Bcs & Bank Job Career Care

Bcs & Bank Job Career Care প্রাইভেট গ্রুপের মাধ্যমে ফ্রি ও অত্যন্ত কম খরচে পেইড পরীক্ষার আয়োজন করা হয় । একটি সেবামূলক প্রতিষ্ঠান

*** জুলাই সনদ কী  ? এক কথায় বললে জুলাই সনদ বা জাতীয় সনদ হলো মৌলিক সংস্কার সংশ্লিষ্ট দলিল। অভ্যুত্থানের পর সরকার পরিচালনা...
04/08/2025

*** জুলাই সনদ কী ?

এক কথায় বললে জুলাই সনদ বা জাতীয় সনদ হলো মৌলিক সংস্কার সংশ্লিষ্ট দলিল। অভ্যুত্থানের পর সরকার পরিচালনা কাঠামো থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবি ওঠে। এ জন্য সংবিধান থেকে শুরু করে পুলিশ বাহিনী পর্যন্ত সংস্কারের লক্ষ্যে বিভিন্ন কমিশন গঠন করে সরকার। এসব কমিশন এরই মধ্যে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। এসব সংস্কার বাস্তবায়নের জন্য দরকার রাজনৈতিক দলগুলোর মতামত। এ কারণে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। যেটির কাজ বিভিন্ন ক্ষেত্রের সংস্কার প্রস্তাবগুলোর ওপর রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা করা। অর্থাৎ, দলগুলোর মতামতের ভিত্তিতে বিভিন্ন সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা। প্রস্তাবগুলো চূড়ান্ত হলেই তা একটি সনদ বা চার্টার আকারে প্রকাশ করা হবে। অর্থ্যাৎ, বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাবের চূড়ান্ত রূপই হবে জুলাই সনদ বা জাতীয় সনদ। এই সনদে বলা থাকবে, কী কী সংস্কার কীভাবে হবে।
গত ৬ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জুলাই সনদ কী তা নিয়ে একটি ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি। একটা জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে’কটিতে একমত হয়েছে, তার তালিকা থাকবে এই সনদে।’
মোট কথা জুলাই সনদ বা জাতীয় সনদ হলো, গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার করার একটি রূপরেখা বা রোডম্যাপ। এবং এটি রাজনৈতিক দলগুলোর দ্বারা স্বীকৃত।
জুলাই সনদ কীভাবে কাজ করবে
এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন কয়েক দফায় বৈঠক করেছে। যেটি শেষ হয়েছে গত ৩১ জুলাই। শিগগিরই রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের চূড়ান্ত খসড়া দেওয়ার কথা রয়েছে। এতে থাকবে কোন সিদ্ধান্তে দলগুলো ঐকমত্য হয়েছে এবং কোনগুলোতে আপত্তিসহ একমত হয়েছে।
সনদ চূড়ান্ত হলে তা বাস্তবায়নের অঙ্গীকারসহ স্বাক্ষর করার কথা রয়েছে রাজনৈতিক দলগুলোর। খসড়ায় ৭ দফা অঙ্গীকার রয়েছে। দ্বিতীয় দফায় সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংস্কারে যেসব সুপারিশে ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার রয়েছে। খসড়ায় বলা হয়েছে, এর জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন, পুনর্লিখন এবং আইন, বিধিবিধানেও অনুরূপ পরিবর্তন করা হবে। আগামী সংসদ নির্বাচনে গঠিত সরকার তা দুই বছরের মধ্যে বাস্তবায়ন করবে।
জুলাই সনদ কীভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে গত শুক্রবার একটি ব্যাখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। চট্টগ্রামে তিনি সাংবাদিকদের বলছেন, জুলাই সনদের সুপারিশগুলো দুই বছরের মধ্যে বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতিবন্ধ। এ ছাড়া, এটি বাস্তবায়নের জন্য সংবিধান, আইন ও বিধিবিধানের যেসব সংশোধনী প্রয়োজন সেগুলো করতেও তারা প্রতিশ্রুতি দিয়েছেন।
ঘোষণাপত্র কী
গণঅভ্যুত্থানের পর গত ৩১ ডিসেম্বর আন্দোলনকারীদের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের কথা বলা হয়েছিল। কিন্তু সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার ভিত্তিতে সরকারিভাবে ঘোষণাপত্র প্রকাশের কথা বলা হয়েছে। ঘোষণাপত্র কী তা নিয়ে গত ৩০ জুন ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে তিনি উল্লেখ করেন, জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাইয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদ, আহত ও নেতৃত্বদের অবদান এবং রাজনৈতিক নিরাপত্তা ও সুরক্ষার একটি জাতীয় দলিল। পরবর্তীতে যা আইনি ও সাংবিধানিক ভিত্তি পাবে।
এনসিপির প্রচার ও প্রকাশনা সেলের সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল রোববার বলেন, জুলাই ঘোষণাপত্র হলো গণঅভ্যুত্থান ও পরবর্তীতে গঠিত অন্তর্বর্তী সরকারের এক ধরনের স্বীকৃতি। এর আইনি ভিত্তি থাকবে। যাতে পরে কেউ গণঅভ্যুত্থান ও সরকারকে ভিত্তিহীন দাবি করতে না পারে।
ঘোষণাপত্রে কী আছে
ঘোষণাপত্রের সবশেষ খসড়ায় ২৬টি দফা উল্লেখ আছে। সর্বশেষ খসড়ায় যোগ হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছাত্রছাত্রীর ওপর ছাত্রলীগ ‘পাশবিক নির্যাতন’ চালায়। ফলে শিক্ষার্থীরা ৯ দফা ঘোষণা করে, যা পরবর্তীতে এক দফায় রূপান্তরিত হয়। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যরা জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন করেন।
সংশোধিত খসড়ায় বলা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে তাঁর মন্ত্রিসভা, স্পিকার ও এমপিরা পালিয়ে যান। জনগণের সার্বভৌম অভিপ্রায়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ২০২৪ সালের ৮ আগস্ট। এ ছাড়া, সংবিধানের প্রস্তাবনায় জুলাই ঘোষণার উল্লেখ এবং তপশিলে যুক্ত করার কথা উল্লেখ আছে।

