Funtoosh

Funtoosh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Funtoosh, Digital creator, niketon, gulshan, Dhaka.

মেহজাবীন নাকি মালাইকা? কে বেশি সুন্দর?
06/09/2025

মেহজাবীন নাকি মালাইকা?
কে বেশি সুন্দর?

"ফান্দা""এখানে খলিল নামের কেউ আছে?"শীগ্রই আসছে....
06/09/2025

"ফান্দা"
"এখানে খলিল নামের কেউ আছে?"
শীগ্রই আসছে....

নাটক “Amar Adorer Boura - আমার আদরের বউরা”দেখুন BanglavisionDrama ইউটিউব চ্যানেলে!
06/09/2025

নাটক “Amar Adorer Boura - আমার আদরের বউরা”
দেখুন BanglavisionDrama ইউটিউব চ্যানেলে!

১১ সেপ্টেম্বর রাত ৯:৩০ মিনিটেএনটিভি'র পর্দায়।।
06/09/2025

১১ সেপ্টেম্বর রাত ৯:৩০ মিনিটে
এনটিভি'র পর্দায়।।

গ্ল্যামারের আড়ালে উঠে এল এবার এক ভয়ংকর বাস্তব। অভিনয়ের স্বপ্ন দেখাতেন তরুণীদের, আর ঠেলে দিতেন দেহব্যবসার মতো এক কুকর্মে...
06/09/2025

গ্ল্যামারের আড়ালে উঠে এল এবার এক ভয়ংকর বাস্তব। অভিনয়ের স্বপ্ন দেখাতেন তরুণীদের, আর ঠেলে দিতেন দেহব্যবসার মতো এক কুকর্মে! সদ্য এমনই অভিযোগ উঠে এসেছে ভারতের বাঙালি অভিনেত্রী আনুশকা মনি মোহন দাসের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার মুম্বাই থেকে তাকে আটক করে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাই-আহমেদাবাদ হাইওয়েতে ছদ্মবেশে অভিযান চালায় পুলিশ। খরিদ্দার সেজে আনুশকার সঙ্গে যোগাযোগ করতে একটি মলে ঢোকে দুই পুলিশ সদস্য। জানা যায়, অভিযুক্ত অভিনেত্রী নিজেই ওই বিলাসবহুল মলে ডেকে আনেন তাদের। সেখানেই ছদ্মবেশী পুলিশের হাত থেকে টাকা নিতে গিয়ে ধরা পড়েন আনুশকা মনি মোহন দাস।

বলিউডের অন্যতম এভারগ্রিন নায়িকা রেখা। একদিকে পর্দায় যেমন তার অভিনয়গুণ অনন্য, অন্যদিকে নানা চর্চায় তার ব্যক্তিজীবন। আর সে...
06/09/2025

বলিউডের অন্যতম এভারগ্রিন নায়িকা রেখা। একদিকে পর্দায় যেমন তার অভিনয়গুণ অনন্য, অন্যদিকে নানা চর্চায় তার ব্যক্তিজীবন। আর সে কারণে বারবার আলোচনায় এসেছে এই অভিনেত্রীর নাম। অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, স্বামী মুকেশ আগরওয়ালের মর্মান্তিক মৃত্যু; সব মিলিয়ে রেখার জীবন যেন সিনেমার মতোই।

দীর্ঘ ক্যারিয়ারে রেখাকে ঘিরে যেমন অসংখ্য গুঞ্জন ও গল্প ছড়িয়েছে, তেমনি তার ব্যক্তিগত জীবনও থেকেছে আলোচিত-বিতর্কিত। সেসব কাহিনির ভিড়েই ৪০ বছর পর আবার আলোচনায় এসেছে তার এক কথিত প্রেমের গল্প! শোনা যায় পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের সঙ্গেও নাকি প্রেম ছিল নায়িকার।

বলা বাহুল্য, তখন ইমরানের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ভারতেও তার ভক্তের সংখ্যা ছিল অগণিত। সেখানে গেলেই দেখা যেত, কখনও পার্টিতে, কখনও কোনো বিশেষ অনুষ্ঠানে। সে সময় নাকি পাশে থেকেছেন রেখা। আর স্বাভাবিকভাবেই শুরু হয় কানাঘুষা। প্রশ্ন উঠতে থাকে, তারা কি শুধুই বন্ধু, নাকি এর চেয়েও বেশি কিছু?

