Feminism Is Cancer

Feminism Is Cancer নারীবাদের ভয়াল আগ্রাসন থেকে নারীমুক্তির লক্ষ্যে...
(1)

ভ*য়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক...
23/07/2025

ভ*য়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!
৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে, তাদের যৌবনের চাহিদা, আবেগ, ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷ আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব, নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। কারণ তার স্ত্রী ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ। এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও...

সম্প্রতি নাচের ভিডিও ভাইরাল এবং নারীবাদী পাড়ায় আগুন... ইতিমধ্যে ফেসবুকের নিউজফিডে একটি নাচের ভিডিও এবং এর পেছনে একটা ঘটন...
04/07/2025

সম্প্রতি নাচের ভিডিও ভাইরাল এবং নারীবাদী পাড়ায় আগুন...

ইতিমধ্যে ফেসবুকের নিউজফিডে একটি নাচের ভিডিও এবং এর পেছনে একটা ঘটনা ঘুরে বেড়াচ্ছে।
যতটুকু জানা যায়, মেয়েটির সাথে বিয়ের কথাবার্তা পাকা হয়েছে একটা ছেলের পরিবারের, কিন্তু এরমধ্যে মেয়েটির কলেজে স্টেজের একটা নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার শ্বশুর বিয়ে করাতে নারাজ হোন এবং না করে দেন।

এ নিয়ে ফেমিনিস্ট পাড়া দুইদিন ধরে তোলপাড়, তাদের কথা হইলো “মেয়ে নাচবে-গাইবে; ইটস হার চয়েজ” খুবই কমন লজিক তাদের। কিন্তু একইভাবে তারা ভাবছে না ছেলের পরিবারও তো এই মেয়ে বিয়ে করাবে কি করাবে না “ইটস দ্যায়ার চয়েজ”।

না আরেকটু খোলাসা করে বলি। ধরুন যারা মিডিয়ায় কাজ করে, কিংবা জন্মের পর থেকে ড্যান্স করে বড় হচ্ছে তাদের বিয়ে হয়না? হয়তো! কার সাথে হয়? যেগুলো লিবারেল ফ্যামিলি, শ্বশুরশ্বাশুড়ি এসব ব্যাপারকে তোয়াক্কা করেনা, পাত্রও হয়ত এমন(লিবারেল) সেজন্য।

কিন্তু কোন মেয়েপক্ষ যদি নাচাগানা করেও মোটামুটি ধার্মিক ছেলেপক্ষ দেখতে আসলে সব হাইড করে বলে “নাহ, মেয়ের এমন কোন কাজে সম্পর্ক নাই- মেয়ে নামাজি”। তাহলে এটা তো একদমই ঠিক না। নাকি আপনি দ্বিমত?

এখন আপনি বিয়ের দুই সপ্তাহ আগে বললেন “মেয়ে বাইরে এসবের সাথে সম্পৃক্ত না” কিন্তু এক সপ্তাহ না যেতেই ছেলেপক্ষ সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছে মেয়ে উড়াধুড়া নাচে আর লাখো তরুণ বাহবা দিচ্ছে; এ দেখে পাত্রপক্ষ বিয়ে করাবে না বলে জানিয়েছে। এখানে ছেলের বাবা(মেয়ের হবু শ্বশুর)কে কিভাবে দোষারোপ করছেন?

নারীবাদী আপার লজিক জানতে চাই।

-
- রুবায়েত করিম নিয়ন

পাত্রী রান্না পারে কিনা জিজ্ঞেস করাতে উত্তর এলো-“কেন বুয়ার কাজ করাবেন ? আপনাদের বউয়ের দরকার না বুয়ার?”পাল্টা জিজ্ঞেস ...
29/06/2025

পাত্রী রান্না পারে কিনা জিজ্ঞেস করাতে উত্তর এলো-
“কেন বুয়ার কাজ করাবেন ? আপনাদের বউয়ের দরকার না বুয়ার?”

পাল্টা জিজ্ঞেস করলাম, “মেয়ে বিয়ে দিচ্ছেন কেন? মেয়ের ভরণ পোষণ দেয়ার অক্ষমতা বলে?”

