11/10/2025
সাক্ষাৎকার: মারুফা আক্তার — স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প
প্রশ্ন: ছোটবেলায় আপনি কেমন ছিলেন?
মারুফা: ছোটবেলায় ভেবেছি, মানুষ কবে আমায় টিভিতে দেখবে, হাততালি দেবে। যখন একটু ভালো জায়গায় আসতে পারলাম, তখন টিভিতে নিজেকে দেখে লজ্জা লাগে (হাসি)।
প্রশ্ন: আপনার পরিবার কেমন ছিল?
মারুফা: আমার বাবা একজন কৃষক। আমাদের সেরকম প্রচুর সামর্থ্য ছিল না। গ্রামে বড় হয়েছি, তারাও এমন সাপোর্টিভ ছিল না। বাবা বাজারে গেলে, অনেকেই বলত— "তোর মেয়ে তো এখন প্র্যাকটিসের জন্য যায়, বা গ্রাউন্ডে পড়ে যায়!" তখন বাবা বলতেন, "তোর মেয়ে তুই কী করছিস, এসব করো না!"
প্রশ্ন: আপনি তখন কেমন অনুভব করতেন?
মারুফা: বাবা যখন বাসায় থাকতেন না, বাজারে যেতেন, মা’কে অনেকেই এসে অনেক কথা বলত। খারাপ খারাপ কথা। মা রুমে গিয়ে কান্না করতেন। আমি আবার এক কোণায় গিয়ে কান্না করতাম, ভাবতাম— আমার জন্য এতকিছু হচ্ছে! তারপর ভাবতাম, একদিন আমি কিছু ভালো করে দেখাবো।
প্রশ্ন: এখন পরিবারের অবস্থা কেমন?
মারুফা: আসলে এখন আমরা অনেক ভালো অবস্থায় আছি। অন্যরা এখন সেরকম জায়গায় নেই। আমি যেভাবে ফ্যামিলিকে সাপোর্ট করছি, বাড়ির ছোট মেয়েটা হয়েও অনেক ছেলেরা হয়তো সেভাবে পারে না। এখন ভেতরে অনেক শান্তি ফিল হয়।
প্রশ্ন: ক্রিকেটে আপনার যাত্রা কেমন ছিল?
মারুফা: উইকেট যখন পাই, তখন আল্লাহকে জানাই আমি পেয়েছি। ছোটবেলায় ভেবেছিলাম, কবে এমন হবে— মানুষ আমাকে টিভিতে দেখবে, হাততালি দেবে! এখন যখন টিভিতে দেখি, নিজেরই বিশ্বাস হয় না!
প্রশ্ন: নতুন জার্সি পরে কেমন লাগে?
মারুফা: এই ব্যাজটা যখন আমাদের নতুন জার্সিতে দিয়েছে না, তখন এই ব্যাজটা দেখে আমার ভেতরে এক ধরনের সুন্দর অনুভূতি কাজ করছিল। বাঘের মতো তো আমিও!
মারুফা: আমি জানি, আল্লাহ সব কিছুর নিয়ন্ত্রণে আছেন। তাই প্রতিটি সাফল্যে আমি তাঁকেই ধন্যবাদ জানাই