জামালপুৱ নিউজ আপডেট ডট কম

জামালপুৱ নিউজ আপডেট ডট কম নিপুন জাকারিয়া
সত্যের সন্ধানে নির্ভি

09/10/2025

জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকার ম*র*হুম আলহাজ্ব সিমুতুল্লাহ হাজী দ্বিতীয় ছেলে, শ্যামল বাগী পীর সাহেবের আ*ত্মার আত্মীয়, বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর আলহাজ্ব মোহাম্মদ আলীর জা*নাজার নামাজ শুক্রবার সকাল ৮ ঘটিকায় সময় ছোনটিয়া ন্যাশনাল আটো রাইচ মিল প্রঙ্গনে, অনুষ্ঠিত হবে। মরহুমের জা*নাজা নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের উপস্থিতি কামনা করেছে, তার পরিবার।

জামালপুরে পর*কী*য়ায় ব*র্ষা বরণনিপুন জাকারিয়া :--জামালপুরে  পর*কীয়ার অন্যরকম মোড়। চাচীর কাছে শিক্ষা নিয়ে, যেতে চাই বহুদ...
08/10/2025

জামালপুরে পর*কী*য়ায় ব*র্ষা বরণ

নিপুন জাকারিয়া :--

জামালপুরে পর*কীয়ার অন্যরকম মোড়। চাচীর কাছে শিক্ষা নিয়ে, যেতে চাই বহুদূর। চাচির ছিল আট বছরের, ভাতিজির ছিল চার। এই বিষয়ে, প্রেমিক কবি, নিপুন জাকারিয়া কয়, সন্তানের ভালোবাসা তাদের আট*কাতে পারে নাই। আট*কিয়ে*ছে পর*কীয়ায়, যুগের সাথে তাল মিলিয়াই, হইছে যৌ*বনের ঢেউ। সাক্ষীর রবে নে*ট দুনি*য়া, ভু*লবে না কেউ । নিপুন জাকারিয়ার, খবর শুনে, অনেকেই হবেন অবাক, জামালপুরের মাদারগঞ্জ মানেই সং*সার ভা*ঙ্গার স্ব*ভাব। অনেক নারী পর*কী*য়াকেই আসল মনে করে, স্বভাব গুনে নিজের পা*য়ে, নিজেই কু*ড়াল মা*রে।বলছে কয়েকজন গুণীজনে, প্রেম চলে সং*গো*পনে, নিরা*লায় হয় দেখা। অর্থ দিয়ে কি হবে, যদি না থাকে, প্রতি রাতে, কাউকে নিয়ে, নি*ত্য খে*লার রে*খা। নিপুন জাকারিয়া, দ্বিমত করে ব*জ্র ক*ন্ঠে কয় , আদারভিটায় কয়ড়া মানে, মাদারগঞ্জ কিংবা পুরো জেলা নয়। নি*শি রাতে তাদের প্রেমের হত অনেক কাব্য। কার্তি মাসের সং*যমেতে
কৃর্তি হতো, কুকুরের জুটে সুখ । সং*যম নিয়ে আনন্দ মাতিয়ে, পরিবারের ভা*ঙ্গে বুক। ভাবতো তারা চির সুখি। তাদের কাছে মনে হতো পুরো জাতিটাই দুঃ*খী। নিপুন জাকারিয়া লেখনীতে শ্রোতাদের উদ্দেশ্যে কয় , পুরো জেলায় হচ্ছে এবার, একটু বেশি বেশি বৃষ্টি, এটা থেকে, বর্ষা নামের মেয়েটার বুকে, নতুন প্রেমের সৃ*ষ্টি। ৫ দিন আগে চাচী গিয়েছে, খোকনের সাথে ভেগে। তাই থেকে শিক্ষা নিয়েছে, মেহেদির ভাস্তি বর্ষা নিরজনে। ৬ বছর আগে, সৌদি প্রবাসীর সাথে, হয়েছিল তার বিয়ে। হাস্যজ্জল কমতি ছিল না, প্রথম স্বামীকে নিয়ে। আনন্দে ভেসেছে, পুরো এলাকা জুড়ে। জাঁকজমকপূর্ণ বিয়ে হয়েছিল, রেখেছে সবার মনে। চার বছরের ছেলে রেখে, নিজের সুখের আশায়। কি হবে আর একা থেকে, ক্ষনিকের সুখে গা বাসায়। নিপুন জাকারিয়া মনে করে, সারা জামালপুরে হচ্চে এবার বেশি বেশি বৃষ্টি। বর্ষা নিজেকে তাই, জোয়ারে ভাসিয়ে, করলো প্রেমের সৃষ্টি। প্রতিবেশী আলীর ছেলে ইয়ামিন দেখতে ভালো, চা*হিদা তার সব মি*টিয়ে, মনে জা*য়গা নিলো। পরকীয়ায় দুজনে দিয়েছে, অজানার উদ্দেশ্যে পারি। এলাকা জুড়ে আলোচনা, সমালোচনা হচ্ছে ভারী। ৬ বছরের সংসার, চার বছরের ছেলে, পর*কীয়ার মাঝে বা*ধা হতে পারেনি। এ বিষয়ে মা*মলা করবে, বলছে তাহার প্রথম স্বামী। আর কত ঘর ভা*ঙবে, জামালপুরে শুনি। জামালপুরে ঘুরে ঘুরে প*রকী*য়ার স্বভাব, এখনি আমাদের আট*কাতে হবে নারীদের সকল অ*ভাব।

