Toxic Biker BD

Toxic Biker BD Rider
(28)

02/08/2025


আমীরে জামায়াত তাঁর বড় মেয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন
তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর ওপেন হার্ট সার্জারি আজ হাসপাতালে অনুষ্ঠিত হবে

এই সংকটময় সময়ে তাঁর বড় মেয়ে
একজন অভিজ্ঞ চিকিৎসক, বাবাকে বিদেশে, বিশেষত সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার প্রস্তাব দেন,
যা তাদের সামর্থ্যের মধ্যেই রয়েছে।

প্রস্তাবে আমীরে জামায়াত যে উত্তর দিলেন,
তা শুধুই একজন পিতা বা রোগীর নয়
এটি ছিল একজন আদর্শিক নেতার হৃদয়বিদারক পরিচয়। অনন্য উচ্চতায় পৌঁছে যাওয়া সিদ্ধান্ত।

মা,
হয়তো আমার বিদেশে চিকিৎসা নেওয়ার সামর্থ্য আছে।
কিন্তু বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষ,
যারা এই সুযোগ পায় না
তাদের কথা ভেবে আমি বিদেশে চিকিৎসা নিতে পারি না।
দেশের ৯০% মানুষ যেভাবে এই দেশের হাসপাতালে এই দেশের মাটিতেই চিকিৎসা গ্রহণ করে,
আমি চাই
আমিও যেন সেভাবেই দেশের মধ্যেই চিকিৎসা নেই।"

এটা শুধু আত্মত্যাগ নয় দায়িত্ববোধের এক জীবন্ত দৃষ্টান্ত।
এটা শুধু মুখে নয়,
আচরণে নেতৃত্বের প্রতিফলন।
এটা ছিল সেই মানুষটির কণ্ঠস্বর,
যিনি জনগণকে শুধুই ভালোবাসেন না, বরং তাঁদের বাস্তবতা নিজের জীবনের অংশ করে নেন।
এই দেশ ও জাতির প্রতি তাঁর গভীর ভালোবাসা, আমাদের সকলের হৃদয়ে গভীর রেখাপাত করেছে।

আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি এবং প্রার্থনা করি,
যেন তিনি ফিরে আসেন আরও শক্তি, প্রেরণা ও আলোর প্রতীক হয়ে।
আল্লাহপাক তাঁকে পরিপূর্ণ সুস্থতা সুস্বাস্থ্য এবং নেক হায়াত দান করুক। আমীন ইয়া রাব্বুল আলামীন 🤲

#আমীরে #জামায়াত

31/07/2025
😂😁
27/07/2025

😂😁

22/07/2025
14/07/2025
13/07/2025
12/07/2025

এই দিন খুব বেশি দূরে নয়

10/07/2025
09/07/2025
18/06/2025

Address

Joypara, Dohar
Dhaka
1330

Telephone

+8801796619804

Website

Alerts

Be the first to know and let us send you an email when Toxic Biker BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share