Islamic Ohee

Islamic Ohee Assalamu Alaikum
Welcome to "Islamic Ohee".

15/12/2024

দৌড় শুরু করার পরও ইউসুফ(আঃ) জানতেন না দরজা খুলে যাবে। মুসা(আঃ) জানতেন না সাগর চিরে পথ তৈরি হবে। কিন্তু নিশ্চিত জানতেন আল্লাহ বাঁচাবেন, তাই হয়েছিল।

Keep faith on Allah Swt.🖤

30/11/2024

Sorry to say "কনর্সাটে যাওয়া ছেলে মেয়ে বিবাহের যোগ্য নয়"

আমাদের যায়গা আমরা ফেরত চাই...______মসজিদ থেকে মন্দির: ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাসঢাকেশ্বরী মন্দিরের জায়গায় ছিলো, খাজা আজমি...
30/11/2024

আমাদের যায়গা আমরা ফেরত চাই...
______
মসজিদ থেকে মন্দির: ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস

ঢাকেশ্বরী মন্দিরের জায়গায় ছিলো,
খাজা আজমির জামে মসজিদ।

বর্তমান ঢাকেশ্বরী মন্দিরের স্থানে পূর্বে মুসলিম আমলে একটি ঈদগাহ ছিল, যা "মুসলিমবাগ ঈদগাহ" নামে পরিচিত ছিল। শায়েস্তা খাঁর শাসনামলে (১৬৬৪-১৬৮৮) এটি প্রতিষ্ঠিত হয়। এই ঈদগাহটি ঢাকার বৃহৎ ঈদগাহগুলোর একটি ছিল এবং এর পাশেই একটি মসজিদ ও ঐতিহাসিক একটি কূপ ছিল, যা সুস্বাদু পানির জন্য খ্যাতি অর্জন করে।

ঐতিহাসিক তথ্য অনুসারে, হিন্দু সম্প্রদায় ব্রিটিশ শাসনের সময় ছলে-বলে-কৌশলে মুসলিমদের ঈদগাহ দখল করে সেখানে ঢাকেশ্বরী মন্দির স্থাপন করে। যদিও মন্দিরটি সেন যুগে নির্মাণের দাবি করা হয়, এর নির্মাণশৈলী মুসলিম স্থাপত্য রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

কূপের সুমিষ্ট পানি বহু মানুষের উপকার করেছিল এবং এটি বহু বিধর্মীকে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছিল। তবে, ব্রিটিশ আমলে মন্দির প্রতিষ্ঠার সময় মুসলিমদের ধর্মীয় স্থানটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়, যা এক নির্মম দখলের দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত।

এভাবে মুসলিম ধর্মীয় স্থানের উপর দখল প্রতিষ্ঠা করে ঢাকেশ্বরী মন্দির গড়ে ওঠে, যা ঐতিহাসিক ও ধর্মীয় দখলের এক বেদনাদায়ক উদাহরণ।

Minhazul Islam Rabby
______
ভারতীয়রা ইদানিংকালে আজমির শরীফকে নিজেদের পূর্ব-মন্দির বলে দাবি করছে। বিষয়টি অনেকেরই অজানা। ওরা হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে পারলেই যেন খুশি। বাবরি মসজিদ ভেঙে মন্দির বানানোর ঘটনা আমরা সবাই জানি। এবার ওরা আজমির শরীফ ভেঙে মন্দির নির্মাণের পাঁয়তারা করছে। আমরা আজমীরকে অক্ষত রাখবো। বাবরীকে মসজিদে ফিরাবো। এবং আমাদের দেশের এরকম ঐতিহাসিকভাবে মসজিদ পরবর্তীতে মন্দিরে রূপ নিয়েছে এসব স্থাপনা খুঁজে বের করে সেগুলোকেও আবার মসজিদে ফিরাবো ইনশাআল্লাহ।

16/11/2024

হে নফস—তুমি যেভাবে চলাফেরা করছো, তাতে
নিশ্চিত তুমি জা'হা'ন্ন|'মী হবে।😓

10/11/2024

নফ্সের ধোঁকা 💔
#মুমিন

14/10/2024

বদনজর খুবই খারাপ 🥲

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন 🤲🏻

09/06/2023

Subhan Allah🥰

22/05/2023
05/05/2023

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Ohee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share