Thoughts of Billah

Thoughts of Billah Assalamualaikum warahmatullah
I hope all are well. Plz everyone support me. I am trying to give the best performance here.

I opened this page for Educational & Motivational support. Follow my page

thoughts of Billah

thanks 💞💕

বিয়ের দিন যখন মেয়ে পালিয়ে যায়, তখন গরিব বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।কাঁধে লাখ টাকার দেনা, চোখে সবার তিরস্কার, আর ভিতরে...
29/06/2025

বিয়ের দিন যখন মেয়ে পালিয়ে যায়, তখন গরিব বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।
কাঁধে লাখ টাকার দেনা, চোখে সবার তিরস্কার, আর ভিতরে শুধু একটা প্রশ্ন—"আমি কি এতটাই ব্যর্থ একজন বাবা?"

😥😥

⚠️ সবাই কে সতর্ক করুন ⚠️🔴 যারা এই সব লিংক এ ক্লিক করেছে, তারা কী কী সমস্যায় পড়তে পারে:1. ব্যক্তিগত তথ্য চুরি (Phishing):...
28/06/2025

⚠️ সবাই কে সতর্ক করুন ⚠️
🔴 যারা এই সব লিংক এ ক্লিক করেছে, তারা কী কী সমস্যায় পড়তে পারে:

1. ব্যক্তিগত তথ্য চুরি (Phishing):
যদি কেউ ওই লিঙ্কে গিয়ে bKash নম্বর, OTP, পিন বা জন্মতারিখ দেয়, তাহলে প্রতারকরা সেই তথ্য ব্যবহার করে bKash অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারে।

2. অ্যাকাউন্ট থেকে টাকা চুরি:
তথ্য দিয়ে দিলে প্রতারকরা আপনার অ্যাকাউন্টে লগইন করে টাকা পাঠিয়ে নিতে পারে।

3. মোবাইলে ভাইরাস বা ম্যালওয়্যার ঢুকে যেতে পারে:
কিছু লিঙ্কে ক্লিক করলেই ক্ষতিকারক অ্যাপ বা ফাইল ডাউনলোড হয়ে ফোনে ভাইরাস ঢুকতে পারে। এতে ফোন স্লো হতে পারে বা তথ্য চলে যেতে পারে।

4. অটোমেটিক সাবস্ক্রিপশন বা চার্জ কাটা:
কখনো কখনো ক্লিক করার পর অজান্তে কোনো সাবস্ক্রিপশন অ্যাক্টিভ হয়ে যায়, যেখান থেকে প্রতি সপ্তাহে/মাসে টাকা কেটে নেয়।

5. সোশ্যাল মিডিয়া বা গ্যালারি এক্সেস:
লিঙ্কে থাকা ফাঁদে পড়ে কেউ যদি কোনো অ্যাপ ডাউনলোড করে নেয়, তবে ফোনের ফাইল, ফটো, ফেসবুক অ্যাকাউন্টেও অ্যাক্সেস পেয়ে যেতে পারে হ্যাকাররা।

🌸🌸একটি শিক্ষনীয় গল্প:-🌸🌼গল্পটি অবশ্যই  শেষ পর্যন্ত পড়বেন। কুকুরটি এতই বিশ্বস্ত ছিল যে মহিলা প্রায়ই তার বাচ্চাকে কুকুরটি...
28/06/2025

🌸🌸একটি শিক্ষনীয় গল্প:-🌸🌼
গল্পটি অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন।
কুকুরটি এতই বিশ্বস্ত ছিল যে মহিলা প্রায়ই তার বাচ্চাকে কুকুরটির সাথে একা বাসায় রেখে টুকটাক কাজ সেরে আসতেন, এবং ফেরার পর প্রতিবারই উনি দেখতে পেতেন বাচ্চাটি কুকুরটির সাথে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এমনই একদিন উনি নিজের বাচ্চাকে তার বিশ্বস্ত কুকুরটির কাছে রেখে শপিং করতে গেলেন।

