21/10/2025
ইংরেজিতে খুব জনপ্রিয় একটা কথা আছে: Show, don’t tell.
এই ছবিতে পেছনে দেয়ালের কাছে দাঁড়ানো মানুষ দুজন আমার ডিপার্টমেন্টের দুইজন প্রফেসর। স্টুডেন্টরা পায়ের উপর পা তুলে বসে লেকচার শুনছে, আর ওনারা এক ঘণ্টা ঠাঁয় দাঁড়িয়ে লেকচার শুনেছেন! (আমাদের প্রোভোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রোভোস্টও ছিলেন, এবং তাঁরাও পুরো সময় দাঁড়িয়ে ছিলেন।)
একজন গেস্ট স্পিকার এসেছেন। তিনদিন আমাদের এখানে থেকে তিনটা রিসার্চ লেকচার দিয়েছেন। প্রতিটা লেকচারেই অডিটরিয়াম সম্পূর্ণ ভর্তি হয়েও এত বেশি মানুষ হয়েছে যে অনেককে দাঁড়িয়ে থাকতে হয়েছে বা মেঝেতে বসতে হয়েছে।
আমি ভীষণ অবাক হয়ে দেখলাম, আমাদের কয়েকজন প্রফেসর সিট ছেড়ে স্টুডেন্টদেরকে বসতে দিয়ে নিজেরা এক ঘণ্টা ঠাঁয় দাঁড়িয়ে লেকচার শুনলেন! সাথে প্রোভোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রোভোস্ট। আমি এবং আমার মতো সাউথ এশিয়ান কয়েকজন স্টুডেন্ট নিজেদের সিট ওনাদেরকে অফার করলেও ওনারা সেটা নিতে রাজি হননি। বলেছেন, তোমরা আরাম করে বসে লেকচার শোনো। এটা আমাদের চেয়ে তোমাদের জন্য বেশি বড় লার্নিং অপর্চুনিটি।
প্রথম যখন এসে দেখেছিলাম প্রফেসররা আমাদের পেছনে লাইনে দাঁড়িয়ে খাবার নেন, আমার ব্রেইনে শর্ট সার্কিট হয়ে গিয়েছিল। দেশে দেখে অভ্যস্ত ছিলাম সব ইভেন্টে, এমনকি পিকনিকে গিয়েও আমাদের টিচারদেরকে আগে আলাদা করে টেবিলে খাবার সার্ভ করা হয়, তারপর আমরা লম্বা লাইনে দাঁড়িয়ে খাবার নিই। আর গেটিসবার্গে আমাদের প্রফেসররা সব স্টুডেন্টের খাবার খাওয়া শেষে লাইনে দাঁড়ান, যেন স্টুডেন্টদের খাবারে কমতি না পড়ে।
প্রফেসর জেমিসনকে আমি অনেকবার বলেছি ব্যাপারটা আমার কাছে কেমন আমি আমার প্রফেসরদেরকে অসম্মান করছি লাগে। উনি বলেছেন, দেখো বাবা, যদি তুমি স্টুডেন্ট বলে তোমাকে দাঁড়িয়ে থাকতে হয় আর আমি প্রফেসর বলেই আমার বসার রাইট থাকে- তাহলে এতকাল ধরে যে দাসত্ব প্রথা থেকে আমি বেরিয়ে এলাম, সেটাই কি আবার ফিরিয়ে আনা হল না? সম্মান তো মানুষ হিসেবে মানুষকে করতে হয়, ডিগ্রিকে না। আমার একটা পিএইচডি আছে আর তোমার নেই বলেই কি তোমার চেয়ে আমি বেশি সম্মান ডিজার্ভ করি? তুমি তো আমার চেয়ে কত বিষয়ে কত বেশি জানো। সেই একই সম্মান তুমি কেন ডিজার্ভ করবে না?
শিক্ষা আসলে মুখে বলে দেয়ার জিনিস না, ঠিক যেমন সম্মান মুখে চেয়ে নেয়ার জিনিস না। নিজের কাজ দিয়ে সম্মান অর্জন করতে হয়, শেখাতে হয়। আপনার প্রফেসর যখন আপনাকে বসতে দিয়ে নিজে এক ঘণ্টা দাঁড়িয়ে থাকবেন অথবা আপনাকে খাবারের লাইনে আগে দিয়ে নিজে আপনার পেছনে গিয়ে দাঁড়াবেন- শিক্ষা এবং সম্মান- দুটো জিনিস আপনি আপনা-আপনিই শিখবেন। There's a reason the saying goes: "Show, don't tell."
নোটঃ দয়া করে পোস্টের সারমর্ম না বুঝলে ভুল বুঝে কমেন্ট না করার অনুরোধ রইল। এই পোস্টে আমি কোনো কালচারকে ছোট বলিনি। শিক্ষকরা অবশ্যই সম্মান ডিজার্ভ করেন, এবং আমি শিক্ষকদেরকে বাবা-মায়ের পরপর দেখি। এই পোস্টটায় ওয়েস্টার্ন কালচারকে সুপেরিয়র বলা হচ্ছে না। আমার জীবনের একটা ছোট্ট ঘটনা শেয়ার করা হচ্ছে এখানে যেটা আমার ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে শিক্ষার্থীদেরকে সম্মান দেখানোর মাধ্যমে তাদেরকে সম্মান শেখানো খুব সুন্দর একটা জিনিস। আমার মনে হয়েছে আমার প্রফেসররা একটা ভীষণ সুন্দর কাইন্ডনেসের এক্স্যাম্পল সেট করেছেন। এইটুকুই। আমাদের নিজেদের সংস্কৃতির শিক্ষককে রেস্পেক্ট করার ব্যাপারটা খুবই সুন্দর। তবে ভুলে গেলে হবে না, ওয়েস্টার্ন কালচারেও শিক্ষকদেরকে শিক্ষার্থীরা সম্মান করে। কিন্তু শিক্ষকরাও যে শিক্ষার্থীদেরকে পালটা সম্মান দেখাচ্ছেন- এই জিনিসটা আমার ভালো লেগেছে, কেননা মানুষ হিসেবে সবারই সবাইকে সম্মান করা উচিত, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে।
সংগৃহীত