জামালপুৱ নিউজ আপডেট ডট কম

জামালপুৱ নিউজ আপডেট ডট কম নিপুন জাকারিয়া
সত্যের সন্ধানে নির্ভি

জামালপুর ব্রহ্মপুত্র নদ। এখন শুধু ম*রা স্মৃতি
22/07/2025

জামালপুর ব্রহ্মপুত্র নদ। এখন শুধু ম*রা স্মৃতি

শুভ দুপুর,
21/07/2025

শুভ দুপুর,

প্রিয় ভাই এর মৃত্যুতে আমরা শোকাবহ
20/07/2025

প্রিয় ভাই এর মৃত্যুতে আমরা শোকাবহ

শুভ দুপুর
20/07/2025

শুভ দুপুর

06/07/2025

নব জাত*কের জী*বন নিলো, নগর মাতৃ *সদন, জামালপুর।

হারিয়ে গেছিস তোরা, বলেনা এখন ওরা, ডান দিয়ে যাও, বাম দিয়ে যাওনিপুন জাকারিয়া:--- পৃথিবীর ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে প্রতিনি...
05/07/2025

হারিয়ে গেছিস তোরা, বলেনা এখন ওরা,
ডান দিয়ে যাও, বাম দিয়ে যাও

নিপুন জাকারিয়া:---

পৃথিবীর ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত অনেক কিছু। আমাদের অজান্তেই কিছু পরিচিত প্রাণী ও পশু -পাখি বিলপ্তির পথে। পৃথিবী হারাচ্ছে তার চির চলিত মনোরম পরিবেশ। বিধাতার প্রেরিত, উপকারী এই সব পশু -পাখিদের হারিয়ে, পুরোনো ঐতিহ্য ধরে রাখা, অসম্ভব হয়ে পড়েছে ।

যেখানে সেখানে, পশু পাখি, করা হচ্ছে শিকার। মানব সভ্যতা আজ হুমকির মুখে। দিনকে দিন সমাজের বৃদ্ধি পাচ্ছে হিংসা-বিভেদ। উঠে যাচ্ছে, গ্রামের বাপ- দাদাদের আমলের সেই সহজ সরল মনোভাব ও মানুষিকতা। প্রকৃতি হারাচ্ছে তার আপন সুন্দর্য।

আজ আমি যাদের কথা তুলে ধরবো, তারা মানব সভ্যতার শুরু থেকে ৯০ দশক পর্যন্ত, হয়তো প্রতিটি মানুষের পরিচিত। কতই না স্মৃতি জড়িয়ে রয়েছে, ধরা ছোঁয়ায় বাহিরে থাকা, এসব পশু-পাখিদের সাথে আমাদের। তারা হারিয়ে গেছে, আমাদের হৃদয় থেকে মুছে যাচ্ছে, তাদের স্মৃতি।

ইলেকট্রিক ও মোবাইল নেট ওয়ার্কের যুগে, আস্তে আস্তে আমরা তাদের কথা ভুলতে বসেছি, এখন আর কেউ তাদের কথা মনেও করেনা। আজকাল সভ্যতার উন্নয়নে আর তাদের প্রয়োজন হয়না মানুষের। কিন্তু একটি সময় ছিল, যখন তারা আমাদের বার্তা বহনের কাজ করতো। ভালো কিংবা মন্দ, আপদ-বিপদ, বার্তা বহন করে, আমাদের জানিয়ে দিতো, কেউ আসছে, তৈরি হয়ে নাও। কালের বিবর্তনে, আজ তাদের আমরা ভুলে গেছি।

খুব জানতে ইচ্ছে করে, তারা কেমন আছে? আমি সেদিনগুলির মতোই, তোমারদের এখনো অনেক ভালবাসি। তাই আজ আমার হৃদয়ে গাথাঁ, প্রিয় দুটি পাখিকে নিয়ে লেখা।

