নন্দন প্রকাশনী

নন্দন প্রকাশনী সৃজনশীল পুস্তক প্রকাশক

এক ঝাঁক উদ্যমী তরুণের হাত ধরে রচিত হচ্ছে—কওমিয়ানদের ক্যারিয়ার ভাবনা। মাদরাসা-মসজিদের খেদমত ঠিক রেখে পাশাপাশি কী করা যায়,...
20/09/2025

এক ঝাঁক উদ্যমী তরুণের হাত ধরে রচিত হচ্ছে—কওমিয়ানদের ক্যারিয়ার ভাবনা। মাদরাসা-মসজিদের খেদমত ঠিক রেখে পাশাপাশি কী করা যায়, কী করলে আরেকটু বাড়তি আয়ের পথ খুলবে—এই প্রশ্ন মাথায় নিয়ে যারা দিনরাত ঘুরে বেড়াচ্ছেন, তাদের জন্য পাথেয় হবে বইটি। যেসব কওমিয়ান ফুলটাইম সময় দিয়ে নতুন কোনো পেশায় নিজের ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাদের জন্য এটি হবে চূড়ান্ত গাইডলাইন।

বইটিকে আপনি চাইলে একটি আইডিয়া-ভান্ডারও বলতে পারেন। কারণ, বইটিতে আমরা ১০০টির মতো বিজনেস আইডিয়া এবং তার গাইডলাইন শেয়ার করেছি। প্রতিটি বিজনেস আপনি কীভাবে এবং কোথা থেকে শুরু করবেন, তার একটি মৌলিক রূপরেখা পেয়ে যাবেন নিঃসন্দেহে। নারীরা পর্দা ও সাংসারিক কাজকর্ম ঠিক রেখে কীভাবে আয়রোজগারে ভূমিকা রাখবে, রয়েছে তারও নির্দেশনা। ..
নিয়মিত আপডেট আসবে। আমাদের সঙ্গেই থাকুন।

ধীরে ধীরে বাড়ছে পাঠকের আনাগোনা। আন্তর্জাতিক ইসলামি বইমোলা-২০২৫।বাইতুল মুকাররম পূর্ব চত্বর।স্টল নং : ১২৮
19/09/2025

ধীরে ধীরে বাড়ছে পাঠকের আনাগোনা।

আন্তর্জাতিক ইসলামি বইমোলা-২০২৫।
বাইতুল মুকাররম পূর্ব চত্বর।
স্টল নং : ১২৮

এসাসিন থেকে ঠগী : বিশ্বের আলোচিত চল্লিশটি গুপ্ত সংঘের লোমহর্ষক কাহিনি অবলম্বনেগুপ্তসংঘের নাম উচ্চারিত হলেই আমাদের কল্পনা...
19/09/2025

এসাসিন থেকে ঠগী : বিশ্বের আলোচিত চল্লিশটি গুপ্ত সংঘের লোমহর্ষক কাহিনি অবলম্বনে

গুপ্তসংঘের নাম উচ্চারিত হলেই আমাদের কল্পনায় ভেসে ওঠে অতিরহস্যময় কিছু চরিত্র ও অদ্ভুত কাহিনি। ইন্টারনেটের অলিগলি জুড়ে ছড়িয়ে আছে এদের নিয়ে নানা ভৌতিক ও রহস্যঘেরা গল্প। এসব গল্প কখনো মানুষকে চরম কৌতূহলী করে তোলে, আবার কেউ কেউ অন্ধভাবে প্রভাবিত হয়ে পড়ে নিকৃষ্ট আনুগত্যে, জড়িয়ে যায় জঘন্য কাজে। তখনই চিন্তাশীল মস্তিষ্কে প্রশ্ন জাগে—“এসব গুপ্ত সংঘের কি আসলেই কোনো বাস্তবতা আছে?”

