17/07/2024
প্রতিটা বাবা-মা আদরে যত্নে, খেয়ে না খেয়ে, শত বাঁধা বিপত্তি আর কষ্টের মধ্যে একজন সন্তান মানুষ করার চেষ্টা করেন।কেউ অর্থাভাবে এগুতে পারেনা আর কেউবা চরম আর্থিক অসঙ্গতির মধ্যেও মেধা আর সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে পড়াশুনায় এগিয়ে যায়। পরিবার যেমনই হোক না কেন, ছেলে মেয়ে যেমনই থাকুক না কেনো, প্রতিটা বাবা-মার চাওয়াটা থাকে শুধুই সন্তানের ভালো ভবিষ্যত আর তাদের ভালো থাকাটা। মায়ের নাড়ি ছেঁড়া ধন কিছুদিন নিজের থেকে দূরে থাকলে কি যে অনুভূতি হয় সেটা শুধু একজন মা ই বলতে পারবেন। কিন্তু একজন মায়ের বুক যখন খালি হয় তখন কেমন লাগে কেউ কি বলতে পারবেন ? নিশ্চয়ই অবর্ণনীয় কষ্টের অনুভূতি যা হয়তো আমাদের কল্পনারও বাইরে।
এই কষ্টের মধ্য দিয়ে যাতে আর কাউকে যেতে না হয়। আর কোন মায়ের বুক যেনো খালি না হয়, আর কোন বাবার আহাজারিতে যাতে বাংলার আকাশ-বাতাস প্রকম্পিত না হয়।