নন্দন প্রকাশনী

নন্দন প্রকাশনী সৃজনশীল পুস্তক প্রকাশক

যারা আমাদের বর্ষপূর্তি অফার মিস করেছেন, তাদের জন্য সুখবর।
04/08/2025

যারা আমাদের বর্ষপূর্তি অফার মিস করেছেন, তাদের জন্য সুখবর।

১৭৪৮ সাল। দিল্লির মসনদে তখন আসীন বাদশা আহমাদ শাহ। রাজ্য পরিচালনার চাইতে ভোগ বিলাসেই তার যত আগ্রহ। উজিরে আজম সফদর জঙ্গই স...
27/07/2025

১৭৪৮ সাল। দিল্লির মসনদে তখন আসীন বাদশা আহমাদ শাহ। রাজ্য পরিচালনার চাইতে ভোগ বিলাসেই তার যত আগ্রহ। উজিরে আজম সফদর জঙ্গই সর্বময় ক্ষমতার অধিকারী। মসনদের স্থায়ীত্ব নিশ্চিত করতে সফদর জঙ্গ আঁতাত করলেন মারাঠা রাজা পেশওয়া বাজিরাও’র সঙ্গে। গোটা ভারতবর্ষ জুড়ে শুরু হলো মারাঠাদের কর্তৃত্ব। চলতে লাগল লুটতরাজ, নিপীড়ন আর রক্তের হোলি। ঠিক সেই সময় সুদূর আফগান থেকে ছুটে এলেন এক অকুতোভয় বীর—আহমাদ শাহ আবদালি। পানিপথ প্রান্তরে বেজে উঠল যুদ্ধের দামামা। যুদ্ধ, রাজনীতি, নাটকীয়তা, প্রেম, ষড়যন্ত্র আর ইতিহাসের মিশেলে রচিত ঐতিহাসিক উপন্যাস—পানিপথ।..
পানিপথ
মাকসুদ আয়ায
অনুবাদ : মুহিব বিন মনির
ধরন : ঐতিহাসিক উপন্যাস
পৃষ্ঠা : ১৬০ (ক্রাউন)
মুদ্রিত মূল্য : ২৭০ টাকা

এবার শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দিতে চাইলেন। জয়ের ঘনিষ্ঠ বন্ধু, তথ্য প্রতিমন্ত্রীকে একটি সংক্ষিপ্ত বক্তৃতা প্রস্তুত ক...
23/07/2025

এবার শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দিতে চাইলেন। জয়ের ঘনিষ্ঠ বন্ধু, তথ্য প্রতিমন্ত্রীকে একটি সংক্ষিপ্ত বক্তৃতা প্রস্তুত করতে বলা হয়। তিনি তার মোবাইল ফোনে সেটির খসড়া লিখেছিলেন। অথবা আগে থেকেই খসড়াটি তার সঙ্গে ছিল। কর্মকর্তারা ঢাকা ও শাহবাগের আশপাশে ছাত্র-জনতার অবস্থানের নতুন তথ্য নেন। তাদের হিসাব অনুযায়ী, গণভবন থেকে জনতা কেবল ৪৫ মিনিটের দূরত্বে তখন। তাই বক্তৃতা রেকর্ড করার প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়। জাতির উদ্দেশে শেষ ভাষণ শেখ হাসিনা আর দিতে পারেননি। হাসিনা এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্যাটেলাইট ফোনে ফোন করে তাকে ভারতে নিয়ে যাওয়ার জন্য একটি ফ্লাইট পাঠানোর অনুরোধ করেন। মোদি সঙ্গে সঙ্গে রাজি হন। কিন্তু দ্রুতই আবার ফোন করে মোদি জানান, কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া বিমান পাঠালে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। এতে তার প্রস্থানের ওপরও প্রভাব পড়বে।