মাত্র 155 টাকায় সরকারি ব্যাংক Senior Officer / Officer/Bangladesh Bank AD/Private Bank (Preli + Written) পূর্ণাঙ্গ Cours...
02/08/2025

মাত্র 155 টাকায় সরকারি ব্যাংক Senior Officer / Officer/Bangladesh Bank AD/Private Bank (Preli + Written) পূর্ণাঙ্গ Course.... Arts Faculty, FBS-DU & IBA-DU Based Target Course ..মাত্র 3.5 মাসেই Bank প্রিলি ও রিটেনের পরিপূর্ণ প্রস্তুতি ।
*** 2022 ভিত্তিক সিনিয়র অফিসার / অফিসার পরীক্ষাগুলোর প্রিলি অনুত্তীর্ণ হয়ে যারা পড়াশোনা ছেড়ে বসে আছেন, তাদেরকে বলবো প্রস্তুতি চালিয়ে যান।
*** বিবি এডি ১৫০+- পদের নতুন সার্কুলার আসছে আগামী মাসেই । এছাড়াও আসন্ন 2025 সালের Govt কম্বাইন্ড ব্যাংকের 2023 Based সিনিয়র অফিসার / অফিসার / ক্যাশের 4500++ টি পদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশিত হয়েছে । তিন মাসের মধ্যে পরীক্ষা হয়ে হবে। ** এরপরের নতুন সার্কুলারও প্রস্তুত । পরীক্ষাগুলোকে সামনে রেখে ব্যাংকার হওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে শুরু হতে যাচ্ছে বিবি এডি & কম্বাইন্ড ব্যাংক (প্রিলি+লিখিত) প্রস্তুতি Special Batch 23A
** Preli & Written সকল বিষয়ের গাইডলাইন ও স্টাডি শীট সহ পূর্ণাঙ্গ BB AD & Combined Bank SO কোর্সে জয়েন হবার অফার থাকছে আগামী 2 দিন ( Section- 23A)
** কোর্সটি বাংলাদেশ ব্যাংক এডি, Private ব্যাংক MTO/Officer, সরকারী ব্যাংক সিনিয়র অফিসার ও অফিসার / ক্যাশ , Petro Bangla কম্বাইন্ড সার্কুলার , সরকারী জীবন বীমাসহ , NSI ও All প্রাইভেট ব্যাংকের জন্য উপযোগী ।
*3.5 মাসব্যাপী সকল বিষয়ের পুরো কোর্সের রেগুলার ফি 550/- তবে আগামী 2 দিন মাত্র 155 /- টাকায় জয়েন অফার থাকবে।
কোর্সে যা রয়েছে :
** Bank প্রিলি রিটেন সকল বিষয়ের গাইডলাইনসহ Class
** ভোকাবুলির উপর এক্সট্রা কেয়ার ও ডেইলি শীট
** ম্যাথ , ইংরেজি , বাংলা, জিকে প্রিলি ও রিটেন পিডিএফসহ পরীক্ষা
- Written টপিকভিত্তিক মডেল টেস্ট ও ফুল মডেল টেস্ট ( ব্যাংকের নতুন সিলেবাস অনুযায়ী)
