Muna's Lazy Life

Muna's Lazy Life Muna's Daily Vlog.Entertainment or History
(7)

08/05/2025

আল্লাহুম্মা সল্লি'ওয়া সল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' ﷺ.!🖤✨

06/05/2025

আল্লাহ তো নিজেই বলেছেন, ধৈর্য ধারণ কর তোমার ভবিষ্যৎ,তোমার অতীতের চেয়ে উত্তম হবে।

(সূরা আদ দুহা -৪)

06/05/2025
06/04/2025

১৯৬৯ সালে যখন আল-আকসা মসজিদে আগুন লাগানো হল, তখন ইস—রায়েলের প্রধানমন্ত্রী ‘গোল্ডা মেয়ার’ কী বলেছিল‌ জানেন?

বলেছিল, ‘সে রাতে আমি ঘুমাতে পারি নি, কারণ আমি কল্পনা করছিলাম যে— আরবরা চারদিক থেকে দলবদ্ধ হয়ে ইসরা—য়েলে ঢুকে পড়বে।

কিন্তু যখন সকাল হল এবং কিছুই ঘটল না, তখন আমি বুঝতে পারলাম— আমরা যা চাই তা করতেই পারি, কারণ এ এক ঘুমন্ত জাতি।’

হায় দুর্ভোগ! শ্রেষ্ঠ জাতির উত্তরসূরী এ উম্মাহ আজ কতোটা উপহাস্য!

06/04/2025

ফ্লো'রিন বো*মা কি চিনেন? ক্যামিকেল we*apon নিক্ষেপ করা মাত্র বাতাশে গ্যাসের সংমিশ্রণে অক্সিজেনের মাত্রা কমে গেছে!
গা*জাবাসী নিঃশেষ হয়ে যাচ্ছে। কিন্তু কালকের বিশ্ব মিডিয়া কিছুই কাভার করবে নাহ! করতে দেওয়া হচ্ছে না আর।
নীরবে নিভৃতে শেষ হয়ে যাবে একটা মুসলিম জেনারেশন!

24/08/2024

ঢাকায় ঝুম বৃষ্টি শুরু হয়েছে । অন্য আর কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে??🥹

24/08/2024

ছবি তোলা থেকে বিরত থাকুন প্লিজ 🙏🙏😔

কুমিল্লা'র বুড়িচং উপজেলার একজন বন্যার্তের আর্তনাদঃ
ভাই, প্রতিবছর কুর*বানী ঈদে নিজের খামারের একটা গরু গরীবদের দিয়ে দিছি কুরবা*নির জন্য, নিজের পুকুরের মাছ যখনই বিক্রি করতাম আগে পাড়া প্রতিবেশীদের দিতাম, কোনোদিন ছবি তুলি নাই অথচ আজকে আপনারা আমারে এক পোটলা চিড়া আর মুড়ি দিয়া ছবি তুলতাছেন দশ জনে!!!! ভাই মাফ কইরা দেন আমরারে, আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেন।"

মাফ কইরা দেন ভাই!!!!

23/08/2024

এখন পযর্ন্ত দেশে ১১টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এ মুহূর্তে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯ পরিবার পানিবন্দী। আর এই বন্যায় এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেনI ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
🥲🥲

Address

Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muna's Lazy Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category