
16/04/2025
এমন সন্তান কারো জন্ম না হোক😭
ঘটনা সিরাজগঞ্জ, উল্লাহপাড়ার, ওই বৃদ্ধের স্ত্রী ৮মাস আগে মারা যায়। এরপর দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন বাবাকে রাখার পর আর রাখতে চায়না ওনাকে। এ নিয়ে অনেক ঝগড়া। এমনো রাত গেছে বৃদ্ধ সারারাত উঠানে ছিল ছেলেরা দরজা খুলেনি। মৃত্যুর দিন সকালে দু ছেলের বৌ এর সাথে খুব ঝগড়া হয় এবং তাকে বেড়িয়ে যেতে বলে ছেলেরাও তার জিনিশ পত্র উঠানে ফেলে দেয়। এরপর স্টেশনে ভোর থেকে বসে ছিল কিছু খান নাই। দুপুরে আত্মহত্যা করে। আল্লাহ আপনাকে জান্নাত দান করুক আমিন🥺🥺🤲🤲🤲