03/08/2023
and
তোমরা জানো তোমাদের জন্য আমার পার্সোনাল অনলাইন সেরা ব্যাচ লঞ্চ হচ্ছে শীঘ্রই। সেটার ডিটেইলস জানতে চেয়ে অনেকজন আমাকে নক করেছিলে। আজ সেই অপেক্ষার অবসান হলো। Youtube এ ভিডিওর মাধ্যমে ডিটেইলস জানিয়ে দিয়েছি। চেক করতে পারো। লিংক কমেন্টে দিচ্ছি।।
আর যারা এখানেই দেখতে চাও, তাদের এখানেই ডিটেইলস জানিয়ে দিচ্ছিঃ
কেমিস্ট্রি ব্যাচঃ
ক্লাস টাইপঃ রেকর্ডেড+ লাইভ
ফিঃ চ্যাপ্টার ওয়াইজ পেমেন্ট।
ক্লাস শুরু হবে ৭ তারিখ (HSC 24) এবং ৮ তারিখ (HSC 25)
মৌলের পর্যায়বৃত্ত ধর্ম চ্যাপ্টার দিয়ে শুরু করতে চেয়েছিলাম। কারণ, তোমরা অনেকদিন ধরেই গুণগত রসায়ন চ্যাপ্টারটা পড়। তারপরেও দেখা যায়, সবাই শুধু সহজ জিনিস পড়ায় দিয়ে ছেড়ে দেয় এবং তোমরাও মনে কর যে, অনেক ভালো শিখে গেছো। তবে, একটু পেচায় কোশ্চেন করলে আর পারো না।
আমার টার্গেট তোমাকে কেমিস্ট্রিতে BOSS বানানো এবং শুরু থেকেই BUET, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গড়ে তোলা। তাই, প্রথম চ্যাপ্টার থেকেই সেভাবে গড়ে তুলা উচিত বলে আমি মনে করি। তাই, গুণগত রসায়ন দিয়ে শুরু করলাম। যারা এই চ্যাপ্টার শেষ করেছো আগে, তারাও আমার এই ব্যাচে অনেক কিছু নতুন জিনিস শিখতে পারবা, একদম গেরান্টি + এগুলা ইম্পর্ট্যান্ট জিনিস। আর, HSC 25 এর যারা এখন থেকেই ব্যাচে যুক্ত হবা, বিশ্বাস কর, তোমরা অনেক লাকি হবা। ২ বছর পর নিজেই বুঝতে পারবা কেন বললাম।
এবার আসি পেমেন্ট। অনেকে ফুল পেপার অনেক কম দামে পড়ায়। তাদের কোয়ালিটি সম্পর্কে আমার জানা নেই। তবে, আমার এই ব্যাচের কোয়ালিটি নিয়ে আমি শতভাগ বিশ্বাসী। তাই, পেমেন্ট অনেকের পছন্দ নাও হতে পারে। না হলে কিছু করার নাই ভাই, কারণ এই ব্যাচের কোয়ালিটি নিশ্চিত করতে যায়ে প্রচুর পেইন খাইসি।
গুণগত রসায়ন ফিঃ ৮০০ টাকা। তবে, HSC 24 যারা ৭ তারিখের মধ্যে ভর্তি হবা, তাদের জন্য ৪০% ডিসকাউন্ট, অর্থাৎ ৪৮০ টাকা মাত্র।
HSC 25 এর যারা ৮ তারিখের মধ্যে ভর্তি হবা, তাদের জন্যেও ৪০% ডিসকাউন্ট, অর্থাৎ ৪৮০ টাকা মাত্র।
তাই, দেরি না করে জয়েন করে ফেলো। দেখা হচ্ছে ক্লাসে।
ভর্তি হতে ফর্ম পূরণ করে ফেল।
ফর্ম লিংকঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeP6-WevP6Dj0_U7lWP6vCshGkT0zaThaDKEOggRXoPKJgyjw/viewform
মোঃ আব্দুল নূর তুষার
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, BUET
মেডিকেলঃ ৬৭৯ তম
ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ ৪৩৫ তম
ফিঃ ৮০০ টাকা। তবে, ৭ আগস্টের মধ্যে ভর্তি হলে ৪০% ডিসকাউন্ট, অর্থাৎ, ৪৮০ টাকা মাত্র। টাকা বিকাশে সেন্ড মানি করতে হবে।...