-- BB AD & Govt Bank Senior Officer - IBA ,Arts, FBS ভিত্তিক প্রস্তুতি
-- রিটেন ২০০ মার্কের জন্য আপডেট শীট / বই (সকল বিষয়)
** ব্যাংক ম্যাথের উপর ১৫টি এসাইনমেন্ট ও পরীক্ষা (পিডিএফসহ)
** বাংলা ব্যাকরণ ও সাহিত্যের উপর আলাদা পরীক্ষা (শীটসহ)
** Arts , IBA , FBS সহ পুরো জব সলুশনের উপর পরীক্ষা পিডিএফসহ
** BCS প্রশ্নের (10-46) উপর পরীক্ষা
-- ব্যাংকের জিকে , ICT, IQ সহ সকল বিষয়ের পিডিএফসহ টপিক ভিত্তিক থাকবে 45+- টা এক্সাম
--- ব্যাংক রিটেনের জন্য টপিকভিত্তিক ও ফ্যাকাল্টি বেডজ ফুল মডেল টেস্ট 20+
*** পুরো কোর্স ফি: 155/- টাকা মাত্র। (আগামীকাল রাত ১২টা পর্যন্ত অফার ফি থাকবে) ..অফার সময় শেষে কোর্স ফি বেড়ে 550/- হয়ে যাবে।
** কোর্সে জয়েন হতে : নগদ/Bkash - 01748283990 নাম্বারে 155/- সেন্ড মানি করে ইনবক্সে জানান এবং কোর্স গ্রুপ লিংক সংগ্রহ করুন

02/08/2025

Bank GK Analysis: Preli+Written

২০২০ ও ২০২১ সাল ভিত্তিক ব্যাংক পরীক্ষার প্রিলিমিনারী ও রিটেনের জিকে অংশে আমরা কিছু নির্দিষ্ট টপিক থেকেই বারবার প্রশ্ন আসতে দেখেছি। বিআইবিএম এর বিগত প্রশ্নব্যাংক থেকেও অনেক প্রশ্ন সরাসরি কমন পেতে দেখেছি। কিন্তু ২০২২ সাল ভিত্তিক পরীক্ষায় প্রশ্নের ধরন অনেকটাই বদলে গেছে। আপনি যদি ২০২২ সাল ভিত্তিক SO, OC, OG, RC এর প্রিলি এবং SO এর রিটেন প্রশ্ন দেখেন দেখবেন এতদিন যে টপিকগুলো অনেকটাই এড়িয়ে চলেছেন, এখন তার অনেক কিছুই গুরুত্বপূর্ণ। ব্যাংক পরীক্ষার জিকেতে এখন বিসিএসের ফ্লেয়ার পাওয়া যাচ্ছে এবং ফিক্সড বা সাম্প্রতিক জিকে অনেক গভীরে গিয়ে প্রশ্ন করা হচ্ছে। এখন তাহলে করণীয় কী হতে পারে? এখন শুধু প্রশ্নব্যাংক নির্ভর পড়াশোনা করলে চলবে না। সাথে টপিকেরও বিস্তারিত জানতে হবে। নইলে জিকে অংশে ভালো করা সম্ভব হবে না।

