MHR MART

MHR MART আসসালামু আলাইকুম , আমার পেইজে আপনাকে সাগতম। আমদের কাছে আছে বড়দের শাড়ী , আর ছোটদের খেলার সামগ্রী

04/12/2025

মুগদা হাসপাতালে ভর্তি এক মা
ডেঙ্গু রোগে আক্রান্ত।
মায়ের জন্য জরুরি ভিত্তিতে ও পজিটিভ (O positive) রক্ত দরকার।
রোগীর কাছের মানুষ 01928688832

03/12/2025

নিজের ভাই মনে করে পরিচয় পেতে সে'য়ার করে দিন
সিলেট তে ভৈরব আসার পথে ম'ল'ম পার্টি টা'কা ও মোবাইল রেখে দিয়েছে। দুজন মাছ ব্যবসায়ী ভৈরব সংকেতে পড়ে রয়েছে

আপনার একটি সে'য়ারে লোক দুইটাকে তাদের পরিবারের কাছে পৌঁছাই দিতে পারে 🙏

রাস্তার পাশে পড়ে থাকা এই নারীটি হয়তো কারও মা, কারও স্ত্রী কিংবা কারও আদরের বোন। মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জ কয়লাঘাট (শীত...
01/12/2025

রাস্তার পাশে পড়ে থাকা এই নারীটি হয়তো কারও মা, কারও স্ত্রী কিংবা কারও আদরের বোন।
মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জ কয়লাঘাট (শীতলক্ষ্যা-৩) ব্রিজের পাশ দিয়ে যাওয়ার সময় পুরাতন সৈয়দপুর এলাকায় তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়।

তার অবস্থা দেখে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন এবং চিকিৎসার জন্য নারায়ণগঞ্জগামী একটি এম্বুলেন্সে (নম্বর: ১৩-৬৯৯৯) তুলে দেন। কিন্তু সমস্যা হলো, তার পরিচয় এখনও জানা যায়নি।

ভাবুন তো, তার পরিবার এখন কতটা উৎকণ্ঠার মধ্যে আছে? হয়তো তার সন্তানরা মায়ের পথের দিকে তাকিয়ে আছে। আমাদের সামান্য একটি শেয়ারেই হয়তো তিনি তার আপনজনদের খুঁজে পেতে পারেন।

🙏 আপনাদের কাছে বিনীত অনুরোধ: দয়া করে পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন। হয়তো আপনার শেয়ার করা পোস্টটিই তার পরিবারের চোখে পড়বে। আসুন, মানুষ হিসেবে দায়িত্ব পালন করি এবং ওনাকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করি।

📍 প্রাপ্তিস্থান: পুরাতন সৈয়দপুর এলাকা (মুক্তারপুর-নারায়ণগঞ্জ রোড)। 🚑 এম্বুলেন্স নং: ১৩-৬৯৯৯ (নারায়ণগঞ্জের দিকে গিয়েছে)।

#নারায়ণগঞ্জ #মুক্তারপুর #জনসচেতনতা #খোঁজ_চাই

Address

Komlapur Dhaka
Dhaka
1219

Telephone

+8801926570679

Website

Alerts

Be the first to know and let us send you an email when MHR MART posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category