শেষ পর্যন্ত তাড়াহুড়া করে বাক্স-প্যাটরা গোছাতে হলো। প্রথমে ৪টি স্যুটকেস নিয়ে হেলিকপ্টারে, তারপর বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহণ বিমান দিয়ে ভারতের দিকে যাত্রা। এর মাধ্যমে শেখ হাসিনা তার দীর্ঘ রাজনৈতিক জীবনেরও পাট তুললেন। শীঘ্রই গণভবন ও আশপাশের এলাকা থেকে সেনা প্রহরা প্রত্যাহার করা হলো। দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী, সদ্য পদচ্যুত শেখ হাসিনা যখন ভারতে পালাচ্ছেন, ছাত্র-জনতা তখন গণভবনে পৌঁছেছেন।

আগামীকালই কিন্তু আমাদের অফার শেষ হয়ে যাচ্ছে। এরপর আর সময় বাড়ানো হবে না। তাই ২০ জুলাই রাত ১২টার মধ্যেই অর্ডার কনফার্ম করে...
19/07/2025

আগামীকালই কিন্তু আমাদের অফার শেষ হয়ে যাচ্ছে। এরপর আর সময় বাড়ানো হবে না। তাই ২০ জুলাই রাত ১২টার মধ্যেই অর্ডার কনফার্ম করে ফেলুন। ছবিতে বইয়ের বিষয় অ ছাড়মূল্য দেয়া আছে। দেখেশুনে অর্ডার করে ফেলুন।

🤩প্রতি অর্ডারে ৩টি বুকমার্ক উপহার!
🤩৫০০ টাকার অর্ডারে বুকমার্ক ও বিজনেস প্ল্যানার উপহার
🤩১০০০ টাকার অর্ডারে বুকমার্ক, বিজনেস প্ল্যানার ও বই উপহার

✅ সরাসরি আমাদের বাংলাবাজার আউটলেট থেকেও নেয়া যাবে।
✅ পাইকার ও বুকশপারদের জন্য রয়েছে বাড়তি ছাড়।
❌ এটা শুধু নন্দন প্রকাশনীর অফার। অন্য প্রকাশনীর বইয়ের জন্য মেসেজ করবেন না।

🚚ডেলিভারি চার্জ-
*ডেলিভারি চার্জ সারা দেশে ৫০ টাকা (অগ্রিম পেমেন্টের ক্ষেত্রে)
*ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে ঢাকায় ৫০ ও ঢাকার বাইরে ৯০ টাকা চার্জ

এরকম কয়েকটি অর্ডার পেলেই নন্দনের কাউন্টার খালি হয়ে যেত। সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড় দিয়েও যদি স্টক ক্লিয়ার করতে না পারি, এই...
19/07/2025

এরকম কয়েকটি অর্ডার পেলেই নন্দনের কাউন্টার খালি হয়ে যেত। সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড় দিয়েও যদি স্টক ক্লিয়ার করতে না পারি, এই দুঃখ কাকে দেখাবো?

বর্ষপূর্তি অফারের বাকি আছে আর মাত্র একদিন এবং এটাই হতে পারে নন্দনের সর্বোচ্চ ছাড়ের সর্বশেষ অফার।

সুতরাং কী করতে হবে, আশা করি ভেঙে বলতে হবে না। পেইজের ইনবক্সে গিয়ে ঝটপট....

নন্দন প্রকাশনীর বর্ষপূর্তি উপলক্ষ্যে আগামী বৃহস্পতিবার নন্দনের পল্টন অফিসে একটা ছোটোখাটো আয়োজন করা হয়েছে।ওইদিন সরাসরি এস...
15/07/2025

নন্দন প্রকাশনীর বর্ষপূর্তি উপলক্ষ্যে আগামী বৃহস্পতিবার নন্দনের পল্টন অফিসে একটা ছোটোখাটো আয়োজন করা হয়েছে।

ওইদিন সরাসরি এসে নন্দন প্রকাশনীর বই নেয়া যাবে। ৭০% পর্যন্ত ছাড় চলছে। বিস্তারিত কমেন্টে।

নন্দন প্রকাশনীর শুভাকাঙ্ক্ষী হিসেবে সবার আন্তরিক দাওয়াত রইলো।

অবশেষে শুরু হলো নন্দনের বর্ষপূর্তি অফার। চলবে ২০ জুলাই পর্যন্ত। থাকছে ৭০% পর্যন্ত ছাড়, সাথে উপহারের ছড়াছড়ি। 🤩প্রতি অর্ডা...
15/07/2025

