Travel Tunes & Tastes

Travel Tunes & Tastes Welcome to my fb pagel! Join me for exciting videos, insightful content, and endless entertainment.

13/05/2025

দেবতাখুম—বান্দরবানের থানচি উপজেলার এক বিস্ময়কর জলাধার, যা সৌন্দর্য আর রহস্যে ঘেরা।এটি মূলত তারাছা খালের অংশ, যেখানে দুই পাহাড়ের মাঝে তৈরি হয়েছে একটি প্রাকৃতিক জলপথ।
চারপাশে সুউচ্চ পাথুরে পাহাড়, যার মধ্যে সূর্যের আলোও ঢুকতে পারে না সহজে।
এই কারণে জায়গাটি কিছুটা ঠান্ডা আর সুনসান পরিবেশে ভরা।
দেবতাখুমে পৌঁছাতে হলে কচ্ছপতলী বাজার বা নিয়ামিপাড়া হয়ে ট্রেকিং করতে হয়।
খাড়া ঢালু পাহাড়, ঝিরিপথ আর পাথরের খাঁজ বেয়ে যেতে হয় এই গন্তব্যে।
নৌকা বা ভেলা করে জলাধার পাড়ি দেওয়া এখানকার অন্যতম রোমাঞ্চকর অংশ।
বিশেষ করে বর্ষার পরে পানি কিছুটা ঘোলা হলেও শীতকালে দেখা মেলে স্বচ্ছ নীলজলের।
এখানে “দেবতা পাথর” নামে একটি স্থান রয়েছে, যাকে স্থানীয় আদিবাসীরা পূজনীয় মনে করেন। এই জায়গায় পর্যটকদের উঠা নিষিদ্ধ করেছে প্রশাসন, যা সম্মানের জায়গা করে দিয়েছে পাথরটিকে।
দেবতাখুমে ভ্রমণকালে মোবাইল নেটওয়ার্ক থাকে না, তাই আগেভাগে সব যোগাযোগ সেরে নেওয়া বুদ্ধিমানের কাজ। এখানে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক এবং ভেলায় ভ্রমণে নিরাপত্তা নিতে হয় সর্বোচ্চ গুরুত্বে।
প্রাকৃতিক সৌন্দর্য, নির্জনতা আর ট্রেকিংয়ের রোমাঞ্চ মিলিয়ে এটি এক অনন্য অভিজ্ঞতা দেয়।
তবে ছুটির দিন এড়িয়ে গেলে এই সৌন্দর্য উপভোগ করা সম্ভব হয় আরও বেশি শান্তিতে।
সত্যিই, দেবতাখুম একবার গেলে হৃদয়ের গহীনে স্মৃতি হয়ে থাকে বহুদিন।

16/04/2025

মেঘের চাদরে মোড়ানো মিরিঞ্জা ভ্যালি যেন স্বপ্নের অলীক রাজ্য।
সবুজ পাহাড়ের বুকে নেমে আসে সোনালি রোদ্দুরের নৃত্য।
নীরব প্রকৃতি গেয়ে ওঠে বাতাসের মিষ্টি সুরে ভালোবাসার গান।
এই অবারিত সৌন্দর্যে হারিয়ে যায় হৃদয়ের সব ক্লান্তি।

08/03/2025

চাঁদপুরের আনাচে কানাচে ভ্রমণ - ২০২৫ || Chandpur Tour-2025 ||
চাঁদপুর বাংলাদেশের একটি সুন্দর নদীবন্দর শহর, যা পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত। এখানে ইলিশ মাছের জন্য বিশেষ খ্যাতি রয়েছে, যা সারা দেশেই জনপ্রিয়। শহরের প্রধান দর্শনীয় স্থানগুলোর মধ্যে বড় স্টেশন মোলহেড, মিনার মসজিদ ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য। নদীর ধারে বসে সূর্যাস্ত দেখা এবং তাজা ইলিশের স্বাদ নেওয়া চাঁদপুর ভ্রমণের অন্যতম আকর্ষণ। প্রাকৃতিক সৌন্দর্য ও নদীর অপার শোভা চাঁদপুরকে পর্যটকদের জন্য এক মনোমুগ্ধকর গন্তব্য করে তুলেছে।

Send a message to learn more

11/02/2025

চীনা মাটির পাহাড় থেকে চন্দ্রডিঙা পাহাড়-২০২৫ |পাঁচগাঁও |কলমাকান্দা | Kalmakanda-Bijoypur Tour 2025 |

I have reached 6.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
20/12/2024

I have reached 6.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

15/09/2023

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Travel Tunes & Tastes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share