আমি এখানে যে বিষয়গুলো উল্লেখ করব তা প্রিলি, রিটেন উভয়ের জন্যই প্রযোজ্য। দেখুন, ২০২২ সাল ভিত্তিক রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মাত্র একটি (SO)। SO প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যাবে, প্রিলিতে আপনি জিকের যে ধারা অনুভব করবেন, রিটেনেও সেই ধারারই স্পর্শ রয়েছে। কাজেই অনুমেয় যে, পরবর্তী রিটেনগুলোতেও একই ধারার প্রশ্ন আসতে যাচ্ছে। সুতরাং এক প্রস্তুতিতেই দুটি কাভার হয়ে যাবে। যাদের ৮ ও ১৫ তারিখে পরীক্ষা রয়েছে, তারা শুধু নির্ধারিত টপিকগুলোই বিস্তারিত পড়ুন। আর অন্তত ব্যাংকের বিগত রিটেন প্রশ্নগুলো দেখে যান। সাথে সাম্প্রতিক অংশটিও পড়তে হবে। যদি আল্লাহ সহায় হন, ভালো করবেন ইনশাআল্লাহ।

জিকে অংশে ভালো করতে করণীয় নিচে আলোচনা করা হলো—

প্রথম কাজ: বিসিএসের বিগত প্রশ্নব্যাংকের জিকে অংশ ব্যাখ্যাসহ আয়ত্তে আনতে হবে।

দ্বিতীয় কাজ: বিগত ব্যাংক প্রশ্নব্যাংক (প্রিলি+রিটেন) থেকে জিকে অংশ ব্যাখ্যাসহ পড়ে নিতে হবে।

তৃতীয় কাজ: ঢাবি এডমিশনের 'খ' ইউনিটের জিকে অংশ পড়তে হবে। (এটি অপশনাল, পড়তে পারলে এগিয়ে থাকবেন)

চতুর্থ কাজ: বিগত ৫টি প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় জিকের একটি বড় অংশ সাম্প্রতিকে থেকে আসে। যেমন: ২২ সাল ভিত্তিক SO Preli-৩টি, SO written-৫টি, OG preli-৪টি, OC preli-৩টি, RC preli-৯টি প্রশ্ন এসেছে। সুতরাং এই অংশও গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাই কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি আলালের সাম্প্রতিক আওয়ার বইটি থেকে প্রয়োজনীয় অংশ দাগিয়ে পড়লে এ অংশে ভালো করা সম্ভব হবে ইনশাআল্লাহ।

শেষ কাজ: কিছু জিনিস বিস্তারিত পড়তে হবে। এখন সবই তো বিস্তারিত পড়া সম্ভব না। তাহলে? সম্প্রতি হয়ে যাওয়া ৫টি পরীক্ষার প্রশ্ন এনালাইসিস করে কিছু টপিক সিলেক্ট করতে হবে। সেগুলোই বিস্তারিত পড়তে হবে। সাম্প্রতিক পড়ার সময়ও ঐ টপিকগুলোই মাথায় রাখতে হবে। এবার একটি বিসিএস প্রশ্নব্যাংক, ব্যাংক প্রশ্নব্যাংক এবং ঢাবির 'খ' ইউনিটের প্রশ্নব্যাংক সংগ্রহ করুন এবং পড়ে ফেলুন। আর ২০২২ সাল ভিত্তিক প্রশ্ন এনালাইসিসের মাধ্যমে টপিক সিলেকশনের কাজ আমি আপনাদের হয়ে করে দিচ্ছি। আপনারা কেবল সেই টপিকগুলো বিস্তারিত পড়ে ফেলবেন।

প্রশ্ন বিশ্লেষণের ভিত্তিতে গুরুত্বপূর্ণ টপিক:(২০টি)

১) Sports
২) Types of Bank and their details
৩) Bangladesh Bank
৪) Abbreviation (specially Bank related)
৫) Present National and International Conflicts and tragedies
৬) International Organisations (UN, WB, IMO etc, here Recent member, Headquarter–must)
৭) Initiatives taken by UN, EU
৮) Technology related Info (Specially Elon Musk, 4IR etc)
৯) Important Accords, Border Disputes, Straits around the world
১০) Environment related info
১১) Basic info about Economy
১২) Important Alliances ( BIG-B, G-7 etc)
১৩) Embargo by UN, EU, USA
১৪) Budget 2025-26, BBS Reports
১৫) Grameen Bank
১৬) Present Government and their policies
১৭) Most discussed persons, books, country at present around the world
১৮) Important International Reports (ex- Global Risk Report, Global Peace Report etc)
১৯) History from 1757 to 1947 (ex- Swadesi Movement
২০) Relations: India-Pakistan, India-Bangladesh, India-China, China-USA, USA-Russia, Bangladesh-Myanmar etc

