22/07/2025
আসলেই এই দেশ মেরামত অযোগ্য হয়ে গেছে। এই দেশ আর কোনভাবেই এসব নোংরামি থেকে বের হতে পারবে না। রাস্তায় প্রকাশ্যে ছিনতাই হয় তাও চাপাতি নিয়ে, রাস্তায় চলবেন গাড়ি এসে চাপা দিয়ে চলে যায়, যার যাকে ইচ্ছে খুন করছে, বাসায় থাকবেন সেই নিরাপত্তা নেই, স্কুলে যাবেন উপর থেকে বিমান এসে পড়বে, একটা আবাসিক শহরের উপর দিয়ে ট্রেইনিং বিমান চলাচল করে কতটা ভয়াবহ অবস্থা চিন্তা করা যায়।