Sutradhar

Sutradhar আমি মানিক সুত্রধর ছোটখাট রাজনৈতিক সচেতন মানুষ। সমসাময়িক ঘটনা নিয়ে কিছু বলার চেষ্টা করি

08/10/2024

মুক্তিযোদ্ধাদের সন্ত্রাসী, হিন্দুস্তানের দালাল বলত স্বাধীনতাবিরোধী রাজাকার ও তার উত্তরসূরীরা। তাদেরকে আমি ঘৃণা করি। ঠিক যেমনটা ঘৃণা করি ২৪ এর শহীদদের ব্যাপারে যারা কটুক্তি করে কিংবা তাদের ব্যাপারে ঘৃণা পোষন করে।

Arif Rubel

মহাভারতে নিপীড়ক শাসক, দায়িত্বহীন শাসক, অকর্মন্য শাসকদের সম্পর্কে যেকথা বলেছিলেন ভীষ্ম সেকথা ইউনুসের সরকার সম্পর্কেও এখনো...
06/10/2024

মহাভারতে নিপীড়ক শাসক, দায়িত্বহীন শাসক, অকর্মন্য শাসকদের সম্পর্কে যেকথা বলেছিলেন ভীষ্ম সেকথা ইউনুসের সরকার সম্পর্কেও এখনো প্রাসঙ্গিক।

যুধিষ্ঠিরকে ভীষ্ম বললেন, রাজাদের যজ্ঞানুষ্ঠান করা উচিত, কিন্তু প্রজাপীড়ণ করে নয়।

যে রাজ্যে বালকেরা স্বাদু খাদ্যের দিকে তাকিয়ে থাকে কিন্তু খেতে পায় না, ব্রাহ্মণাদি প্রজারা ক্ষুধায় অবসন্ন হয়, পতিপুত্রদের মধ্য থেকে রোরুদ্যমানা রমণী অপহৃত হয়, সে রাজার জীবনে ধিক। যিনি প্রজা রক্ষা করতে পারন না, সবলে ধন হরণ করেন, সেই নির্দয় কলিতুল্য রাজাকে প্রজাগণ মিলিত হয়ে বধ করবে। যিনি প্রজারক্ষার আশ্বাস দিয়ে রক্ষা করেন না সেই রাজাকে ক্ষিপ্ত কুক্কুরের ন্যায় বিনষ্ট করা উচিত।

--অনুশাসনপর্ব/ মহাভারত

28/09/2024

'আস-সুন্নাহ ফাউন্ডেশনের আহামাদুল্লাহ এস আলম গ্রুপের দান দক্ষিনার অন্যতম গ্রহীতা ছিলেন। এছাড়াও তিনি ছিলেন সোশ্যাল ইসলামি ব্যাংকের শরীয়া বোর্ডের একজন গুরুত্বপূর্ন সদস্য। ঐ ব্যাংক থেকে এস আলম ব্যাংক এবং তাদের সহযোগীরা ১৫ হাজার কোটি টাকা ঋন নেন (সুত্রঃ প্রথম আলো)। শরীয়া বোর্ড তথা আহামাদুল্লাহরা ঐ লুটপাটে সম্মতি দেয়। আজকে সেই আহামাদুল্লাহ জাতির ত্রাতা হইছে।"

--- আজম খান

26/09/2024

তাফসীর ইবনে কাতিরে উল্লেখ আছে, নাজরানের খৃষ্টান ডেলিগেটরেরা নবীর সাথে আলাপ করতে গেলে তাঁদের প্রার্থনার সময় নবী স্বয়ং তাঁদের মসজিদে বসেই প্রার্থনা করতে অনুরোধ করেন। তাঁরা পূর্বদিকে ফিরে প্রার্থনা সম্পন্ন করেন।

এই অনুমতি দেয়ার পেছনে নবীজীর একটা উদ্দেশ্য ছিলো। সেই উদ্দেশ্য হচ্ছে ওনার খোদা যে সর্বজনীন, সবারই খোদা সেটা তাঁদের বোঝানো।

আর আপনারা উত্তরার একটা মাঠে পূজা করতে দেবেন না "ঈদের নামাজের স্থান" এই দোহাই দিয়ে?

