23/06/2025
নেপাল ভ্রমণের তৃতীয় ভ্লগ আমরা শেয়ার করেছি। আসলে একটা ভ্লগ বানাতে অনেক সময় লেগে যায়। আমরা নেপাল গিয়েছিলাম গত বছরের ডিসেম্বরের শেষে, আর এখন এসে তৃতীয় পর্ব দিতে পারলাম।
এই পর্বে কাটামাণ্ডু থেকে পোখারায় বাসে করে যাওয়ার এক বিরল অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। কেন বলছি 'বিরল'? কারণ, একদিকে রাস্তার বেহাল অবস্থা, আরেকদিকে অপূর্ব সৌন্দর্য—এই দুইয়ের মাঝে একদিনের দীর্ঘ ও কষ্টকর যাত্রা। অনেক আগেই অনেকে জিজ্ঞেস করেছিল, "পোখারার রাস্তার অবস্থা কেমন?" তখন সঠিক কোনো তথ্য পাইনি। এবার নিজেই অভিজ্ঞতা করলাম, বুঝলাম আসলেই ব্যাপারটা কেমন।
যদি আপনি নেপাল ঘুরতে যান এবং পোখারায় যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে এই পর্বটি কিছুটা হলেও আপনার জন্য সহায়ক হতে পারে। 💚🚌⛰️
আমরা জানি, সময়ের অভাবে অনেক কিছুই হয়ে ওঠে না। আমরা তো শুধু শখ আর ভালোলাগা থেকেই এই ভ্লগগুলো বানাই, তাই দেখা বা ভিউ খুব একটা হয় না – সেটা স্বাভাবিক। তবে এতে আমাদের কোনো আফসোস নেই। কারণ এই ভ্লগগুলো আমাদের ভালোলাগার অনুভূতি, কিছু সুন্দর মুহূর্তকে ধরে রাখার একটা ছোট্ট চেষ্টা – যেন অনেকদিন পরেও সেসব দিনের কথা মনে পড়ে।
আমরা চেষ্টা করি যতটা পারি সুন্দরভাবে বানাতে, যদিও সব সময় তা হয়ে উঠে না। হয়তো যারা দেখে, তাদের কাছে ঠিক তেমন ভালো লাগে না। তবুও এই ছোট্ট শখটা ছেড়ে দিতে পারি না। বরং আমাদের ইচ্ছা একদিন এমন একটা দুর্দান্ত ভ্লগ বানাব, যেটা দেখে অনেকেই আনন্দ পাবে, অনেক কিছু জানবে, আর তারাও তাদের ভালোলাগার গল্প আমাদের সঙ্গে ভাগ করে নেবে।
প্রথম মন্তব্যে ভিডিওর লিংকটি দেওয়া আছে। সময় করে দেখে আসবেন, আমন্ত্রণ রইলো আপনাদের সবার জন্য। 💚📸