিন নেই 🙂

এই রেইনলিলির ফুলগুলো একসাথে  এত সুন্দর করে ফুটবে আমি ভাবতেই পারিনি 😍 আফসোস আরও কেন কিনলাম না খুবই কম দামে কিনেছিলাম এখন ...
15/07/2025

এই রেইনলিলির ফুলগুলো একসাথে এত সুন্দর করে ফুটবে আমি ভাবতেই পারিনি 😍 আফসোস আরও কেন কিনলাম না খুবই কম দামে কিনেছিলাম এখন হয়তো ঐ দামে আর পাওয়া যাবে না🙁

শুভ বিকেল
14/07/2025

শুভ বিকেল

জীবন বড়ই অনিশ্চিত, তাই না?কত ভাবনা, কত পরিকল্পনা করি আমরা,কিন্তু সবই যেন সময়ের ঢেউয়ে ভেসে যায়।জীবনটা আসলে জোয়ার-ভাট...
14/07/2025

জীবন বড়ই অনিশ্চিত, তাই না?
কত ভাবনা, কত পরিকল্পনা করি আমরা,
কিন্তু সবই যেন সময়ের ঢেউয়ে ভেসে যায়।
জীবনটা আসলে জোয়ার-ভাটার মতো —
কখন কি হয় কেউ জানে না।

তাই আমরা চেষ্টা করবো সৎ থাকতে জেনেশুনে কারো ক্ষতি না করতে পারলে উপকার করতে সুন্দর মুহূর্তগুলোকে ভালোবাসতে, যতটা সম্ভব শান্তিতে থাকতে। 🌊💭

এদেরকে দেখে তো আমার মনটাই ভরে গেছে বাগানে একসাথে এতগুলো রেনলিলি ফুটতে এই প্রথম দেখলাম 🥰😍
13/07/2025

এদেরকে দেখে তো আমার মনটাই ভরে গেছে বাগানে একসাথে এতগুলো রেনলিলি ফুটতে এই প্রথম দেখলাম 🥰😍

নিজের হাতে যত্ন করে লাগানো গাছের পাকা ফলের যে স্বাদ, সেটা কখনোই বাজারের কেনা ফলে পাওয়া যায় না। সাধারণত আমারা  গাছে  কো...
13/07/2025

নিজের হাতে যত্ন করে লাগানো গাছের পাকা ফলের যে স্বাদ, সেটা কখনোই বাজারের কেনা ফলে পাওয়া যায় না। সাধারণত আমারা গাছে কোনো ধরনের ক্ষতিকর মেডিসিন ব্যবহার করি না জৈব সারই বেশি ব্যবহার করে থাকি। প্রাকৃতিকভাবে বড় হওয়া ফলের মধ্যে থাকে মাটির ঘ্রাণ, সতেজতা আর আসল স্বাদ।

অন্যদিকে, বাজারের অধিকাংশ ফলেই মুনাফার জন্য ব্যবহার করা হয় কৃত্রিম মেডিসিন বা রাসায়নিক, যা শুধু স্বাদই নষ্ট করে না, স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।

তাই নিজের গাছের ফলের একটুকরো খেলে বোঝা যায় প্রকৃতির স্পর্শ কতটা মূল্যবান।

চলুন যার যতটুকু জায়গা আছে সেখানে একটি করে গাছ লাগাই পরিবেশ বাঁচাই নিজে বাঁচি 🌱💚

ফুটার জন্য সবাই রেডি 😍🥰
13/07/2025

ফুটার জন্য সবাই রেডি 😍🥰

ইচ্ছে করে কে একা থাকতে চায় বলুন🙄কেউ ইচ্ছে করে মন খারাপ করে না। কেউ নিজের ইচ্ছায় একাকীত্বকে ভালোবাসে না। আর কেউ স্বেচ্ছ...
12/07/2025

ইচ্ছে করে কে একা থাকতে চায় বলুন🙄
কেউ ইচ্ছে করে মন খারাপ করে না। কেউ নিজের ইচ্ছায় একাকীত্বকে ভালোবাসে না। আর কেউ স্বেচ্ছায় সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেয় না। জীবনের কিছু কঠিন পরিস্থিতি, কিছু না-বলা ব্যথা, আর সময়ের নির্মম ধাক্কা মানুষকে এসব করতে বাধ্য করে। কারণ সময় কারও জন্য থামে না, আর আমাদের কারও হাতেই সময়ের লাগাম থাকে না। বাস্তবতাই তখন মানুষের একমাত্র সঙ্গী হয়ে দাঁড়ায়।💚🙂

বর্ষার সময় প্রকৃতি নিজেই যেন গাছপালার জন্য আশীর্বাদ হয়ে আসে। এই সময়টায় গাছ খুব দ্রুত বেড়ে ওঠে, পাতা গজায়, শিকড় মজ...
12/07/2025

বর্ষার সময় প্রকৃতি নিজেই যেন গাছপালার জন্য আশীর্বাদ হয়ে আসে। এই সময়টায় গাছ খুব দ্রুত বেড়ে ওঠে, পাতা গজায়, শিকড় মজবুত হয়। যদি সামান্য একটু জায়গাও থাকে, অন্তত একটি গাছ লাগান। একদিন সেই গাছ যখন ফল দেবে, নিজের হাতে তুলে এনে খাওয়ার যে আনন্দ, সেটা বাজারের ফল কখনও দিতে পারে না।

আমি বলছি না বাজারের সব ফল খারাপ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অসাধু ব্যবসায়ীরা ফল পাকার আগেই কেমিক্যাল মিশিয়ে দেয়। ফলে স্বাদ যেমন কমে যায়, তেমনি শরীরের জন্য ক্ষতির আশঙ্কাও বেড়ে যায়। কিন্তু নিজের লাগানো গাছের ফল—সেটা শুধু স্বাস্থ্যকরই নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে একরাশ ভালোবাসা, যত্ন আর নিজের পরিশ্রমের ফলের আনন্দ।

তাই চলুন, বর্ষার এই সময়টাতে অন্তত একটি করে গাছ লাগাই—ভবিষ্যতের জন্য, নিজের জন্য, প্রকৃতির জন্য। 🌱🍎

Address

Fulbaria

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green life bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category