ইতিহাস ঘাঁটলে দেখা যায়, যুগে যুগে বহু গুপ্ত সংঘের অস্তিত্ব ছিল। এই বইতে আলোচনায় এসেছে প্রায় চল্লিশটি গুপ্ত সংঘের পরিচিতি ও ইতিহাস। প্রাচীন অ্যাসাসিন থেকে শুরু করে নিকট অতীতের ঠগী সম্প্রদায়—সবচেয়ে উল্লেখযোগ্য ও আলোচিত সংঘগুলোর কার্যকলাপ এখানে সন্নিবেশিত হয়েছে।

এই সকল সংঘের মধ্যে কিছু মিল পাওয়া যায়। তারা নিজেদেরকে কোনো না কোনো গোপন জ্ঞানের ধারক দাবি করত। কখনো দীর্ঘ উত্তরাধিকার সূত্র টেনে আনত, আবার কখনো অভিজাত তন্ত্রে বিশ্বাসী হয়ে গোপন এজেন্ডায় সমাজকে অস্থিতিশীল করত। কঠোর আনুগত্যের চর্চা, আধ্যাত্মিক মৃত্যুর ধারণা এবং রহস্যময় কর্মকৌশল ছিল তাদের সাধারণ বৈশিষ্ট্য।

অনুবাদকের নিপুণতা বইটির পাঠকে করেছে সাবলীল ও প্রাণবন্ত। সহজ, প্রাঞ্জল ভাষা পাঠকের মনে টেনে আনে ধারাবাহিকতা ও স্বাচ্ছন্দ্য।

বইটি কেবল ইতিহাসের জটিল দিকগুলো বুঝতে সাহায্য করবে না, বরং আপনার চিন্তা ও কৌশলগত পরিপক্বতাও বাড়িয়ে তুলবে। বিশ্বের নানা ঘটনার আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতাকে উন্মোচন করবে এই গ্রন্থ।

18/09/2025

ইসলামি বইমেলায় নন্দন প্রকাশনীর ১২৮ নং স্টলে আপনাদের আমন্ত্রণ।

বই কিনলেই থাকছে উপহার!

✅৩০০ টাকার বইয়ের সাথে ৫টি বুকমার্ক উপহার
✅৫০০ টাকার বইয়ের সাথে ৫টি বুকমার্ক ও বিজনেস প্ল্যানার উপহার
✅৯৯০ টাকার বইয়ের সাথে ১টি বই, ৫টি বুকমার্ক ও বিজনেস প্ল্যানার উপহার

নন্দনের নতুন চমক। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কাল মেলার মাঠে প্রচ্ছদ উন্মোচন করার ইচ্ছা রাখি।
18/09/2025

নন্দনের নতুন চমক। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কাল মেলার মাঠে প্রচ্ছদ উন্মোচন করার ইচ্ছা রাখি।

দীন ও দুনিয়ার সমান্তরাল সাফল্যের দিশাকিতাবের পাতা উল্টালে ইমাম আবু হানিফার জীবনীতে তার ব্যবসায়িক সাফল্য দ্যুতি ছড়ায়। তখন...
17/09/2025

দীন ও দুনিয়ার সমান্তরাল সাফল্যের দিশা

কিতাবের পাতা উল্টালে ইমাম আবু হানিফার জীবনীতে তার ব্যবসায়িক সাফল্য দ্যুতি ছড়ায়। তখন মনে একদিকে বিস্ময় জাগে, অন্যদিকে উচ্ছ্বাসও জন্ম নেয়। কিন্তু আবার মনে হয়—এসব তো শুধু মহান ইমামদের পক্ষেই সম্ভব! আমরা গুনাহগার মানুষ, আমাদের কাছে তো সময়ের বরকতও নেই। ইলম চর্চার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার সুযোগই বা কিভাবে হবে?

মাওলানা কাজী আতহার মুবারকপুরী রহ. তাঁর এই গ্রন্থে ঠিক এই অপরিণত ধারণার অপনোদন করেছেন। তিনি সাহাবায়ে কেরাম থেকে শুরু করে নিকট অতীতের প্রথিতযশা উলামাদের জীবন থেকে উদাহরণ টেনে দেখিয়েছেন—পেশা ও দীনের সমন্বয় কতটা স্বাভাবিক এবং অনন্য ছিল। গার্মেন্টস শিল্প, কারিগরি কাজ, পশুপালন—এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তারা হাত লাগাননি। কোনো কাজকেই তারা তুচ্ছ ভাবেননি; বরং ফরজ ইবাদতের পর জীবিকা অনুসন্ধানকেও ইবাদত হিসেবেই বিবেচনা করতেন।

