20/09/2025
এক ঝাঁক উদ্যমী তরুণের হাত ধরে রচিত হচ্ছে—কওমিয়ানদের ক্যারিয়ার ভাবনা। মাদরাসা-মসজিদের খেদমত ঠিক রেখে পাশাপাশি কী করা যায়, কী করলে আরেকটু বাড়তি আয়ের পথ খুলবে—এই প্রশ্ন মাথায় নিয়ে যারা দিনরাত ঘুরে বেড়াচ্ছেন, তাদের জন্য পাথেয় হবে বইটি। যেসব কওমিয়ান ফুলটাইম সময় দিয়ে নতুন কোনো পেশায় নিজের ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাদের জন্য এটি হবে চূড়ান্ত গাইডলাইন।
বইটিকে আপনি চাইলে একটি আইডিয়া-ভান্ডারও বলতে পারেন। কারণ, বইটিতে আমরা ১০০টির মতো বিজনেস আইডিয়া এবং তার গাইডলাইন শেয়ার করেছি। প্রতিটি বিজনেস আপনি কীভাবে এবং কোথা থেকে শুরু করবেন, তার একটি মৌলিক রূপরেখা পেয়ে যাবেন নিঃসন্দেহে। নারীরা পর্দা ও সাংসারিক কাজকর্ম ঠিক রেখে কীভাবে আয়রোজগারে ভূমিকা রাখবে, রয়েছে তারও নির্দেশনা। ..
নিয়মিত আপডেট আসবে। আমাদের সঙ্গেই থাকুন।