20/05/2025
অনেকে এই গানটার পিছনের আসল ঘটনা না জেনেই পোস্ট করছে।
কবি কাজী নজরুলের মেজো ছেলের নাম ছিলো অরিন্দম বুলবুল এবং কবির একটি পোষা পাখি ছিলো বুলবুলি। কবির মেজো ছেলে যখন অসুস্থ হয় তখন কবি কৃষ্ণনগর থেকে কোলকাতায় যাচ্ছিলো তার পাওনা কিছু টাকা আনতে। তখন ট্রেনে একটি বিজ্ঞাপনের কাগজ তার হাতে আসে, সেই সময় কবি আপনা মনে সেই বিজ্ঞাপনের কাগজের বিপরীত পাশে " বাগিচার বুলবুলি" গানটি লিখেন এবং তার কাজ শেষ করে আসার সময় নৃপেন চট্টোপাধ্যায়ের হাতে গানটি দেন।
আর তার ছেলের মৃত্যুর পরে যেই কবিতা লিখে প্রকাশকের হাত দেন সেই কবিতাটা ছিলো"ঘুমিয়ে আছে শ্রান্ত হয়ে, আমার গানের বুলবুলি "।
"বাগিচার বুলবুলি "এটা গান আর " ঘুমিয়ে আছে শ্রান্ত হয়ে, আমার গানের বুলবুলি" এটা হচ্ছে কবিতা। দুইটা আলাদা বিষয়, আলাদা সময়ে লেখা। দয়া করে কেউ না জেনে বুঝে দুইটাকে একসাথে মিলেয়ে ভুল তথ্য দিবেন না।
#কাজী_নজরুল_ইসলাম #বুলবুলি #বাগিচায়_বুলবুলি_তুই_ফুল_শাখাতে fans