©মাসুমা রুমা
অফিসার(ক্যাশ), জনতা ব্যাংক পিএলসি
অফিসার(জেনারেল), সোনালী ব্যাংক পিএলসি

সদস্য আপডেট .... শেয়ার / সেভ করে রাখুন।
01/08/2025

সদস্য আপডেট .... শেয়ার / সেভ করে রাখুন।

🎯আজকের পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ পেপার কাটিং -31/07/25💥 BB AD & Govt Bank Preli Written Combined ব্যাচে ( Section 23) ভর...
31/07/2025

🎯আজকের পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ পেপার কাটিং -31/07/25
💥 BB AD & Govt Bank Preli Written Combined ব্যাচে ( Section 23) ভর্তি চলছে...

🔥 নিয়োগ বিজ্ঞপ্তি 🔥🌸 শিল্প মন্ত্রণালয়।🌸 ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন।🌸 আবেদন ফি: ৫০০ টাকা।🌸 আবেদন শুরু: ৩১ জুলাই, ...
31/07/2025

🔥 নিয়োগ বিজ্ঞপ্তি 🔥
🌸 শিল্প মন্ত্রণালয়।
🌸 ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন।
🌸 আবেদন ফি: ৫০০ টাকা।
🌸 আবেদন শুরু: ৩১ জুলাই, ২০২৫।
🌸 আবেদন শেষ: ৩১ আগস্ট, ২০২৫।

████▒▒ ব্রেকিং নিউজ▒▒█████DG Food খাদ্য অধিদপ্তরেরর একই পদে যারা একাধিক আবেদন করেছে তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে ১৩২...
30/07/2025

████▒▒ ব্রেকিং নিউজ▒▒█████
DG Food খাদ্য অধিদপ্তরেরর একই পদে যারা একাধিক আবেদন করেছে তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে ১৩২ জনের ৩৮২ টি আবেদন বাতিল।
এসব আবেদনকারীর পরীক্ষা ৯ তারিখ
হওয়ার কথা ছিলো।

Govt Combined Bank 2022 Based অফিসার জেনারেল ও ক্যাশের জন্য ফোকাস সাজেশন।
29/07/2025

Govt Combined Bank 2022 Based অফিসার জেনারেল ও ক্যাশের জন্য ফোকাস সাজেশন।

পরীক্ষার সময়সূচি (Written)⬛⬛ সমন্বিত ৫ ব্যাংকের ২০২২ সাল ভিত্তিক "অফিসার (ক্যাশ/টেলর)" (১০ম গ্রেড) পদের প্রিলি পরীক্ষার ...
28/07/2025

পরীক্ষার সময়সূচি (Written)
⬛⬛ সমন্বিত ৫ ব্যাংকের ২০২২ সাল ভিত্তিক "অফিসার (ক্যাশ/টেলর)" (১০ম গ্রেড) পদের প্রিলি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি–

◾Organization: Combined 5 Banks

◾Post: Officer (Cash/Teller)

◾Job ID: 10203 (Based 2022)

◾MCQ Total Pass: 7366.

◾Written Exam Date: 08 August 2025 (Friday)

