
10/11/2023
জাতীয় বিশ্ববিদ্যালয় বলুন আর পাবলিক বিশ্ববিদ্যালয় বলুন দিন শেষে মানুষ আমাদের পেশা দিয়েই বিচার করে। বিশ্ববিদ্যালয় দিয়ে না৷ অনেকে পাবলিক থেকে পড়াশোনা শেষ করে ও আবার অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি করেও খুব ভাল পদে আছে। আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়/ জাতীয় বিশ্ববিদ্যালয় কিছু না।
বেকার,
পড়াশোনা নিজের উপর। পড়লে সব জায়গা থেকেই ভালো কিছু করা যায় ৷ সবার মানসিকতা পরিবর্তন করা প্রয়োজন
পাঁচ বছর পর্যন্ত ভার্সিটি নাম টা সবাই খুঁজবে কিন্তু এরপর সবাই বলবে কিসের চাকরি করো অথবা ক্যারিয়ারের স্টাপ্লিস্ট হতে পাররছেন কি না সেটাই দেখবে মানুষ