14/07/2025
মার্কেটিং শেখার মূলমন্ত্র কী?
আমাকে মার্কেটিংটা শিখতে হচ্ছে নিজের কাজের প্রয়োজনেই। যদিও চাকরি করা অবস্থায়ই আমি বিজনেস শেখার জন্য প্রচুর পরিমানে ইউটিউ কন্টেন্ট দেখতাম। বিজনেস শুরু করার পর সেগুলো আমার অনেক এবং অনেক কাজে লেগেছে।
মার্কেটিং শেখার জন্য আমি দুটি মাধ্যম ব্যবহার করছি। এক ইউটিউব। বাংলা-হিন্দি ও ইংরেজিতে কন্টেন্ট দেখছি। মার্কেটিং ও বিজনেস বিষয়ে ইউটিউবে এত এত কন্টেন্ট আছে যে, আপনি দেখে শেষ করতে পারবেন না। মনোযোগ ও ধৈর্য নিয়ে দেখতে থাকলে আপনি অনেক কিছুই অর্জন করতে পারবেন, ইনশাআল্লাহ।
মার্কেটিং শেখার জন্য আমি দ্বিতীয়ত পড়ছি বই। ইতোমধ্যে বেশ কয়েকটি বই পড়েছি। সেগুলো নিয়ে নিয়মিত রিভিউ দিতে পারলে বেশ ভালো একটা কাজ হয়ে যেত। আমার ওয়ালে এসে পড়ার মতন অনেক কিছুই মানুষ পেয়ে যেত।
যাইহোক, জিম ব্লাইথের লেখা ১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া বইটি পড়ছি। বইটি পড়ছি বলা যায় গত কয়েক মাস ধরে। মাঝেমধ্যে পড়ি। কোনো আইডিয়া আমার বিজনেসের জন্য উপযুক্ত মনে হলে, সেটিকে আলাদা করে টুকে রাখি। এই ধরণের বই এক নাগারে পড়া যায় না এবং পড়া উচিতও নয়।
বইটি পড়তে গিয়ে একটি বিষয় আমাকে বেশ অবাক করেছে। সেটি হলো, লেখক প্রতিটি আইডিয়ার সাথ একটি করে উদাহরণ দিয়েছেন। বলা যায় যে, ১০০ মার্কেটিং আইডিয়ার দিতে গিয়ে তিনি ১০০টি কম্পানীর বাস্তব উদাহরণ দিয়েছেন। এটি বেশ বিরাট ব্যাপার। ১০০ কম্পানীর তথ্য উদ্ধার করে তা এক মলাটে নিয়ে আসা চাট্টিখানি কথা নয়।
ভূমিকাতে লেখক বলেছেনও যে, তিনি কীভাবে উদাহরণগুলো এনেছেন। আমি ভাবছিলাম যে, আইডিয়াগুলোর সাথে যদি বাংলাদেশি কম্পানীগুলোর উদাহরণ থাকত, তবে তা আরও চমৎকার হতো।
বাংলাদেশের মার্কেটের বাস্তব উদাহরণ নিয়ে লেখা কোনো বই কি আপনি পড়েছেন? এক বাংলাদেশি লেখকের বই পড়েছিলাম। তিনি সব উদাহরণই দিয়েছিলেন বিদেশি কম্পানী ও উদ্যোক্তাদের থেকে।
এই বইয়ের ভূমিকাতে লেখক মার্কেটিং শেখার একটি মূলমন্ত্র শিখিয়ে দিয়েছেন। সেই মন্ত্র মেনে চললে দেখবেন যে, মার্কেটিং কঠিন কিছু না। আপনি নিজেই চমৎকার সব জিনিস নিয়ে হাজির হতে পারবেন।
যদিও মূলমন্ত্রটি শুনলে অনেকের কাছেই সাধারণ কথাবার্তা মনে হবে। প্রকৃতপক্ষে অসাধারণ বিষয়গুলো ঘটে থাকে সাধারণ প্রক্রিয়াতেই।
লিখেছেন- ইমরান হোসাইন নাইম
13/07/2025