Arshia's Vlog by afiamun

মেহেক :- আম্মু,প্লিজ তোমার স্টারপ্লাস টা দাও।আমি :- স্টার প্লাস কি করে দিবো🤔মেহেক :- প্লিজ দাও। ম্যাম বলেছে স্টার প্লাস ...
29/10/2025

মেহেক :- আম্মু,প্লিজ তোমার স্টারপ্লাস টা দাও।
আমি :- স্টার প্লাস কি করে দিবো🤔
মেহেক :- প্লিজ দাও। ম্যাম বলেছে স্টার প্লাস করে রাখতে।
আমি :- ম্যাম স্টার প্লাস কেনো করে রাখতে বলবে। কি করতে বলসে ঠিকভাবে বলো।😫
মেহেক :- সব গুলা কাগজ স্টার প্লাস করে একসাথে রাখতে বলছে প্লিজ দাও😒
আমি :- স্ট্যাপলার 🤐

কপাল তো ভালো হবে আগামী প্রজন্মের বউদের, কারন তাদের শ্বাশুড়িই ঘুম থেকে উঠবে সকাল ৯/১০ টায়। তাদের পছন্দের কাজ হবে রিল দেখা...
26/10/2025

কপাল তো ভালো হবে আগামী প্রজন্মের বউদের, কারন তাদের শ্বাশুড়িই ঘুম থেকে উঠবে সকাল ৯/১০ টায়। তাদের পছন্দের কাজ হবে রিল দেখা। তাদের পছন্দের খাবার হবে আইসক্রিম, ফুচকা, চকোলেট,ফ্রেঞ্চফ্রাই,ঝালমুড়ি ইত্যাদি ইত্যাদি। 😋
বউ ঘুম থেকে দেরি করে উঠলে শ্বাশুড়ি টেরই পাবে না। শ্বাশুড়ি নিজেই তো উঠবে না,টের পাবে কেমনে.!
জামাই নিয়ে ঘুরতে গেলে হিংসা হবে না, কারন শ্বাশুড়ি নিজেই তো তার জামাই নিয়া ফুচকা খাইতে যাবে।🙆‍♀️

রিল দেখতে দেখতে বউ-শ্বাশুড়ির যখন রান্নার সময় শেষ হয়ে যাবে,খিদা লাগবে। তখন তাদের জামাইরে ফোন দিয়ে বলবে খাবার নিয়া আইসো। কারন তারাও মোবাইল ছাড়া কিছু বুঝে না।😛

ওই বউ কি করলো না করলো,,ঘুম থেকে দেরি করে উঠছে কেন? এটা করে নাই ওটা করে নাই!
এসব দেখার সময়ই পাবে না শ্বাশুড়িরা 😆
কারন আগামী প্রজন্মের শ্বাশুড়ি হবো আমরা🤪

🔥 প্যারেন্টিং-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আপনার রাগ নিয়ন্ত্রণ করা—এটি শুধু আপনার শান্তির জন্য নয়, সন্তানের ভবিষ্যতের ...
23/10/2025

🔥 প্যারেন্টিং-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আপনার রাগ নিয়ন্ত্রণ করা—এটি শুধু আপনার শান্তির জন্য নয়, সন্তানের ভবিষ্যতের জন্যও জরুরি। গবেষণা বলছে, মায়ের রাগ বা উচ্চ কণ্ঠস্বর শিশুর মস্তিষ্কে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা বাড়িয়ে দেয়, যা তার আবেগ নিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস এবং শেখার ক্ষমতাকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে।

🍁রাগ কেন হয় এবং সমাধান কী?
যখন আমরা রেগে যাই, তখন মস্তিষ্কের আবেগ কেন্দ্র (অ্যামিগডালা) সক্রিয় হয় আর নিয়ন্ত্রণ কেন্দ্র (প্রিফ্রন্টাল কর্টেক্স) সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে হুট করে চিৎকার বা বকা বের হয়ে আসে। আমাদের কাজ হলো এই নিয়ন্ত্রণ কেন্দ্রকে আবার সক্রিয় করা।

