Jui Family Blog

Jui Family Blog Hello Freinds
Welcome To Our Channel
Hey Guys. Hope You Enjoying Daily Vlogs. Keep Supporting Hope You Enjoying My Daily Vlogs. Keep Supporting...
Thank you.

This Side
This is our small family thanks for joining us....Digital Content Creator and Family Entertainer Tuba Malik, Zhaid Malik, Ahain Malik, Chuku Malik, Payal Malik, Arman Malik, Kiettika Malik, Family Fitness,

পুরান ঢাকার এক সাধারণ ব্যবসায়ী। রাজনীতি করতেন না, পরিচিত ছিলেন একজন পরিশ্রমী মানুষ হিসেবে। কিন্তু তার অপরাধ? শুধু এই যে,...
11/07/2025

পুরান ঢাকার এক সাধারণ ব্যবসায়ী। রাজনীতি করতেন না, পরিচিত ছিলেন একজন পরিশ্রমী মানুষ হিসেবে। কিন্তু তার অপরাধ? শুধু এই যে, তিনি চাঁদা দেননি। আর সেই ‘অপরাধেই’ তাকে প্রকাশ্যে খুন করা হলো।

মানুষের সামনে, দিনের আলোয়, রাস্তায়। খুন করার পর তার নিথর দেহের উপর উঠে ঘৃণার এক নৃত্য পরিবেশন করল খুনি। কেউ এগিয়ে আসেনি। সাহস করেনি। কারণ, অভিযুক্ত ব্যক্তি একজন প্রভাবশালী যুবদল নেতার পদপ্রার্থী।

এই লজ্জা কার? রাষ্ট্রের? নাকি আমাদের সবার?

একজন মানুষকে খুন করে, তার লাশের উপর দাঁড়িয়ে নাচে যাদের মন গলে না—তারা মানুষ না, তারা সমাজের ভয়ংকরতম বিকৃতি।

ডিএমপির একজন অতিরিক্ত কমিশনার বলেছেন, “যা হয়েছে, তা চিন্তার বাইরে।” কিন্তু আমরা কি আর চিন্তা করি? না হয় ভাবনার ক্ষমতা হারিয়েছি অনেক আগেই?

এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? যেখানে রাজনৈতিক পরিচয় বর্ম হয়ে দাঁড়ায়, আর ন্যায়ের কণ্ঠ রুদ্ধ হয়ে যায় ভয় আর নির্লজ্জ নিরবতায়?

আজকে, ৫ আগস্টের পর ‘দেশের মালিক’ হয়ে ওঠা এক রাজনৈতিক গোষ্ঠীর কাছে মাথা না ঝোকানোর দায়ে একজন সাধারণ মানুষকে প্রকাশ্যে হত্যা করা হয়।

নতুন দিনের স্বপ্ন আমরা দেখি ঠিকই, নতুন সংবিধানের কথা বলি, ‘হাসিনা মুক্ত’ আর ‘আওয়ামী লীগ মুক্ত’ বাংলাদেশ গড়ার কথা বলি। কিন্তু এই বাংলাদেশে যদি চাঁদা না দিলেই জীবন কেড়ে নেওয়া হয়, তাহলে সেই স্বপ্ন শুধু ধোঁয়া হয়ে মিলিয়ে যায়।

সবাই চুপ। কেউ কিছু বলে না। কেউ প্রতিবাদ করে না। শুধু একটা লাশ পড়ে থাকে রাস্তায়, আর আমরা মুখ ফিরিয়ে নেই।

এই নীরবতা, এই লজ্জা কোথায় রাখি?
post

29/06/2025

শুভ সকাল

জয়েস ক্যারল ভিনসেন্ট ছিলেন এক ব্রিটিশ নারী, যিনি ২০০৩ সালের ডিসেম্বরে মারা যান। কিন্তু তাঁর মৃত্যু কেউ টেরই পায়নি — ঠি...
29/06/2025

