22/02/2025
অনেকের ভাবনা পড়াশুনা শেষ করে সারাদিন বই এর মধ্যে ডুইবা থেকে থেকে একটা সরকারী চাকরী নিবে তারপর সুন্দরী একটা মেয়ে বিয়া কইরা ১-২টা বাচ্চা পয়দা করে, বাচ্চাগুলা স্টাবলিস করে দিয়া সে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে যাবে।
তার দেশ এবং দেশের সব ফাল্টোলেস,সিস্টেমের বিপক্ষে কিছু বলার দরকার নাহ, নষ্ট রাজনৈতিক কালচার এবং অশিক্ষিত, ঘুষখর, সুবিদাবাদী রাজনৈতিক নেতাদের বিপক্ষে ভয়েস তুলার কোনো দরকার নেই।
বাট ব্রো বাংলাদেশে জন্মগ্রহন করে জীবনকে এতো সহজ ভাবা তোমার বোকামি ছাড়া কিছুই নয়। কারন তোমার ভাবনাপুরাটাই ভিত্তিহীন,কল্পনীয়।
তোমার আশেপাশের চাচাতো,মামাতো,ফুফাতো ভাই -বোনের, চাচা- চাচীর কারো কি মেধা দিয়ে চাকরী হয়েছে? হয়নি? টাকা তাদের দিতে না হলেও তাদের বিশাল পদবীর মামা ছিলো খালো ছিলো এজন্য তাদের চাকরী হয়েছে।
এখনো যখন সরকারী চাকরীগুলোর পরীক্ষা দিতে যায় যেখানে লোক নিবে মাত্র ৬৫ জন। সেখানে ৫-৬ জন আমার পরিচিত বা ঔ দিনেই পরিচিত হয়ে অনেকের কাছ থেকেই জানতে পারি তারা কেউ ১২-১৫ লক্ষ্য দিতে চেয়েছে বাট বড় সাহেব দাবি করেছে ১৮-২০ লক্ষ্য টাকা।না জানি আমার অপরিচিতদের মধ্যে থাকতে পারে শত শত ২০ লক্ষ্য টাকা দিয়ে চাকরী নেওয়ার অর্থ যোগ্যতা।তাহলে তুমি ব্রাদার কিভাবে আশা করো সারাদিন বই নিয়ে পড়ে থাকলেই স্বপ্নের চাকরীটা পেয়ে যাবে?
তখন নাহ মেধার কথা মনে থাকে, কতটুকু জানি-পারি মনে সেটও মনে থাকে নাহ, তখন শুধু একটা কথাই মনে মনে ঘুরে আল্লাহ পৃথিবীর আলো বাতাস যেহেতু আপনি আমাকে দেখালেনই তাহলে বাংলাদেশের মতো একটা দেশে জন্ম গ্রহন কেনো করালেন? যেখানে দুর্নিতি জায়েজ,ঘুস জায়েজ,নিয়োগ বানিজ্য জায়েজ।
এই দেশের পরিবর্তন চাইলে সবচেয়ে আগে প্রয়োজন সঠিক,দুনির্তিমুক্ত রাজনৈতিক নের্তিত্ব।যেটা এখনো বাংলাদেশে জন্মগ্রহনকারী কোনো ব্যক্তির মধ্যে দেখছি না,হয়ত আমার মধ্যেও নাই।এভাবে চলতে থাকলে গরীব গরীবই থাকবে।দুর্নিতি বাজরা আরো বড় হবে,মেধাবীরা হতাশায় মরবে।
____আকাশ