কোরআনটা খুইলা পড়লে দেখতেন পুরা জমিনটা বিছায়া দেওয়া হইসে খোদার ইবাদত করার জন্য, আর পূজাটা ওনাদের ইবাদতই।

কোন বিশ্বাসীকে তাঁর ইবাদত পালনে বাধা দেয়ার অনেক অর্থ থাকতে পারে, কিন্তু কোনভাবেই সেটার অর্থ 'ধর্ম' হতে পারে না।

আরিফ রহমান

মন্দির পাহাড়া দিয়ে মন্দিরে নামাজ পড়া যাবে কিন্তু ঈদগাহ মাঠে পূজা করা যাবে না !! বছরে দুইবার মাঠে ঈদের নামাজ হয় বাকি ৩৬৩ ...
25/09/2024

মন্দির পাহাড়া দিয়ে মন্দিরে নামাজ পড়া যাবে কিন্তু ঈদগাহ মাঠে পূজা করা যাবে না !! বছরে দুইবার মাঠে ঈদের নামাজ হয় বাকি ৩৬৩ দিন ঈদগাহ মাঠে কি হয় সেইটা আপনি আমি সবাই জানি

সকল বৈষম্য ভেঙে এগিয়ে যাওয়ার নামই বাংলাদেশ
25/09/2024

সকল বৈষম্য ভেঙে এগিয়ে যাওয়ার নামই বাংলাদেশ

25/09/2024

গত এক মাস ধরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ছিনতাই অপহরণ বেশিরভাগ ঘটনা ঘটিয়েছে বাঙালিরা এবং ঐসকল কর্মকান্ডের জন্য থানায় এজাহার হয়েছে বাঙালি সন্ত্রাসীদের নামে। অথচ সমতলের সুশীল চোর বাটপার ঈমানী দেশ প্রেমিক সবাই মিলেমিশে মায়ানমার বার্মার ছবি ভিডিও দিয়ে প্রচার করে আসছে শুধুমাত্র পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম হয় সমতলে সব দুধে ধোয়া তুলসী পাতা। কক্সবাজারে ডাকাত ধরতে গিয়ে একজনা সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছে সেটাও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়িদের সন্ত্রাসী কার্যক্রম হিসাবে গুজব ছড়াচ্ছে সেনাবাহিনীও যাদের আটক করেছে তাদের পরিচয় বলছে না। এর মধ্য দিয়ে তাদের দেশপ্রেমের ঈমানী পরীক্ষা দিচ্ছে। শালারা সব ভন্ডের দল ইয়াবা খোর নেশাগ্রস্ত প্রতিবন্ধী।

১৯৭১ সালে মহান মুক্তি যুদ্ধ অংশ নিয়েছিল এদেশের কৃষক শ্রমিক কুলি মজুর ছাত্র শিক্ষক পেশাজীবী বুদ্ধিজীবী সম্মিলিতভাবে। কিন...
24/09/2024

১৯৭১ সালে মহান মুক্তি যুদ্ধ অংশ নিয়েছিল এদেশের কৃষক শ্রমিক কুলি মজুর ছাত্র শিক্ষক পেশাজীবী বুদ্ধিজীবী সম্মিলিতভাবে। কিন্তু গত ১৫ বছরে মুক্তিযুদ্ধ মানে এক ব্যক্তির জয়গান চাপিয়ে দেওয়া হয়েছিল জাতির ঘাড়ে।স্বৈরাচারী জবরদখলের মাধ্যমে বঙ্গবন্ধুকে হাসিনার আব্বায় পরিণত করেছে তার ফলাফল ৫ আগস্ট আমরা দেখেছি।

২০২৪ এ গণঅভ্যুত্থানের আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে গণহত্যা চালানো হলো তখন ছাত্রদের পাশে দাঁড়ায়েছিল শিক্ষক,গার্মেন্ট শ্রমিক দিনমজুর হকার রিস্কাওয়ালা ফেরিওয়ালা ভ্যানওয়ালা আস্তিক নাস্তিক ধার্মিক সহ ফ্যাসিবাদ বিরোধী সর্বস্তরের জনগণ তাদের শক্তির উপর ভর করে গণঅভ্যুত্থান হয়েছে। তাদেরকে পাশ কাটিয়ে মতামত না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধ করার সমন্বয়করা কে ? ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় দেশের প্রতিটি মানুষের ঘাম ঝরানো টাকায়।