নিপুন জাকারিয়া
জামালপুর
০৮-১০-২৫

জামালপুরে ভালোবাসা মা*নলো না বাধা। সে*না সদস্য আরিফুল ইসলাম শুভর স্ত্রী সাথে, দীর্ঘদিনের প্রেমিক মধ্যে রাতে এলাকাবাসীর হ...
28/09/2025

জামালপুরে ভালোবাসা মা*নলো না বাধা। সে*না সদস্য আরিফুল ইসলাম শুভর স্ত্রী সাথে, দীর্ঘদিনের প্রেমিক মধ্যে রাতে এলাকাবাসীর হাতে বাঁ*ধা। প্রেম স্বর্গীয় উপর থেকে আসে, একান্তে হয় বিচলন। স্বামী দ্বারা সুখ না হলে, প্রেমিকের সাথে চলে গিয়ে করতে আলি*ঙ্গন । সাজাতে ভালোবাসা নতুন অধ্যায়ে আসর। যেখানে প্রিয় জন করতো তোমার সাথে বাসর। তোমার পরকীয়া একজন দক্ষ সৈনিক কে করেছে হেনস্ত। হে নারী, তুমি মধ্যরাতের ম*ক্ষী রানী। এমন কত জন প্রেমিক আছে তোমারে দ্বারস্থ। যাদের সাথে মধ্যরাতে চলে তোমার প্রাচীন খেলার কা*রস্থ। মাদারগঞ্জের গুনারীতলা মধ্যপাড়া মাষ্টার বাড়ী থেকে সারা জামালপুর, তুমি দিলে আজ মধ্য রাতের ক*ল*ঙ্কের দাগ। তোমার এই মধ্যরাতের উ*ল*ঙ্গ নিত্য ইতিহাসের সাক্ষী হয়ে থাক। শুভ সকাল

জামালপুর নিউজ আপডেট ডটকম
জামালপুর
২৭-০৯-২৫

24/09/2025

জামালপুরে জমি সং*ক্রান্ত বি*রোধে ওটি*জ*ম শি*শু হালিমার উপর হা*মলা, গাছ তুলে নেওয়ার অভিযোগ

জামালপুর নিউজ আপডেট :---

জমি সংক্রান্ত বিরোধে চার বছরের ও*টিজ*ম শি*শু হা*মলা*র শি*কার এমন অ*ভি*যোগ এনে এক দরিদ্র পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। জামালপুর সদর উপজেলার মেষ্ঠা ইউনিয়নে বুখুঞ্জা এলাকায় দীর্ঘদিন ধরে এ বি*রোধ চলে আসছিলো। স্থানীয় মাতাব্বরা কয়েক দফায় শালিশী বৈঠকের সমঝোতা করে দিলেও এক পক্ষ তা মানতে নারাজ। সরজমিনে গিয়ে জানা যায়, মৃত ছাত্তার ফকিরের ছেলে বাবু মিয়া, মোশারফ ফকির ও মেয়ে তানজিলা বাড়ীর সিমানা খুঁটি অতিক্রম করে পাকা ঘরের কাজ শুরু করে। এ বিষয় নিয়ে, আপন চাচা হাফেজ উদ্দিনের সাথে কথা কা*টা*কা*টি হয়। যার পেক্ষিতে কয়েক দফায় দরিদ্র চাচা হাফেজ উদ্দিন ও তার ও*টি*জম শিশু এবং পরিবারের উপর দে*শীয় অ*স্ত্র নিয়ে, হ*ত্যা*র উদ্দেশ্যে হা*ম*লা করলে, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উ*দ্ধার করে। হাফেজ ও তার ছেলে রাসেলকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। উক্ত ঘটনার ১৩-০৬-২৫ তারিখে জামালপুর সদর থানায় অ*ভি*যো*গ দায়ের করেন ভুক্তভোগী হাফিজের পরিবার। এরপর থেকে তাদের উপর নেমে আসে অমানবিক নির্যাতন। ২৩ সেপ্টেম্বর সকালে আবারো হামলার শিকার হয়েছেন হাফিজ উদ্দিন এর সহধর্মিনী রাশেদা বেগম ও তার চার বছরের ওটি*জম শিশু হালিমা। হামলার বিষয়ে হাফিজ উদ্দিন বলেন, আমি দরিদ্র মানুষ, ঢাকায় দিনমজুরি করে দিন চলে। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই থানায় অ*ভি*যোগ করেছি। আমার জমি তারা জোর*পূর্ব*ক দখলে নেওয়ার চেষ্টা করছে, বাড়ির পাশের গাছ তুলে ফেলছে। তাই আমি অনিরাপত্তায় ভুগছি। আমি প্রশাসনের কাছে আমার ও পরিবারের সকলের জীবনে নিরা*পত্তা চাই।