শপিং সেরে বাসায় ফেরার পর সে দেখতে পায় এক বীভৎস দৃশ্য। সে দেখতে পায় তার পুরো বাসা লন্ডভন্ড হয়ে আছে, বাচ্চাটিও তার নিজের খাটে নেই এবং বাচ্চার ডাইপার ও কাপড়চোপড় ছিন্নভিন্ন হয়ে সারা বাসায় ছড়িয়ে আছে, আর ফ্লোরের জায়গায় জায়গায় লেগে আছে রক্তের ছোপ ছোপ দাগ। প্রচন্ড আতঙ্কে মহিলাটি তার বাচ্চাকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে। ঠিক তখনই সে তার সে বিশ্বস্ত কুকুরটিকে খাটের নিচ থেকে বের হতে দেখতে পায়। তার সারা মুখ রক্তে মাখা ছিল। রক্ত তার মুখ বেয়ে বেয়ে এমনভাবে পড়ছিল যেন, এখনই কোন প্রিয় সুস্বাদু খাবার খাওয়া শেষ করে উঠল সে।

মহিলাটির আর বুঝতে বাকি রইলো না যে কুকুরটি তার বাচ্চাকে খেয়ে ফেলেছে। দ্বিতীয় কোন চিন্তা না করে সে তার কুকুরটিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। এরপর সে খুঁজতে থাকে তার বাচ্চার শরীরের কোন অংশ আদৌ বাকি আছে কিনা, আর তখনই সে আবিষ্কার করে আরেক অবাক করা দৃশ্য। সে দেখতে পায় বিছানার ওপাশেই কার্পেটের উপর তার বাচ্চাটি খেলা করছে সম্পুর্ণ সুস্থ অবস্থাতেই। তারপর বিছানার নিচে তাকাতেই মহিলাটি আবিষ্কার করে সেখানে পড়ে আছে একটি সাপের ছিন্নভিন্ন শরীর। মূলত ওখানে সাপটির সাথে কুকুরটির যুদ্ধ হচ্ছিল। বিশ্বস্ত কুকুরটি তার বাচ্চাকে বাঁচাতে তার সর্বশক্তি দিয়ে সাপটিকে প্রতিহত করেছিল। মহিলাটি সবকিছু বুঝতে পারলেও ততক্ষণে অনেক দেরী হয়ে যায়। তার ধৈর্যহীনতা ও সর্বগ্রাসী ক্রোধ ততক্ষণে তার কাছ থেকে কেড়ে নিয়েছে তার সবথেকে বিশ্বস্ত বন্ধুকে।

এই সত্য ঘটনাটি একটি পোষা কুকুরের সাথে ঘটলেও, এমন ভুল কি আমাদেরও আমাদের আপনজনদের সাথে হয়ে যায় না? তাই পরিস্থিতি বিচার করার জন্য সর্বদা ধৈর্য ধরুন এবং অহেতুক ভুলগুলি এড়ান, যাতে আমাদের নিজের ভুলে আমরা আমাদের এমন কোন আপনজনকে আর হারিয়ে না ফেলি।

©

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।কিশোরগঞ্জের ৩ হাজারেরও বেশি গোরখোদক/কবর খুঁড়া (মনু মিয়া) মারা গেছেন।কিছুদিন আগে ...
28/06/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কিশোরগঞ্জের ৩ হাজারেরও বেশি গোরখোদক/কবর খুঁড়া (মনু মিয়া) মারা গেছেন।

কিছুদিন আগে উনার ঘোড়াকে কে বা কারা জানি মে'রে ফেলছিল, অনেক কান্নাকাটি করেছিলেন উনি।

আজ তিনিও দুনিয়াতে নেই।

মানুষের সেবায় নিরব, নিঃস্বার্থ এই জীবনটাই ছিল তার পরিচয়। না কোনো অর্থ চেয়েছেন, না খ্যাতি — শুধু আল্লাহর সন্তুষ্টি।

আমরা সবাই তার জন্য দোয়া করি: হে আল্লাহ! তুমি এই মানুষটিকে ক্ষমা করে দাও। তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করো।

আমিন...🤲🤲 #

ছেলের বাইকের শব্দে প্রতিদিন মা দরজা খুলে দেয়। আজও দরজার সামনে থেকে ছেলে বাইকের হর্ণ বাজালো মা দরজা খুলছে না, ডাক দিলো ভা...
28/06/2025

