আমাদের গল্প গুচ্ছ

আমাদের গল্প গুচ্ছ °
অহংকার ছাড়া মানুষ ফুলের চেয়েও বেশি সুন্দর🖤🌼🌻

14/08/2024

আপনি কি লয়াল জীবনসঙ্গী পাচ্ছেন নাহ?পাবেন কিভাবে আপনি নিজেই তো বাটপার!🙂🤣

23/05/2024

শুনো!
ম'ই'রা গেলে তুমি কা'ই'ন্দো না
মনে করবা, আমি বাঁ'ই'চা গেছি!
তোমাকে হারানোর য'ন্ত্র'ণা, ক্ষ'ত-বি'ক্ষ'ত হওয়া শরীর টা অবশেষে, শা'ন্তি পাইছে - মনে করবা! হৃ'দ'য় ভা'ঙা মানুষটা শেষে এসে তার গ'ন্ত'ব্যে পৌঁ'ছা'লো---

21/05/2024

জীবন এভাবেই সুন্দর

সব অনুভূতি প্রকাশ করতে নেই। সব ভালোবাসা সঁপে দিতে নেই। সব রহস্যের জট খুলতে নেই—জীবন এভাবেই সুন্দর।

21/05/2024

নিরবে নিঃশব্দে খুব গোপনে ভেতর টা পুড়ছে
ভালো থাকা ভুলেছি অনেক আগেই
তবুও সবাইকে বলতে হয়
বেশ ভালোই আছি.....

18/05/2024

পৃথিবীতে দু-প্রকার মানুষ আছে;-
এক প্রকার মানুষ সারা-জীবন ভালোবেসে ঠকে যায়!
আরেক প্র'কার মানুষ ভালোবেসে আজীবন ঠকায়..!!

জানেন তো, এদের মধ্যে যারা ঠকায় তারাই প্র'কৃত সুখি মানুষ! আর যারা বি'শ্বা'স করে ঠকে যায়, বার বার হোঁচট খায় তারা কখনো সুখি হয় না!..

ঠকে যাওয়া মানুষগুলো খানিকটা হাবলা প্রকৃতির হয়,মন হয় আকাশের মতো সুবিশাল! বি'শ্বা'স করার প্রবণতা থাকে প্রবল, অ'ল্প ভালোবাসা পেলেই নিজের পুরোটা হৃদয় উজার করে দিয়ে দেয়! দিন শেষে ঠকেও যাও একবার নয় বারংবার।

একটা সত্য কথা কি জানেন, এই হাবলা প্রকৃতির মানুষগুলোকে কেউ কখনো মন থেকে ভালোবাসে না, কারন তারা হাবলা! ব'র্ত'মান সময়ে মানুষ তার পা'র্ট'নার সিলেক্ট করে স্মা'র্ট'নেস দেখে;- আর স্মা'র্ট'নেস ব্য'ক্তিটা দিনশেষে তার স্মা'র্ট'নেসের গু'ণে তার পা'র্ট'নারকে ঠকায়!

দুনিয়ার নিয়ম বড়ই অ'দ্ভু'দ তাই না, আপনি যাকে হাবলা বলে এভয়েড করলে ঠকালেন আপনি চাইলে তারসাথে আজীবন ভালোবেসে থাকতে পারতেন! কি'ন্তু ভালোবাসলেন স্মা'র্টনেস পা'র্ট'নার দেখে যাকে ভালোবেসে পূ'র্ণ'তা পাবেন না!!

18/05/2024

যারা কখনও আমাদের হবে না
আমরা কেন বোকার মত শুধু তাঁদেরকেই ভালোবেসে যাই????

18/05/2024

(প্রিয়.....😊টাকা পয়সা বা তোমার শরীরের প্রতি লোভে না...?🙂বরং বৃদ্ধকাল পর্যন্ত এক সাথে থাকার লোভটাই ভালোবাসা...! তুমি আমার হয়ে থাকলে,,,আমি বিশ্ব জয় করে নিতে পারবো।আর তুমি আমার না হলে,আমার আমিকেও বিরক্ত লাগবে সারাক্ষণ।আমি তোমাকে আবেগের ভালোবাসা দেইনি,,মনের ভালোবাসা দিয়েছি,,কারন আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে, আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে🥰তুমি কত কিছু ভালোবাসো,তবে আমায় কেন ভালোবাসো না?তুমি এতো কিছুর খোঁজ নাও,তবে আমার কেন খোঁজ নাও না?তুমি এতো কিছু মনে রাখো,তবে আমায় কেনো মনে রাখো না?এ🥀❤️‍🩹ভালোবাসার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না,,, যোগ্য মানুষের প্রয়োজন হয়🥰🥰❤️ভালোবাসার অধিকার সবার আছে,,,তবে আমার বেলায় কেন এতো তাচ্ছিল্য???