জামালপুর

জামালপুর ব্রহ্মপুত্র নদ। এখন শুধু ম*রা স্মৃতি
22/07/2025

জামালপুর ব্রহ্মপুত্র নদ। এখন শুধু ম*রা স্মৃতি

প্রিয় ভাই এর মৃত্যুতে আমরা শোকাবহ
20/07/2025

প্রিয় ভাই এর মৃত্যুতে আমরা শোকাবহ

শুভ দুপুর
20/07/2025

শুভ দুপুর

06/07/2025

নব জাত*কের জী*বন নিলো, নগর মাতৃ *সদন, জামালপুর।

হারিয়ে গেছিস তোরা, বলেনা এখন ওরা, ডান দিয়ে যাও, বাম দিয়ে যাওনিপুন জাকারিয়া:--- পৃথিবীর ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে প্রতিনি...
05/07/2025

হারিয়ে গেছিস তোরা, বলেনা এখন ওরা,
ডান দিয়ে যাও, বাম দিয়ে যাও

নিপুন জাকারিয়া:---

পৃথিবীর ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত অনেক কিছু। আমাদের অজান্তেই কিছু পরিচিত প্রাণী ও পশু -পাখি বিলপ্তির পথে। পৃথিবী হারাচ্ছে তার চির চলিত মনোরম পরিবেশ। বিধাতার প্রেরিত, উপকারী এই সব পশু -পাখিদের হারিয়ে, পুরোনো ঐতিহ্য ধরে রাখা, অসম্ভব হয়ে পড়েছে ।

যেখানে সেখানে, পশু পাখি, করা হচ্ছে শিকার। মানব সভ্যতা আজ হুমকির মুখে। দিনকে দিন সমাজের বৃদ্ধি পাচ্ছে হিংসা-বিভেদ। উঠে যাচ্ছে, গ্রামের বাপ- দাদাদের আমলের সেই সহজ সরল মনোভাব ও মানুষিকতা। প্রকৃতি হারাচ্ছে তার আপন সুন্দর্য।

আজ আমি যাদের কথা তুলে ধরবো, তারা মানব সভ্যতার শুরু থেকে ৯০ দশক পর্যন্ত, হয়তো প্রতিটি মানুষের পরিচিত। কতই না স্মৃতি জড়িয়ে রয়েছে, ধরা ছোঁয়ায় বাহিরে থাকা, এসব পশু-পাখিদের সাথে আমাদের। তারা হারিয়ে গেছে, আমাদের হৃদয় থেকে মুছে যাচ্ছে, তাদের স্মৃতি।

ইলেকট্রিক ও মোবাইল নেট ওয়ার্কের যুগে, আস্তে আস্তে আমরা তাদের কথা ভুলতে বসেছি, এখন আর কেউ তাদের কথা মনেও করেনা। আজকাল সভ্যতার উন্নয়নে আর তাদের প্রয়োজন হয়না মানুষের। কিন্তু একটি সময় ছিল, যখন তারা আমাদের বার্তা বহনের কাজ করতো। ভালো কিংবা মন্দ, আপদ-বিপদ, বার্তা বহন করে, আমাদের জানিয়ে দিতো, কেউ আসছে, তৈরি হয়ে নাও। কালের বিবর্তনে, আজ তাদের আমরা ভুলে গেছি।