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৪ বছর বয়সে নিভে যায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের জীবনপ্রদীপ। আজ শনিবার ...
06/09/2025

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৪ বছর বয়সে নিভে যায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের জীবনপ্রদীপ। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) তার ২৯তম মৃত্যুবার্ষিকী; তাই দেশের সিনেমাপ্রেমী-ভক্তরা আবারও তাকে স্মরণ করছেন এই নায়ককে।

তবে শুধু সালমান শাহ’র ভক্তরাই নয়, ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানও তাকে আজ শ্রদ্ধা ভরে স্মরণ করলেন। শনিবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এর একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে দেখা যায় সালমান শাহের তিনটি কোলাজ ছবি। তাতে লেখা আছে, ‘স্মরণে অমর নায়ক সালমান শাহ’। সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেন শাকিব খান।

পোস্ট করে সালমান শাহ’র উদ্দেশে শাকিব খান লেখেন, ‘যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছি।’

গত শুক্রবার মুক্তি পেয়েছে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তের বলিউড সিনেমা ‘বাগি ফোর’। সাজিদ নাদিয়াওয়ালার প্রযোজনা এবং এ হর্ষ প...
06/09/2025

গত শুক্রবার মুক্তি পেয়েছে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তের বলিউড সিনেমা ‘বাগি ফোর’। সাজিদ নাদিয়াওয়ালার প্রযোজনা এবং এ হর্ষ পরিচালিত এই ছবিটি ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে অ্যাকশন সিনেমা হতে চলেছে, এমনটা আগেই বলা হয়েছিল। ছবিতে টাইগার শ্রফকে দেখা গেছে অভিনেতা সঞ্জয় দত্তের বিরুদ্ধে এক মিশনে।

এদিকে ছবি মুক্তির একদিন আগে পিঙ্কভিলা-কে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত জানান, কেন তিনি এই ছবিতে কাজ করতে রাজি হয়েছিলেন।

অভিনেতা বলেন, ‘বাগি ফোর-এ আমার চরিত্রটি খুবই শক্তিশালী এবং নৃশংস, কিন্তু ছবির শেষে দর্শকদের মনে তার প্রতি এক ধরনের অনুভূতি তৈরি হবে। যখন আমি প্রথম চিত্রনাট্য শুনেছিলাম, তখন আমার ‘বাস্তব’ ছবির কথা মনে পড়ে যায়। এমন অনুভূতি আমার অনেকদিন হয়নি।’

মাসরিকুল আলমের পরিচালনায় নতুন নাটক"তোমাকে চাই' 🎬আসছে.........
06/09/2025

মাসরিকুল আলমের পরিচালনায় নতুন নাটক
"তোমাকে চাই' 🎬
আসছে.........

05/09/2025
বলিউডে খান পরিবারের মধ্যে অন্যতম প্রভাবশালী পরিবার সালমান খানের পরিবারকেই ধরা হয়। বাবা সেলিম খান বলিউডের বর্ষীয়ান লেখক। ...
05/09/2025

বলিউডে খান পরিবারের মধ্যে অন্যতম প্রভাবশালী পরিবার সালমান খানের পরিবারকেই ধরা হয়। বাবা সেলিম খান বলিউডের বর্ষীয়ান লেখক। তিন ছেলে সালমান, আরবাজ ও সোহেল খান জনপ্রিয় অভিনেতা। শুধু খান নয়, এই পরিবার যেন বলিউডের খানদান! তবে অবাক করা বিষয় হলো, মুসলিম পরিবার হলেও এই পরিবারে গোমাংস খাওয়ার রীতি নেই। বাড়িতে গোমাংস রান্নাও হয় না।

এদিকে, ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় বলিউড ভাইজান সালমান খান। আর এর শুরুটা অভিনেতার গণেশপূজা পালন থেকে। ভিন্ন ধর্মের হয়েও পূজাঅর্চনায় অনুরাগ দেখে বিরক্ত তার মুসলিম ভক্তরা। এবার তা আরও উসকে দিলো তার গোমাংস বিমুখতা। গরু মায়ের মতো বলে গরুর মাংস খান না বলে জানিয়েছেন সালমান।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে এসেছিলেন সালমান। সেই অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, দুই ধরনের খাবার ছাড়া তিনি সব খান। বলেছিলেন, আমি সব খাই। কিন্তু আমি কখনও গোমাংস ও শূকরের মাংস খাই না।

বর্তমানে খানিকটা ব্যস্ত সময়ই কাটাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। চলতি মাসজুড়েই সুদূর অস্ট্রেলিয়াতে একাধি...
05/09/2025

বর্তমানে খানিকটা ব্যস্ত সময়ই কাটাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। চলতি মাসজুড়েই সুদূর অস্ট্রেলিয়াতে একাধিক শো- রয়েছে তার। এরই মধ্যে আলোচনায় চলে এলেন এই গায়ক। একটি হাসপাতালে তাহসানের নিকটে একটি নবজাতককে দেখতে পাওয়া যায়, আর তাতেই ব্যাপক শোরগোল পড়ে যায় ভক্তদের মাঝে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, এক নবজাতককে তাহসানের দিকে এগিয়ে দিচ্ছেন কেউ। আর তা দেখে উচ্ছ্বসিতও দেখা যায় গায়ককে। আর তাতেই ভক্তরা অনুমান করে বসে, কোলের শিশুটি নিশ্চয়ই রোজা ও তাহসানের, মা-বাবা হয়েছেন এই দম্পতি!

এমন গুঞ্জন নিয়ে যখন নেটিজেনদের মাঝে আলোচনা তুঙ্গে, তখনই এ নিয়ে মুখ খুললেন তাহসান; আর জানা গেলও সত্য! আর এ অবস্থায় বিব্রত বলেও জানান এই গায়ক।

Address

Niketon, Gulshan
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Funtoosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share