জয়েস ক্যারল ভিনসেন্ট ছিলেন এক ব্রিটিশ নারী, যিনি ২০০৩ সালের ডিসেম্বরে মারা যান। কিন্তু তাঁর মৃত্যু কেউ টেরই পায়নি — ঠিক ২ বছর পরে, ২০০৬ সালের জানুয়ারিতে তার মরদেহ আবিষ্কৃত হয় উত্তর লন্ডনের একটি ফ্ল্যাটে, যেখানে টিভি তখনও চলছিল।

আর তাঁর ফ্ল্যাট ছিল এমন একটি হাউজিং এসোসিয়েশনের আওতায়, যেখানে কেউ মাঝেমধ্যে খোঁজ নিতে আসত না, এবং জানালাগুলো বন্ধ ছিল — ফলে গন্ধ বা শব্দ বাইরে যায়নি। তিনি একা থাকতেন, জীবনের শেষ দিকে পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন। ভাড়া আর বিল স্বয়ংক্রিয়ভাবে কাটা যাচ্ছিল বলে কাউকে কিছু বোঝা যায়নি। যখন পুলিশ দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকে, তখন তার দেহ কঙ্কাল হয়ে গিয়েছিল — পড়ে ছিল টিভির সামনে।

অনেকে ভাবতে পারেন, “দুই বছর ধরে ভাড়া, বিদ্যুৎ চলল কীভাবে? কেউ খেয়াল করল না?” আসলে, জয়েস সরকারি হাউজিং বেনিফিটে থাকা একা একজন নারী ছিলেন। ভাড়া ও কিছু বিল অটোমেটিক ডেবিটে ব্যাংক থেকে কাটা যাচ্ছিল।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়নি, কারণ কোম্পানিগুলো সাধারণত কয়েক মাস বিল না পেলে তদারকি করে — কিন্তু যেহেতু বিলের অর্থ কাটছিল বা কারো সন্দেহ হয়নি, তাই বিদ্যুৎ চলতে থাকে।

এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায়, নিঃসঙ্গতা কতটা ভয়ংকর হতে পারে। আমরা কি খেয়াল রাখছি, আমাদের চারপাশের মানুষগুলো ঠিক আছে কি না?

সব মিলিয়ে, এক আধুনিক শহরের ভিড়ে একজন মানুষ এইভাবে হারিয়ে যেতে পারে — সেটা অবিশ্বাস্য হলেও সত্যি।

Source- Wikipedia

28/06/2025
17/06/2025

পুড়ছে আকাশ, কাঁপছে ভূমি,
দুই দিশে যেন রক্তের ঝড়, শুনি।
ইরান হানে, ইসরায়েল জবাব,
নাশকতার খেলায় নিঃশেষ সব সাব।

রকেট উড়ে, হুঙ্কার বাজে,
শিশুর কান্না, ঘুম যে আজে।
নেতারা চায় শক্তির মহড়া,
মানবতা খোঁজে শান্তির ধারা।

ঘৃণার আগুন নিভে যাক চিরকাল,
আসুক আলো, শান্তির ভালো কাব্যগান।
যুদ্ধ নয়, চলো গড়ি সেতু,
ভাইয়ে ভাইয়ে হোক আলোচনার জেতু।

এমন আরও কনটেন্ট পেতে Juifamily Blog ফলো করুন।

হেমায়েতপুর থেকে পোশাক শ্রমিক এক বোন রংপুর যাওয়ার জন্য বাসের টিকিট কাটতে যান। টিকিটের দাম ১৫০০ শুনে তিনি পিছু হটেন। পাশেই...
07/06/2025