খুব জানতে ইচ্ছে করে, তারা কেমন আছে? আমি সেদিনগুলির মতোই, তোমারদের এখনো অনেক ভালবাসি। তাই আজ আমার হৃদয়ে গাথাঁ, প্রিয় দুটি পাখিকে নিয়ে লেখা।

আমি তখন তৃতীয় শ্রেনির ছাত্র। বাবা ডাক্তারী কাছে ব্যাস্থ। গেটপারে কৃষিবিদ মোখলেছুর রহমান কাকার হোটেলের নিজ তলায় এবং সদরের মাধুর বাজারে তার দুটি ঔষুদের দোকান। সকালে চলে যাই, রাতে ফিরে। তার সাথে তেমন দেখা হতো না আমার। আমার ছোট দাদা তার চির চেনা চেয়ারে বসে আছে, মধ্যন্ন খন্ডে। আমি আমাদের বাড়িগে বসে, দুপুরের মিষ্টি রৌদে মায়ের হাতে তুলা ভাত খাচ্ছি। যদিও এখনো মা আমাকে ভাত তুলে খাওয়ায়। মনে পড়ছে, সেদিনের কথা। আমার নিজ দাদা মরহুম তাজমুল হক মোল্লাও সেদিন বাড়িগে বসে, কামলাদের জন্য হুকা সাজাচ্ছে। আমাদের গোয়াল ঘরে তখন, গরু ১২-১৫ টি, কামলা তিনটি, পষ্ট মনে পড়ছে আমার। গাছে বসে ডাকছে কুটুম পাখি। তার অন্য নাম আমার জানা নেই।

ছোট দাদা আব্দুর জব্বার কেরানি (দাদার ছোট ভাই) বাড়িগে চেয়ারে বসে, মিষ্টি রৌদে শরীল লেলিয়ে জোরে জোরে বলছে, ডান দিয়ে যাও, বাম দিয়ে যাও। পাখির ডাক চলছে, পাখি তার মিষ্টি সুরে গানের সুরে ঠোটঁ নাড়াচ্ছে। কিছু সময়ের ব্যবধান বাড়িতে আত্বীয় এসে হাজির। এরপর কুটুম পাখি যখনি ডাকতো, আমার কাছে আনন্দ লাগতো, কারন বাড়ীতে খাওয়ার মহা উৎসব। আত্বীয় আসবে শতভাগ নিশ্চিত। আজ সে কুটুম পাখির মিষ্টি ডাক আর নেই। নেই সেই দিনের আত্বীয়দের সাথে, খাওয়ার মহা উৎসবের আনন্দ। বেচেঁ নেই, বাবা-দাদারা, নেই গোয়াল ভরা গরু। কাজের লোক বছরি বান্দা কামলা, এখন পাওয়া দুর্বিসহ।

তেমনি কেউ মরে যাওয়ার আগে যে কাঁক আমাদের ইহলোক ত্যাগ করার, বার্তা বহন করে, বাড়ীতে খবর নিয়ে আসতো। আজ সে কাঁক, আর বার্তা বহন করে না। কাঁকও তার চাকরি ছেড়ে দিয়েছে। ভাই আর ভাই, সমাজে সমাজে বেড়েছে দূরত্ব। ক্ষতিকের জীবনে, সম্পতিসহ সকল কিছুতেই লোভ আমাদের সকলকে, মানুষ থেকে পশুতে রুপান্তর করেছে। তাই পশু পাখিরা সন্ধি করেছে, তারা আর আসবে না।, মিষ্টি সুরে গান গাইবে না। তারা আমার স্বপ্নের মাঝে এসে বলেছে- আমাদের আর থেকে লাভ কি বলো, তরা নিজেদের রক্ত যখন নিজেরাই খাচ্ছিস, দূর্নিতী করে কালো টাকার পাহাড় বানাচ্ছিস, একদিন মরতে হবে সে কথা ভুলে গেছিস।

জামালপুর
০৫-০৭-২৫

ভালোবাসা হয় না শেষ। সকলের জন্য দোয়া অশেষ। আমি কাউকে করিনা হেলা। একাকীত্ব সয়ে নেই, নিজের যত জ্বালা। জুম্মা মোবারক
04/07/2025

ভালোবাসা হয় না শেষ। সকলের জন্য দোয়া অশেষ। আমি কাউকে করিনা হেলা। একাকীত্ব সয়ে নেই, নিজের যত জ্বালা। জুম্মা মোবারক

