
15/10/2023
#বুক_রিভিউ:
বই:যে জীবন মরীচিকা
লেখক: শাইখ আব্দুল মালিক আল-কাসিম
"তোমরা হাসি তামাশায় মত্ত, অথচ তোমাদের কাফন হয়ত ইতোমধ্যেই তৈরী হয়ে ধোপার কাছে চলে এসেছে।"
আমরা দুনিয়ায় এসেছি, কিন্তু কেন এসেছি এট কি সবাই জানে? আমাদের সমাজে দুই শ্রেণির মানিষ পাওয়া যায়। একশ্রেণি পরকাল সম্পর্কে গাফেল অন্য শ্রেণি দুনিয়া সম্পর্কে গাফেল। এক্ষেত্রে সালাফাগণ আমাদের উত্তম আদর্শ। আমরা দুনিয়ায় কেন এসেছি কি দায়িত্ব নিয়ে এসেছি এ সম্পর্কে আমাদের জ্ঞান রাখা একান্ত কর্তব্য।
হাসান বসরী (র) বলেন, "দুনিয়ার জীবনে মিমিন হচ্ছে জেলখানায় বন্দি এক কয়েদীর ন্যায়। যে কিনা নিজেকে মুক্ত করতে অবিরাম চেষ্টা করে যাচ্ছে। নিজেকে ততক্ষণ পর্যন্ত সে নিরাপদ ভাবতে পারে না যতক্ষণ না সে মহান আল্লাহর সাক্ষাৎ পায়।"
আবু হাযিম সালামা বলেন, "দুনিয়ার বেচাকেনা জমে উঠেনি। সুতরাং, এর মালামাল ব্যয়বহুল হওয়ার আগেই এখান থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনপ নাও; কারণ, এরপর এমন একদিন আসবে যেদিন আখেরাতের জন্য তুমি কম বেশি কিছুই কিনতে পারবে না। "
শয়তান মানুষকে এ মরীচিকার জীবনে আকৃষ্ট করতে সদা প্রহরায় থাকে। সে চায় তিনটি জিনিস আদম সন্তান হতে নিতে পারলে তার আকাঙ্খিত বস্তু পেয়ে যাবে..
★যদি সে গুণাহ সম্পর্কে বে-খবর হয়।
★নিজের আমলকে বিরাট কিছু মনে করে।
★নিজের মতামতকে পছন্দ করতে শুরু করে।
যে জীবন আমাদের দিকে ভোগ -বিলাশ নিয়ে অগ্রসর হচ্ছে আমরা কি সে থেকে বেচে থাকবো? নাকি এই ণেগ বিলাশে মত্ত হয়ে সম্পদ লাভের আশায় নিজেকে বিসর্জন দিবো......!!?