Funtoosh

Funtoosh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Funtoosh, Digital creator, Dhaka.

সর্বশেষ ‘জংলি’ সিনেমার মাধ্যমে আলোচনায় ছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এম রহিম পরিচালিত সিনেমাটিতে নায়ক সিয়াম আহম...
18/07/2025

সর্বশেষ ‘জংলি’ সিনেমার মাধ্যমে আলোচনায় ছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এম রহিম পরিচালিত সিনেমাটিতে নায়ক সিয়াম আহমেদের বিপরীতে দেখা যায় তাকে।

এরপর নতুন কোনো সিনেমাতেও দেখা না গেলেও সামনে বেশ কিছু প্রজেক্ট রয়েছে দীঘির। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আয় ও বিয়ে ভাবনা নিয়ে কথা বলেছেন ঢালিউডের এই অভিনেত্রী।

যেখানে নিজের আয় প্রসঙ্গে দীঘিকে বলতে শোনা যায়, যদি অনেক বেশি কাজ হয় তখন মাসে ৫ লাখের বেশিও ইনকাম হয়। কখনো কখনো ৭ লাখও হয়। সর্বনিম্ন এক থেকে দেড় লাখ ইনকাম হয়।

সাফা কবির নিজে বরিশালের মেয়ে। তাঁর দাদাবাড়ি বরিশালের গৌরনদী এলাকায় এবং মায়ের বাড়ি বরিশাল সদরে। তবে সাফার জন্ম ও বেড়ে ওঠা...
18/07/2025

সাফা কবির নিজে বরিশালের মেয়ে। তাঁর দাদাবাড়ি বরিশালের গৌরনদী এলাকায় এবং মায়ের বাড়ি বরিশাল সদরে। তবে সাফার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। অন্যদিকে সাফার সহশিল্পী মুশফিক আর ফারহানও বরিশালেন সন্তান।

অভিনয়শিল্পী সাফা কবির জানালেন, দুই বছর আগে নিকটাত্মীয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বরিশাল যাওয়া হয়েছিল। দাদা–দাদি ও নানা–নানির বংশের কেউ এখন আর বরিশালে থাকেন না। তাই এবার বরিশাল গিয়ে অনেক কিছু মিস করেছেন। সাফা বললেন, ‘আত্মীয়দের কেউ থাকলে অন্তত শুটিংয়ের ফাঁকে তাঁদের বাড়িতে বেড়াতে যেতে পারতাম, এই আফসোসটা ছিল অনেক বেশি।’

বরিশালে শুটিং শেষে ফিরে নিজের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন সাফা কবির। তিনি লিখেছেন, ‘আমার হৃদয়ের একটা অংশ বরিশালে পড়ে থাকে।’

হুমায়রা আসগরের মৃত্যুতে স্বাভাবিক কোনো কারণ দেখছেন না পরিবার। পাকিস্তানি এই অভিনেত্রীর বাবা বলছেন,“আমার মেয়েকে কেউ হ'ত...
17/07/2025

হুমায়রা আসগরের মৃত্যুতে স্বাভাবিক কোনো কারণ দেখছেন না পরিবার। পাকিস্তানি এই অভিনেত্রীর বাবা বলছেন,“আমার মেয়েকে কেউ হ'ত্যা করেছে”।

হুমায়রার মৃ'ত্যু'তে শোকাহত বাবা-মা অভিযোগ করেছেন, তাদের মেয়ের মৃ'ত্যু স্বাভাবিক কোনো কারণে ঘটেনি। মেয়ের মৃ'ত্যু'র পর প্রথমবার প্রকাশ্যে মুখ খুলে, তার বাবা আশঙ্কা প্রকাশ করেছেন—হুমায়রাকে হ'ত্যা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে হুমায়রার বাবা বলেন, “ও যেভাবে উপুড় হয়ে পড়ে ছিল, তাতে বোঝা যায়, এর পেছনে এমন কেউ রয়েছে যার ভয়-ভক্তি নেই, যার মনে আল্লাহর ভয় নেই।”

