It'z Rifat

It'z Rifat Weicome to my page ��
i am a freelancer �

জাতীয় বিশ্ববিদ্যালয় বলুন আর পাবলিক বিশ্ববিদ্যালয় বলুন দিন শেষে মানুষ আমাদের পেশা দিয়েই বিচার করে। বিশ্ববিদ্যালয় দিয...
10/11/2023

জাতীয় বিশ্ববিদ্যালয় বলুন আর পাবলিক বিশ্ববিদ্যালয় বলুন দিন শেষে মানুষ আমাদের পেশা দিয়েই বিচার করে। বিশ্ববিদ্যালয় দিয়ে না৷ অনেকে পাবলিক থেকে পড়াশোনা শেষ করে ও আবার অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি করেও খুব ভাল পদে আছে। আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়/ জাতীয় বিশ্ববিদ্যালয় কিছু না।
বেকার,
পড়াশোনা নিজের উপর। পড়লে সব জায়গা থেকেই ভালো কিছু করা যায় ৷ সবার মানসিকতা পরিবর্তন করা প্রয়োজন
পাঁচ বছর পর্যন্ত ভার্সিটি নাম টা সবাই খুঁজবে কিন্তু এরপর সবাই বলবে কিসের চাকরি করো অথবা ক্যারিয়ারের স্টাপ্লিস্ট হতে পাররছেন কি না সেটাই দেখবে মানুষ

   যাএা শুরু করার আগে এই  কয়েকটি বিষয় দেখে ফ্রিল্যান্সিং শুরু করবেন👉আপনাকে প্রথমে জানতে হবে ফ্রিল্যান্সিং সম্পর্কে এবং ...
27/10/2023

যাএা শুরু করার আগে এই কয়েকটি বিষয় দেখে ফ্রিল্যান্সিং শুরু করবেন

👉আপনাকে প্রথমে জানতে হবে ফ্রিল্যান্সিং সম্পর্কে এবং প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে।

👉কখনো ফ্রি কোর্স অথবা 500বা 1000টাকায় ফ্রিল্যান্সিং শিখার চিন্তাও মাথায় আনবেন না

👉আপনি এমন একটি প্রতিষ্ঠান থেকে শুরু করুন যেখানে টিচার প্যানেল টপ রিলেটেড ফ্রিল্যান্সার

👉এমন একটা প্রতিষ্ঠান এ শিখুন যেখানে আপনাকে বেসিক শিখিয়ে তার পরে অ্যাডভান্স শিখানো হবে।

👉লাইভ টাইম সাপোর্ট দিবে।
👉ইনকাম সুনিশ্চিত এর পথ করে দিবে।

আপনি যেখান থেকে শুরু করুন না কেন এই বিষয় গুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ

ফেসবুক মার্কেটিং হলো এমন একটি যোগাযোগ মাধ্যম যার দ্বারা ব্যবসার পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহারকারীদের কাছে জানান...
06/10/2023

ফেসবুক মার্কেটিং হলো এমন একটি যোগাযোগ মাধ্যম যার দ্বারা ব্যবসার পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহারকারীদের কাছে জানান দেয়া হয়ে থাকে। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বেশি সংখ্যক লোকের কাছে পণ্য সম্পর্কে ধারণা দেয়া হয় এবং বেশি পরিমাণ পণ্য বিক্রি নিশ্চিত করা হয়।

ফেসবুক মার্কেটিং কত প্রকার?

ফেসবুক মার্কেটিং সাধারণত ২ প্রকারে হয়ে থাকে। আর তা হলো ফ্রি ফেসবুক মার্কের্টিং এবং পেইড ফেসবুক মার্কের্টিং। ব্যবসার ধরণ অনুযায়ী ফ্রি এবং পেইড ফেসবুক মার্কের্টিং ব্যবহার করা হয়।

ফেসবুক মার্কেটিং কোর্স

এতক্ষণ আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে ধারণা লাভ করলাম। এর পাশাপাশি ফেসবুক মার্কেটিং কোর্স এর মাধ্যমে হাতে কলমে আমরা ফেসবুক মার্কেটিং শিখতে পারি।

বেসিক ফেসবুক মার্কেটিং শেখার আগে আপনি ইউটিউব এ বিভিন্ন টিউটোরিয়াল থেকে ধারণা নিতে পারেন। তারপর যাচাই বাছাই করে যেকোন প্রতিষ্ঠানের ফেসবুক মার্কেটিং কোর্স এ ভর্তি হতে পারেন।