🍁কার্যকরী কৌশল, যা আপনাকে শান্ত রাখবে:
১. Pause & Breathe (থামুন আর গভীর শ্বাস নিন): কমপক্ষে ১০ সেকেন্ড গভীর শ্বাস নিন। এতে মস্তিষ্কে অক্সিজেন বাড়ে, অ্যামিগডালার উত্তেজনা কমে। এটি তাৎক্ষণিক রাগ কমাতে ভীষণ কার্যকরী।
২. সৃষ্টিকর্তাকে ডাকুন: মনে মনে প্রার্থনা করুন। সন্তানের মঙ্গলের পাশাপাশি ধৈর্য্য প্রার্থনা করুন। মনে রাখবেন, ধৈর্যই শ্রেষ্ঠ প্যারেন্টিং শক্তি।
৩. নিজেকে দূরে নিন: রাগ খুব বেড়ে গেলে মাত্র ৫ মিনিটের জন্য রুম থেকে বেরিয়ে যান। এতে প্রিফ্রন্টাল কর্টেক্স রিসেট হওয়ার সুযোগ পায় এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
৪. বয়স বুঝে সহনশীল হোন: ছোট শিশুরা ইচ্ছা করে ভুল করে না; তাদের মস্তিষ্ক এখনো সম্পূর্ণ ডেভেলপড হয়নি। তারা কৌতূহলী, শিখতে চায়। আপনি যেমন পারেন, তারা সেভাবে নিয়ন্ত্রণ করতে পারে না—এইটা বোঝার চেষ্টা করুন।
৫. নরম কিন্তু দৃঢ় কণ্ঠ: চিৎকার নয়, শান্ত কিন্তু দৃঢ় গলায় বলুন— “এভাবে করলে আমি কষ্ট পাই, তুমি চাইলে এভাবে করতে পারো।” এতে বাচ্চা নিরাপদ থেকেও ভুল থেকে শিখতে পারে।
৬. পরে সংযোগ (Reconnection): রাগ কেটে গেলে শিশুকে জড়িয়ে ধরুন, চুমু খান, "Sorry" বলুন এবং সহজভাবে ভুলটা বুঝিয়ে দিন। এতে তার ব্রেইনে আবার সুরক্ষার অনুভূতি তৈরি হয়।

🍁যা কখনোই করবেন না:
• মা'রধর বা অপমানজনক কথা: "গাধা," "বেয়াদব" “বলদ“ মাথা ফুলা- যে বিষয় গুলো সাধারনত আমারা রেগে গেলে করে থাকি ইত্যাদি অপমানজনক কথা বা মারধর আপনার সন্তানকে কেবল ভয় পেতে শেখাবে, শ্রদ্ধা করতে নয়।
• দীর্ঘ সময় উপেক্ষা করা: এতে তারা খুব কষ্ট পায় এবং অসহায় বোধ করে।
• রাগকে "শিক্ষা দেওয়ার উপায়" ভাবা: আপনার নিয়ন্ত্রণহীনতা কখনোই শিক্ষণ পদ্ধতি হতে পারে না। আপনি নিয়ন্ত্রণ হারালে সেও শিখবে যে, পছন্দ না হলেই ধমক দিতে হয় বা মারতে হয়।

🌹আপনার প্রতিটি রাগ সামলানো মানেই শিশুকে এক নতুন 'লাইফ স্কিল' শেখানো। আপনি যখন নিজের মস্তিষ্ক শান্ত রাখেন, তখন শিশুর মস্তিষ্কও শেখে কীভাবে কঠিন পরিস্থিতিতে আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। এই নিয়ন্ত্রণই তার ভবিষ্যতের ভিত্তি।

এই পাউডার টা আমার খুবই পছন্দের। কিন্তু নাম টা বলতে পারি না। বহুবার গুগলে শুনেছি তাও আমি ব্যার্থ। 😔কেউ যদি বাংলায় উচ্চারণ...
19/10/2025

এই পাউডার টা আমার খুবই পছন্দের। কিন্তু নাম টা বলতে পারি না। বহুবার গুগলে শুনেছি তাও আমি ব্যার্থ। 😔
কেউ যদি বাংলায় উচ্চারণ টা লিখে দিতে পারেন দিয়েন☺️

12/10/2025

👍

02/10/2025

আলহামদুলিল্লাহ 😇
এই সুন্দর কুরআন টি নেয়া হয়েছে Al-Hamid BD পেইজ থেকে।

আমি কখনো চাইনি আমার বাচ্চা সবাইকে খুশি করুক।আমি চাই, সে নিজের মতো করে বড় হোক।ভালো হোক, খারাপ হোক — সে যেমনই হোক, সে আমার...
12/07/2025

আমি কখনো চাইনি আমার বাচ্চা সবাইকে খুশি করুক।
আমি চাই, সে নিজের মতো করে বড় হোক।
ভালো হোক, খারাপ হোক — সে যেমনই হোক, সে আমার।

এই পৃথিবী তাকে হয়তো সবসময় গ্রহণ করবে না,
হয়তো কেউ কেউ তাকে বোঝার চেষ্টাও করবে না,
কিন্তু আমি জানি, সে আমার বুকের মাঝে কতটা জায়গা জুড়ে আছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—
সে আমার সন্তান,
আমার অংশ,
আমার ভালোবাসা।

সে সবার প্রিয় না-ও হতে পারে।
কিন্তু সে আমার পৃথিবী।
এবং তাতেই সব পূর্ণ।

©️✍️ আফিয়া

07/07/2025

And there i was,
breaking beside him.💔
While he begged another to stay ❤️‍🩹

With Tanzina Nowrin – I just got recognized as one of their top fans! 🎉Yay😍🥳
28/06/2025

With Tanzina Nowrin – I just got recognized as one of their top fans! 🎉
Yay😍🥳

আমার একটা অদ্ভুত অভ্যাস আছে। ফেসবুকে চেনা অচেনা কারো মৃ*ত্যু খবর পেলে আমি সাধারণত তাদের প্রোফাইল স্টক করি। কেন করি জানিন...
28/06/2025

আমার একটা অদ্ভুত অভ্যাস আছে। ফেসবুকে চেনা অচেনা কারো মৃ*ত্যু খবর পেলে আমি সাধারণত তাদের প্রোফাইল স্টক করি। কেন করি জানিনা....