ছেলের বাইকের শব্দে প্রতিদিন মা দরজা খুলে দেয়। আজও দরজার সামনে থেকে ছেলে বাইকের হর্ণ বাজালো মা দরজা খুলছে না, ডাক দিলো ভাবলো বাথরুমে আছে কি না, মায়ের কোনো শব্দ নেই।

ছেলে ঘরে ঢুকে রুমে গিয়ে দেখে সব এলোমেলো হয়ে আছে তার রুমে, তার মা তো তার রুমে আসে না, তাড়াতাড়ি তার মায়ের রুমে গিয়ে দেখে বালিশের নিচে Rক্ত, ছেলে ভেঙে পড়ে আর আশে পাশের মানুষকে কল দেয়, এলাকার সবাই ঘরে এসে তার মা কে তন্ন তন্ন করে খুজতে থাকে।

ছেলে কান্না করছিলো আর বলছিলো সব নিয়ে গেলো ভালো কথা, কিন্তু আমার মাকে নিলো কেনো। অনেক্ক্ষণ পর তার মায়ের Laশ পাওয়া গেলো বাড়ির পাশেই পাতা দিয়ে মোড়ানো।

ছেলে আগেই এম্বুলেন্স এনে রাখছিলো ভেবেছিল মাকে পাওয়ার সাথে সাথেই নিয়ে যাবে হসপিটালে। তাই হলো হসপিটালে নিয়ে গেলো সাথে সাথেই কিন্তু ডাক্তার বললো উনি আর বেঁচে নেই।

কি নির্মম ঘটনা!

ঘটনাটি ঘটে
চাঁদপুর, কচুয়া, রহিমানগর, চাপাতুলি গ্রামের বাচ্চু কোম্পানির বাড়িতে ডাকাTi করতে গিয়ে, ডাকাা রা ছেলের মা'কে জবাiiiiii করে পাতা, লতা দিয়ে poতে ফেলে,
©

নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশের অন্তর...
28/06/2025

নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ৮ আগস্ট তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

অর্থনীতি ও সমাজ উন্নয়নে যুগান্তকারী অবদান রাখার জন্য বিশ্বব্যাপী প্রশংসিত মুহাম্মদ ইউনুস ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র অর্থায়নের আধুনিক ধারণার প্রবর্তক হিসেবে তিনি বিশ্ব দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির পথ খুলে দেন।

আজ ২৮ জুন তাঁর জন্মদিনে দেশ-বিদেশে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানো হয়েছে এই বিশিষ্ট সমাজসংস্কারক ও উদ্যোক্তাকে।

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে গণতন্ত্র চর্চার প্রত্যাশা নিয়ে কাজ করে যাচ্ছে।
©

অভিযুক্ত সেই ব্যক্তি গ্রেপ্তার... সঠিক ভাবে বিচার হলে আর কোনদিন নবীর সুন্নতের উপর আগাত করার সাহস পাবে না। আপনারা কি বলেন...
27/06/2025

অভিযুক্ত সেই ব্যক্তি গ্রেপ্তার...

সঠিক ভাবে বিচার হলে আর কোনদিন নবীর সুন্নতের উপর আগাত করার সাহস পাবে না।

আপনারা কি বলেন...?

সাগরের ৩০০০ মিটার (৩ কি.মি.)নীচের অতি উচ্চচাপ সহ্য করতে না পেরে "Ocean Gate" নামের সাবমেরিনটি বিস্ফোরিত হয়।অথচ 'এফিওনিডি...
27/06/2025

সাগরের ৩০০০ মিটার (৩ কি.মি.)
নীচের অতি উচ্চচাপ সহ্য করতে না
পেরে "Ocean Gate" নামের সাবমেরিনটি
বিস্ফোরিত হয়।
অথচ 'এফিওনিডি' (Aphyonidae)
নামের চার ইঞ্চি দৈর্ঘের এই পুঁচকে
মাছটি সমুদ্রের ৬০০০ মিটার (৬ কি.মি.!)
গভীরে নির্দ্বিধায় চলাফেরা করে!!

