Sakhi's World

Sakhi's World I want to live every moment of every day according to myself.

20/02/2024

তুমি একদিন কারো ভালো স্ত্রী হবে আমিও কারো স্বামী হবো, তুমি তাকে বিয়ে করবা নিজে থেকে ভালোবেসে,আমি করবো বাধ্য হয়ে, তুমিও একদিন ভালো মা হবে,আমিও বাবা হবো, তুমি খুশিতে হবা, আর আমি কষ্টে,, আমি তোমাকে কখনো ভুলতে পারবো না কিন্তু তুমি আমাকে সহজে ভুলে যাবে!🙂💔😓😭🥀

19/02/2024

যেদিন আপনি এটা বুঝে যাবেন অথবা এক্সপেরিয়েন্স করবেন যে, মৃত্যুর পর সেই মৃত মানুষটাকে জীবিত মানুষগুলা কতো জলদি ভুলে যায়, সেদিন থেকে এই যে মানুষকে ইমপ্রেস করার এতো প্রচেস্টা যা করে বেরান, এগুলা আর কোনটাই করবেন না বা করতে ইচ্ছা করবে না।

বাড়ির ভেতরে লাশ রেখে বাড়ির বাইরে হাসাহাসি করতে দেখেছি বহুবার। জানাজা শেষ করে বিরিয়ানী নিয়ে ঝগড়া করতে দেখেছি!! আর আমি, আপনি নিজের মনের শান্তি, ঘরের শান্তি, ঈমান সব নস্ট করে দিচ্ছি এই চিন্তা করে “মানুষ কি বলবে?”

©Mieraj Bayean

19/02/2024
💔💔💔💔
19/02/2024

💔💔💔💔

19/02/2024

তোমার ডাইরিতে যোগ হয়েছে নতুন চরিত্র,, আমার ডাইরি থেকে অদৃশ্য হয়েছে প্রধান চরিত্র,,

সমাপ্তিটা সুখ/দুঃখের হয়নি,,
সমাপ্তিটা হয়েছে বিশ্বাসের,,

-অনুমেঘা জাহান,,

05/01/2024

কেউ যদি আপনাকে ছাড়া ভালো থাকতে চায় তখন ক'ষ্ট হলেও তাকে বি'র'ক্ত করতে নেই।
যে যেভাবে খুশি থাকে তাকে সেভাবেই থাকতে দিন। ভালোবাসলেও কিছু সম্পর্কে অধিকার থাকে না তাই চাইলেও জোর করা যায় না।

লেখা: ঝিনু

Address

Nobinogor, Saver
Dhaka
1800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sakhi's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sakhi's World:

Share