তার লাস্ট পোস্ট দেখি আর মাথায় আসে, সে তো আমার আপনার মতই আরো ৩০ বছর বাঁচবে ধরে রেখেই এই পোস্ট বা মিম শেয়ার করেছিল তাইনা? কিন্তু এরপর আর কোনোদিন এইসব প্রোফাইল থেকে পোস্ট হবেনা। আমাদেরও কার,কবে,কিভাবে সব থেমে যাবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। তারপরও আমরা আশা করি, মনে মনে ধরে নেই আরো তো আছি অনেক বছর।

আমার মাথায় আরো অদ্ভুত জিনিস ঘুরপাক খায়। যে এই মানুষের জামা কাপড়গুলো এখন কি হবে? ওরা কত মেকআপ করে ওইগুলা অন্য মানুষ কিভাবে ব্যবহার করবে? অর জিনিস গুলা ব্যবহার করলে ওর কথা মনে পরবে না? নাকি ২-৪ বছর রেখে ফেলে দেয়া হবে? মেয়েটা মা হইতে পারলো না হয়তো এটা নিয়েও কিছু প্ল্যান ছিল সেই ইচ্ছাটাও মরে গেলো ওর সাথে? তার সবচেয়ে কাছের মানুষটা কিভাবে ঘুমাচ্ছে এত কষ্ট নিয়ে? আর কয়দিনই বা নির্ঘুম রাত কাটাবে? কারণ বাস্তবতাতো আরো কঠিন!

বেঁচে থাকতে হলে তো বাজার লাগবে, বাচ্চাদের স্কুল আছে, তাদের ফিউচার আছে, জমি গাড়ি বাড়ি কেনার তাগাদা আছে, অফিস কামাই হলে বসের ঝাড়ি আছে, সকালের ডিম পরাটা আছে, চা না খেলে মাথা ব্যাথার সমস্যা আছে। আমরা নানা এলিমেন্টের ভেতর ডুব দিয়েই দৌড়ে দৌড়ে জীবন চালাই, চালাতে হয়। কেউ এর বাইরে নয়।

এই চক্রে সবাই ঘুরপাক খাচ্ছি। যার সিরিয়াল আগে সে চলে যাবে, বাকিরা স্ট্যাটাস আপডেট করবে। কমেন্ট করবে। জীবনটা অনেক ছোট। তাই কঠিন করার দরকার নেই। মানুষের মন থেকে দোয়া পাওয়ার যোগ্য হয়ে ম*রতে পারলেই শান্তি। আল্লাহ নিশ্চয়ই সবার মনের খবর জানেন, অন্তরালে করা ভাল কাজ- খারাপ কাজ দুটোই জানেন।

যখন দেখলাম কাঁটা লাগার সেই ব্ল্যাক টপ পড়া মেয়েটা আর নাই। আমাদের ছোট বেলার হিট গান আর কিছুটা আড়ালে দেখা ভিডিও ছিল এইটা। বিগবসেও দেখলাম। কিছুদিন আগে একটা র‍্যাম্প দেখলাম। আজ সে নেই। তার আইডি থেকে আর কখনো কোনো পোস্ট হবে না। সিদ্ধার্থ শুক্লার আইডি আমি এখনো আনফলো করি নাই কেমন জানি মায়া লাগে আমার😢
জীবনে যা পাই সবকিছুর জন্যই তাই আলহামদুলিল্লাহ। জীবন চলছে...
#2025

বাবা-মায়ের স্ক্রিন আসক্তি ও সন্তানের উপর প্রভাব:যখন বাবা-মা সারাক্ষণ ফোন বা টিভিতে ব্যস্ত থাকেন, তখন সন্তান অবহেলিত অনুভ...
18/05/2025

বাবা-মায়ের স্ক্রিন আসক্তি ও সন্তানের উপর প্রভাব:

যখন বাবা-মা সারাক্ষণ ফোন বা টিভিতে ব্যস্ত থাকেন, তখন সন্তান অবহেলিত অনুভব করে।
তারা মনোযোগের অভাবে আবেগগতভাবে দুর্বল হয়ে পড়ে। বাচ্চারাও স্ক্রিনে আসক্ত হয়ে পড়ে, কারণ তারা যা দেখে শেখে। পারিবারিক সম্পর্ক দুর্বল হয়, কমে যায় খেলাধুলা ও যোগাযোগ।
আসুন, স্ক্রিন নয়—সন্তানের চোখে চোখ রাখি, ভালোবাসা দিই।
প্রকৃতির সাথে পরিচিত করাই বাচ্চাদের। ঘুরতে নিয়ে যাই বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে!❤️
©️আফিয়া

💔
16/05/2025

💔

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arshia's Vlog by afiamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arshia's Vlog by afiamun:

Share