Tusar Bro - TB

Tusar Bro - TB Let's Learn the Secret of Cracking HSC, BUET, Medical, DU with Fun. Youtube: Tusar Bro - TB

প্রতিবছর একটা common scenario দেখা যায়। বেশ কিছু ভালো স্টুডেন্ট, বেশ কিছু deserving স্টুডেন্ট সামান্য কিছু mistake এর জ...
09/09/2025

প্রতিবছর একটা common scenario দেখা যায়। বেশ কিছু ভালো স্টুডেন্ট, বেশ কিছু deserving স্টুডেন্ট সামান্য কিছু mistake এর জন্য আল্টিমেটলি Admission এ গিয়ে বড় বাঁশ খায়, বা, সোজা বাংলায় বললে মারা খায়। 😓

দুঃখজনকভাবে, মারা খাবার পরে তারা আফসোস করে বলে, ইইশ ভাইয়া!! আগে থেকে যদি এই বিষয়ে জানতাম, তাহলে আজকে অনেক ভালো জায়গায় থাকতাম!! 😢

সেইসব “ছোট ভুল কিন্তু বড় শাস্তি” বিষয়গুলো নিয়ে আমার একটি নতুন Series বানানোর প্ল্যান করেছি, যার নাম হলো, “Admission এ মারা” 🔥

যাতে তোমরা সেই mistake গুলো সম্পর্কে আগে থেকে জেনে সচেতন হতে পারো!

তোমরা কবে থেকে series টি চাও, সেটি কমেন্টে জানাও। আজকে চাইলে আজকেই শুরু করবো ইন সা আল্লাহ।

Tusar Bro - TB
Chemical Engineering, BUET
Medical - 679th

দেশে যখনই অন্যায় হয়েছে, তখন শিক্ষার্থীরাই সবার আগে রাস্তায় নেমেছে। আজও তাই হয়েছে। এটা শুধু ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আন...
27/08/2025

দেশে যখনই অন্যায় হয়েছে, তখন শিক্ষার্থীরাই সবার আগে রাস্তায় নেমেছে। আজও তাই হয়েছে। এটা শুধু ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আন্দোলন নয়, বরং দেশের মেধাবী তরুণদের প্রতি চলমান বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার লড়াই।

কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের ওপর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড আর লাঠিচার্জ চালানো হয়েছে, যা একেবারেই অমানবিক এবং নিন্দনীয়।

আমরা চাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, দায়ীদের শাস্তি দেওয়া হোক এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো দ্রুত সমাধান করা হোক।

25/06/2025

রাত পোহালেই HSC Exam. পরীক্ষার আগের রাতে নতুন কিছু বলা ঠিক না, কিন্তু HSC এর আগের রাতে ২-১ টা কথা জানা অনেক জরুরী, তাই বলিঃ

১। সাধারণত HSC পরীক্ষার কেন্দ্র তোমার অপরিচিত স্কুল/ কলেজ হবে। এটা তোমার নিজের কলেজ না, তাই, ২ মিনিটের মধ্যে সীট খুঁজে পাবা - এর গ্যারান্টি নাই। তারপর খাতায় নাম রোল ফিলাপ করতে অনেকগুলো গোল্লা (Circle) ভরাট করা লাগবে, এতে অনেক টাইম লাগে + খাতায় মার্জিন টানা লাগবে অনেকগুলা। তাই, পরীক্ষা শুরু হবার ১৫ মিনিট আগে কেন্দ্রে পৌঁছানোর চিন্তা বাদ দিয়ে, প্রথম পরীক্ষায় হাতে এনাফ টাইম নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবা।

২। রাতে ঘুমানোর আগে Documents ঠিকমতো চেক করে গুছায় রাখো। Admit Card বা Registration Card ছাড়া এক্সাম হলে গেলে অনেক ঝামেলায় পড়বা। এক্সামের মধ্যে ঝামেলায় পড়লে এক্সামের Concentration তো নষ্ট হবেই + সময় নষ্ট হবে + প্যানিকের সোদনে প্রথম এক্সামেই এক্কেরে পুটু মারা সারা হয়ে যাবে।

৩। অনেকে বলবে এক্সামের আগের রাতে একটা বিশাল শান্তির ঘুম দাও। কিন্তু আমি এটা Agree করি না। পড়া বাকি থাকলে যতটা সম্ভব কাভার করো ভাই। দরকার হলে ২ ঘন্টা কম ঘুমায়ে সেই টাইমটা পড়ো। এক্সামের খাতায় তুমি কি লিখছো, সেটা ম্যাটার করবে। ২ ঘন্টা কম ঘুমায়ে যদি ১০ মার্ক বেশি পাও, তাহলে লাভ নাকি লস? তবে, এক্ষেত্রে কমপক্ষে ২-৪ ঘন্টার ঘুম এনসিওর করিও। নাহলে সকালে এক্সাম হলে গিয়ে মাথা কাজ করবে না।

