05/08/2024
স্বাধীনতার সুযোগ এসেছে, স্বাধীনতার পথের একটা বাধা দূর হয়েছে, আরো কয়েকটি বাধা আছে, স্বাধীনতা এখনো আসেনি, স্বাধীনতা আনতে হবে।
স্বাধীনতার মূল বাধা একক গোষ্ঠীর রাজনীতি এবং একক গোষ্ঠীর রাষ্ট্র। একক ধর্মের নামে রাজনীতি ও একক জাতীয়তাবাদ ভিত্তিক রাজনীতি স্বাধীনতার মূল শত্রু।
একক ধর্মের নামে ও একক জাতীয়তাবাদ ভিত্তিক একক গোষ্ঠীর রাষ্ট্র স্বাধীনতার বিপরীত স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্র।
আমরা সেনাপ্রধানের সাথে ধর্মের নামে জামাত শিবির অধর্ম উগ্রবাদি খুনি মওদুদিবাদের নেতাকে দেখে আমরা আতংকিত।
মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র ছাড়া স্বাধীনতার কোনো পথ নেই। এক অন্ধকার থেকে মুক্ত হয়ে আরেক অন্ধকারে চলে গেলে এত ত্যাগ সব ই ব্যর্থ হয়ে যাবে।
জীবন ও দেশের মুক্তির জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের ত্যাগ যেন ব্যর্থ না হয় সে জন্য সজাগ ও দায়িত্ব পালন করতে হবে, তাঁদের পরিবারকে স্বাবলম্বী করে দিতে হবে।
জনগণের ভোটাধিকার নাগরিকত্ব বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে।
জনগণের সরকার মানবতার সরকার গঠনের জন্য মুক্ত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
তোমার দেশ আমার দেশ সবার দেশ মানবতার দেশ বাংলাদেশ গড়া হলেই জীবনের স্বাধীনতা ও স্বাধীন রাষ্ট্র হবে।
ধন্যবাদ।
===============
- আল্লামা ইমাম হায়াত,
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব,
World humanity revolution.