I N F I N I T Y

I N F I N I T Y DO YOU LIKE { I N F I N I T Y } ?

বিয়েকে আমি প্রচন্ড ভ-য় পাই কারণ পুরুষ মানুষের মন কখন বদলে যাবে বুঝতেই পারবেন না।যত বছরের সম্পর্ক হোক না কেন বিয়ে করে ঘরে...
02/06/2025

বিয়েকে আমি প্রচন্ড ভ-য় পাই কারণ পুরুষ মানুষের মন কখন বদলে যাবে বুঝতেই পারবেন না।যত বছরের সম্পর্ক হোক না কেন বিয়ে করে ঘরে বউ বাচ্চা রেখে তাদের বাইরের বেডিদের ভালো লাগে।দিন শেষে মেয়েটার জীবন শেষ।সবাই মেয়েটারই ভূল প্রমান করে।কি নেই এ মেয়ের?বাপের টাকা,পড়াশোনা,বিসনেজ করে নিজের একটা জায়গা তৈরি করেছে,মডেস্ট আছে,সুন্দরী আছে।এ ছেলে এ মেয়ের টাকা দিয়েই সারাজীবন চলে যেতে পারতো।

ওদের বিষয়ে শুরু থেকে সব জানি,মিচুয়াল কোনো এক ভাবে।এ ছেলেরে একদম বিগ জিরো অবস্থায় এ তিথি বিয়ে করছে।ছেলেটার নিজের কিছুই নেই।মেয়েটার বিষয়ে বিয়ের সময় থেকে,ওদের বিয়ের আগের সম্পর্ক থেকে,বিয়ের সময় এবং বিয়ের পরে যা যা হয়ছে সব জানতাম।

বিয়ে হইলো মাএ কয়েকদিন,দুজনেরি বয়স কম।হঠাৎ করে বেবি কন্সিভ হওয়ার পর থেকে ওনার বিভিন্ন সেড পোস্ট তখন থেকেই মন খসখস করলো।প্রশ্ন দুইটাই ছিলো ও কী প্রোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগতেছে,নাকি হাজবেন্ড ইস্যু!অনলাইন এ এসে দেখি এই ভিডিও!এখন বলবেন নজর,নজর কিরে ভাই এতো তাড়াতাড়ি ব-দনজর মানে কী?আসলে সব কিছু নজর বলে উড়ায় দিয়েন না!যেই পুরুষ এর চরিত্রে সমস্যা ওর সামনে প্রিন্সডায়নার মতো সুন্দরী বসায় রাখলেও আরেক জন রে লাগবেই!

সে অনেক কাহীনি করছে,এখন আবার মেয়েটার দূ-ষ দিয়ে নিজেরে ডিফাইন করতে আসবে।এসব পুলারে ধরে থা-প্রা-নো দরকার 🙂

Collected

এই পোস্ট টা সকল মা বোনদের জন্যে৷ বাইকে রাইড শেয়ারিং করতে সবাই সাবধান থাকবেন৷মিরপুর-১২ থেকে শ্যামলী যেতে এক কর্মজীবী নারী...
01/06/2025

এই পোস্ট টা সকল মা বোনদের জন্যে৷ বাইকে রাইড শেয়ারিং করতে সবাই সাবধান থাকবেন৷

মিরপুর-১২ থেকে শ্যামলী যেতে এক কর্মজীবী নারী রাইড শেয়ার মোটরসাইকেল নেন। চালক দেওয়া হেলমেট পরার পরপরই তিনি চেতনা হারাতে থাকেন। শ্যামলির রাস্তা বদলে চালক তাকে নরসিংদীর একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে প্রথমে ধ**, পরে ভিডিও ধারণ ও সর্বস্ব ছিনিয়ে নেওয়া হয়। এরপর চালক পালিয়ে যায়।

৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নারীকে উদ্ধার ও হাসপাতালে ভর্তি করে। তদন্ত করে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তৎপরতায় এই নৃশংস অপরাধের দ্রুত বিচার প্রক্রিয়ার সূচনা হয়। এজন্যে তাদের স্যালুট পাওনা৷

  sweet viewviewers 😍❤️
14/05/2025

sweet viewviewers 😍❤️

Good morning ❤️
10/05/2025

Good morning ❤️

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when I N F I N I T Y posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to I N F I N I T Y:

Share