আমি তখন তৃতীয় শ্রেনির ছাত্র। বাবা ডাক্তারী কাছে ব্যাস্থ। গেটপারে কৃষিবিদ মোখলেছুর রহমান কাকার হোটেলের নিজ তলায় এবং সদরের মাধুর বাজারে তার দুটি ঔষুদের দোকান। সকালে চলে যাই, রাতে ফিরে। তার সাথে তেমন দেখা হতো না আমার। আমার ছোট দাদা তার চির চেনা চেয়ারে বসে আছে, মধ্যন্ন খন্ডে। আমি আমাদের বাড়িগে বসে, দুপুরের মিষ্টি রৌদে মায়ের হাতে তুলা ভাত খাচ্ছি। যদিও এখনো মা আমাকে ভাত তুলে খাওয়ায়। মনে পড়ছে, সেদিনের কথা। আমার নিজ দাদা মরহুম তাজমুল হক মোল্লাও সেদিন বাড়িগে বসে, কামলাদের জন্য হুকা সাজাচ্ছে। আমাদের গোয়াল ঘরে তখন, গরু ১২-১৫ টি, কামলা তিনটি, পষ্ট মনে পড়ছে আমার। গাছে বসে ডাকছে কুটুম পাখি। তার অন্য নাম আমার জানা নেই।

ছোট দাদা আব্দুর জব্বার কেরানি (দাদার ছোট ভাই) বাড়িগে চেয়ারে বসে, মিষ্টি রৌদে শরীল লেলিয়ে জোরে জোরে বলছে, ডান দিয়ে যাও, বাম দিয়ে যাও। পাখির ডাক চলছে, পাখি তার মিষ্টি সুরে গানের সুরে ঠোটঁ নাড়াচ্ছে। কিছু সময়ের ব্যবধান বাড়িতে আত্বীয় এসে হাজির। এরপর কুটুম পাখি যখনি ডাকতো, আমার কাছে আনন্দ লাগতো, কারন বাড়ীতে খাওয়ার মহা উৎসব। আত্বীয় আসবে শতভাগ নিশ্চিত। আজ সে কুটুম পাখির মিষ্টি ডাক আর নেই। নেই সেই দিনের আত্বীয়দের সাথে, খাওয়ার মহা উৎসবের আনন্দ। বেচেঁ নেই, বাবা-দাদারা, নেই গোয়াল ভরা গরু। কাজের লোক বছরি বান্দা কামলা, এখন পাওয়া দুর্বিসহ।

তেমনি কেউ মরে যাওয়ার আগে যে কাঁক আমাদের ইহলোক ত্যাগ করার, বার্তা বহন করে, বাড়ীতে খবর নিয়ে আসতো। আজ সে কাঁক, আর বার্তা বহন করে না। কাঁকও তার চাকরি ছেড়ে দিয়েছে। ভাই আর ভাই, সমাজে সমাজে বেড়েছে দূরত্ব। ক্ষতিকের জীবনে, সম্পতিসহ সকল কিছুতেই লোভ আমাদের সকলকে, মানুষ থেকে পশুতে রুপান্তর করেছে। তাই পশু পাখিরা সন্ধি করেছে, তারা আর আসবে না।, মিষ্টি সুরে গান গাইবে না। তারা আমার স্বপ্নের মাঝে এসে বলেছে- আমাদের আর থেকে লাভ কি বলো, তরা নিজেদের রক্ত যখন নিজেরাই খাচ্ছিস, দূর্নিতী করে কালো টাকার পাহাড় বানাচ্ছিস, একদিন মরতে হবে সে কথা ভুলে গেছিস।

জামালপুর
০৫-০৭-২৫

04/07/2025
ভালোবাসা হয় না শেষ। সকলের জন্য দোয়া অশেষ। আমি কাউকে করিনা হেলা। একাকীত্ব সয়ে নেই, নিজের যত জ্বালা। জুম্মা মোবারক
04/07/2025

ভালোবাসা হয় না শেষ। সকলের জন্য দোয়া অশেষ। আমি কাউকে করিনা হেলা। একাকীত্ব সয়ে নেই, নিজের যত জ্বালা। জুম্মা মোবারক

তিনি সাংবাদিক নিপুন জাকারিয়া তিনি সাংবাদিক তিনি জাতির বিবেক টাকা না পেলেই লেখেন তিনি এটাই তাহার আবেগ। তিনি নেতা, পোস্ট ক...
01/07/2025