হেমায়েতপুর থেকে পোশাক শ্রমিক এক বোন রংপুর যাওয়ার জন্য বাসের টিকিট কাটতে যান। টিকিটের দাম ১৫০০ শুনে তিনি পিছু হটেন। পাশেই দাঁড়ানো ট্রাকের হেলপার এই রংপুর ৫০০, রংপুর ৫০০ বলে যাত্রী ডাকা শুরু করেন। সেটা শুনে ৫০০ টাকায় রংপুর যেতে ট্রাকে উঠে পড়েন তিনি। ১৫০০ টাকায় বাসে বসে নিরাপদে যেতে পারতেন, সেটা না করে ৫০০ টাকায় কেন ট্রাকে যাচ্ছেন। বৃষ্টি হলে ভিজে যাবেন তো? ওই বোন বলেন, সামান্য বেতনে একটি পোশাক কারখানায় চাকরি করি। ১৫০০ টাকায় টিকিট করলে বাড়ি হয়তো যেতে পারবো। কিন্তু বাবা-মা ও বোনকে নিয়ে ঈদ করতে পারবো না। তাদের জন্য কিছু কিনতে পারবো না। তাদের মুখে হাসি ফোটাতে পারবো না। তাদের মুখে হাসি ফোটানোর জন্য ৫০০ টাকায় ট্রাকে যাচ্ছি। এতে হয়তো সামান্য কষ্ট হবে, হোক।
অপরদিকে, এক বাবা দুই হাজার টাকা বাঁচাতে ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশে সাইকেল নিয়ে বের হয়েছেন। বগুড়ায় সেনাবাহিনী তাকে থামালে তিনি বলেন, দুই হাজার টাকা দিয়ে বাসের টিকিট করলে স্ত্রী-সন্তানদের নিয়ে ঈদ করবো কীভাবে। তাই ওই টাকা বাঁচানোর জন্য সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছি। পরে সেনাবাহিনী তাকে বেশ কিছু উপহারও দেন।
কর্মজীবীরা নারী হোক আর পুরুষ হোক, তারা কষ্ট করেন প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর জন্য। একইভাবে দেশের বাইরে অনেক প্রবাসী ভাই ঘণ্টার পর ঘণ্টা কাজ করে, খেয়ে না খেয়ে দেশে টাকা পাঠাচ্ছেন যেন আপনজনরা ভালো থাকে। আপনজনদের ভালো রাখার জন্য আমরা কতটা কষ্ট করতে পারি পোশাক শ্রমিক ওই বোন ও সাইকেল চালিয়ে বাড়ি যাওয়া সেই বাবা অন্যতম দৃষ্টান্ত।
post

শৈশব! এক অমূল্য অধ্যায়, যার প্রতিটি দিন ছিল স্বপ্নের মতো। দুপুরের রোদে কাঁঠাল গাছের ছায়ায় লুকোচুরি, মাটির হাঁড়িতে মা...
03/06/2025

শৈশব! এক অমূল্য অধ্যায়, যার প্রতিটি দিন ছিল স্বপ্নের মতো। দুপুরের রোদে কাঁঠাল গাছের ছায়ায় লুকোচুরি, মাটির হাঁড়িতে মা’র রান্না করা গরম ভাতের গন্ধ, আর বিকেলের খেলাধুলা—সব কিছু যেন চোখ বন্ধ করলেই স্পষ্ট হয়ে ওঠে।

সেই পুকুরঘাট, যেখানে আমরা ঝাঁপ দিতাম দল বেঁধে, অথবা সেই নোনা চোখে ভেসে ওঠা প্রথম বৃষ্টির আনন্দ—সব যেন এখনও হৃদয়ে তাজা। তখন কাঁদা মেখে মাঠে দৌড়ানো ছিল বিরাট একটা উৎসব, আর স্কুল পালিয়ে রেললাইনের পাশে বসে বৃষ্টির শব্দ শোনা ছিল সাহসিকতার পরিচয়।

রাতের আকাশে তারা গোনার সেই দিনগুলো আজকের ব্যস্ত জীবনে আর ফেরে না। শাসন ছিল, কিন্তু তার ভেতরেই ছিল অগাধ ভালোবাসা। বাবা-মায়ের এক চিলতে হাসিই তখন ছিল পৃথিবীর সবচেয়ে বড় আশ্বাস।

আজ জীবন অনেক এগিয়ে গেছে, প্রযুক্তি বেড়েছে, দায়িত্ব বেড়েছে—কিন্তু শৈশব রয়ে গেছে এক কোণে, হৃদয়ের সবচেয়ে নরম জায়গা।

03/11/2023

mejiennurrhamanazare ゚viralシ ゚viral

02/11/2023

゚viralシ ゚viral

01/11/2023

゚viral ゚viralシ

30/10/2023

Address

Hemaytpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jui Family Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category