অবশেষে শুরু হলো নন্দনের বর্ষপূর্তি অফার। চলবে ২০ জুলাই পর্যন্ত। থাকছে ৭০% পর্যন্ত ছাড়, সাথে উপহারের ছড়াছড়ি।

🤩প্রতি অর্ডারে ৩টি বুকমার্ক উপহার!
🤩৫০০ টাকার অর্ডারে বুকমার্ক ও বিজনেস প্ল্যানার উপহার
🤩১০০০ টাকার অর্ডারে বুকমার্ক, বিজনেস প্ল্যানার ও বই উপহার

ক্যাটাগরি ওয়াইজ ছাড়মূল্য লেখা আছে। পছন্দের বইগুলো আমাদের ইনবক্স করে অর্ডার কনফার্ম করে ফেলুন এক্ষুণি!

✅ সরাসরি আমাদের বাংলাবাজার আউটলেট থেকেও নেয়া যাবে।
✅ পাইকার ও বুকশপারদের জন্য রয়েছে বাড়তি ছাড়।
❌ এটা শুধু নন্দন প্রকাশনীর অফার। অন্য প্রকাশনীর বইয়ের জন্য মেসেজ করবেন না।

🚚ডেলিভারি চার্জ-
*ডেলিভারি চার্জ সারা দেশে ৫০ টাকা (অগ্রিম পেমেন্টের ক্ষেত্রে)
*ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে ঢাকায় ৫০ ও ঢাকার বাইরে ৯০ টাকা চার্জ

মার্কেটিং শেখার মূলমন্ত্র কী?আমাকে মার্কেটিংটা শিখতে হচ্ছে নিজের কাজের প্রয়োজনেই। যদিও চাকরি করা অবস্থায়ই আমি বিজনেস শেখ...
14/07/2025

মার্কেটিং শেখার মূলমন্ত্র কী?

আমাকে মার্কেটিংটা শিখতে হচ্ছে নিজের কাজের প্রয়োজনেই। যদিও চাকরি করা অবস্থায়ই আমি বিজনেস শেখার জন্য প্রচুর পরিমানে ইউটিউ কন্টেন্ট দেখতাম। বিজনেস শুরু করার পর সেগুলো আমার অনেক এবং অনেক কাজে লেগেছে।

মার্কেটিং শেখার জন্য আমি দুটি মাধ্যম ব্যবহার করছি। এক ইউটিউব। বাংলা-হিন্দি ও ইংরেজিতে কন্টেন্ট দেখছি। মার্কেটিং ও বিজনেস বিষয়ে ইউটিউবে এত এত কন্টেন্ট আছে যে, আপনি দেখে শেষ করতে পারবেন না। মনোযোগ ও ধৈর্য নিয়ে দেখতে থাকলে আপনি অনেক কিছুই অর্জন করতে পারবেন, ইনশাআল্লাহ।

মার্কেটিং শেখার জন্য আমি দ্বিতীয়ত পড়ছি বই। ইতোমধ্যে বেশ কয়েকটি বই পড়েছি। সেগুলো নিয়ে নিয়মিত রিভিউ দিতে পারলে বেশ ভালো একটা কাজ হয়ে যেত। আমার ওয়ালে এসে পড়ার মতন অনেক কিছুই মানুষ পেয়ে যেত।

যাইহোক, জিম ব্লাইথের লেখা ১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া বইটি পড়ছি। বইটি পড়ছি বলা যায় গত কয়েক মাস ধরে। মাঝেমধ্যে পড়ি। কোনো আইডিয়া আমার বিজনেসের জন্য উপযুক্ত মনে হলে, সেটিকে আলাদা করে টুকে রাখি। এই ধরণের বই এক নাগারে পড়া যায় না এবং পড়া উচিতও নয়।

বইটি পড়তে গিয়ে একটি বিষয় আমাকে বেশ অবাক করেছে। সেটি হলো, লেখক প্রতিটি আইডিয়ার সাথ একটি করে উদাহরণ দিয়েছেন। বলা যায় যে, ১০০ মার্কেটিং আইডিয়ার দিতে গিয়ে তিনি ১০০টি কম্পানীর বাস্তব উদাহরণ দিয়েছেন। এটি বেশ বিরাট ব্যাপার। ১০০ কম্পানীর তথ্য উদ্ধার করে তা এক মলাটে নিয়ে আসা চাট্টিখানি কথা নয়।