● বর্তমান বিশ্ব এগিয়ে যাচ্ছে, তেমনি ভাবে ফ্রিল্যান্সিং পেশা ও এগিয়ে যাবে। আপনি হয়তো ভাই আর বোনের এই পেশাকে তাচ্ছিল্য...
08/09/2023

● বর্তমান বিশ্ব এগিয়ে যাচ্ছে, তেমনি ভাবে ফ্রিল্যান্সিং পেশা ও এগিয়ে যাবে। আপনি হয়তো ভাই আর বোনের এই পেশাকে তাচ্ছিল্য করছেন। কিন্তু দেখবে, এমন সময় আসবে পৃথিবীর প্রায় ৫০% ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত হবে।
● ফ্রিল্যান্সিং কেন শিখবো ? তার আরেকটা সুবিধা হল, আপনাকে বাড়ির বাইরে গিয়ে কাজ করতে হবে না। আপনি ঘরে বসেই নিজের ইচ্ছা মত সময় নিয়ে কাজ করতে পারবেন।
● আবার দেখা যায়, আপনি কোন একটা কোম্পানির আন্ডারে কাজ করছেন। আপনার বস এর ঝাড়ি তো আছে-ই আবার সময় মতো অফিসে হাজির হওয়া। এমন হাজারো অসুবিধা আছে। কিন্তু আপনি যখন অনলাইনে কাজ করবেন, তখন এই ঝামেলা আপনাকে পোহাতে হবে না।
● আপনি নিজের ইচ্ছামত সময় দিয়ে কাজ করতে পারেন। এই কারণেই বলা হয় ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা।



ফ্রিল্যান্সিং এর উপকারিতা - ফ্রিল্যান্সিং করে আপনি নিজের সময় পরিচয় করাতে পারেন এবং ক্যারিয়ারে নতুন দিকে পরে যেতে পারে...
17/08/2023

ফ্রিল্যান্সিং এর উপকারিতা - ফ্রিল্যান্সিং করে আপনি নিজের সময় পরিচয় করাতে পারেন এবং ক্যারিয়ারে নতুন দিকে পরে যেতে পারেন। আপনি নিজের স্কিল অনুযায়ী কাজ নিতে পারেন এবং বেশি আয় উপার্জন করতে পারেন।

"ফ্রিল্যান্সিং: আপনার নিজের সময় নিয়ন্ত্রণ এবং স্বায়ত্তশাসনফ্রিল্যান্সিং একটি সার্বজনীন পেশা যা সরাসরি নিজের ঘর থেকে ক...
09/08/2023

"ফ্রিল্যান্সিং: আপনার নিজের সময় নিয়ন্ত্রণ এবং স্বায়ত্তশাসন

ফ্রিল্যান্সিং একটি সার্বজনীন পেশা যা সরাসরি নিজের ঘর থেকে কাজ করার সুযোগ সরবরাহ করে। এটি একটি পূর্বাচালিত চাকরির বিকল্প হিসেবে দেখা যায়, যেখানে আপনি আপনার নিজের সময় নিয়ন্ত্রণ করতে পারেন এবং নিজের কাঠামো নির্মাণ করতে পারেন।

বাংলাদেশে, ফ্রিল্যান্সিং একটি দ্বিগুণ উন্নত হচ্ছে এবং এটি যৌন এবং যৌনতান্ত্রিক বৃদ্ধি দেখতে সাহায্য করছে। আপনি ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, লেখার জন্য এবং অন্যান্য বিষয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন।

ফ্রিল্যান্সিং একটি স্বায়ত্তশাসিত পেশা, তাই নিজের উপকরণ এবং মানসিকতা সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ। আপনি নিজের প্রতিটি প্রকল্পে যত্ন নেবেন এবং ক্লায়েন্টদের সাথে ভাল যোগাযোগ মেধা করতে হবে।

এই পেশায় সাফল্য অর্জন করার জন্য, আপনাকে দ্বিগুণ পরিশ্রম এবং শিক্ষাগত প্রস্তুতি প্রদান করতে হবে। পেশাদার স্কিল উন্নত করতে নিজেকে নির্দিষ্ট কোর্স এবং টিউটরিং সেবা দিতে পারেন।

সংক্ষিপ্তভাবে বলা যায়, বাংলাদেশে ফ্রিল্যান্সিং একটি উল্লেখযোগ্য উদ্যোগ যা নিজের দক্ষতা এবং স্বাধীনতা ব্যক্ত করতে সাহায্য করতে পারে।"

08/08/2023

It’s my page..
You are all welcomed to my page.. Thank you ❤️🥰

Address

Dhaka
7921

Website

Alerts

Be the first to know and let us send you an email when It'z Rifat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It'z Rifat:

Share