৪। পরীক্ষা কেন্দ্রে ঢুকার আগে চা/ কফি খেয়ে যাবা। এতে Energy BOOST পাওয়া যায় + রাতে কম ঘুমালেও এক্সাম হলে টায়ার্ড লাগবে না।

৫। মাথায় রাখবা, পরীক্ষার হল সবসময় Fair হয় না ভাই। আমার SSC এক্সামের সময় খাতায় লুজ শীট (Extra Page) সেলাই করতে প্রায় ৫ মিনিট সময় নিসিলো। (এই কাহিনী পরে বলবো Details এ)। এই টাইম কিন্তু এক্সট্রা দেয় না। অনেক কেন্দ্রে ঘড়ি কাজ করবে না। অনেক কেন্দ্রে আরও বাজে কিছু ঘটতে পারে। তোমার সাথেও এরকম "বাজে কিছু" ঘটতে পারে, এরকম একটা Mental Preparation নিয়ে যাবা। তাহলে প্যানিক না করে, বরং, সিচুয়েশন ট্যাকল করতে পারবা ভালো মতো।

৬। বোর্ড এক্সামে প্রশ্ন ছেড়ে আসবা না। সবগুলাই টাচ করে আসবা at Least. Borad Exam এ অনেক ক্ষেত্রে "লিখলেই মার্ক" থিওরি কাজ করে।

এবার যাও, একটা কড়া ফাইট দাও। টাটা। Best Wishes, Bros (Including Lady Bros) 🔥🔥

- Tusar Bro - TB

21/01/2025

BUET ও DU এক্সামের দিনে পানি সমস্যা থেকে বাঁচতে একবার হলেও এই ভিডিওটি দেখিও!

26/11/2024

BUET এ মারামারি হচ্ছে?
আসলে, বুয়েটে অনেকগুলো আবাসিক হল আছে, এদের মধ্যে কমপিটিশন, খুনসুটি ইত্যাদি চলতেই থাকে। তারই একটি অংশ দেখানো হয়েছে এই ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে চাইলে, Comment করে জানাতে পারো। ভালো response পেলে, আমি এই টপিকে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো।

18/03/2024

বেশ ভালো পড়াশুনা করেও অনেক সময় সৃজনশীলে (CQ) খুব বেশি মার্ক আসে না। আবার, MCQ ও মন মতো হয় না। কীভাবে বোর্ড পরীক্ষা, যেমনঃ SSC, HSC তে বেশি মার্ক পাওয়া যায়, সেটি নিয়ে একটি সিরিজ লঞ্চ করছি। আজকে তার ১ম এপিসোড "Positive Impression".

19/11/2023

HSC তে কেমিস্ট্রির পড়া শুরু করলে যেই টপিকে তোমরা সবচেয়ে প্যারা খাও, সেটি হচ্ছে দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতা বুঝতে হলে প্রথমেই জানতে হবে দ্রবণ কী জিনিস।
হয়তো অনেকেই বুঝো এটা, তবে, এটি নিয়ে একটু ভিন্নভাবে উপস্থাপনে আজকের এই ভিডিও। মাত্র ৪ মিনিটের ভিডিওটি সময় বের করে দেখে ফেলিও।

22/10/2023

Hand Calculation বা Without Calculator Tricks এডমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অনেকেই ভয় পায়, তবে হালকা কিছু ট্রিক জানলে এটা আহামরি টাফ কিছু না। ভিডিওটা দেখলে বুঝতে পারবা।

বন্ধুদের মেনশন করে/ ভিডিওটা শেয়ার দিয়ে চাইলে অনেকের উপকার করতে পারো।

  and  তোমরা জানো তোমাদের জন্য আমার পার্সোনাল অনলাইন সেরা ব্যাচ লঞ্চ হচ্ছে শীঘ্রই। সেটার ডিটেইলস জানতে চেয়ে অনেকজন আমাকে...
03/08/2023

and
তোমরা জানো তোমাদের জন্য আমার পার্সোনাল অনলাইন সেরা ব্যাচ লঞ্চ হচ্ছে শীঘ্রই। সেটার ডিটেইলস জানতে চেয়ে অনেকজন আমাকে নক করেছিলে। আজ সেই অপেক্ষার অবসান হলো। Youtube এ ভিডিওর মাধ্যমে ডিটেইলস জানিয়ে দিয়েছি। চেক করতে পারো। লিংক কমেন্টে দিচ্ছি।।

আর যারা এখানেই দেখতে চাও, তাদের এখানেই ডিটেইলস জানিয়ে দিচ্ছিঃ

কেমিস্ট্রি ব্যাচঃ
ক্লাস টাইপঃ রেকর্ডেড+ লাইভ
ফিঃ চ্যাপ্টার ওয়াইজ পেমেন্ট।

ক্লাস শুরু হবে ৭ তারিখ (HSC 24) এবং ৮ তারিখ (HSC 25)