অলিখিত নিয়মে বহু আলেম ইমামতি, মাদরাসা, কবিরাজি কিংবা হাদিয়া-তোহফার উপর নির্ভর করলেও এই বই তুলে ধরে যে যুগে যুগে আলেম সমাজ ব্যবসা, কৃষি ও নানা পেশায় সম্পৃক্ত থেকে দ্বীনের বহুমুখী খেদমত কিভাবে আঞ্জাম দিয়েছেন।

যুগের চাহিদা বিবেচনায় এটি একটি অত্যন্ত ফলপ্রসূ গ্রন্থ, যা আপনাকে দীন ও দুনিয়ার সমান্তরাল সাফল্যের পথে অনুপ্রাণিত করবে।
...
লিখেছেন, হাসান মাহমুদ

খানিক রোদ, খানিক বৃষ্টি—এভাবেই চলছে ইসলামী বইমেলা।আবহাওয়ার বৈরিতা যেন মেলার সঙ্গী হয়েও পাঠকদের পদচারণা থামাতে পারছে না। ...
17/09/2025

খানিক রোদ, খানিক বৃষ্টি—এভাবেই চলছে ইসলামী বইমেলা।
আবহাওয়ার বৈরিতা যেন মেলার সঙ্গী হয়েও পাঠকদের পদচারণা থামাতে পারছে না।

নানান ব্যস্ততার ফাঁকেও একবার ঘুরে আসুন বইমেলার প্রাণকেন্দ্র থেকে।

নান্দনিক ও চিন্তাশীল বইয়ের সমাহারে সাজানো নন্দন প্রকাশনীর ১২৮ নম্বর স্টল—আপনার অপেক্ষায়।

পছন্দের সাদাসিধে কিন্তু হৃদয়ছোঁয়া বইয়ের “ঘ্রাণ” নিতে চলে আসুন আজই।

স্থান : বাইতুল মুকাররম পূর্ব চত্বর

আল্লাহ'স মাউন্টেন। বইটিতে স্থান পেয়েছে একটি অকুতোভয় বীর জাতির ইতিহাস। শত শত বছর ধরে যারা নিজেদের ধর্ম ও সংস্কৃতি রাক্ষ...
15/09/2025

আল্লাহ'স মাউন্টেন। বইটিতে স্থান পেয়েছে একটি অকুতোভয় বীর জাতির ইতিহাস। শত শত বছর ধরে যারা নিজেদের ধর্ম ও সংস্কৃতি রাক্ষার্থে প্রতিরোধ করে যাচ্ছে। নব্বইয়ের দশকে রুশ ও চেচেনদের মাঝে সংঘটিত যুদ্ধকে উপজীব্য করে লেখা হয়েছে এই বইটি । লেখক সেবাস্টিয়ান স্মিথ একজন পেশাদার সাংবাদিক। তিনি সরেজমিনে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাক্ষাৎকার নিয়েছেন । পাশাপাশি তিনি সবিস্তারে বর্ণনা করেছেন চেচেনদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিগাঁথা। রাশিয়ার দখলদারিত্ব, কৌশল ও গুপ্ত রাজনীতি নিয়েও লেখক চমৎকার আলোচনা করেছেন।

‎১৯৪৪ সাল । স্ট্যালিন তাদেরকে কাজাখাস্তান ও সার্বিয়ার দিকে নির্বাসন দেয়। পথেই মারা যায় অর্ধেক । ঘরগুলো শূন্য পড়ে থাকে । রাশিয়ানরা সেগুলো দখলে নেয় । কবরের নামফলক গুলো উঠিয়ে ফেলে , যা ছিল তাদের কাছে অনেক সম্মানের । তার উপর দিয়ে নির্মিত হয় প্রশস্ত রাস্তা । শুধু সামরিকভাবেই নয় ঐতিহ্য ও সাংস্কৃতিকভাবেও তাদেরকে দমন করা হয় ।
‎স্ট্যালিন মারা গেলে নিজ ভূমিতে ফিরে আসে তারা । নামফলকগুলো একত্র করে সেই স্থানের নাম দেয়া হয় "গার্ডেন অব ডেথ" ।