◾Written Exam Time: 10.00 AM to 12.00 PM

27/07/2025

*** ব্যাংক রিটেনের আগে কিছু করণীয় :

নিজের অভিজ্ঞতা, ভূল এবং উপলব্ধি থেকে লিখছি। ফ্রেশররা এক্সাম দেয়ার আগে পড়ে যান, উপকার পাবেন৷
১. পরীক্ষার আগে বাসায় না লিখা:
আপনি ফোকাস নিয়ে যতোই স্ট্রাটেজি করেন,যতোই বই পড়েন। বাসায় বসে আগে থেকে ফোকাস লেখার প্রাকটিস না থাকলে নির্ঘাত ধরা খাবেনই।
২. ফ্রী হ্যান্ড রাইটিং না জানা :
ফ্রী হ্যান্ড রাইটিং এর মহা ঔষুধ হলো, ট্রান্সলেশন প্রাকটিস করা। এজন্য যে কোন একটা ট্রান্সলেশন এর বই ধরেন বিগত ৫ বছরের সকল ট্রান্সলেশন লিখে যান
এটা আপনাকে ফোকাস ও আর্গুমেন্টেও হেল্প করবে৷
৩. সাধারণ জ্ঞান ও কম্প্রিহেনশনে কম প্রাকটিস :
ফোকাস, আর্গুমেন্ট আর কোচিং সেন্টার গুলোর বিজ্ঞাপনের চাপে কম্প্রিহানশন ও সাধারণ জ্ঞানে কম ফোকাস দেয়া।
৪. ম্যাথ প্রাক্টিস করে না যাওয়া।
৫. অহেতুক মোটা মোটা ফোকাসের বই পড়া এবং একাধিক প্রকাশণীর ফোকাসের বই টেবিলে রাখা :
আপনি ফোকাসের বই যেটাই পড়েন না, রিভাইসের জন্য নিজের নোট জরূরী। যেমন : বইয়ের তিন পৃষ্ঠার ফোকাসকে আপনি ১ পৃষ্ঠায় নিজের নোট করবেন। পরীক্ষার আগে মিনিমাম ৫-৬ বার রিভাইস দিয়ে যাবেন খাতাটি।
আর এখন পারলে ফ্রেশাররা মোটা বই বাদ দিয়ে ফোকাসের পাতলা বই পড়ুন।
৬. কোচিং সেন্টার গুলোর চটকদার বিজ্ঞাপনে পড়া :
কোচিং সেন্টারের শিক্ষকরা বলবে, বিশাল বড় complex sentence ব্যাবহার করে, অনেক শক্ত শক্ত ওয়ার্ড লিখে আসে৷
অনেক বড় সেন্টেন্স লাগে না, মনের ভাব প্রকাশ করার জন্য যতোটুকু বড় দরকার ঠিক ততোটুকু৷ পাঠকের যাতে মনে না হয়, আপনি সেন্টন্সটিকে জোড়পূর্বক বড় করেছেন।
সেন্টেন্স আর ভোকাবুলারি মেইনটেইন করতে গিয়ে, আপনার টাস্ক এচিভমেন্ট পুরো হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবেন।
৭. রিটেনের আগে বিভিন্ন পত্রিকা পড়ে সময় নষ্ট করা৷ ট্রান্সলেশন এর জন্য পত্রিকার থেকে ট্রান্সলেশনের বই ভালো সোর্স৷
আধা ঘন্টা প্রতিদিন পত্রিকা পড়বেন, সেটা হলো বনিক বার্তা (সুন্দর করে দেখা হয় পত্রিকাটি) ; বানিজ্য, আন্তর্জাতিক, অর্থনীতি আর সম্পাদকীয় পাতাটি পড়বেন।
সাথে -- google translator দিয়ে ওই পেইজ টি ইংরেজিতেও পড়ে নিবেন।
৭. পরীক্ষার আগে নূন্যতম ১ টা ফুল মডেল টেস্ট না দিয়ে পরীক্ষায় বসা।
মো: গোলাম রাব্বি
অফিসার (টেলর) , জনতা ব্যাংক পিএলসি
এক্স, অফিসার (ক্যাশ), অগ্রণী ব্যাংক পিএলসি
এক্স, সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়

মাত্র 195 টাকায় সরকারি ব্যাংক Senior Officer / Officer/Bangladesh Bank AD/Private Bank (Preli + Written) পূর্ণাঙ্গ Cours...
25/07/2025