আজব! ভরণ পোষণের অভাব হবে কেন ? জীবনসঙ্গী, সংসার গড়ার জন্য বিয়ে...

তো বুয়ার অভাবে বিয়ে করছি এটা ভেবে নিলেন কি করে ? বেতনভোগী বুয়ার জন্য কেউ দেনমোহর, ভরণ পোষণের দায় নিয়ে বিয়ে করে?

নিজের সংসারের কাজ করলেই যদি বুয়া হয়, তবে শুধু ভরণ পোষণের শর্তে বিয়ে বসলে কেন অভাবী নয়?

আগুনে ঝাপ দাও, নিরাপত্তা দেয়ার দায়িত্ব ফায়ার ব্রিগেডের...
13/06/2025

আগুনে ঝাপ দাও, নিরাপত্তা দেয়ার দায়িত্ব ফায়ার ব্রিগেডের...

সমাজের সর্বস্তরের সচেতন মানুষদের এভাবে এদের ফাঁদের বিরুদ্ধে কথা বলতে হবে।
01/06/2025

সমাজের সর্বস্তরের সচেতন মানুষদের এভাবে এদের ফাঁদের বিরুদ্ধে কথা বলতে হবে।

বাংলাদেশের মুসলমান নারীরা হাজারে হাজারে রাজপথে দাঁড়িয়ে তোমাদের বিতর্কিত নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশ বাতিল কর...
18/05/2025

বাংলাদেশের মুসলমান নারীরা হাজারে হাজারে রাজপথে দাঁড়িয়ে তোমাদের বিতর্কিত নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশ বাতিল করে দিয়েছে!

এই দেশের মিডিয়া, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ; মুসলমান নারীদের বক্তব্য-বিবৃতি, মানববন্ধন, বিক্ষোভ আমলে নিচ্ছে না, ফেসবুকে ঝড় উঠছে না, টকশোতে আলোচনা হচ্ছে না!

অথচ শ’খানেক বাম শাহবাগী নারীবাদীদের আস্ফালন মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরে, সুশীল সমাজ মুখে ফেনা তুলে ফেলে!
-
আজকে খুলনায় মুসলমান নারীদের(মহিলা ফোরাম আয়োজিত) প্রতিবাদী মানববন্ধন!

“আমি আদিবাসী ট্রা ন্স নারীবাদী” প্ল্যাকার্ড হাতে একজনকে দেখা যাচ্ছে।এই প্ল্যাকার্ডে ৩টি কমিউনিটির কথা আছে-১. আদিবাসী : উ...
17/05/2025

“আমি আদিবাসী ট্রা ন্স নারীবাদী” প্ল্যাকার্ড হাতে একজনকে দেখা যাচ্ছে।

এই প্ল্যাকার্ডে ৩টি কমিউনিটির কথা আছে-
১. আদিবাসী : উপজাতিদের মধ্যে যারা আদিবাসী স্বীকৃতি চায়।
২. ট্রা ন্স : এল জি বি টি কি উ গোষ্ঠী, যারা স ম কা মের স্বীকৃতি চায়।
৩. নারীবাদী : যারা নারীবাদ নিয়ে কাজ করে।

কিন্তু ৩টি বিষয় যখন এখন প্ল্যাকার্ডের মধ্যে,
তখন বুঝা যায়- আজকে মৈত্রী যাত্রা নামক যে সমাবেশ হচ্ছে,
তা ৩টি পৃথক কমিউনিটি মিলে আয়োজন করেছে।
অথবা যারা আজকের অনুষ্ঠানের আয়োজক,
তারা মাঠ পর্যায়ে এই ৩টি কমিউনিটিকে ধারণ করে ।

আসলে এই তিনটি ইস্যু নিয়ে কাজ করে বিদেশী মদদপুষ্ট এনজিওরা।
সম্ভবত এনজিওরা তাদের অধিনস্ত দল তিনটিকে একত্র করেছে, আজকের সমাবেশের জন্য।
যেহেতু বর্তমান সরকার এনজিওগ্রাম সরকার,
তাই সরকারের প্রত্যক্ষ মদদে আজকের এই সমাবেশ।