16/05/2024

কেউ কি দেখে—
কার কতটা হাসির ভেতর দুঃখ আছে জমা
কে কতটা দুঃখ পেয়েও আগলে রাখে ক্ষমা!
কে কতটা রাত্রি জাগে, কে কতটা দিন
কার হৃদয়ে গেঁথে আছে ব্যথাতুর আলপিন!

কার কতটা ক্ষত বুকে, কার কতটা ঘাত,
কেমন করে আঁধার বুকে চুপ হয়ে যায় রাত!
কার কীভাবে ক্ষয় হয়েছে, কার কীভাবে জয়,
কেমন করে স্মৃতির দহন দগ্ধ হৃদয় সয়!

কে কতটা একলা একা, কার কতটা দুখ,
খুব গোপনে কার ভেঙে যায় দুঃখ পোষা বুক!
কোন মানুষটা বুকের ভেতর মৃত হৃদয় বয়
কার কথাতে মন দিয়ে কে আজ হয়েছে ক্ষয়!

কেউ দেখে না কেউ বোঝে না; নিজের দুঃখ ছাড়া
কবির দুঃখ বুঝতে যাবে— কোন বা হতচ্ছাড়া!

আপনিতে প্রচন্ড তৃপ্তি আছে,, যা তুমিতে নেই!
16/05/2024

আপনিতে প্রচন্ড তৃপ্তি আছে,,
যা তুমিতে নেই!

16/05/2024

মানুষকে চেনা কিন্তু সহজ নয়.!
মানুষ শত ক্রোশ দূরে থেকেও বলে পাশে থাকে , আবার হাতে হাত রেখে ও বিশ্বাস ভাঙ্গে, মানুষ গভীর ভালোবাসা ও গোপন রাখে, আবার প্রতারণার ইচ্ছে নিয়েও অকপটে বলে দেয় ভালোবাসি!🖤

15/05/2024

চারপাশের ঘৃণার ধোঁয়া ওড়ে!
এদিকে আমার আফসোস -
অনুভূতিহীন কেটে যাচ্ছে দিন!
ঠিকঠাক ভালোবাসা হচ্ছে না।
মুখোশের খোলস খুলে চোখে চোখ রেখে
বলা হচ্ছে না ;
"আমি আপনাকে ভালোবাসি"

13/05/2024

বড়বেলায় আসলে ঐভাবে বন্ধু হয়না!
শত্রু হয়, খুব সহজে!
আপনার একটা ছোট কথা, একটা খুব মামুলি ডিজএগ্রিমেন্ট, একটা ছোট তর্ক, হাসতে হাসতে দেয়া একটা নির্দোষ ছোট খোঁচা, শত্রুতার জন্ম দেয়!
এই যুগে তো আর যুদ্ধ নাই!

রাষ্ট্র আছে। আইন আছে। জেল আছে। খুব সূক্ষ্ণ সুতায় বাধা সমাজ আছে!
এ যুগে, প্রস্থর যুগের মতন, শত্রুতা অত এক্সট্রিমে যায়না।
মাস্কড থাকে!

আপনার সাথে, ডিজএগ্রিমেন্ট হওয়া মানুষটা,
আপনাকে নিয়ে নানা জায়গায়, যতটা পারে বলতে থাকবে!
আপনাকে যত ভাবে নীচু করা যায় চেষ্টা করবে!
আপনার জন্য তার মনে তৈরি হওয়া আনহ্যাপিনেস দূর করার জন্য, সে প্রতিশোধের মতন ব্লান্ট, সাইকোলজিক্যাল রিপেয়ার সিস্টেমকে আকড়ে ধরবে!

আপনাকে নীচু হতে দেখে সে আরাম পাবে!
আপনাকে ছুড়ে ফেলতে পারলে তার উপসম হবে!

বেসিক্যালি,
কোথাও আপনার একটা তর্ক,
একটা আদর্শ
একটা বিবাদ,

এরকম প্রতিশোধ পরায়ণ অজস্র সামাজিক মাস্কড শত্রুর জন্ম দেয়!

সে সবকে আপনি কি করে হ্যান্ডল করেন, কতটা এংজাইটিতে আক্রান্ত হন, তার উপর নির্ভর করতেছে আপনি সামাজিক ভাবে কতটা সুখি হবেন!

শত্রু মানেই স্ট্রেস।
যত ক্ষমা, যত ইগনোরেন্স, মনে না নেয়া, আঘাত না করা, মেনে নেয়া, তত কম শত্রু!
তত কম স্ট্রেস।
তত বেশি হ্যাপিনেস!
তত সরল জীবন!

বড়বেলার এই সামাজিক জীবন অতি জটিল। সমাজ বেসিক্যালি শত্রু আর আন হ্যাপিনেস উৎপাদনের কারখানা!
আপনি এতে গা মেলে দিলে, স্পিরিচুয়ালি ফেস না করলে, নিজের আত্মাকে হ্যাপিনেসের ট্রেইনিং না দিলে দিনে দিনে অসুখি হয়ে উঠবেন!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের গল্প গুচ্ছ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share