মৌলের পর্যায়বৃত্ত ধর্ম চ্যাপ্টার দিয়ে শুরু করতে চেয়েছিলাম। কারণ, তোমরা অনেকদিন ধরেই গুণগত রসায়ন চ্যাপ্টারটা পড়। তারপরেও দেখা যায়, সবাই শুধু সহজ জিনিস পড়ায় দিয়ে ছেড়ে দেয় এবং তোমরাও মনে কর যে, অনেক ভালো শিখে গেছো। তবে, একটু পেচায় কোশ্চেন করলে আর পারো না।
আমার টার্গেট তোমাকে কেমিস্ট্রিতে BOSS বানানো এবং শুরু থেকেই BUET, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গড়ে তোলা। তাই, প্রথম চ্যাপ্টার থেকেই সেভাবে গড়ে তুলা উচিত বলে আমি মনে করি। তাই, গুণগত রসায়ন দিয়ে শুরু করলাম। যারা এই চ্যাপ্টার শেষ করেছো আগে, তারাও আমার এই ব্যাচে অনেক কিছু নতুন জিনিস শিখতে পারবা, একদম গেরান্টি + এগুলা ইম্পর্ট্যান্ট জিনিস। আর, HSC 25 এর যারা এখন থেকেই ব্যাচে যুক্ত হবা, বিশ্বাস কর, তোমরা অনেক লাকি হবা। ২ বছর পর নিজেই বুঝতে পারবা কেন বললাম।

এবার আসি পেমেন্ট। অনেকে ফুল পেপার অনেক কম দামে পড়ায়। তাদের কোয়ালিটি সম্পর্কে আমার জানা নেই। তবে, আমার এই ব্যাচের কোয়ালিটি নিয়ে আমি শতভাগ বিশ্বাসী। তাই, পেমেন্ট অনেকের পছন্দ নাও হতে পারে। না হলে কিছু করার নাই ভাই, কারণ এই ব্যাচের কোয়ালিটি নিশ্চিত করতে যায়ে প্রচুর পেইন খাইসি।

গুণগত রসায়ন ফিঃ ৮০০ টাকা। তবে, HSC 24 যারা ৭ তারিখের মধ্যে ভর্তি হবা, তাদের জন্য ৪০% ডিসকাউন্ট, অর্থাৎ ৪৮০ টাকা মাত্র।
HSC 25 এর যারা ৮ তারিখের মধ্যে ভর্তি হবা, তাদের জন্যেও ৪০% ডিসকাউন্ট, অর্থাৎ ৪৮০ টাকা মাত্র।

তাই, দেরি না করে জয়েন করে ফেলো। দেখা হচ্ছে ক্লাসে।

ভর্তি হতে ফর্ম পূরণ করে ফেল।

ফর্ম লিংকঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeP6-WevP6Dj0_U7lWP6vCshGkT0zaThaDKEOggRXoPKJgyjw/viewform

মোঃ আব্দুল নূর তুষার
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, BUET
মেডিকেলঃ ৬৭৯ তম
ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ ৪৩৫ তম

ফিঃ ৮০০ টাকা। তবে, ৭ আগস্টের মধ্যে ভর্তি হলে ৪০% ডিসকাউন্ট, অর্থাৎ, ৪৮০ টাকা মাত্র। টাকা বিকাশে সেন্ড মানি করতে হবে।...

01/07/2023

BUET Exam Vlog, but with a twist? 😁

01/07/2023

আমাদের পেজের অন্যতম মূল উদ্দেশ্যঃ

"একটানা অনেকক্ষণ পড়াশুনা করতে গেলে মাঝে ৫/১০ মিনিটের ব্রেক নেওয়া লাগেই। আর যদি ভুল করে হাতে ফোন চলে আসে, তাহলে কেমনে ২/৩ ঘন্টা চলে যায়, টের পাওয়া যায় না। আমি নিজেও এই ঝামেলায় পড়তাম। এর অন্যতম কারণ হলো, মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য ফেসবুক/ ইউটিউবে হাজার হাজার কন্টেন্ট থাকলেও পড়াশুনা রিলেটেড মাইন্ড রিফ্রেশিং খুব বেশি কন্টেন্ট নাই। যার ফলে ফানি ভিডিও দেখতে দেখতে কিছুক্ষণের জন্য আমরা সবাই ভুলেই যাই যে পড়া বাকি আছে, পড়া লাগবে।
কেমন হবে যদি একটা চ্যানেল/ পেজ থাকে যেখানে হালকা ফানি কন্টেন্ট আসবে এন্ড সেগুলো পড়াশুনা রিলেটেড হবে? শুধু ফানি না, সিরিয়াস কন্টেন্ট/ মোটিভেশনাল/ রিলাক্সিং বা ভিন্ন ধরনের কিন্তু পড়াশুনা রিলেটেড কন্টেন্টও আসলে কেমন হয়? যাতে সেগুলো দেখার পরে তোমার ব্রেনের মনে পড়ে যায় যে, ভাই, এনাফ মজা পাইসিস, এখন পড়তে বস" 📖📚📘

এই কন্সেপ্ট থেকেই আজ থেকে শুরু হচ্ছে TB (Tusar Bro) এর যাত্রা।
তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tusar Bro - TB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share