মাত্র 195 টাকায় সরকারি ব্যাংক Senior Officer / Officer/Bangladesh Bank AD/Private Bank (Preli + Written) পূর্ণাঙ্গ Course.... Arts Faculty, FBS-DU & IBA-DU Based Target Course ..মাত্র 3.5 মাসেই Bank প্রিলি ও রিটেনের পরিপূর্ণ প্রস্তুতি ।
*** 2022 ভিত্তিক সিনিয়র অফিসার / অফিসার পরীক্ষাগুলোর প্রিলি অনুত্তীর্ণ হয়ে যারা পড়াশোনা ছেড়ে বসে আছেন, তাদেরকে বলবো প্রস্তুতি চালিয়ে যান।
*** বিবি এডি ১৫০+- পদের নতুন সার্কুলার আসছে আগামী মাসেই । এছাড়াও আসন্ন 2025 সালের Govt কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসার / অফিসার / ক্যাশের 4500++ টি পদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশিত হয়েছে । তিন মাসের মধ্যে পরীক্ষা হয়ে হবে। ** এরপরের নতুন সার্কুলারও প্রস্তুত । পরীক্ষাগুলোকে সামনে রেখে ব্যাংকার হওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে শুরু হতে যাচ্ছে বিবি এডি & কম্বাইন্ড ব্যাংক (প্রিলি+লিখিত) প্রস্তুতি Special Batch 23
** Preli & Written সকল বিষয়ের গাইডলাইন ও স্টাডি শীট সহ পূর্ণাঙ্গ BB AD & Combined Bank SO কোর্সে জয়েন হবার অফার থাকছে আগামী 2 দিন ( Section- 23)
** কোর্সটি বাংলাদেশ ব্যাংক এডি, Private ব্যাংক MTO/Officer, সরকারী ব্যাংক সিনিয়র অফিসার ও অফিসার / ক্যাশ , Petro Bangla কম্বাইন্ড সার্কুলার , সরকারী জীবন বীমাসহ , NSI ও All প্রাইভেট ব্যাংকের জন্য উপযোগী ।
*3.5 মাসব্যাপী সকল বিষয়ের পুরো কোর্সের রেগুলার ফি 550/- তবে আগামী 2 দিন মাত্র 195 /- টাকায় জয়েন অফার থাকবে।
কোর্সে যা রয়েছে :
** প্রিলি রিটেন সকল বিষয়ের গাইডলাইনসহ Class ও রেকর্ড
** ভোকাবুলির উপর এক্সট্রা কেয়ার ও ডেইলি শীট
** ম্যাথ , ইংরেজি , বাংলা, জিকে প্রিলি ও রিটেন পিডিএফসহ পরীক্ষা
- Written টপিকভিত্তিক মডেল টেস্ট ও ফুল মডেল টেস্ট ( ব্যাংকের নতুন সিলেবাস অনুযায়ী)
-- BB AD & Govt Bank Senior Officer - IBA ,Arts, FBS ভিত্তিক প্রস্তুতি
-- রিটেন ২০০ মার্কের জন্য আপডেট শীট / বই (সকল বিষয়)
** ব্যাংক ম্যাথের উপর ১৫টি এসাইনমেন্ট ও পরীক্ষা (পিডিএফসহ)
** বাংলা ব্যাকরণ ও সাহিত্যের উপর আলাদা পরীক্ষা (শীটসহ)
** Arts , IBA , FBS সহ পুরো জব সলুশনের উপর পরীক্ষা পিডিএফসহ
** BCS প্রশ্নের (10-46) উপর পরীক্ষা
-- ব্যাংকের জিকে , ICT, IQ সহ সকল বিষয়ের পিডিএফসহ টপিক ভিত্তিক থাকবে 45+- টা এক্সাম
--- ব্যাংক রিটেনের জন্য টপিকভিত্তিক ও ফ্যাকাল্টি বেডজ ফুল মডেল টেস্ট 20+
*** পুরো কোর্স ফি: 195/- টাকা মাত্র। (আগামীকাল রাত ১২টা পর্যন্ত অফার ফি থাকবে) ..অফার সময় শেষে কোর্স ফি বেড়ে 550/- হয়ে যাবে।
** কোর্সে জয়েন হতে : নগদ/Bkash - 01748283990 নাম্বারে 195/- সেন্ড মানি করে ইনবক্সে জানান এবং কোর্স গ্রুপ লিংক সংগ্রহ করুন

🔥 ১১৮ পদে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (wzpdcl) এ নিয়োগ বিজ্ঞপ্তি (সংশোধিত) 👉 পদ সংখ্যাঃ ১১৮টি 👉 আবেদন ফ...
24/07/2025

🔥 ১১৮ পদে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (wzpdcl) এ নিয়োগ বিজ্ঞপ্তি (সংশোধিত)
👉 পদ সংখ্যাঃ ১১৮টি
👉 আবেদন ফীঃ ২,০০০/-, ৮০০/-, ৭০০/- ও ৫০০/- টাকা
👉 আবেদনের লিংকঃ https://jobs.wzpdcl.gov.bd:6780
👉 আবেদনের শেষ তারিখঃ ৭ আগস্ট ২০২৫

Address

Malibag
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bcs & Bank Job Career Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share