প্রকৃতিবাদী নাস্তিকদের জন্য এই ঘটনায়
রয়েছে শিক্ষা।
মহান রবের অতুলনীয়
নিদর্শনের এটি একটি অতি ঠুনকো নমুনা মাত্র।
নিশ্চয়ই আল্লাহ পাক সকল বিষয়ের উপরই সর্বশক্তিমান।

আল্লাহু আকবার।।

©

ইরান-ইসরায়েল যুদ্ধে ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করায় বাংলাদেশের সরকার, জনগণ এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের বক্তব্...
27/06/2025

ইরান-ইসরায়েল যুদ্ধে ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করায় বাংলাদেশের সরকার, জনগণ এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের বক্তব্য, বিবৃতি ও শান্তিপূর্ণ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান।

বৃহস্পতিবার (২৬ জুন) এক বিবৃতিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করে ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস।

ইরান দূতাবাস জানায়, ইরানি জাতির সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশের সর্বস্তরের জনগণ, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক কর্মীরা শান্তিপূর্ণ সমাবেশ, বক্তব্য ও বিবৃতির মাধ্যমে যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তা মানবিক সচেতনতা ও ন্যায়বিচার, স্বাধীনতা এবং জাতীয় মর্যাদার প্রতি গভীর প্রতিশ্রুতির প্রতিফলন।

©

স্ট্রোক করা মাকে নিয়ে হাসপাতালে যান আনিসা আহমেদ নামে এক এইচএসসি শিক্ষার্থী। এজন্য পরীক্ষার হলে ঢুকতে দেরি হওয়ায় বসতে পা...
27/06/2025

স্ট্রোক করা মাকে নিয়ে হাসপাতালে যান আনিসা আহমেদ নামে এক এইচএসসি শিক্ষার্থী। এজন্য পরীক্ষার হলে ঢুকতে দেরি হওয়ায় বসতে পারেননি পরীক্ষায়। তবে তিনি পরীক্ষার সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত পৌনে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট (ব্যারিস্টার-অ্যাট-ল) মো. রুহুল কুদ্দুস (কাজল)।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। এইচএসসি পরীক্ষার্থী আনিসার সঙ্গে আমার মাত্র কথা হয়েছে। তার নাম আনিসা আহমেদ। আনিসার অসুস্থ মা ও তার কলেজ, ঢাকা শিক্ষাবোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান স্যারের সঙ্গে আমার কথা হয়েছে। বাঙলা কলেজের জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী শিব্বির আহমেদ উসমানি আমাকে যোগাযোগ করিয়ে দিয়েছেন।’

‘আনিসার বাবা দুই বছর আগে ইন্তেকাল করেছেন। অসুস্থ মাকে দেখাশোনার জন্য আনিসাই একমাত্র অবলম্বন। শিক্ষকরা এই ছাত্রীকে সর্বাত্মক সহযোগিতা করছেন। আজও তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা আজ হয়নি। তারা বিশেষ বিবেচনায় আনিসার আজকের পরীক্ষাটি পরবর্তীতে গ্রহণের চেষ্টা করবেন। আমি আমার শেষ পদক্ষেপ হিসেবে আইনগত সহযোগিতা করার বিষয়টি আনিসা, তার মা ও অধ্যক্ষ স্যারকে জানিয়েছি। একই সঙ্গে ২০০০ সালে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ১৩২ শিক্ষার্থীর পরীক্ষা দেওয়া সংক্রান্ত পূর্বের মামলার নজির তাদের জানিয়ে রেখেছি। তারা আশ্বস্ত হয়েছেন। মেয়েটি যেন বাকি পরীক্ষাগুলো নিশ্চিন্তে দিতে পারে, সেটি ব্যবস্থা করার জন্য তার মা ও অধ্যক্ষ স্যারকে বিশেষ অনুরোধ জানিয়েছি।’
©

আমার মতো আপনিও কি......!!!
26/06/2025

আমার মতো আপনিও কি......!!!

মামলার প্রধান আসমি শুভজিৎ মণ্ডল জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। মামলার অপর আসামি অপহরণ ও পাচারকারী গ্য...
25/06/2025

মামলার প্রধান আসমি শুভজিৎ মণ্ডল জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। মামলার অপর আসামি অপহরণ ও পাচারকারী গ্যাং সাব্বিরকে গ্রেপ্তারে কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

©

Address

Dhaka

Telephone

+8801310931895

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thoughts of Billah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thoughts of Billah:

Share