হুমায়রার মৃ'ত্যু'র পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে—পরিবার নাকি ম'র'দে'হ নিতে অস্বীকৃতি জানিয়েছে কিংবা হুমায়রা আর্থিক সংকটে ভুগছিলেন, বাসা ভাড়াও দিতে পারছিলেন না বলে খবর বের হয় তখন। এসব খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রতিবাদ করেছেন তার পরিবার।

‘প্রিটি লিটল বেবি’ গায়িকা কনি ফ্রান্সিস মা'রা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর ঘনিষ্ঠ বন্ধু রন রবার্টস এক ফেসবুক পোস...
17/07/2025

‘প্রিটি লিটল বেবি’ গায়িকা কনি ফ্রান্সিস মা'রা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর ঘনিষ্ঠ বন্ধু রন রবার্টস এক ফেসবুক পোস্টে এই দুঃসংবাদ জানান।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে কনি ফ্রান্সিস বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। ২ জুলাই তিনি ফেসবুকে লিখেছেন, তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বলেন, ‘আমি আবারও হাসপাতালে আছি। আমার শরীরে চরম য'ন্ত্র'ণা'র কারণ খুঁজে বের করতে নানা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’ ৪ জুলাই তিনি জানান, ‘একটা ভালো রাত কাটানোর পর আমি অনেকটাই সুস্থ বোধ করছি।’

কিন্তু শেষ পর্যন্ত চলে গেলেন কনি। তাঁর মৃ'ত্যু'র খবর শেয়ার করে বন্ধু রন রবার্টস লিখেছেন, ‘অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার প্রিয় বন্ধু কনি ফ্রান্সিস গত রাতে মা'রা গেছেন। আমি জানি, কনি চাইতেন তাঁর ভক্তরাই এই দুঃসংবাদ সবার আগে জানুক।’
কনি ফ্রান্সিসের পুরো নাম কনসেটা রোজা মারিয়া ফ্র্যাঙ্কোনেরো। তিনি ১৯৩৭ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন।

‘বজরঙ্গী ভাইজান’—বলিউডের অন্যতম সেরা ছবি। সালমান খানের অভিনীত এই ২০১৫ সালের ব্লকবাস্টার সিনেমা আজও দর্শকদের মনে আলাদা জা...
16/07/2025

‘বজরঙ্গী ভাইজান’—বলিউডের অন্যতম সেরা ছবি। সালমান খানের অভিনীত এই ২০১৫ সালের ব্লকবাস্টার সিনেমা আজও দর্শকদের মনে আলাদা জায়গা করে আছে। পাকিস্তানের এক নির্বাক শিশুকন্যাকে তার দেশে ফিরিয়ে দেওয়ার হৃদয়স্পর্শী কাহিনি ছুঁয়ে গিয়েছিল দেশজুড়ে কোটি কোটি দর্শককে। আর তাই, এত বছর পরেও বহু অনুরাগী অপেক্ষায় রয়েছেন দ্বিতীয় অধ্যায়ের।

সেই অপেক্ষায় যেন একটু আশার আলো জ্বলল এবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক কবির খান জানালেন, সত্যিই সালমান খানের সঙ্গে বসে ‘বজরঙ্গী ভাইজান ২’-এর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

‘পিঙ্কভিলা’-কে দেওয়া সাক্ষাৎকারে কবির খান বলেন, “হ্যাঁ, আমাদের মধ্যে ‘বজরঙ্গী ভাইজান ২’ নিয়ে কথা হয়েছে। তবে এমন একটা আইকনিক ছবির দ্বিতীয় পর্ব বানানোর আগে আমরা খুব সতর্ক।

এখনকার দিনে যেখানে একের পর এক ফ্র্যাঞ্চাইজি হচ্ছে, সেখানে আমরা তাড়াহুড়ো করতে চাই না। শুধু জনপ্রিয়তার জন্য এই ছবির উত্তরাধিকার নষ্ট করতে চাই না।”
পরিচালকের স্পষ্ট বক্তব্য, “একটা উপযুক্ত গল্প আসবে, হয়তো এখনই, হয়তো এক বছর পরে—সেই সময়েই আমরা ছবিটা বানাব।”

মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা। পরিবার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মা ও ন...
16/07/2025

মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা। পরিবার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। নতুন অতিথিকে নিয়ে উচ্ছ্বসিত ‘সিড–কিয়ারা’ জুটি। যদিও এখনো পর্যন্ত দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, এনডিটিভিসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

সিদ্ধার্থ ও কিয়ারার প্রেম শুরু হয়েছিল ‘শেরশাহ’ ছবির সেটে। ২০২১ সালে মুক্তি পাওয়া এই ছবিতে অনস্ক্রিন রসায়ন দর্শকদের মুগ্ধ করলেও পর্দার বাইরের সম্পর্কও ধীরে ধীরে গাঢ় হয়ে ওঠে। অনেক দিন চুপিচুপি প্রেম করার পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সালমিরে রাজকীয় আয়োজনে চার হাত এক করেন তাঁরা। বলিউডের তারকা বিয়েগুলোর মধ্যে এটি অন্যতম আলোচিত ও জনপ্রিয় ছিল।

তেলেগু অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কোটা শ্রীনিবাস রাও মারা গেছেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থ...
13/07/2025

তেলেগু অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কোটা শ্রীনিবাস রাও মারা গেছেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতায় আজ রোববার সকালে হায়দরাবাদের জুবিলি হিলসের ফিল্মনগরের নিজ বাসভবনে মৃত্যু হয় এ অভিনেতার। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মাত্র তিন দিন আগেই উদ্‌যাপন করেছিলেন নিজের জন্মদিন।

চার দশকের বেশি সময় ধরে সিনেমায় সক্রিয় থাকা কোটা শ্রীনিবাস রাও তেলেগু, তামিল, কন্নড়, হিন্দি—মোট চারটি ভাষায় ৭৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তাঁর অভিষেক ঘটে ১৯৭৮ সালে তেলেগু ছবি ‘প্রাণম খরিদু’র মাধ্যমে। খলনায়ক, কমেডি কিংবা পার্শ্বচরিত্র—সব ধরনের চরিত্রেই ছিলেন সমান দক্ষ। ২০০৫ সালে বলিউডে অভিষেক ঘটে রাম গোপাল ভার্মার ‘সরকার’ ছবিতে ‘সিলভার মনি’ চরিত্রের মাধ্যমে।
তাঁর কিছু উল্লেখযোগ্য ছবি হলো ‘আহা না পেল্লান্তা!’, ‘প্রতিঘাতনা’, ‘খাইদি নাম্বার ৭৮৬ ’ ও ‘শিবা’। অসাধারণ অভিনয় তাঁকে এনে দেয় পদ্মশ্রী (২০১৫), ৯টি নন্দী অ্যাওয়ার্ডসহ বহু সম্মাননা।

বলিউড হোক বা দক্ষিণি—সিনেমাপ্রতি কে কত পারিশ্রমিক পান, সেটা সাধারণত বেশ গোপনেই রাখা হয়। তবে মাঝেমধ্যে কিছু প্রতিবেদন কিং...
12/07/2025

বলিউড হোক বা দক্ষিণি—সিনেমাপ্রতি কে কত পারিশ্রমিক পান, সেটা সাধারণত বেশ গোপনেই রাখা হয়। তবে মাঝেমধ্যে কিছু প্রতিবেদন কিংবা বিশ্বস্ত সূত্র সেই পর্দা সরিয়ে দেয়, আর তখনই সামনে আসে তারকাদের চোখধাঁধানো পারিশ্রমিকের অঙ্ক। এত দিন ভারতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন দীপিকা পাড়ুকোন। পারিশ্রমিকের দৌড়ে দীপিকার চেয়ে খুব একটা পিছিয়ে নেই আলিয়া ভাটও। তবে সাম্প্রতিক এক চুক্তিতে বদলে গেছে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর নাম। প্রিয়াঙ্কা চোপড়া, যিনি প্রায় ছয় বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন। তিনি একটি ছবির জন্য ৩০ কোটি রুপি নিয়েছেন। এটিই এখন পর্যন্ত কোনো ভারতীয় অভিনেত্রীর সর্বোচ্চ পারিশ্রমিক।