ভূমিকাতে লেখক বলেছেনও যে, তিনি কীভাবে উদাহরণগুলো এনেছেন। আমি ভাবছিলাম যে, আইডিয়াগুলোর সাথে যদি বাংলাদেশি কম্পানীগুলোর উদাহরণ থাকত, তবে তা আরও চমৎকার হতো।

বাংলাদেশের মার্কেটের বাস্তব উদাহরণ নিয়ে লেখা কোনো বই কি আপনি পড়েছেন? এক বাংলাদেশি লেখকের বই পড়েছিলাম। তিনি সব উদাহরণই দিয়েছিলেন বিদেশি কম্পানী ও উদ্যোক্তাদের থেকে।

এই বইয়ের ভূমিকাতে লেখক মার্কেটিং শেখার একটি মূলমন্ত্র শিখিয়ে দিয়েছেন। সেই মন্ত্র মেনে চললে দেখবেন যে, মার্কেটিং কঠিন কিছু না। আপনি নিজেই চমৎকার সব জিনিস নিয়ে হাজির হতে পারবেন।

যদিও মূলমন্ত্রটি শুনলে অনেকের কাছেই সাধারণ কথাবার্তা মনে হবে। প্রকৃতপক্ষে অসাধারণ বিষয়গুলো ঘটে থাকে সাধারণ প্রক্রিয়াতেই।

লিখেছেন- ইমরান হোসাইন নাইম
13/07/2025

নন্দনের পাঠকরা প্রতিবছর মহা ধুমধামে আয়োজিত বর্ষপূর্তি অফারের অপেক্ষায় থাকে। এই বছর বর্ষপূর্তি অফার দেওয়া হবে কি না, এ নি...
13/07/2025

নন্দনের পাঠকরা প্রতিবছর মহা ধুমধামে আয়োজিত বর্ষপূর্তি অফারের অপেক্ষায় থাকে। এই বছর বর্ষপূর্তি অফার দেওয়া হবে কি না, এ নিয়ে কেউ কেউ শঙ্কাও ব্যক্ত করেছে। এই ঘোষণা সামনে যাওয়ার পর আপনাদের মনের যাবতীয় শঙ্কা নিশ্চয়ই দূর হয়ে যাবে।

হ্যাঁ, আপনাদের অনুমান সত্য- চলে এসেছে আমাদের বর্ষপূর্তি অফারের ঘোষণা। আগামী ১৫-২০ তারিখের মধ্যে নন্দনের যেকোনো বই অর্ডার করতে পারবেন সর্বোচ্চ ৭০% ছাড়ে।

আলস্য ঝেড়ে এখন থেকেই বইয়ের তালিকা প্রস্তুত করুন। আমরাও প্রস্তুতি নিচ্ছি মহা কর্মযজ্ঞের।

আইডিয়া আপনার ব্যবসার পাখা, আর কনটেন্ট তার গতি।একটা ছাড়া আরেকটা অচল।এই দুটি বই আপনাকে জানাবে— “কী” করবেন (মার্কেটিং আইডিয়...
09/07/2025

আইডিয়া আপনার ব্যবসার পাখা, আর কনটেন্ট তার গতি।
একটা ছাড়া আরেকটা অচল।
এই দুটি বই আপনাকে জানাবে—
“কী” করবেন (মার্কেটিং আইডিয়া)
এবং “কিভাবে” করবেন (কনটেন্ট রাইটিং)

একনজরে—
🔹 কন্টেন্ট ও মার্কেটিং প্যাকেজ
📘 ১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া
📘 কনটেন্ট রাইটিং ইজ কিং
💰 মূল্য: ৬৮০ টাকা | 🔖 ছাড়: ৪৭৫ টাকা (৩০%)