তিনি সাংবাদিক নিপুন জাকারিয়া তিনি সাংবাদিক তিনি জাতির বিবেক টাকা না পেলেই লেখেন তিনি এটাই তাহার আবেগ। তিনি নেতা, পোস্ট ক...
01/07/2025

তিনি সাংবাদিক

নিপুন জাকারিয়া

তিনি সাংবাদিক
তিনি জাতির বিবেক
টাকা না পেলেই
লেখেন তিনি এটাই তাহার আবেগ।
তিনি নেতা, পোস্ট ক্যারী করে জীবনে বহুতা
দাম্ভিকতার ছলে, নির্যাতিত বলে।
এখন সময়, পুষিয়ে নেওয়ার
ক্ষমতা তাহার দলে,
মানুষকে কি এখন সে আর মানুষ মনে করে।
সরকারি- বেসরকারি, সব সেক্টরে, মাতাব্বরির ।
তাহার কথা শুনে না যারা,
ফ্যাসিস্টের ধূসরতারা।
ফেসবুকেতে তাদের নিয়ে
না লিখলে কি চলে।
তাকে সবাই বর্তমানে সুশীল সমাজ বলে।
দুর্নীতিবাজ বলে লেখায় আম জনতা জানে
সম্মানের ঘাটতি হলেও
তার কি যাইবা আসে।
সবারে নিয়ে লিখেন তিনি,
ঘন্টায় ঘন্টায় পোস্ট।
তাহার এসব কর্মকাণ্ডে
ফাঁসছেন অনেক নির্দোষ।
তিনি সাংবাদিক
তিনার হয়না ভুল
হাজারো অপশক্তির মাঝে
নিজেকে ভাবী একমাত্র পবিত্র ফুল।
কত ঘটনায় ঘটছে সমাজে
মানবতা হচ্ছে লুট।
এসব এতে অন্ধ তিনি
করেনা সেসব খোঁজ।
নিজের পকেট ভারি করতেই
একেকজনের পিছনে লাগেন রোজ।
তিনি সাংবাদিক
তিনি সুশীল মহান
দলে তাহার অনেক প্রভাব
এটাই সর্ব মহলে দেখান।

নিপুন জাকারিয়া
জামালপুর
০১-০৭-২৫

জাপানি সেলিমনিপুন জাকারিয়া জাপানি সেলিম, জাপানি সেলিম সর্ব মহলে নাম। ইংরেজিতে চাপা মেরে কামিয়েছেন সুনাম।সাবেক প্রশান্তি...
28/06/2025

জাপানি সেলিম

নিপুন জাকারিয়া

জাপানি সেলিম, জাপানি সেলিম
সর্ব মহলে নাম।
ইংরেজিতে চাপা মেরে
কামিয়েছেন সুনাম।
সাবেক প্রশান্তি কিংবা শাহাবুদ্দিনে
এসএসসি কিংবা এইচএসসিতে
বেজাল করেছে বহুত।
বারবার হয়েছে বঞ্চনার শিকার।
শিক্ষা নামে, মোটা অংকের টাকা নিয়ে
চালান তাহার আহার।
শিশুদের নিয়ে খেলেন তিনি,
বোর্ড পরীক্ষায় এলেই দেখি।
নতুন প্রশান্তিতে সেম ঘটনা
এবার হলো একি।
কোমলমতি শিশুদের জীবন নিয়ে,
খেলায় যার নেশা।
বারবার বহিষ্কার হলেও পাল্টানি পেশা।
ফরম ফিলাপের টাকা খেয়ে,
১৭ জনকে এডমিড দিতে
তালবাহানের ছবি।
ময়মনসিংহে বোর্ড কমিটি তদন্তে এসে
বলে গেলেন, অধ্যক্ষের অদক্ষতায়
হয়েছিল কিছুটা ভুল।
শিক্ষার্থীদের ভালোবাসা দিব,
গুনতে হবে না ভুলের মাশুল।
বার বার যিনি, দাপটের সাথে
করে এমন ভুল।
প্রতারণা করেও তার
দিতে হয় না মাশুল।
অনেক করেছো জাপানি সেলিম,
এবার থামো ভাই।
তোমায় নিয়ে আমরা জামালপুরবাসী
বিপাকে আছি তাই।

নিপুন জাকারিয়া
জামালপুর
২৮-০৬-২৫

Address

জামালপুর
Dhaka

Telephone

+8801918415599

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামালপুৱ নিউজ আপডেট ডট কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category