তাই এই একটা প্ল্যাকার্ডের মধ্যেই সরকারের গন্তব্য বুঝা যায়।
প্রথমত, উপজাতিদের আদিবাসী স্বীকৃতি, যার মাধ্যম পাহাড়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট হবে।
দ্বিতীয়ত, বাংলাদেশের স ম কা মী তা স্বীকৃতি আদায়।
তৃতীয়ত, নারীবাদের স্বীকৃতি, সহজ ভাষায় বললে বাংলাদেশের পরিবারগুলোতে ধর্মীয় নিয়ম-কানুন বাদ দিয়ে পশ্চিমা ও বি কৃ ত প্রথা ও সংস্কৃতি চালু করা।

মূল কথা হচ্ছে-
ইউনুস আমাদের যে স্বপ্নের বাংলাদেশের কথা শোনাচ্ছেন,
এই একটা প্ল্যাকার্ডেই ইউনুসের সেই ৩টি স্বপ্নের কথা আছে।
আপনি ইউনুস সরকারকে চাবেন, কিন্তু এই ৩টি স্বপ্ন বাস্তবায়ন চাইবেন না, তা কিন্তু হবে না।

ইউনুসকে চাইলে আপনাকে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক
অবশ্যই তার ৩টি স্বপ্ন বাস্তবে মেনে নিতে হবে।
এর ভিন্ন কোন উপায় নেই।

-নয়ন চ্যাটার্জি

মাহফুজুর রহমান প্রত্যয় আর রোকন ইসলাম-কে যে কষায়ে দুইটা থাপ্পড় দিয়ে ভিডিও করে দিতে পারবে, তার ছেলেমেয়ের লেখাপড়ার খরচ আমি ...
17/05/2025

মাহফুজুর রহমান প্রত্যয় আর রোকন ইসলাম-কে যে কষায়ে দুইটা থাপ্পড় দিয়ে ভিডিও করে দিতে পারবে, তার ছেলেমেয়ের লেখাপড়ার খরচ আমি চালাবো...

-

পুতিবাত করার আগে তো কারণটা জানবেন! -

এরা দুইজন প্রায়ই প্রকাশ্যে সমকামীতার অধিকার চায়, কালও নারীবাদীদের নারীমৈত্রী সভায় একই অধিকার চাচ্ছে স্বগর্বে। অথচ দেশের দণ্ডবিধির ৩৭৭ ধারা মোতাবেক সমকাম শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ, যার শাস্তি দুই বছর থেকে শুরু করে দশ বছর কারাদণ্ড এবং
উপরন্তু জরিমানাও আরোপযোগ্য।

আইন আদালতও যেহেতু কানা হয়ে গেছে, ওরাও যেহেতু আইনের তোয়াক্কা করছে না, আইন আমাদেরকেই হাতে তুলে নেওয়া ছাড়া কোন উপায় আছে? থাকলে বলেন!

16/05/2025

নারীবাদীদের "মৈত্রী যাত্রা" নামক সভায় আমি চ্যালেঞ্জ করেছিলাম সবমিলিয়ে শখানেক নারীবাদী জড়ো করতে পারবে না। কিন্তু তারা করেছে, চলুন কেমনে করেছে শুনি গার্মেন্টস কর্মীদের থেকে....

নারীর ডাকে মৈত্রী যাত্রা'র আয়োজকদের মধ্যে একজন সুপরিচিত নারীবাদী আছেন, যিনি নিজ বাসায় মাদকের আসর বসিয়ে  ছেলে বন্ধুকে এক ...
16/05/2025

নারীর ডাকে মৈত্রী যাত্রা'র আয়োজকদের মধ্যে একজন সুপরিচিত নারীবাদী আছেন, যিনি নিজ বাসায় মাদকের আসর বসিয়ে ছেলে বন্ধুকে এক নারীকে ধর্ষণে সহযোগিতা করেছেন।

আজ সে জাতীয় সংসদের সামনে নারী নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করছে। আমি তোমাদের এই হিপোক্রেসিকে ঘৃণা করি। তোমরা-ই নারীদের শত্রু।

- ইশরাত জাহান ইশা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feminism Is Cancer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category