‎১৯৯৪ সালে শুরু হয় চেচেন ও রুশ বাহিনীর মধ্যকার যুদ্ধ। তীব্র প্রতিরোধের চাপে পিছু হটতে বাধ্য হয় রুশ বাহিনী ।
‎যুদ্ধের পুরো সময়টা জুড়ে লেখক সেখানেই অবস্থান করছিলেন। যুদ্ধবিধ্বস্ত শহরের সাধারণ জনতা থেকে নিয়ে রুশ সৈনিক ও চেচেন যোদ্ধাদেরও সাক্ষাৎকার নিয়েছেন তিনি । war journalism এর একটি চমৎকার দিক হলো ঘটনাকে তার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর জবান থেকে শোনা যায় ফলে অনেক বেশি বাস্তব অনুভূত হয় । এই বইতেও war journalism এর এই চমৎকার দিকটি ফুটে উঠেছে । অনুবাদকের মুনশিয়ানা ছিল প্রশংসনীয়। সাবলীল ও মসৃণভাবে তিনি শব্দের গাঁথুনি এঁটেছেন। ফলে লেখার মর্ম উদ্ধার করা অত্যন্ত সহজতর হয়েছে ।

‎শত-সহস্র বছর ধরে সংগ্রাম ও আত্মত্যাগের মধ্যদিয়ে নিজেদের আত্মমর্যাদাবোধ ও সংস্কৃতি ভূলুণ্ঠিত হতে না দেয়া এই চিরবীর জাতি সম্পর্কে সম্যক অবহিত থাকা অত্যন্ত জরুরি বলে মনে করি ।...
লিখেছেন: হাসান মাহমুদ
শিক্ষার্থী: আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উসওয়াহ , হেমায়েতপুর, সাভার , ঢাকা ।

আন্তর্জাতিক ইসলামি বইমেলা-2025। বাইতুল মুকাররম পূর্ব চত্বর। আসুন। দেখুন। বই কিনু।
15/09/2025

আন্তর্জাতিক ইসলামি বইমেলা-2025।

বাইতুল মুকাররম পূর্ব চত্বর।

আসুন। দেখুন। বই কিনু।

বইমেলা মানেই লেখক পাঠকের মিলনমেলা,যেখানে একসাথে মিলিত হয় জ্ঞানী ও বিজ্ঞজনেরা।নন্দন প্রকাশনী স্টল নং ১২৮ এ শুধু বই নয় প...
15/09/2025

বইমেলা মানেই লেখক পাঠকের মিলনমেলা,
যেখানে একসাথে মিলিত হয় জ্ঞানী ও বিজ্ঞজনেরা।
নন্দন প্রকাশনী স্টল নং ১২৮ এ শুধু বই নয় পাবেন বিজনেস আইডিয়া, কন্টেন্ট রাইটিং, থ্রীলার , উপন্যাস, ইতিহাস, গল্প , ইহুদি চক্রের সন্ধান ইত্যাদি।

আমাদের স্টল নং : ১২৮
স্থান: বায়তুল মোকাররম মসজিদের পূর্ব চত্বর।

14/09/2025

এই ঘন বর্ষায় যারা মেলায় এসে বই সংগ্রহ করবে, তারা নিশ্চয়ই প্রকৃত পাঠক।

মেলা কোথায় হচ্ছে মনে আছে তো?

জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পূর্ব চত্বরে। স্টল নং - ১২৮।

আপনারা সবান্ধব আমন্ত্রিত।

আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত এখন শুধু আপনারা আসবেন! 📚আন্তর্জাতিক ইসলামী বইমেলা-২০২৫আজ ১৩ই সেপ্টেম্বর ২০২৫, রোজ শনিবার বি...
13/09/2025

আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত এখন শুধু আপনারা আসবেন!

📚আন্তর্জাতিক ইসলামী বইমেলা-২০২৫
আজ ১৩ই সেপ্টেম্বর ২০২৫, রোজ শনিবার বিকাল ৪ টায় উদ্বোধনী অনুষ্ঠান আরম্ভ হবে ইনশাআল্লাহ।

স্থান : জাতীয় মসজিদ বায়তুল মুকাররম এর পূর্ব গেইট সংলগ্ন বিস্তৃত এলাকাজুড়ে।

নন্দন প্রকাশনী
স্টল নং ১২৮

আসুন, লেখক, পাঠক আর প্রকাশক;
সবার প্রচেষ্টায় মেলা প্রাণবন্ত হয়ে ওঠুক!

Address

Shop-1 (2nd Floor), Qawmi Market, Banglabazar
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when নন্দন প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নন্দন প্রকাশনী:

Share

Category