26/02/2024
তথাকথিত আহলে হাদিস দের পীরে কামেল...
পীর ফারসি শব্দ, যার আরবি হলো শায়েখ। পীর বা শায়েখ সমার্থক শব্দ। শায়েখ কুরআন-সুন্নাহর কথা বললে, মানুষকে নেক কাজে উদ্বুদ্ধ করলে, শিরক-বিদয়াতমুক্ত আমলের কথা বললে; তা নিশ্চয়ই গ্রহণযোগ্য। এরূপ শায়েখের অনুসরণ নিজের ইসলাহের জন্য ফলপ্রসূ। ঐ একই কাজ কোনো পীরসাহেব করলে, তিনিও অনুসরনযোগ্য। কিন্তু কথিত আহলে হাদিস ভাইয়েরা শায়েখদের অনুসরণের ক্ষেত্রে ষোলো আনা রাজি থাকলেও পীরের অনুসরণের ক্ষেত্রে বিপরীত মেরুতে অবস্থান করেন, যা দ্বিচারিতার শামিল।
#এ কথা সত্য যে, কিছু ভণ্ড লোক নিজেদের আখের গোছানোর জন্য পীর সেজে শিরক-বিদয়াত ছড়াচ্ছে। তাদের দরবারগুলোকে নারী, মদ ও গানবাজনার কেন্দ্র বানিয়েছে। কিন্তু এজন্যে ঢালাওভাবে হক্বপন্থী পীরদেরও বিরোধিতা করা বিবেক প্রসূত কাজ হতে পারে না।