শিক্ষক কৃষক শ্রমিক জনতাকে পাশ কাটিয়ে তথাকথিত ছাত্রদের নিয়ে দেশব্যাপী সমন্বয়কদের সফরে এর প্রতিফলন পাওয়া যাচ্ছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সাধারণ সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে ঐ সমন্বয়কদের সামনে পেলে বড় ভাই হিসাবে গালে দুইটা থাপ্পর লাগিয়ে দিতাম।

24/09/2024

আমাগোরে সিরাজগঞ্জে সদরের ডাক্তার এমপি ছিল। পলাতক স্বৈরাচারের আত্মীয়। শিবিরের পোলাপান দিয়ে শোডাউন করতো। ২০১৮ সালে আমি একদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম এর পরিপেক্ষিতে এমপির লোকজন শিবিরেছাত্রলীগের পোলাপান আমার খোঁজ খবর নিতে আমার বাসায় এবং আমার কর্মস্থলে যায়। সে যাত্রায় বেঁচে গিয়েছিলাম আমার বাপ ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিল। কিন্ত ডাক্তারের গুন্ডাবাহিনী আমাকে হিন্দু রাজাকার বলে গালাগালি করে আসে। আর সিরাজগঞ্জের অনেকেই বলে থাকে কতটুকু সত্য মিথ্যা জানি না সাবেক ডাক্তার এমপি নাকি শিবিরের রোকন ছিল

মুগ্ধ ♥️
24/09/2024

মুগ্ধ ♥️

আমি কিন্তু কইছিলাম বিজয়া দশমীর আগেই বুড়িগঙ্গার নর্দমায় ইলিশ রাজনীতি বিসর্জন হবে
23/09/2024

আমি কিন্তু কইছিলাম বিজয়া দশমীর আগেই বুড়িগঙ্গার নর্দমায় ইলিশ রাজনীতি বিসর্জন হবে

ছাত্রলীগে থাকা শিবির কর্মীরা প্রকাশ্যে আসলে ছাত্রলীগ তার অস্তিত্ব সংকটে পড়বে তার সাথে আওয়ামী বাম সুশীলদের সেপ্টেম্বরের...
23/09/2024

ছাত্রলীগে থাকা শিবির কর্মীরা প্রকাশ্যে আসলে ছাত্রলীগ তার অস্তিত্ব সংকটে পড়বে তার সাথে আওয়ামী বাম সুশীলদের সেপ্টেম্বরের গরমে হিট স্ট্রোক করবে।

22/09/2024

সেই ২০১৩ সাল থেকে বলে আসছি শিবির পুর্নবাসিত হয় ছাত্রলীগে। থানা জেলা পাড়া মহল্লা সেন্ট্রাল কমিটি পর্যন্ত ছাত্রশিবির পূর্ণবাসিত হয়েছে ছাত্রলীগে। ছাত্রলীগের মুখোশ খুলে নিজেরে যখন আত্মপ্রকাশ করছে তখন অনেকেই অবাক হয়ে গেছে বিশেষ করে আওয়ামী পাকা বাম নেতা কর্মীদের মধ্যে সামান্য হিট স্ট্রোকের লক্ষণ দেখা দিছিল। জানিনা তাদের শোক কদিন থাকবে তবে আমি একটা সাজেশন দিতে পারি মোহাব্বাতের ভাই হিসেবে ছাত্রলীগ কর্মীরা শিবিরে যোগদান করে বালা মুসিবত থেকে রক্ষা পেতে পারে।

পৃথিবীতে মানুষ এসেছে প্রেম ধর্মে সকলের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্যপ্রেম ধর্ম ছাড়া সব কিছুই বৃথা। শ্রী শ্রী চৈতন্যদেব ❤
13/09/2024

পৃথিবীতে মানুষ এসেছে প্রেম ধর্মে সকলের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য
প্রেম ধর্ম ছাড়া সব কিছুই বৃথা। শ্রী শ্রী চৈতন্যদেব ❤

Address

Dhaka
1216

Opening Hours

Monday 11:00 - 23:00
Tuesday 11:00 - 23:00
Wednesday 11:00 - 23:00
Thursday 11:00 - 23:00
Friday 14:00 - 22:00
Saturday 11:00 - 23:00
Sunday 11:00 - 23:00

Telephone

01708094127

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sutradhar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sutradhar:

Share

Category

Creative design Solutions

Hi I'm Manik Sutradhar, Professional Graphic Designer

Creative logo,web Banner, brochure, Visiting Card, Poster,

& Online Advertising Etc Professional graphic designing Working