আপনার জুলাই কাটুক একজন 'জুলাইয়ের সাক্ষী যোদ্ধা'-এর সাথে।
08/07/2025

আপনার জুলাই কাটুক একজন 'জুলাইয়ের সাক্ষী যোদ্ধা'-এর সাথে।

দীর্ঘদিন ধরে আপনি হয়তো একটা ইউনিক আইডিয়া নিয়ে ভাবছেন।কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না—কোথা থেকে শুরু করবেন? কীভাবে এগোবেন...
05/07/2025

দীর্ঘদিন ধরে আপনি হয়তো একটা ইউনিক আইডিয়া নিয়ে ভাবছেন।
কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না—কোথা থেকে শুরু করবেন? কীভাবে এগোবেন?
কিংবা হয়তো কাউকে দেখে হঠাৎ করে কোনো একটি উদ্যোগ শুরু করেছেন, কিন্তু বুঝে উঠতে পারছেন না—কীভাবে মার্কেটিং ও ব্র্যান্ডিং করবেন? কীভাবে আকর্ষণ করবেন ক্রেতাকে? তার আগেই থেমে যাচ্ছে স্বপ্ন।

এমন অবস্থায় আপনার দরকার হয় জ্ঞান, দিকনির্দেশনা আর বাস্তব অভিজ্ঞতার আলো।
তাই ব্যবসায় মোটা অংকের বিনিয়োগ করার আগে আমরা সাজেস্ট করব—
প্রথমে বিনিয়োগ করুন কিছু গুরুত্বপূর্ণ বইয়ে।
এই বইগুলো আপনাকে শেখাবে—মার্কেটিং, ব্র্যান্ডিং, কনটেন্ট রাইটিং ও কাস্টমারকে খুশি করার অভিনব কৌশল।
এরপর হিম্মত, মেহনত এবং দোয়া—এই তিনকে সঙ্গী করে যাত্রা শুরু করুন। ইন শা আল্লাহ, আপনার হাত ধরেই হতে পারে পরবর্তী সফল ব্র্যান্ডের জন্ম!....
বইগুলোকে আমরা তিনটা প্যাকেজে বিন্যস্ত করেছি—
🔹 উদ্যোক্তা প্যাকেজ
📘 আলেম উদ্যোক্তা
📘 ডেলিভারিং হ্যাপিনেস
💰 মূল্য: ৮৮০ টাকা | 🔖 ছাড়: ৬১৫ টাকা (৩০%)

🔹 বিজনেস ও ব্র্যান্ডিং প্যাকেজ
📘 ফেসবুক বিজনেস মাস্টার ক্লাস
📘 বড়ো ব্র্যান্ডের বড়ো ব্যর্থতা
💰 মূল্য: ৭০০ টাকা | 🔖 ছাড়: ৪৯০ টাকা (৩০%)

🔹 কন্টেন্ট ও মার্কেটিং প্যাকেজ
📘 ১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া
📘 কন্টেন্ট রাইটিং ইজ কিং
💰 মূল্য: ৬৮০ টাকা | 🔖 ছাড়: ৪৭৫ টাকা (৩০%)

🔹 মেগা কম্বো প্যাকেজ (সব ৬টি বই!)
📘 আলেম উদ্যোক্তা
📘 ডেলিভারিং হ্যাপিনেস
📘 ফেসবুক বিজনেস মাস্টার ক্লাস
📘 বড়ো ব্র্যান্ডের বড়ো ব্যর্থতা
📘 ১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া
📘 কন্টেন্ট রাইটিং ইজ কিং
💰 মোট মূল্য: ২২৬০ টাকা
💥 অফার প্রাইস: ১৪৯৯ টাকা (৩৩%)
🎁 বোনাস:
✔️ বিজনেস প্ল্যানার
✔️ ২টি প্রিমিয়াম বুকমার্ক
✔️ ফ্রি হোম ডেলিভারি

📦 যেকোনো প্যাকেজ কিনলেই পাচ্ছেন:
✅ একটি বিজনেস প্ল্যানার
✅ দুটি প্রিমিয়াম বুকমার্ক

📲 অর্ডার করতে ইনবক্স করুন বা কল করুন: 01540-725586

Address

Shop-1 (2nd Floor), Qawmi Market, Banglabazar
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when নন্দন প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নন্দন প্রকাশনী:

Share

Category