তিনি সাংবাদিক

নিপুন জাকারিয়া

তিনি সাংবাদিক
তিনি জাতির বিবেক
টাকা না পেলেই
লেখেন তিনি এটাই তাহার আবেগ।
তিনি নেতা, পোস্ট ক্যারী করে জীবনে বহুতা
দাম্ভিকতার ছলে, নির্যাতিত বলে।
এখন সময়, পুষিয়ে নেওয়ার
ক্ষমতা তাহার দলে,
মানুষকে কি এখন সে আর মানুষ মনে করে।
সরকারি- বেসরকারি, সব সেক্টরে, মাতাব্বরির ।
তাহার কথা শুনে না যারা,
ফ্যাসিস্টের ধূসরতারা।
ফেসবুকেতে তাদের নিয়ে
না লিখলে কি চলে।
তাকে সবাই বর্তমানে সুশীল সমাজ বলে।
দুর্নীতিবাজ বলে লেখায় আম জনতা জানে
সম্মানের ঘাটতি হলেও
তার কি যাইবা আসে।
সবারে নিয়ে লিখেন তিনি,
ঘন্টায় ঘন্টায় পোস্ট।
তাহার এসব কর্মকাণ্ডে
ফাঁসছেন অনেক নির্দোষ।
তিনি সাংবাদিক
তিনার হয়না ভুল
হাজারো অপশক্তির মাঝে
নিজেকে ভাবী একমাত্র পবিত্র ফুল।
কত ঘটনায় ঘটছে সমাজে
মানবতা হচ্ছে লুট।
এসব এতে অন্ধ তিনি
করেনা সেসব খোঁজ।
নিজের পকেট ভারি করতেই
একেকজনের পিছনে লাগেন রোজ।
তিনি সাংবাদিক
তিনি সুশীল মহান
দলে তাহার অনেক প্রভাব
এটাই সর্ব মহলে দেখান।

নিপুন জাকারিয়া
জামালপুর
০১-০৭-২৫

জাপানি সেলিমনিপুন জাকারিয়া জাপানি সেলিম, জাপানি সেলিম সর্ব মহলে নাম। ইংরেজিতে চাপা মেরে কামিয়েছেন সুনাম।সাবেক প্রশান্তি...
28/06/2025

জাপানি সেলিম

নিপুন জাকারিয়া

জাপানি সেলিম, জাপানি সেলিম
সর্ব মহলে নাম।
ইংরেজিতে চাপা মেরে
কামিয়েছেন সুনাম।
সাবেক প্রশান্তি কিংবা শাহাবুদ্দিনে
এসএসসি কিংবা এইচএসসিতে
বেজাল করেছে বহুত।
বারবার হয়েছে বঞ্চনার শিকার।
শিক্ষা নামে, মোটা অংকের টাকা নিয়ে
চালান তাহার আহার।
শিশুদের নিয়ে খেলেন তিনি,
বোর্ড পরীক্ষায় এলেই দেখি।
নতুন প্রশান্তিতে সেম ঘটনা
এবার হলো একি।
কোমলমতি শিশুদের জীবন নিয়ে,
খেলায় যার নেশা।
বারবার বহিষ্কার হলেও পাল্টানি পেশা।
ফরম ফিলাপের টাকা খেয়ে,
১৭ জনকে এডমিড দিতে
তালবাহানের ছবি।
ময়মনসিংহে বোর্ড কমিটি তদন্তে এসে
বলে গেলেন, অধ্যক্ষের অদক্ষতায়
হয়েছিল কিছুটা ভুল।
শিক্ষার্থীদের ভালোবাসা দিব,
গুনতে হবে না ভুলের মাশুল।
বার বার যিনি, দাপটের সাথে
করে এমন ভুল।
প্রতারণা করেও তার
দিতে হয় না মাশুল।
অনেক করেছো জাপানি সেলিম,
এবার থামো ভাই।
তোমায় নিয়ে আমরা জামালপুরবাসী
বিপাকে আছি তাই।

নিপুন জাকারিয়া
জামালপুর
২৮-০৬-২৫

শুভ রাত্রি
27/06/2025

শুভ রাত্রি

27/06/2025

জুম্মা মোবারক

Address

জামালপুর
Dhaka

Telephone

+8801918415599

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামালপুৱ নিউজ আপডেট ডট কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category