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুজনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ...
09/07/2025

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুজনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাজিদা আক্তার (৩৫) নামে এক নারী বাদী হয়ে এ মামলার আবেদন করেন; এরপর সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

বিষয়টি নিয়ে এরপর মুখ খুলেছেন ডিপজল। তার দাবি, এমন মামলা উদ্দেশ্যপ্রণোদিত, আদালতের কাছে চান সুষ্ঠু বিচার।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ডিপজল উল্লেখ করেন, ‘একজন পাগল ভক্ত কর্মকাণ্ড পুঁজি করে যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছেন! আল্লাহ আপনাদের বিচার করবেন।’

বলিউডের চিরকুমার খ্যাত সালমান খানকে নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে— কবে বিয়ে করছেন এই নায়ক! বয়স ষাট ছুঁয়ে গেলেও এখনও ঘর বাঁধেননি...
09/07/2025

বলিউডের চিরকুমার খ্যাত সালমান খানকে নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে— কবে বিয়ে করছেন এই নায়ক! বয়স ষাট ছুঁয়ে গেলেও এখনও ঘর বাঁধেননি! যদিও জীবনে বহুবার প্রেমে জড়িয়েছেন; কিন্তু স্থায়ী হয়নি কোনোটাই।

কিন্তু এরইমধ্যে সালমানের এক পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। তাদের একাংশের মনে প্রশ্ন, তবে কি নিজের জন্য জীবনসঙ্গী খুঁজে পেলেন সালমান?

গত বুধবার ছিল সালমানের ভগ্নিপতি ও প্রযোজক অতুল অগ্নিহোত্রীর জন্মদিন। তাকে শুভেচ্ছা জানিয়ে সালমান একটি আবেগঘন পোস্ট করেন। বোন আলভিরা ও অতুলের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন অতুল। আমার বিল (ব্রাদার-ইন-ল)। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেকটা ভালোবাসা।’

বলিউড পরিচালক অনুরাগ বসুর মিউজিক্যাল ড্রামা ‘মেট্রো ইন দিনো’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। গত শুক্রবার ...
09/07/2025

বলিউড পরিচালক অনুরাগ বসুর মিউজিক্যাল ড্রামা ‘মেট্রো ইন দিনো’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। গত শুক্রবার মুক্তিপ্রাপ্ত এই তারকাখচিত ছবিটি ইতিবাচক পর্যালোচনা কুড়িয়েছে দর্শক ও সমালোচকদের কাছ থেকে।

ছবিতে অভিনয় করেছেন সারা আলি খান, আদিত্য রয় কাপুর, নীনা গুপ্তা, অনুপম খের, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠি এবং আলি ফজল-সহ একঝাঁক জনপ্রিয় তারকা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির মাত্র পাঁচ দিনে ছবিটি মোট ২২.১৫ কোটি টাকা আয় করেছে।

বক্স অফিস আপডেট বলছে, ‘মেট্রো ইন দিনো’ মঙ্গলবার ২.৯ কোটি টাকা সংগ্রহ করেছে, যা সোমবারের ২.৫ কোটি টাকার আয়ের চেয়ে কিছুটা বেশি। ছবিটি উদ্বোধনী সপ্তাহান্তেই মোট ১৬.১৭ কোটি টাকা আয় করে বক্স অফিসে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেয়।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং তার প্রযোজনা সংস্থা থেকে বিপুল টাকা আত্মসাতের অভিযোগে তার প্রাক্তন...
09/07/2025

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং তার প্রযোজনা সংস্থা থেকে বিপুল টাকা আত্মসাতের অভিযোগে তার প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ৭৬.৯ লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে বেদিকার বিরুদ্ধে। আলিয়ার মা সোনি রাজদানের অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের আগস্ট মাসের মধ্যে এই আর্থিক প্রতারণা সংঘটিত হয়। চলতি বছরের ২৩ জানুয়ারি আলিয়ার মা সোনি রাজদান মুম্বাইয়ের জুহু থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই বেদিকা শেঠির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Funtoosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share