
02/06/2025
বিয়েকে আমি প্রচন্ড ভ-য় পাই কারণ পুরুষ মানুষের মন কখন বদলে যাবে বুঝতেই পারবেন না।যত বছরের সম্পর্ক হোক না কেন বিয়ে করে ঘরে বউ বাচ্চা রেখে তাদের বাইরের বেডিদের ভালো লাগে।দিন শেষে মেয়েটার জীবন শেষ।সবাই মেয়েটারই ভূল প্রমান করে।কি নেই এ মেয়ের?বাপের টাকা,পড়াশোনা,বিসনেজ করে নিজের একটা জায়গা তৈরি করেছে,মডেস্ট আছে,সুন্দরী আছে।এ ছেলে এ মেয়ের টাকা দিয়েই সারাজীবন চলে যেতে পারতো।
ওদের বিষয়ে শুরু থেকে সব জানি,মিচুয়াল কোনো এক ভাবে।এ ছেলেরে একদম বিগ জিরো অবস্থায় এ তিথি বিয়ে করছে।ছেলেটার নিজের কিছুই নেই।মেয়েটার বিষয়ে বিয়ের সময় থেকে,ওদের বিয়ের আগের সম্পর্ক থেকে,বিয়ের সময় এবং বিয়ের পরে যা যা হয়ছে সব জানতাম।
বিয়ে হইলো মাএ কয়েকদিন,দুজনেরি বয়স কম।হঠাৎ করে বেবি কন্সিভ হওয়ার পর থেকে ওনার বিভিন্ন সেড পোস্ট তখন থেকেই মন খসখস করলো।প্রশ্ন দুইটাই ছিলো ও কী প্রোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগতেছে,নাকি হাজবেন্ড ইস্যু!অনলাইন এ এসে দেখি এই ভিডিও!এখন বলবেন নজর,নজর কিরে ভাই এতো তাড়াতাড়ি ব-দনজর মানে কী?আসলে সব কিছু নজর বলে উড়ায় দিয়েন না!যেই পুরুষ এর চরিত্রে সমস্যা ওর সামনে প্রিন্সডায়নার মতো সুন্দরী বসায় রাখলেও আরেক জন রে লাগবেই!
সে অনেক কাহীনি করছে,এখন আবার মেয়েটার দূ-ষ দিয়ে নিজেরে ডিফাইন করতে আসবে।এসব পুলারে ধরে থা-প্রা-নো দরকার 🙂
Collected