01/12/2025
এই দেখুন কে বা কারা মানুষকে জাদু করে। ভাইটি হয়তো মনে করেছে আমরা কবিরাজ। কিন্তু আমরা যে শুধু রুকইয়াহ করি সেটা জানা নেই।
কিছুক্ষণ আগে মেসেজ করেছেন, উনার একজন শত্রুকে তিনি জাদু করে মে: রে ফেলতে চান। চিন্তা করুন, কি একটা অবস্থা।
যত ধরনের জাদু আছে, সব এরকম নিজের মানুষরাই করে। তিনি তার বন্ধুকে জাদু করতে আমাদের মেসেজ করেছেন।
নিজের আপন ও নিকটআত্নীয় মানুষরাই শত্রুতা বা হিংসার জন্যই জাদু করে।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আমিন
আপনি যদি এরকম সমস্যার সম্মুখীন হোন, তাহলে দ্রুত অভিজ্ঞ রাক্বীদের মাধ্যমে ডায়াগনোসিস করে চেক করুন সমস্যা আসলে কী.? জ্বী*ন যা*দু বা বদনজরের কোনো ইফেক্ট আছে কি না, তা নিশ্চিত হোন।
ডায়াগনোসিস রুকইয়াহ করতে হোয়াটসঅ্যাপ: 01711-753835
বিস্তারিত জানতে ফলো করুন : Saleheen Life